সন্ধ্যা-রাতে বামুন্দি বাজার থেকে কেনাকাটা

in hive-129948 •  7 months ago 


আসসালামু আলাইকুম




হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বামুন্দি বাজার থেকে কেনাকাটার অনুভূতি নিয়ে। আশা করি আমার এই পোস্ট পড়ে আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে এখনই শুরু করি।


img_1716057572626.jpg

Photo editing by infinix mobile gallery


বামুন্দী বাজার:



আমাদের সুপরিচিত বামুন্দি বাজার। এখানে শুক্রবার সোমবারে বিভিন্ন প্রকার হাট বসে। তাই কেনাকাটার উদ্দেশ্যে আশেপাশের বাজার বাদ রেখে এখানেই বেশি উপস্থিত হয়ে থাকি। কারণ দীর্ঘদিন এই বাজারে চলাচল করে আমাদের অভ্যাস হয়ে গেছে। তাই কর্ম ব্যস্ততার মধ্য দিয়ে যখন সুযোগ হয়, বিকেল টাইম অথবা সন্ধ্যার পর দশ কিলো পথ বাইক রান করে এ বাজারে এসে উপস্থিত হয়। গ্রামের নিরিবিরি রাস্তা পেরিয়ে ফসলের মাঠের সৌন্দর্য উপভোগ করতে করতে উপস্থিত হওয়া যায়। তাই দীর্ঘদিন চলাচল করার ফলে সুন্দর একটা অভ্যাস হয়ে গেছে এখানে। ঠিক তেমনি একদিন কেনাকাটার উদ্দেশ্যে উপস্থিত হলাম। প্রথমে ইলেকট্রনিক্স ও হার্ডওয়ার্কের জিনিস কেনার জন্য কাফিরুল ভাইয়ের দোকানের কাছে উপস্থিত হলাম। তবে আমাদের পৌঁছাতে বেশ রাত হয়ে গেছিল। তাই উপস্থিত হয়ে দেখলাম কাফিরুল ভাইয়ের দোকান বন্ধ। বেশ ঝামেলায় পড়লাম তখন। তাই তার অপজিট পাশের এক দোকানে প্রবেশ করলাম এবং কেনাকাটা করলাম।


IMG_20240419_193035_743.jpg

IMG_20240419_193324_625.jpg

IMG_20240419_224004_510.jpg
Photography device: Infinix hot 11s
location



এরপর মোটরসাইকেল রেখে ছিলাম তার অপজিটে রয়েছে আবাবিল ভাইয়ের মুদী খুচরা ও পাইকারি দোকান। সেখান থেকে বেশ কিছু জিনিস কেনাকাটা করেছিলাম। যেমন সাবান পাউডার এনার্জি বিস্কুট সহ অন্যান্য জিনিস। তবে তখন দেখেছিলাম আবাবিল ভাই ঘর বন্ধ করবে এমন একটা পর্যায়ে। তবে আমি লক্ষ্য করে দেখেছি আশেপাশের অন্যান্য দোকানগুলো বন্ধ হয়ে গেলেও আবাবিল ভাইয়ের দোকানটা বন্ধ করতে একটু সময় লাগে, কারণ তার মুদি দোকান বলে কথা। যাই হোক উনি আমাদের নিশ্চিত করে বললেন ভাই আমার দোকান সাড়ে নয়টা পর্যন্ত খোলা থাকে। এরপরে তো কেউ আর বাজার করতে আসা বলে দূর থেকে আসবে না। সন্ধ্যা হলেও নিশ্চিন্তে চলে আসবেন আমার দোকানে। তবে তখন মাত্র সাড়ে সাত কি আটটা বাজে। তবে সময়টা রোজার মধ্যে ছিল এই জন্য কাফিরুল ভাইয়ের দোকান আগে থেকে বন্ধ হয়ে যায়।


IMG_20240419_193040_859.jpg

IMG_20240419_224121_319.jpg
Photography device: Infinix hot 11s
location



এরপর পাশের একটি টি-শার্টের দোকানে গিয়েছিলাম। খুব ইচ্ছা ছিল সুন্দর একটি টি-শার্ট নিব। তবে এই দোকানটাতে আমার পছন্দ মতো তেমন টি-শার্ট দেখলাম না। অন্যান্য ঘরগুলো প্রায় বন্ধ হয়ে গেছে, তাই আর টি-শার্ট কেনা হলো না সেদিন।


IMG_20240419_193030_708.jpg
Photography device: Infinix hot 11s
location


এরপর আমি আর আমার বন্ধু মারুফ দুইজনে চলে গেলাম চাল ডাল বিক্রয় করে সেই চালপট্টির দোকানে। আপনারা সকলেই কম বেশি জানেন আমি ছোলা ভিজিয়ে খেতে বেশি পছন্দ করি। তাই ছোলা ভিজিয়ে খাওয়ার জন্য চলে গেলাম মারুফের সাথে সে দোকানগুলোতে। এদিকে মারুফ অনেক কিছু কেনাকাটা করল তাদের কাছ থেকে। আমি শুধুমাত্র আমার প্রয়োজনে তিন রকম ছোলার মধ্যে থেকে সবচেয়ে ভালো টা বেছে নিলাম। কারণ এ তো ভিজিয়ে কাঁচা খেতে হবে,তাই এক নম্বরটাই উত্তম।


