একদিকে বিকেল গড়িয়ে যেতে থাকলো, আমাদের দ্রুত যেতে হবে ইমনের গাড়ি কিনে দেওয়ার জন্য। কিন্তু কিছুতেই যেন আমরা গরুর সামনে বের হতে পারলাম না। ঠিক এভাবেই অনেকটা পথ জ্যামে পরিণত হলো। তখন আমার গাড়িটা মারুক চালাচ্ছিল। আমি বুদ্ধি করে ভিডিও করা শুরু করে দিলাম, এটাও তো কাজে লাগতে পারে। অনেকেই আমাদের গাড়ির সামনে গাড়ি বের করতে ব্যর্থ হচ্ছে। আবার পিছনে চলে আসছে। দীর্ঘক্ষণ যখন এভাবে চলতে চলতে আমরা নিরাশ হয়ে গেলাম বিভিন্ন মানুষ বিভিন্ন কথা শুরু করে দিল কিন্তু গরু আলা রাখালরা নিরুপায়।
Photography device: Infinix hot 11s
location
কিছু কিছু মানুষ রেগে গেল এবং গরুর রাখালদের গালি দিতে থাকলো। অনেকেই বলল গরু গুলো মাঠে নামিয়ে দাও আমরা তোমাদের পিছে এভাবে হয়রান হব। অবশ্য আমাদের তাড়াহুড়া থাকা সত্ত্বেও আমি বেশ আনন্দ বোধ করছিলাম ভিডিও করছিলাম তাই। এভাবে ই কিছুটা সময় পার হতে থাকলো আমি হঠাৎ মারুফকে বলে ফেললাম। এই মুহূর্তে যদি বড় একটা গাড়ি আসে তাহলে এমনিতে রাস্তা ফাঁকা হয়ে যাবে, তার পিছু পিছু বের হয়ে যাওয়া যাবে বিরক্ত হওয়ার কোন কারণ নেই যেহেতু এখানে বড় গাড়ি চলে।
Photography device: Infinix hot 11s
location
মুখের কথা মুখে থাকার পরপরই যেন একটা ট্রাক চলে আসলো। তখন মারুফকে বললাম ট্রাকের পিছনে থাক, ট্রাকের পিছে পিছে বের হতে পারলে আমরা বের হতে পারব, নয় পারব না। আমি আর পলাশ অর্থাৎ আমরা তিন বন্ধু দুইটা বাইক এ বুদ্ধি করে ট্রাক এর পিছু থাকায় অতঃপর বের হওয়ার সুযোগ পেয়ে গেলাম। এরপর আরামসে আমরা বের হয়ে পার হয়ে চলে এলাম কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের পিছনের একটা গাড়ি ও বের হতে পারল না। শুধুমাত্র আমরা দুইটা গাড়ি বের করে চলে আসলাম। আর এভাবেই বড় একটা গরুর জ্যাম থেকে রক্ষা পেলাম। পিছনের লক্ষ্য করলাম সকল বাই কালার আর জোরে জোরে হন দিতে থাকলো আর চেঁচামেচি শুরু হয়ে গেল। আমরা আর পিছনে না ফিরে দ্রুত চলে গেলাম।
Photography device: Infinix hot 11s
location
ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ। |
যাক আপনার ভিডিওগ্রাফির মাধ্যমে কিন্তু গ্রামের এমন সুন্দর একটি দৃশ্য দেখতে পেলাম। আসলে আমরা যারা শহরে থাকি তারা কিন্তু গ্রামের এমন সব দৃশ্য দেখে অভ্যস্থ নয়। তাই গ্রামের এমন সব দৃশ্য গুলো আমাদের কে বেশ টানে। তবে আমি কিন্তু আপনার এত সুন্দর ভিডিওগ্রাফির প্রশংসা না করে পারছি না। শুভ কামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর ছিল ফাঁকা রাস্তায় গরুর এই পরিবেশ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনারা বাইক কিনতে বামুনদি এসেছিলেন, ভীষণ ভালো লাগলো। আসার পথে আপনারা গরুর জ্যাম এ আটকে গিয়েছিলেন এবং আপনি ভিডিওগ্রাফি করার জন্য অনেক আনন্দ বোধ করছিলেন। আমিও সামনে যদি কোন কিছু দেখতে পাই, ভীষণ ভালো লাগে ভিডিওগ্রাফি করে ফেলি আর বিরক্তবোধ লাগে না। আপনারা ট্রাকের পিছন পিছন বুদ্ধি করে বের হয়েছেন, বেশ ভালো লাগলো।অনেক শুভকামনা রইল আপনি নতুন গাড়ি কিনেছেন যেনে এবং ইমন ভাই ও নতুন গাড়ি কিনেছেন।বেশ ভালো লাগলো ব্লগটি পড়ে। আপনাদের জন্য শুভেচ্ছা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাই এতগুলো গরু একসাথে কখনো দেখিনি
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোষ্টের নাম শুনেই তো আমি অবাক।কাউ-জ্যামের সম্মুখীন আবার কি ,তারপর পোষ্ট পড়েই বুঝলাম রাস্তায় গরুর পালের মধ্যে আপনারা আটকে গিয়েছিলেন।এটা কিন্তু বেশ মজার ছিল বিষয়টি, সচরাচর গাড়িঘোড়ার জ্যাম দেখা যায়।আজ না হয় একটু গরুর জ্যামে ফেঁসে গিয়েছিলেন,হি হি।ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নামটা মজার হবে সেটা আমি জানি,কারণ যখন ভিডিও ধারণ করছিলাম তখন টাইটেলটা মারুফ বলেছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বামুন্দি বাজারে যেতে বিকেল বেলায় মাঝেমধ্যে এরকম গরুর জ্যামে পড়তে হয়। আসলে একসাথে অনেকগুলো গরু দেখতে সত্যিই অনেক অনেক ভালো লাগে। এরকম মুহূর্তে মোটরসাইকেল নিয়ে অত্যন্ত সাবধানতার সাথে পথটি অতিক্রম করতে হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ হার্টের দিন তো তাই হয়তো এতগুলো গরু নিয়ে যাচ্ছিল
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit