ভিডিওগ্রাফি: কাউ-জ্যামের সম্মুখীন

in hive-129948 •  last year 
আসসালামু আলাইকুম

IMG_20231201_170347_273.jpg





হাই! বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সুন্দর একটি ভিডিওগ্রাফি নিয়ে। যেখানে তুলে ধরতে চলেছি কাউ জ্যামের বিস্তারিত কথা।


ফটো ও ভিডিওগ্রাফি:



ইমনের জন্য বাইক কেনার উদ্দেশ্যে বামুন্দি বাজারের দিকে রওনা দিলাম। ইমন বলতে আপনাদের প্রিয় 'ইমনভি' গত পরশুদিন আমিও বাইক কিনেছি ঠিক সেই শোরুম থেকেই ইমনের বাইক কিনে দেওয়ার উদ্দেশ্য। ইমন,ইমনের আব্বা আর ইমনের মাকে পাঠিয়ে দিলাম তারা যেন আগে চলে যায়। এদিকে আমি আর মারুফ ফাঁকা রাস্তায় একটু চর্চা করছিলাম। ওদিকে ইমন আর তাদের পরিবার টিভিএস শোরুমে পৌঁছে গেছে। এদিকে এসে বারবার আমাদের ফোন দিতে থাকলো ভাইয়া জোরে চলে আসেন আমরা পৌঁছে গেছি। তখন আমরা প্র্যাকটিস করা বাদ দিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করলাম বামুন্দি বাজারে। বামুন্দি বাজারে পৌঁছানোর আগে ফাঁকা রাস্তায় পড়ে গেলাম বিশাল এক গরুর ট্রাফিক জ্যামে। জীবনে অনেক ট্রাফিক জ্যাম দেখেছি রাস্তায় গাড়ি-ঘোড়া ফাঁকা রাস্তায় ছাগল অথবা ভেড়ার পাল এমন কি বাইরে থেকে আগত বয়রা রাস্তায় এভাবে জ্যাম করে দেয়। কিন্তু কোনদিন এত গরু পাল রাস্তার উপর দেখি নাই। লাখ লাখ টাকা দামের গরু এভাবে রাস্তার উপর দিয়ে দুইজন লোক তাড়াতে তাড়াতে নিয়ে চলে যাচ্ছে। নিয়ন্ত্রণ করা তো বড়ই কঠিন। একটা গরু যদি উল্টাপাল্টা দৌড়ে চলে যায় তাকে ধরতে যাবে কে? এদিকে রাস্তায় জড়ো হয়ে গেল অনেকগুলো বাইক,ভ্যান গাড়ি সহ অন্যান্য গাড়ির। গরুর সামনের দিক থেকে আগত গাড়িগুলো থেমে থাকলেই পার হয়ে চলে আসতে পারছে কিন্তু পিছনের লোক আর সামনে বের হতে পারবে না।


Video device: Infinix hot 11s
location



একদিকে বিকেল গড়িয়ে যেতে থাকলো, আমাদের দ্রুত যেতে হবে ইমনের গাড়ি কিনে দেওয়ার জন্য। কিন্তু কিছুতেই যেন আমরা গরুর সামনে বের হতে পারলাম না। ঠিক এভাবেই অনেকটা পথ জ্যামে পরিণত হলো। তখন আমার গাড়িটা মারুক চালাচ্ছিল। আমি বুদ্ধি করে ভিডিও করা শুরু করে দিলাম, এটাও তো কাজে লাগতে পারে। অনেকেই আমাদের গাড়ির সামনে গাড়ি বের করতে ব্যর্থ হচ্ছে। আবার পিছনে চলে আসছে। দীর্ঘক্ষণ যখন এভাবে চলতে চলতে আমরা নিরাশ হয়ে গেলাম বিভিন্ন মানুষ বিভিন্ন কথা শুরু করে দিল কিন্তু গরু আলা রাখালরা নিরুপায়।

IMG_20231201_162158_6.jpg

IMG_20231201_162159_6.jpg

IMG_20231201_162200_8.jpg
Photography device: Infinix hot 11s
location



কিছু কিছু মানুষ রেগে গেল এবং গরুর রাখালদের গালি দিতে থাকলো। অনেকেই বলল গরু গুলো মাঠে নামিয়ে দাও আমরা তোমাদের পিছে এভাবে হয়রান হব। অবশ্য আমাদের তাড়াহুড়া থাকা সত্ত্বেও আমি বেশ আনন্দ বোধ করছিলাম ভিডিও করছিলাম তাই। এভাবে ই কিছুটা সময় পার হতে থাকলো আমি হঠাৎ মারুফকে বলে ফেললাম। এই মুহূর্তে যদি বড় একটা গাড়ি আসে তাহলে এমনিতে রাস্তা ফাঁকা হয়ে যাবে, তার পিছু পিছু বের হয়ে যাওয়া যাবে বিরক্ত হওয়ার কোন কারণ নেই যেহেতু এখানে বড় গাড়ি চলে।

IMG_20231201_162307_2.jpg

IMG_20231201_162308_1.jpg

IMG_20231201_162309_6.jpg
Photography device: Infinix hot 11s
location



মুখের কথা মুখে থাকার পরপরই যেন একটা ট্রাক চলে আসলো। তখন মারুফকে বললাম ট্রাকের পিছনে থাক, ট্রাকের পিছে পিছে বের হতে পারলে আমরা বের হতে পারব, নয় পারব না। আমি আর পলাশ অর্থাৎ আমরা তিন বন্ধু দুইটা বাইক এ বুদ্ধি করে ট্রাক এর পিছু থাকায় অতঃপর বের হওয়ার সুযোগ পেয়ে গেলাম। এরপর আরামসে আমরা বের হয়ে পার হয়ে চলে এলাম কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের পিছনের একটা গাড়ি ও বের হতে পারল না। শুধুমাত্র আমরা দুইটা গাড়ি বের করে চলে আসলাম। আর এভাবেই বড় একটা গরুর জ্যাম থেকে রক্ষা পেলাম। পিছনের লক্ষ্য করলাম সকল বাই কালার আর জোরে জোরে হন দিতে থাকলো আর চেঁচামেচি শুরু হয়ে গেল। আমরা আর পিছনে না ফিরে দ্রুত চলে গেলাম।

IMG_20231201_162323_8.jpg

IMG_20231201_162324_9.jpg

IMG_20231201_162326_0.jpg

IMG_20231201_162358_0.jpg

IMG_20231201_162427_8.jpg
Photography device: Infinix hot 11s
location


ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

যাক আপনার ভিডিওগ্রাফির মাধ্যমে কিন্তু গ্রামের এমন সুন্দর একটি দৃশ্য দেখতে পেলাম। আসলে আমরা যারা শহরে থাকি তারা কিন্তু গ্রামের এমন সব দৃশ্য দেখে অভ্যস্থ নয়। তাই গ্রামের এমন সব দৃশ্য গুলো আমাদের কে বেশ টানে। তবে আমি কিন্তু আপনার এত সুন্দর ভিডিওগ্রাফির প্রশংসা না করে পারছি না। শুভ কামনা রইল আপনার জন্য।

অনেক সুন্দর ছিল ফাঁকা রাস্তায় গরুর এই পরিবেশ

আপনারা বাইক কিনতে বামুনদি এসেছিলেন, ভীষণ ভালো লাগলো। আসার পথে আপনারা গরুর জ্যাম এ আটকে গিয়েছিলেন এবং আপনি ভিডিওগ্রাফি করার জন্য অনেক আনন্দ বোধ করছিলেন। আমিও সামনে যদি কোন কিছু দেখতে পাই, ভীষণ ভালো লাগে ভিডিওগ্রাফি করে ফেলি আর বিরক্তবোধ লাগে না। আপনারা ট্রাকের পিছন পিছন বুদ্ধি করে বের হয়েছেন, বেশ ভালো লাগলো।অনেক শুভকামনা রইল আপনি নতুন গাড়ি কিনেছেন যেনে এবং ইমন ভাই ও নতুন গাড়ি কিনেছেন।বেশ ভালো লাগলো ব্লগটি পড়ে। আপনাদের জন্য শুভেচ্ছা রইল।

Posted using SteemPro Mobile

হ্যাঁ ভাই এতগুলো গরু একসাথে কখনো দেখিনি

আপনার পোষ্টের নাম শুনেই তো আমি অবাক।কাউ-জ্যামের সম্মুখীন আবার কি ,তারপর পোষ্ট পড়েই বুঝলাম রাস্তায় গরুর পালের মধ্যে আপনারা আটকে গিয়েছিলেন।এটা কিন্তু বেশ মজার ছিল বিষয়টি, সচরাচর গাড়িঘোড়ার জ্যাম দেখা যায়।আজ না হয় একটু গরুর জ্যামে ফেঁসে গিয়েছিলেন,হি হি।ধন্যবাদ ভাইয়া।

নামটা মজার হবে সেটা আমি জানি,কারণ যখন ভিডিও ধারণ করছিলাম তখন টাইটেলটা মারুফ বলেছিল।

বামুন্দি বাজারে যেতে বিকেল বেলায় মাঝেমধ্যে এরকম গরুর জ্যামে পড়তে হয়। আসলে একসাথে অনেকগুলো গরু দেখতে সত্যিই অনেক অনেক ভালো লাগে। এরকম মুহূর্তে মোটরসাইকেল নিয়ে অত্যন্ত সাবধানতার সাথে পথটি অতিক্রম করতে হয়।

হ্যাঁ হার্টের দিন তো তাই হয়তো এতগুলো গরু নিয়ে যাচ্ছিল