IMG_20240419_200528_308.jpg

IMG_20240419_200525_179.jpg

IMG_20240419_200512_887.jpg

IMG_20240419_200507_800.jpg
Photography device: Infinix hot 11s
location



এদিকে মারুফকে কেনাকাটা করার জন্য রেখে গেলাম, যেহেতু সে অনেক জিনিস নিবে এদের ঘর থেকে। কিন্তু আমি তো আর বেশি কিছু এখান থেকে নেব না। চলে গেলাম ফলের দোকানে। সেখান থেকে কিছু কমলা লেবু আর এক কেজি পরিমাণ শসা কিনলাম। আমি কখনো বাজারে গেলে যদি শসা সুবিধামতো পেয়ে যায় এক থেকে পাঁচ কেজি পর্যন্ত কিনে ফেলি। বাড়িতে রান্না করতে দু একটা দেয়া হলেও বাকিটা কাঁচা খেয়ে শেষ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। যাহোক ওই মুহূর্তে ১ কেজি শসা আর ফল নিয়ে চলে আসলাম মারুফ এর কাছে। আর ঠিক এভাবেই সম্পন্ন করেছিলাম রাত্রি কালীন মুহূর্তে বামনী বাজার থেকে কেনাকাটা


IMG_20240419_200505_609.jpg

IMG_20240419_223837_514.jpg

IMG_20240419_224236_455.jpg
Photography device: Infinix hot 11s
location

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

পোস্ট বিবরণ


বিষয়কেনাকাটা
লোকেশনLocation
ফটোগ্রাফি ডিভাইসInfinix hot 11s
ফটোগ্রাফার@sumon09
দেশবাংলাদেশ


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সকলে। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png







Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

মারুফ ভাইয়ের সাথে রাতের বেলায় কেনাকাটা করতে গিয়েছেন জেনে ভালো লাগলো ভাইয়া। যেহেতু দোকান ঘর বন্ধ হয়ে গিয়েছিল তাই তো আপনার গেঞ্জি কেনা হলো না। যাইহোক গেঞ্জি কেনা না হলেও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিনতে পেরেছিলেন জেনে ভালো লাগলো ভাইয়া।

হ্যাঁ আপু শুধু গেঞ্জি পাইনি

আপনি সব সময় বামুন্দি বাজার থেকে কেনা কাটা করে থাকেন। ঠিক অনুরুপ ভাবে আজকে ও আপনি রাতে বামুন্দি বাজার থেকে বেশ কিছু জিনিস পত্র কেনাকাটা করেছেন। আমার কাছে বাজার করতে বেশ ভালো লাগে। তবে, সেটা নিজের টাকায় নয়, বাপের টাকায়। আপনি আজকে বাজার করার খুবই সুন্দর একটি অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন।

হ্যাঁ ভাই বাজারটা দূরে হলেও ভালো লাগে

আপনি তো দেখছি প্রায়ই বামুন্দি বাজারে যান। তবে আমার কাছেও গাংনী বাজার থেকে বামুন্দি বাজারটা যেন বেশি ভালো লাগে। আপনার মত আমারও কাঁচা শসা খেতে ভীষণ ভালো লাগে। মারুফ ভাইয়ার সাথে সন্ধ্যায় বামুন্দি গিয়েছিলেন। সেখানে গিয়ে অনেক কিছুই কেনাকাটা করেছেন। রাত্রিকালীন বামুন্দি বাজার থেকে কেনাকাটার পোস্ট পড়ে বেশ ভালো লাগলো ধন্যবাদ।

হ্যাঁ সুযোগ পেলেই সপ্তাহে দুই দিন

আসলে ভাইয়া এখন যে গরমটা পড়ছে এতে দিনের বেলায় বাজার করা একটু কষ্টসাধ্য ব্যাপার। তাই আপনি সন্ধ্যায় বাজার করতে গেলেন বামুন্দি বাজারে বিষয়টা বেশ ভালো লাগলো আমার কাছে। আপনি সেখানে এনার্জি বিস্কুট সহ লেবু শসা এবং বেশ কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনলেন। এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।

একদম ঠিক বলেছ

আপনারা মাঝে মাঝে বাজার করতে বামুন্দী আসেন। এটা দেখে খুবই ভালো লাগে। ব্যস্ততার কারণে সময় হয়ে ওঠে না দেখা করার। ইনশাল্লাহ একদিন দেখা করবো আপনার সাথে। আপনারা দুই বন্ধু মিলে বেশ ভালোই ঘোরাফেরা করেন লাইফটা ইনজয় করেন। এটা খুবই ভালো একটা দিক। আপনাদের বন্ধুত্ব অটুট থাকুক এই কামনাই করি।

হ্যাঁ সুযোগ পেলে দুই বন্ধু চলে যায়

এর আগেও আপনার পোষ্ট এ বামুন্দী বাজারের নাম জেনেছিলাম। যেহেতু হাট বসে, তাই অনেক কিছুই পাওয়া যায়। আপনারা শেষের দিকে গিয়েছিলেন বলে হয়তো অনেক দোকান বন্ধ পেয়েছেন। আর শশাও হয়তো সে কারণেই এক কেজি পেয়েছেন! তবুও বেশ অনেক কিছুই কেনাকাটা করেছেন দেখছি! ছোলার যে ৩ রকম মানের হয়, সেটাও জানলাম!

হ্যাঁ আপু এই বাজারটা বেশ জনপ্রিয়