টাইপ সি কেবল ক্যাবল কেনার অনুভূতি

in hive-129948 •  5 months ago 

আজ - শুক্রবার

২০ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
০৬ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ


আসসালামু আলাইকুম


হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদের কে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি গাংনী বাজার থেকে android মোবাইলের টাইপ সি ডাটা কেবল কেনার অনুভূতি নিয়ে। আশা করবো আমার এই পোস্ট করার মধ্য দিয়ে বেশ অনেক কিছু ধারণা পাবেন। তাহলে চলুন বিস্তারিত আলোচনা শুরু করি।


'আমার বাংলা ব্লগ'
কোয়ালিটি সম্পন্ন পোস্ট


IMG_20240905_200458_157.jpg

photography device: Infinix Hot 11s-50mp




ক্যাবল কেনার অনুভূতি:


কালকে হঠাৎ আমি লক্ষ্য করে দেখছি আমার মোবাইলের টাইপ সি ক্যাবলটা কাজ করছে না। বুঝতে পারছেন মোবাইলের চার্জার এর সমস্যা হলে যে কোন মুহূর্তেই প্রবলেম ফেস করতে হয়। তাও আবার নিয়মিত ব্যবহার করা মোবাইলের চার্জার। তাই ভেবেছিলাম বিকেল মুহুর্তে তো গাংনী বাজারে বিশেষ প্রয়োজনে যেতেই হবে, তখন সুপরিচিত নেট ফাস্ট মোবাইল সার্ভিসিং এর ঘর থেকে একটি ক্যাবল কিনে আনব। তবে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসলো আমার তেমন যাবার সুযোগ হলো না পারিবারিক বিভিন্ন কাজের জন্য। তখন মনে করলাম আজকে যেহেতু বাজারে যাওয়া হচ্ছে না আগামীকাল অবশ্যই যাওয়ার চেষ্টা করব। তবে সন্ধ্যার কিছুক্ষণ পর হঠাৎ লক্ষ্য করে দেখি আমার শ্বশুর হঠাৎ অসুস্থ। আর এই জন্যই যেতে হবে গাংনী হাসপাতালে। তাই আমিও বাসা থেকে রেডি হয়ে চলে গেলাম গাংনীর উদ্দেশ্যে। যে উপস্থিত হলাম গ্রামের সুপরিচিত নেট ফাস্ট মোবাইল সার্ভিসিং এর ঘরে। যেহেতু আমার কাছে তেমন টাকা ছিল না। তাই নগদ একাউন্ট থেকে ১০০০ টাকা তুলতে হবে। চারিদিকে তাকিয়ে দেখলাম কোথায় টাকা তোলা যায়। এরপরে ভাবলাম এই সার্ভিসিং এর ঘরে টাকা উঠায় কিনা দেখি।

IMG_20240905_200837_224.jpg

IMG_20240905_200847_220.jpg

Photography device: Infinix hot 11s
Location


মোবাইল সার্ভিসিং এর ঘরে উপস্থিত হয়ে দেখতে পারলাম সেখানে নগদ থেকে টাকা তোলা যায়। তাই সেখান থেকে টাকা উত্তোলন করে নিলাম। এরপর জানতে চাইলাম সেখানে টাইপ সি ক্যাবল আছে কিনা। দেখলাম হ্যাঁ টাইপ সি ক্যাবল রয়েছে। আমার যেই ক্যাবল টা নষ্ট হয়েছে ঠিক তেমনটাই রয়েছে এখানে। তখন আমি তাদের কাছে দাম জানতে চাইলাম এ সমস্ত ক্যাবল গুলোর দাম কত করে এখন। বলেন ১২০ টাকা করে বিক্রয় করি ১০০ টাকা রাখা যাবে। পূর্বের টাও নিয়েছিলাম ১০০ টাকা দিয়ে। তাই আর কথা না বাড়িয়ে দ্রুত নেওয়ার চেষ্টা করলাম, যেহেতু এসেছি হসপিটালে।

IMG_20240905_200510_003.jpg

IMG_20240905_200501_937.jpg

IMG_20240905_200452_111.jpg

Photography device: Infinix hot 11s
Location


যখন টাকা পরিশোধ করব, ওই মুহূর্তে বিক্রেতা ভাই বললেন ভাই ক্যাবলটা চেক করে দেয়। তাদের স্বেচ্ছায় চেক করে দেওয়ার বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগলো। তারপর আমি ক্যাবলটা তাদের হাতে দিলাম। উনারা একটি চার্জার বের করে কারেন্টে দিলেন এবং কেবিলটা পরিয়ে দিলেন। তারপর আমার মোবাইলটা নিয়ে চার্জ অপশনে লাগিয়ে আমাকে দেখালেন চার্জ হচ্ছে কিনা। আমি দেখলাম হ্যাঁ চার্জ হচ্ছে মোবাইলে। তারপর ওনারা প্যাকেটে দেওয়ার চেষ্টা করেন আমি বললাম প্যাকেট লাগবে না মোবাইলের ক্যাবল টা রাখবো তো এখনকার মত। যেহেতু বাসায় ফিরতে অনেক দেরি হতে পারে। ইতিমধ্যে ফোন পেলাম কিছুটা অপেক্ষা করতে হবে এখনো তারা পৌঁছায়নি গাংনীতে। তাই তাদের সাথে বিভিন্ন ফোন নিয়ে আলোচনা করলাম এবং বিভিন্ন ব্র্যান্ডের ও মডেলের ফোনের দাম জানলাম। আর এভাবেই কিছুটা সময় অতিবাহিত করলাম এই মোবাইলের ঘরে। সেখানে দেখলাম বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের অনেক অনেক মোবাইল রয়েছে। বেশি ভালো লাগলো নতুন মডেলের মোবাইল গুলোর সাথে কিছুটা পরিচয় লাভ করে। সত্যি প্রত্যেক বছরে বিভিন্ন কোম্পানি অনেক সুন্দর সুন্দর মোবাইল বের করে এবং যার রাম রুম প্রসেসর অনেক উন্নত হয়ে থাকে। তাই এই সমস্ত মোবাইল সম্পর্কে আপডেট পেতে বেশ ভালই লাগলো।

IMG_20240905_200449_512.jpg

IMG_20240905_200538_360.jpg

IMG_20240905_200554_086.jpg

IMG_20240905_200601_449.jpg

IMG_20240905_200559_694.jpg

Photography device: Infinix hot 11s
Location


এরপর বের হয়ে আসলাম দোকান থেকে। লক্ষ্য করে দেখলাম বাজারের এই প্রান্ত থেকেও প্রান্তে মানুষের কোলাহল। যেন সন্ধ্যার পর ছোট্ট এই শহরটি বিভিন্ন পেশাদারী মানুষের উপস্থিতিতে ভরে ওঠে। অনেকেই রাতে কেনাকাটা করছে স্বাচ্ছন্দ্যবোধ করে। তবে ছোট ছোট চায়ের দোকান এছাড়া ঝালমুড়ি ফুচকা ও ঝাল জাতীয় বিভিন্ন খাবারের দোকান জনপ্রিয় হয়ে ওঠে। যেন দিনের তুলনায় রাতে মানুষের আনাগোনা একটু বেশি হয়ে যায়। বর্ষার সময় তার পরে মানুষের এত উপস্থিতি দেখে বেশ ভালই লাগছিল। যাই হোক ক্যাবল কেনা শেষ, এরপর কাঙ্খিত স্থানের দিকে রওনা দিলাম। এই সন্ধ্যা রাতে গান বাজারে উপস্থিত হয়ে যে সমস্ত অনুভূতির সম্মুখীন হয়েছি তা আগামী পোস্টে শেয়ার করব।

IMG_20240905_200829_252.jpg

Photography device: Infinix hot 11s
Location



99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWY68oBe2d5MBQiiXJUc2pjsGrMz4xjWmvQsjsdJnMVeP8i6MwiRYrHdW8u9nnLtpmjP8p8fhZZKVziK8U1tQW2.png


এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

পোস্ট বিবরণ


ব্লগারsumon09
ফটোগ্রাফি ডিভাইসInfinix Hot 11s
What3words LocationGangni-Meherpur
ক্যামেরা50mp
দেশবাংলাদেশ



পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oD...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzpQii6mQVp5A4gDGCDR68W9RxwfgYXDkuSdrT6M7Y7xaaSUX484gjnbdCNf4usUnqiHpgSG4y2v9nUyHY.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

অনেক দোকানদার আছে যারা জিনিস বিক্রি করতে পারলেই ভালো ঘুরিয়ে আর দেখেনা। তবে আপনি নেট ফাস্টে গিয়েছেন সেখানে গিয়ে অনেক সুন্দর একটি টাইপ সি কেবল কিনেছেন। কেনার পর দোকানদাররা সেটা ভালো কিনা আবার নিজেরা ইচ্ছাকৃতভাবে চেক করে নিয়েছে বিষয়টা সত্যি অনেক ভালো। খুবই ভালো লাগলো আপনার অনুভূতি জানতে পেরে ধন্যবাদ।

হ্যাঁ তারা যাচাই করে দিল

ভাই আপনার মতো আমার মোবাইলের চার্জারের ঠিক একই সমস্যা। কয়েকদিন যাবত দেখছি চার্জার ক্যাবলের খুব সমস্যা করছে। আজকেই হয়তো বিকালে আমিও টাইপ সি কেবল কিনবো। আপনি আজকে টাইপ সি ক্যাবল কেনার অনুভূতি আমাদের সাথে শেয়ার করেছেন পড়ে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

দারুন মন্তব্য করার জন্য ধন্যবাদ

এই কেবল গুলো নিয়ে আমারও বেশ সমস্যা তে পড়তে হয়েছিল।আমার অরিজিনাল কেবল এর তার ছিঁড়ে গেছে।আপনার কেবলটি ভালো হবে যেটা মনে হচ্ছে ভালো মানের দোকানে গিয়ে কিনেছেন।তারপর আবার চেক করে নিয়েছেন।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

হ্যাঁ এটা গাংনী বাজারের অন্যতম

টাইপ সি পোর্ট চার্জার কেনার দারুন একটি অনুভূতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। ইলেকট্রনিক্স জিনিস কেনার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হয়। কারণ বাজারে এখন ডুপ্লিকেট নানা রকম ক্যাবল পাওয়া যায়। তাই সঠিক ও ভালো মানের ক্যাবল কিনতে হলে অবশ্যই বিশ্বস্ত লোকের কাছে যেতে হবে। ধন্যবাদ ভাই

হ্যাঁ এজন্য ভালো দোকানে গেছিলাম