জন্মদিন উপলক্ষে কে কাটার জন্য প্রথমে সুন্দর করে ধুয়েপসে আনলাম চায়ের ট্রে পাত্রটি। এবার মিক্সের মধ্যে থাকা কমলা লেবুগুলো তার ওপর দুই লাইনে সাজানোর চেষ্টা করলাম। এদিকে পরিবারের সাথে গাংনী বাজারে গিয়েছিলাম কিছুটা কেনাকাটার উদ্দেশ্যে। সেখান থেকে দাদার জন্মদিন উপলক্ষে নিয়ে আনলাম দুইটা মোমবাতি আর কেক। দিনশেষে সুযোগ সময় করে সাজানোর চেষ্টা করলাম তিন ব্লগার মিলে। এরপর আস্তে আস্তে সুন্দর ভাবে ডেকোরেশন করে ফেললাম। অতঃপর সবাই মিলে কিছুটা আনন্দঘন মুহূর্তের মধ্য দিয়ে দাদাকে স্মরণ করে কার্যক্রম সম্পন্ন করলাম। যা ফটোগ্রাফির মাধ্যমেই বুঝতে পারছেন। তবে আমি বলব আজকের এই দাদার বিয়ে বার্ষিকী আর জন্মদিন দুটাই যেন আমাদের সকল ইউজারদের কিছুটা মুহূর্তের জন্য আনন্দ প্রদান করেছে এবং নতুন করে ভালবাসতে শিখিয়েছে। আমি দোয়া করব আমাদের কমিউনিটির সকল ইউজার জন্য হাসি আনন্দ মন নিয়ে দাদার এই দিনটা পালন করতে পারে পাশাপাশি কমিউনিটিতে নিয়ম শৃঙ্খলা মেনে কাজ করার প্রতি যেন আরো মনোবল তৈরি হয়। সকলের সুস্থ মনোবল দিয়ে গড়ে উঠুক আমাদের সুন্দর এই বাংলা ব্লগ নামের ফুলের বাগানটি। আবারো দাদা বৌদি কমিউনিটির এডমিন মডারেটর সদস্য সকলের প্রতি আমার ভালোবাসা ও শ্রদ্ধা জ্ঞাপন করে শেষ করলাম আজকের দাদার জন্মদিনের শুভেচ্ছা বার্তা ও শুভকামনা।
তোমার জন্মদিন হয়ে উঠুক রঙিন
ফুলের বাগানের মত।
তোমারি টানে পাখির কলতানে
পুষ্প ফোটে শত শত।
গড়েছো তুমি আমাদের জন্য
রঙিন এক ভুবন।
চেয়ে দেখো অচেনা তোমার কতজন
আজ হয়ে গেছে আপন।
তোমার কৃতিত্ব ভুলে যাবার নয়
তোমার কর্ম তোমার জন্য এনেছে বিজয়।
দোয়া করবো তোমার জন্য
কবু হবে না তোমার কোন ক্ষয়।
আছে তোমার পিছে শত্রু যত
অজান্তে ধোলাই লুটাক অবিরত।
তুমি দাঁড়িয়ে থাকো রাজ সিংহের মত
ফুটবে ফুল এই বাগানে ইচ্ছেমতো।
তোমার মত বট বৃক্ষ যদি আমাদের থাকে
কালো আঁধারে আমাদের আটকে কে রাখে।
ফিরে আসবো বারবার তোমার বুকে
সুন্দর এ বাগানে থাকবো অনেক সুখে।
শুভ দিনে জানাই শুভ কামনা তোমার
হাজার জনের ভিড়ে গ্রহণ করো শুভেচ্ছা আমার।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ। |
প্রথমেই তাদের জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই শুভ জন্মদিন। আপনি তো দেখছি দাদার জন্মদিন পালন করার জন্য অনেক সুন্দরভাবে ফুল এবং কেক সাজিয়েছেন। জন্মদিন উপলক্ষে আপনার এই আয়োজন দেখে আমার কাছে খুবই ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চেষ্টা করলাম নিজেদের মতো করে জন্মদিন পালন করতে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদার জন্মদিন উপলক্ষে আপনারা তিনজন মিলে খুব সুন্দর আয়োজন করেছেন। আপনাদের এত সুন্দর উপহার দেখে দাদা নিশ্চয়ই খুব খুশি হবেন। প্রতি বছর এই একটি দিন আমাদের সবার জন্য স্পেশালে থাকে। ধন্যবাদ দূরে থেকেও এভাবে দাদার জন্মদিন পালন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আশা করি দাদা অনেক খুশি হবেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমে শ্রদ্ধেয় দাদাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই- শুভ জন্মদিন। বাহ তিনজন মিলে বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন দাদার জন্মদিন উপলক্ষে। সত্যিই দাদার জন্মদিন আমরা সবাই বেশ আনন্দিত। আজকের দিনের মতোন দাদার প্রতিটি মুহূর্ত যেন আনন্দঘন কাটুক এই আশাবাদ ব্যক্ত করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাই তিনজনে একসাথে চেষ্টা করেছিলাম সুন্দর ভাবে দাদাকে উইশ করার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit