আমার পক্ষ থেকে দাদাকে জানাই শুভেচ্ছা 'শুভ জন্মদিন'

in hive-129948 •  last year 
শুভ জন্মদিন দাদা

Photo_1701773600589_1.png





হ্যালো বন্ধুরা,

আপনারা সকলেই জানেন যে আজ আমাদের প্রিয় দাদার জন্মদিন। দাদার জন্মদিন মানে 'আমার বাংলা ব্লগ' কমিউনিটির ঈদ অথবা পূজার দিন বলেই চলে। এই দিনটা আমরা অতি আনন্দের সাথে উদযাপন করার চেষ্টা করি, কারণ আজ দাদা না থাকলে আমরা সুন্দর এই পরিবার পেতাম না। পেতাম না সুন্দর এই ঘরে বসে ইনকাম করার সৌভাগ্য। তাই আমাদের মহান দাদার শুভকামনা জানিয়ে আমি শুরু করলাম সুন্দর তার জন্মদিন পালনের আনন্দঘন মুহূর্ত শেয়ার করার জন্য। দাদার জন্মদিন উপলক্ষে আমি যতটুক সম্ভব করেছি, নিজ পরিবারের তিন ব্লগার একসাথে সুন্দর কেক কাটার মধ্য দিয়ে তিনার ও তার পরিবারের জন্য দোয়া ও শুভকামনা এবং জন্মদিন পালন। দোয়া করব এই দিন যেন আমাদের মাঝে সুন্দরভাবে ফিরে ফিরে আসে এবং আমরা সবাই একত্রিত হয়ে বাংলা ব্লক কমিউনিটির সমস্ত সদস্যরা দাদার জন্মদিন উদযাপন করতে পারি এবং আনন্দঘন মুহূর্তের মধ্য দিয়ে আমাদের কমিউনিটিকে আরো সাফল্যের দিকে এগিয়ে নিতে পারি।


দাদার জন্মদিন উদযাপন



আপনারা সকলেই জানেন আমাদের পরিবারের বর্তমান তিনজন মানুষ আমার বাংলা ব্লগ কমিউনিটির একনিষ্ঠা সদস্য। আমরা সব সময় চাই আমার বাংলা ব্লগ কমিউনিটি আমাদের সকলের মাধ্যমে আরো সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে যাক। তবে এই কমিউনিটি সামনের দিকে এগিয়ে যাওয়ার আলোর দিশারী হিসেবে সব সময় অ্যাডভান্স ভূমিকা পালন করে চলেছেন কমিউনিটির ফাউন্ডার আমাদের সকলের শ্রদ্ধেয় বড় দাদা। আমরা জানি নদীর বুকে একটি নৌকা চালাতে যেমন দক্ষ মাঝি প্রয়োজন। একটি গাড়ি রাস্তায় সঠিকভাবে চালাতে যেমন একজন দক্ষ ড্রাইভার প্রয়োজন। একটা শিক্ষা প্রতিষ্ঠান সঠিকভাবে পরিচালনা করতে যেমন প্রতিষ্ঠান প্রধান প্রয়োজন ঠিক তেমনি ভাবে আমাদের দাদা আমার বাংলা ব্লগ কমিউনিটের প্রধান ভূমিকা পালন করে চলেছেন আমাদের সুন্দর এই কমিউনিটির প্রতিষ্ঠার লগ্ন থেকে। সেই শুরু থেকে আজ পর্যন্ত দাদা তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমাদের সুবিধার্থে অনেক সুন্দর সুন্দর ব্যবস্থা করেছে এই কমিউনিটির জন্য। দোয়া করব সর্বদা উনি যেন সুস্থ অবস্থায় সুস্থ মস্তিষ্কে হাসি খুশি মন নিয়ে আমাদের সকলের সাথে চলতে পারে এবং আমাদের সকলের জন্য আরো সুন্দর সুব্যবস্থা গড়ে তোলার সুযোগ করে দিতে পারে। উনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ভালোবাসা এবং জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য আমার আজকের এই ছোট্ট আয়োজন।

IMG_20231205_162000_724.jpg

IMG_20231205_162210_972.jpg

IMG_20231205_162603_835.jpg

জন্মদিন উপলক্ষে কে কাটার জন্য প্রথমে সুন্দর করে ধুয়েপসে আনলাম চায়ের ট্রে পাত্রটি। এবার মিক্সের মধ্যে থাকা কমলা লেবুগুলো তার ওপর দুই লাইনে সাজানোর চেষ্টা করলাম। এদিকে পরিবারের সাথে গাংনী বাজারে গিয়েছিলাম কিছুটা কেনাকাটার উদ্দেশ্যে। সেখান থেকে দাদার জন্মদিন উপলক্ষে নিয়ে আনলাম দুইটা মোমবাতি আর কেক। দিনশেষে সুযোগ সময় করে সাজানোর চেষ্টা করলাম তিন ব্লগার মিলে। এরপর আস্তে আস্তে সুন্দর ভাবে ডেকোরেশন করে ফেললাম। অতঃপর সবাই মিলে কিছুটা আনন্দঘন মুহূর্তের মধ্য দিয়ে দাদাকে স্মরণ করে কার্যক্রম সম্পন্ন করলাম। যা ফটোগ্রাফির মাধ্যমেই বুঝতে পারছেন। তবে আমি বলব আজকের এই দাদার বিয়ে বার্ষিকী আর জন্মদিন দুটাই যেন আমাদের সকল ইউজারদের কিছুটা মুহূর্তের জন্য আনন্দ প্রদান করেছে এবং নতুন করে ভালবাসতে শিখিয়েছে। আমি দোয়া করব আমাদের কমিউনিটির সকল ইউজার জন্য হাসি আনন্দ মন নিয়ে দাদার এই দিনটা পালন করতে পারে পাশাপাশি কমিউনিটিতে নিয়ম শৃঙ্খলা মেনে কাজ করার প্রতি যেন আরো মনোবল তৈরি হয়। সকলের সুস্থ মনোবল দিয়ে গড়ে উঠুক আমাদের সুন্দর এই বাংলা ব্লগ নামের ফুলের বাগানটি। আবারো দাদা বৌদি কমিউনিটির এডমিন মডারেটর সদস্য সকলের প্রতি আমার ভালোবাসা ও শ্রদ্ধা জ্ঞাপন করে শেষ করলাম আজকের দাদার জন্মদিনের শুভেচ্ছা বার্তা ও শুভকামনা।

IMG_20231205_162820_035.jpg

IMG_20231205_163153_492.jpg

IMG_20231205_163406_921.jpg

IMG_20231205_163422_807.jpg

IMG_20231205_163557_086.jpg

তোমার জন্মদিন হয়ে উঠুক রঙিন

ফুলের বাগানের মত।

তোমারি টানে পাখির কলতানে
পুষ্প ফোটে শত শত।

গড়েছো তুমি আমাদের জন্য
রঙিন এক ভুবন।

চেয়ে দেখো অচেনা তোমার কতজন
আজ হয়ে গেছে আপন।

তোমার কৃতিত্ব ভুলে যাবার নয়
তোমার কর্ম তোমার জন্য এনেছে বিজয়।

দোয়া করবো তোমার জন্য
কবু হবে না তোমার কোন ক্ষয়।

আছে তোমার পিছে শত্রু যত
অজান্তে ধোলাই লুটাক অবিরত।

তুমি দাঁড়িয়ে থাকো রাজ সিংহের মত
ফুটবে ফুল এই বাগানে ইচ্ছেমতো।

তোমার মত বট বৃক্ষ যদি আমাদের থাকে
কালো আঁধারে আমাদের আটকে কে রাখে।

ফিরে আসবো বারবার তোমার বুকে
সুন্দর এ বাগানে থাকবো অনেক সুখে।

শুভ দিনে জানাই শুভ কামনা তোমার
হাজার জনের ভিড়ে গ্রহণ করো শুভেচ্ছা আমার।


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রথমেই তাদের জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই শুভ জন্মদিন। আপনি তো দেখছি দাদার জন্মদিন পালন করার জন্য অনেক সুন্দরভাবে ফুল এবং কেক সাজিয়েছেন। জন্মদিন উপলক্ষে আপনার এই আয়োজন দেখে আমার কাছে খুবই ভালো লাগলো।

চেষ্টা করলাম নিজেদের মতো করে জন্মদিন পালন করতে

দাদার জন্মদিন উপলক্ষে আপনারা তিনজন মিলে খুব সুন্দর আয়োজন করেছেন। আপনাদের এত সুন্দর উপহার দেখে দাদা নিশ্চয়ই খুব খুশি হবেন। প্রতি বছর এই একটি দিন আমাদের সবার জন্য স্পেশালে থাকে। ধন্যবাদ দূরে থেকেও এভাবে দাদার জন্মদিন পালন করার জন্য।

আশা করি দাদা অনেক খুশি হবেন

প্রথমে শ্রদ্ধেয় দাদাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই- শুভ জন্মদিন। বাহ তিনজন মিলে বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন দাদার জন্মদিন উপলক্ষে। সত্যিই দাদার জন্মদিন আমরা সবাই বেশ আনন্দিত। আজকের দিনের মতোন দাদার প্রতিটি মুহূর্ত যেন আনন্দঘন কাটুক এই আশাবাদ ব্যক্ত করি।

হ্যাঁ ভাই তিনজনে একসাথে চেষ্টা করেছিলাম সুন্দর ভাবে দাদাকে উইশ করার।