আজ - রবিবার
হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদের কে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট।
আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমাদের স্কুলে অডিট করতে এসেছিলেন মজনু স্যার। তিনি অডিট করতে এসে যে সমস্ত বিষয়গুলো লক্ষ্য করেছেন এবং যে সমস্ত বিষয়ে আমাদের নির্দেশনা দিয়েছেন তা তুলে ধরার জন্য। তবে উনি আমাদের স্কুল সম্পর্কে বেশ সুন্দর দিকনির্দেশনা দিয়েছেন এবং আমাদের টিচিং এর ক্ষেত্রে বেশ ভালো মন্তব্য করেছেন। চলুন দেরি না করে সেই সমস্ত বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরি এবং আপনারা মনোযোগ সহকারে পড়ুন।
আমার বাংলা ব্লগবাসীর জন্য অফুরন্ত ভালোবাসা |
---|
এসেম্বলি ক্লাসের ফটোগ্রাফি
৬ ই আগস্ট মজনু স্যার আমাদের স্কুল অডিট করতে এসেছিলেন। উনার বাসা গাংনী মেহেরপুরে। তিনি উচ্চপদস্থ একজন সরকারি কর্মকর্তা। বর্তমানে তিনি চট্টগ্রামে থাকেন। শুরুতেই আমাদের এসেম্বলি ক্লাসে তিনি অংশগ্রহণ করেন এবং পর্যবেক্ষণ করে দেখেন আমাদের ভুল ত্রুটি বা ভালো-মন্দ দিকগুলো। আমাদের সাথে জাতীয় সংগীত তিনি গিয়েছিলেন। পিটি প্যারেড করার সময় তিনি বেশি সুন্দর নির্দেশনা দিয়েছেন। Photography device: Infinix hot 11s
তিনি প্রত্যেকটি ক্লাসে ছাত্রছাত্রীদের কেমন করে শিক্ষকরা পড়েছেন সবকিছু পর্যবেক্ষণ করে দেখেছেন। আমি যখন প্রথম শ্রেণীতে ক্লাস নিছিলাম উনি হঠাৎ উপস্থিত হলেন। আমার ক্লাসে আমি ছাত্র-ছাত্রীদের সাধারণ জ্ঞান পড়েছিলাম। উনি আমার ক্লাস নিয়া দিকে অবাক হয়েছিলেন। ছাত্র-ছাত্রীরা প্রত্যেকটা কুইজের উত্তর পাল্লাপাল্লি দিয়ে বলছিল। বেশি আশ্চর্য হয়েছেন এই জন্য যে ওয়ানের ছাত্র-ছাত্রীদের এতগুলো কুইজ শেখানো হয়ে গেছে দেখে। আমি বই হাতে ধরিয়ে দিয়ে বললাম স্যার আপনি এই দশটি পৃষ্ঠার মধ্য থেকে যাকে যেই প্রশ্ন ধরবেন সাথে সাথে আনসার পাবেন। শুধু আপনি ধরুন তাদের। আমার ক্লাস নিয়া ধরন দেখে সে বুঝে ফেলেছিল এবং বলল আমার আর প্রয়োজন নেই তাদের ধরার। আমি আড়াল থেকে লক্ষ্য করেছি আপনার ক্লাস নেওয়া। ওরা এতটা পড়ার প্রতি আগ্রহী দেখে আমি খুবই খুশি হলাম।
আমি লক্ষ্য করে দেখেছি এসেম্বলি ক্লাস সহ যে যে শ্রেণীকক্ষে গিয়েছিলেন সেখানে ফটো অথবা ভিডিও করেছেন। অবশ্য সেই সমস্ত ফটো ভিডিও গুলো আমার ইমুতে সেন্ড করে দেখিয়েছেন এবং বলেন আমি আমার ফেসবুকে এগুলো আপলোড করেছি। উনি ওনার facebook আইডিতে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে বললেন আমার নিজের আইডি আর স্কুলের আইডি থেকে। আমিও তা করলাম। দেখলাম আমার পোস্ট করার আগে উনি পোস্ট করেছেন তার ফেসবুক আইডি থেকে উনার তোলা ফটোগুলো।
উনি অডিট শেষে স্কুল ছেড়ে চলে যাওয়ার আগ দিয়ে হঠাৎ করে আমার সাথে এসে অনেকক্ষণ কথা বললেন এবং আমার ইমো নম্বর নিলেন। আমি কিছুটা ভীতস্থ হয়েছিলাম না জানি কোন ভুল ত্রুটি আমার রয়েছে তা অন্যদের মাঝে হয়তো প্রকাশ না করে গোপনে আমাকে বলবেন কিন্তু লক্ষ্য করে দেখলাম আমার ধারণা প্রায় ভুল।
উনি অডিট করে চলে যাওয়ার পরে এক দু'ঘণ্টার মধ্যে আমার ইমোতে লিখে পাঠিয়েছেন এবং সেই লেখাগুলো আমাদের পরিচালক স্যারের কাছে পাঠিয়েছেন। অবশ্য উনার রিপোর্টগুলো পাওয়ার পরে যথেষ্ট হতাশা মুক্ত হয়েছিলাম। Photography device: Infinix hot 11s
উনি তার রিপোর্টে লিখেছিলেন এসেম্বলি ক্লাস যথেষ্ট সুন্দরভাবে করানো হয় আমাদের স্কুলে তবে স্কুলের মাঠ উচা নিচা, ছাত্র-ছাত্রীদের পিটি প্যারডের সময় সমস্যা হচ্ছে। তাই শিক্ষকরা পরিচালকের সাথে আলোচনা করে দ্রুত স্কুল মাঠ সমান করুক। আমাদের একটি ম্যাডাম রাগ করে চলে গেছেন। উনার ইংরেজি ক্লাস নেওয়া খুব সুন্দর হতো শুনেছেন ছাত্রছাত্রীদের মুখে। তাই খুব শীঘ্রই তাকে স্কুলে ফিরে আনা হোক। তিনি প্রত্যেকটি শ্রেণীকক্ষে গিয়েছেন এবং শিক্ষকদের পড়ানোর ধরনটা ওনার খুব ভালো লেগেছে এবং মুগ্ধ হয়েছেন। উনি পরবর্তীতে আমাকে জানালেন আপনাদের স্কুল সুন্দর করে ঘেরা হয়েছে চারিপাশ কিন্তু ফুল গাছ লাগাননি কেন? Photography device: Infinix hot 11s
একদম লাস্টের পিরিয়ডের সময় আমি উনার সাথে ইমো মেসেজ এ কথা বলছিলাম এবং তাৎক্ষণিকভাবে তাকে ফুলের গাছ ফটো করে দেখিয়ে দিলাম। স্যার দেখুন আমাদের স্কুল চারপাশে ফুলের গাছ লাগানো হয়েছে কিন্তু অতি গরমে গাছগুলোর বৃদ্ধি হয়নি বলে বোঝা যায়নি। হয়তো লক্ষ্য করেন নাই আপনি। তবে তিনি খুশি হলেন আমার ফুলের গাছ গুলো দেখে। উনি আরো একটি কথা বলেছেন প্রত্যেকটা শ্রেণীকক্ষের বোর্ডগুলো একটু উপরে যার জন্য বোর্ডে লেখায় ছেলেমেয়েদের সমস্যা হয়। তাই বোর্ডগুলো একটু নিচু করতে বলেছেন। অবশ্য এই বিষয়ে হেড স্যারের সাথে আমাদের আলোচনা হয়ে গেছে এবং নিচ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া উনি আমাকে বললেন আপনাদের স্কুলের পরিবেশ আগের তুলনায় যথেষ্ট সুন্দর হয়ে গেছে যা দেখে আমার মন মুগ্ধ হয়ে গেল। সব সময় স্কুলের আপডেট অনলাইনে দেয়া হয় দেখে খুব ভালো লাগলো। এসেম্বলি ক্লাস করাতে সাউন্ড বক্স সিস্টেম রয়েছে এটাও ভালো একটি দিক। ওয়ানডে ওয়ান ওয়ার্ড পড়ানো খুব ভালো হয়েছে, এভাবে চালাতে থাকুন। আশা করি আপনারা যে সমস্ত শিক্ষক রয়েছেন অবশ্য আরো সামনের দিকে এগিয়ে যাবেন। উনি আমার আর মুস্তাফিজুরের কথা বললেন; তোমরা ইয়ং শিক্ষক, তাই তোমাদের আরো বেশি ভূমিকা পালন করতে হবে স্কুলের জন্য। তবে উনার কথাতে বুঝতে পারলাম আমাদের প্রত্যেক শিক্ষকের টিচিং দেখে উনি মুগ্ধ।
|
---|
আমার পরিচিতি | কিছু বিশেষ তথ্য |
---|---|
আমার নাম | @sumon09🇧🇩🇧🇩 |
ফটোগ্রাফি ডিভাইস | মোবাইল |
ব্লগিং মোবাইল | Infinix hot 11s |
ক্যামেরা | camera-50mp |
আমার বাসা | মেহেরপুর |
আমার বয়স | ২৬ বছর |
আমার ইচ্ছে | লাইফটাইম স্টিমিট এর 'আমার বাংলা ব্লগ' এ ব্লগিং করা |
পুনরায় কথা হবে পরবর্তী কোন পোষ্টে,ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ। |
---|
আসলে যদি প্রতিনিয়ত স্কুলে এইভাবে অডিট করা হয় তাহলে স্কুলের প্রত্যেকটি কার্যক্রমের দিকে আরো নজর চলে আসে আমাদের। মজনু স্যার আমাদের স্কুল অডিট করে সত্যি দারুন কিছু মতামত প্রকাশ করেছিল। যদি আমরা তার মতামত অনুসারে সামনের পথ অতিক্রম করতে পারি তাহলে আমাদের জন্য সুদিন অপেক্ষা করছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই খুশি হয়েছি আপনার এত সুন্দর মতামত পেয়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit