ডিজিটাল মাল্টিমিটারের ব্যাটারি পরিবর্তনের ভিডিও

in hive-129948 •  10 months ago 

আসসালামু আলাইকুম





হাই! বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি ভিডিও পোস্ট। যেখানে ডিজিটাল মাল্টিমিটারের ব্যাটারি চেঞ্জ করা দেখাবো খুব সহজেই।


ফটো ও ভিডিওগ্রাফি:


আমি ইলেকট্রনিক্স জিনিস সম্পর্কে ধারণা পেতে খুবই আগ্রহী। আমাদের বাড়িতে ইলেকট্রনিক্সের কোন কিছু জিনিস নষ্ট হলে মেরামত করা কোন কিছু লাগাতে বা পাল্টাতে মেকারকে ডাকতে হয় না। কারণ ছোট থেকে বলতে গেলে ক্লাস সেভেনের থাকা কাল থেকেই ইলেকট্রনিক্স সম্পর্কে বেশ ধারণা অর্জন করতে শিখেছি। তাই বাড়িতে টুকিটাকি বিভিন্ন বিষয়ে আমি হাত লাগিয়ে সমাধান করার চেষ্টা করি। কারেন্টের কোন কিছু নষ্ট হয়ে গেলে বা লাগাতে হলে বেকারদের শরণাপন্ন হতে হয় এবং এতে অনেক হয়রানির শিকার হতে হয় আর এটার কারণেই আমি ইলেকট্রনিক্স জিনিস সম্পর্কে ধারণা অর্জন করতে শুরু করেছিলাম। তবে বর্তমান সময়ে বাড়ি যাবতীয় ইলেকট্রনিক্স এর কাজগুলো আমি নিজেই সমাধান করে থাকি। আর এই সমস্ত জিনিস সমাধান করতে হলে অবশ্যই একটি তাতাল সিরিজ বোর্ড মাল্টিমিটার থাকা একান্ত প্রয়োজন। অবশ্য সবকিছুই আমার রয়েছে আর এগুলোর মধ্যে মাধ্যমিক যাবতীয় সমস্যার সমাধান করি। তবে বেশ এক দেড় মাস ধরে আমার মাল্টিমিটার টা সমস্যা করছে। মাল্টিমিটারের ব্যাটারি চেক করে বুঝতে পারছিলাম ব্যাটারি নষ্ট হয়ে গেছে চেঞ্জ করতে হবে। মাল্টিমিটারের মধ্যে রয়েছে নয় ভোল্টের ব্যাটারি কিন্তু এই ব্যাটারিটা আমাদের গাংনী থানা এমনকি বামুন্দি বাজারে যেন খুঁজে পাচ্ছিলাম না।


Video device: Infinix hot 11s



কালকে আমরা দুই বন্ধু বামুন্দি বাজারে উপস্থিত হয়েছিলাম কেনাকাটা সহ বিভিন্ন কারণে। ঠিক এমন একটি মুহূর্তে আমারা ইলেকট্রনিক্সের দোকানে উপস্থিত হয়েছিলাম। কেনাকাটা একদম শেষ পর্যায়ে হঠাৎ মাথায় আসলো আমার মাল্টিমিটারের ব্যাটারি এই দোকানে পাওয়া যাবে কিনা। যাইহোক ব্যাটারিটা পেয়ে গেলাম। ৬০ টাকা মূল্য নিলো ব্যাটারি টার যেখানে অনলাইনে ৩০ থেকে ৪০ টাকা মূল্য দেখা যায়। যাই হোক গতকাল লটারিটা নিয়ে এসে আজকে চেষ্টা করলাম মাল্টিমিটার খুলে তার মধ্যে ব্যাটারিটা ঠিকভাবে লাগাতে। আপনারা যদি ভালোভাবে ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই খুব সহজেই শিখে যাবেন কিভাবে একটি মাল্টিমিটারের মধ্যে ব্যাটারি চেঞ্জ করতে হয়। ভিডিওটা মূলত তৈরি করেছিলাম আপনাদের সুবিধার্থে যেন এ বিষয়ে ধারণা অর্জন করতে পারেন। আশা করি ভিডিওটা যদি মনোযোগ সহকারে আপনারা দেখেন তাহলে অবশ্যই মাল্টিমিটার কিভাবে ধীরেস্থে খুলতে হয় এবং এর মধ্যে পুরাতন ব্যাটারি খুলে নতুন ব্যাটারি সংযোগ করতে হয় বুঝে যাবেন। আর এ মাল্টিমিটার দিয়ে বিভিন্ন কিছু ভোট পরিমাপ করা হয়। বিশেষ করে এসি ডিসি কারেন্টের ভোল্ট মাপার জন্যই আমি এটা কিনেছিলাম। যেহেতু আমার একাধিক সৌর প্যানেল রয়েছে। আর সেক্ষেত্রে ব্যাটারি ইনভার্টার কন্ট্রোলার বাল্ব ফ্যান চেক করতে প্রয়োজন হয় এটা। আশা করি ভিডিওটা আপনাদের জন্য খুবই উপকারী হবে।

IMG_20231230_082640_759.jpg
Photography device: Infinix hot 11s


গুরুত্বপূর্ণ তথ্য
ভিডিও বিষয়কতথ্য
ভিডিও ডিভাইসমোবাইল ফোন
ভিডিও ম্যান@sumon09
স্থানগাংনী-মেহেরপুর
বিষয়ডিজিটাল মাল্টিমিটার মেরামত


আমার পরিচয়

আমার বাংলা ব্লগের সদস্য,সুমন। থানাঃ গাংনী, গাংনী-মেহেরপুর বাংলাদেশ। দৈনন্দিন জীবনে আমার পথ চলার প্রতিপাদ্য বিষয়: সততা সচেতনতা সাহসিকতা যার মধ্যে ন্যায় নীতি নিহিত।


ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

একটি ভিন্নধর্মী পোষ্ট দেখে ভালো লাগলো।আসলে মানুষের জীবনে হাতের কাজ শিখে রাখা ভালো।ইলেকট্রনিক্স জিনিসগুলি নষ্ট হলে আপনি নিজেই তার সমাধান করে থাকেন জেনে ভালো লাগলো।ভিডিওটির মাধ্যমে অনেকেই উপকৃত হবেন, ধন্যবাদ আপনাকে।

হ্যাঁ এই বিষয়ে আমার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে

আশা করি ভাইয়া আপনি ভালো আছেন?
আপনি ইলেকট্রিক কাজ জানেন এটি সত্যি বেশ অসাধারণ। মাঝে মাঝে আপনি ইলেকট্রিকের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকেন। আজ ডিজিটাল মাল্টিমিটারের ব্যাটারি পরিবর্তনের নিয়ম আমাদের মাঝে শেয়ার করেছেন । আপনার পোস্ট টি পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভাই পোস্টটি শেয়ার করার জন্য।

আমি মনে করি এ বিষয়গুলো আমাদের সকলের জেনে থাকা উচিত এতে পরিবারের টুকিটাকি কাজগুলো নিজেরাই সমাধান করতে পারা যায়