আসসালামু আলাইকুম
হাই! বন্ধুরা,
হাই!
বন্ধুরা,আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে সুন্দর একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এখানে বেশ কিছু ছোট ছোট ভিডিও একত্রিত করে একটি ভিডিওতে রূপান্তর করা হয়েছে। আশা করি প্লে করবেন এবং ভিডিওর সৌন্দর্য উপভোগ করবেন।
আমাদের দেশটা অনেক সুন্দর। আরো সুন্দরভাবে গড়ে তোলেন কৃষক ভাইয়েরা। ফসলের মাঠে বিভিন্ন সময়ের বিভিন্ন ফসল ফলান। ফসল গুলো দেখে আমরা মুগ্ধ হয়। বর্তমান সময়ে মাঠের প্রধান আকর্ষণ সরিষা ফুল। ঠিক তেমনি এর আগে একটা আকর্ষণীয় বিষয় ছিল তা হচ্ছে ধানের মাঠ। একদিন বাজারে যাওয়ার সময় লক্ষ্য করে দেখলাম ধানের মাঠে কৃষকরা ধান কেটে আটি বেঁধে অনেক সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছেন জায়গায় জায়গায়। এই দৃশ্যটা দেখে আমি খুব মুগ্ধ হয়েছিলাম। ইচ্ছে ছিল সুন্দর করে ভিডিও ধারণ করার কিন্তু সেভাবে সময় না দিতে পেরে বেশি একটা ভিডিও ধারণ করতে পারি নাই। তবে ছোট ছোট যত তোকে ভিডিও ধারণ করেছিলাম বেশ ভালো লেগেছিল। আর এভাবেই বেশ কয়েকটা ছোট ছোট দৃশ্য একত্রিত করেছি। এদিকে আমার সবজি বাগানে সবজি গাছে পানি দিতে গিয়ে লক্ষ্য করে দেখেছিলাম অনেক সুন্দর প্রজাপতি আমার চোখের সামনে ঘুরঘুর করছে। আমি যেন আমার কাজ বাদ দিয়ে প্রজাপতির ভিডিও ধারণ করাই ব্যস্ত হয়ে পড়েছিলাম।
Photography device: Infinix hot 11s
Gangni-Meherpur
যদিও ভালোভাবে আমি প্রজাপতিকে ভিডিওর মধ্যে আনতে পারছিলাম না তারপরেও আমি চেষ্টা করেছিলাম। কারণ এখানে আমি ভালোলাগা খুঁজে পেয়েছিলাম সুন্দর প্রজাপতিকে দেখে। তাই নিজের সবজি গাছে পানি দেওয়ার চিন্তা দূর করে যেন ব্যস্ত হয়ে পড়েছিলাম। এরপর আপনারা আরও একটি অংশ দেখতে পারবেন ভিডিওর মধ্যে সেটা হচ্ছে বামুন্দি বাজারের সুন্দর একটু ভিডিও অংশ। ব্যস্ত এক সবজি বাজার। শুক্রবার অথবা সোমবার আসলেই এই বাজার ব্যস্ত হয়ে ওঠে মানুষে মানুষে। বিভিন্ন মানুষের বিভিন্ন বিষয় নিয়ে কথা চলতে থাকে। বিভিন্ন গ্রাম থেকে যেমন বিক্রেতাদের আগমন তেমন ক্রেতাদের আগমন এই বাজারে। হাজারো মানুষ ছুটে আসে নিজ নিজ প্রয়োজনীয় জিনিস কেনাবেচা করতে।
Video device: Infinix hot 11s
Gangni-Meherpur
আর এভাবেই আমি সবজি বাজারটার ভিডিও ধারণ করার চেষ্টা করেছিলাম কিন্তু বেশি একটা সময় দিতে পারেনি। প্রচন্ড মানুষের ভিড় আর নিজের ব্যস্ত মুহূর্ত যেন আমাকে ছুটাছুটি করার মধ্যে রেখেছিল। আর এভাবে আমি ব্যস্ততম মুহূর্তের মধ্যে ভিডিও গুলো ধারণ করেছিলাম। এই থেকে আমি একটা আইডিয়া পেয়ে গেছি যে, যেখানেই চলি না কেন সেখান থেকে সুন্দর কোন কিছু চোখে পড়লেই দোষ ২০ সেকেন্ডের যদি ভিডিও ধারণ করে রাখতে পারি, তাহলে অবশ্যই সেগুলো একত্রিত করে কয়েক মিনিটের ভিডিও তৈরি করে সুন্দর রেনডম ভিডিও বানিয়ে ফেলতে পারব। আমরা সবাই রেনডম ফটোগ্রাফি মূলক পোস্ট অনেক পছন্দ করে থাকি। সেই তুলনায় যদি রেনডম ভিডিও হয় তাহলে অবশ্যই আরো ভালো লাগবে। তাই আমি মনে করেছি এখন থেকে রেনডম ভিডিও প্রকাশ করব। এতে হয়তো নতুন ভালোলাগা খুঁজে পাওয়া যাবে। তাই আমি এই ভিডিওটা ইনসট সফটওয়্যার দিয়ে এডিট করেছি। একত্রে চারটা ছোট ছোট ভিডিও যুক্ত করতে পেরেছি। যেখানে ফসলের মাঠের দুইটা, আমার সবজি বাগানে আর বামুন্দির সবজি বাজারের দৃশ্য।
Photography device: Infinix hot 11s
Gangni-Meherpur
ভিডিওগ্রাফি | রেনডম |
---|---|
বিষয় | গ্রাম বাংলার ভিডিও |
ভিডিও ডিভাইস | মোবাইল ফোন |
ভিডিও ম্যান | @sumon09 |
Editing app | PicsArt & inshot |
YouTube channel | সোর্স |
দেশ | বাংলাদেশ |
আমার বাংলা ব্লগের সদস্য,সুমন। থানাঃ গাংনী, গাংনী-মেহেরপুর বাংলাদেশ। দৈনন্দিন জীবনে আমার পথ চলার প্রতিপাদ্য বিষয়: সততা সচেতনতা সাহসিকতা যার মধ্যে ন্যায় নীতি নিহিত।
পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।
X-promotion
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
25-01-25
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি অনেক সুন্দর একটি ভিডিও শেয়ার করেছেন ভাইয়া। একটি ভিডিওর মধ্যে বেশ কয়েক জায়গা দেখতে পারলাম। অনেক ভালো লাগলো এত সুন্দরভাবে ভিডিওটা এডিট করেছেন দেখে। আপনার ভিডিওতে সাউন্ডটা অসাধারণ। ভালো লাগলো মাঠে ধান গোছানো রয়েছে এমন জায়গা দেখে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভিডিওগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লাগে। গ্রামীণ পরিবেশ থেকে ভিডিও ধারণ করতে আমি অনেক পছন্দ করি। আমি চেষ্টায় আছি এভাবে এখনকার সময়ের ফসলের মাঠগুলো মেলা মেলা ভিডিও ধারণ করব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম দারুন হয়েছে আপনার রেনডম ভিডিও গ্রাফিটি। সত্যি বলতে এরকম ভিডিওগ্রাফি গুলি দেখতে একটু বেশি ভালো লাগে কারণ বিভিন্ন বিষয় এর উপর ভিডিও থাকে। কৃষকদের ধানের মাঠ বাজারের দৃশ্য এবং প্রজাপতির চমৎকার দৃশ্য সহ পুরো ভিডিওটা জুড়ে সুন্দর সময় উপভোগ করলাম। আশা করছি আগামীতে এরকম আরো দারুন দারুন রেনডম ভিডিওগ্রাফি শেয়ার করবেন, ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই ভালো লাগলো ভিডিওগ্রাফিটি দেখে। বিশেষ করে অগ্রহায়ণ মাসের ধানের ফসলের জমির ভিডিও এবং সবজি গাছের উপর বসে থাকা চমৎকার প্রজাপতির ভিডিওগ্রাফির অংশটুকু আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। দারুণ একটি রেনডম ভিডিও আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit