বামুন্দি বাজার থেকে কেনাকাটার মুহূর্ত

in hive-129948 •  last year 
আসসালামু আলাইকুম

img_1701531950373.jpg




হাই! বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদের কে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। পূর্ব দিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে আবার উপস্থিত হয়ে গেলাম বামন্দি বাজারে কিছুটা কেনাকাটার মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করার উদ্দেশ্যে। আশা করি আমার আজকের এই পোষ্টের মধ্যে দিয়ে বামুন্দী বাজারের বিশেষ কিছু অংশ এবং কেনাকাটার দারুন মুহূর্ত দেখতে পারবেন। তাই চলুন বিস্তারিত শুরু করা যাক।


ফটোগ্রাফি সমূহ:


১ নং ফটোগ্রাফি

আশপাশের বাজারগুলো চেয়ে বামুন্দি বাজারে বেশ সস্তায় বিভিন্ন প্রকার ফল কিনতে পারা যায়। এখানে বিভিন্ন প্রকার ফলের বাজার রয়েছে। বিশেষ করে আঙ্গুর ফল কমলালেবু আপেল পেয়ারা কলা সহন বিভিন্ন প্রকার ফল। আমি অবশ্য ঐদিন কলা পেয়ারা আর বেদানা কেনার উদ্দেশ্যে গিয়েছিলাম। পাশাপাশি আপনারা জানেন আমি বিভিন্ন প্রকার শাকসবজি উৎপাদন করে থাকি পুকুর পাড়ে তাই শীতকালীন শাকসবজির বীজ নেব সে আশাই উপস্থিত হলাম। প্রথমে যেখানে কলা বিক্রয় করে সে জায়গায় উপস্থিত হলাম।

IMG_20231201_173009_682.jpg
Photography device: Infinix hot 11s
Location


২ নং ফটোগ্রাফি

কলার বাজারে তাকিয়ে দেখি বিভিন্ন প্রকার পাকা কলা এখানে বিক্রয় করছে। অবশ্য আমাদের পরিবারের মানুষেরা রোং কলা আর বাইশ সরি কলা বেশি পছন্দ করে থাকে। আমার পুকুর পাড়ে এই দুই জাতের কলা গাছ রয়েছে কিন্তু সব সময় কলা না থাকাই মাঝে মধ্যে কিনে খেতে হয়,এমনিতে আমাদের পরিবারে প্রচুর পাকা কলা প্রয়োজন হয়। যাইহোক উপস্থিত হওয়ার পরে বাজার লক্ষ্য করে বুঝলাম আজকে কলার বাজার বেশ সস্তা আগের দিনে তুলনায়। পরপর তিনটা দেখার মত পাকা কলার ছড়ি কিনে ফেললাম মাত্র ৩০ টাকায়। যেখানে বারোটা কলার দাম ৩০ টাকা, বিশেষ সস্তায় পেয়েছি বলতে পারেন। কারণ ওই দিন বাজারে প্রচুর পাকা কলা জুটে ছিল।

IMG_20231201_173019304_BURST0001_COVER.jpg

IMG_20231201_172951_052.jpg

IMG_20231201_172949_643.jpg
Photography device: Infinix hot 11s
Location


৩ নং ফটোগ্রাফি

আপনারা জানেন এখন বাজারে প্রচুর কমলালেবু উঠেছে, বিশেষ করে মায়ানমারের প্যাকেটের কমলালেবু। যা পতিটা প্যাকেটের মূল্য ১৩০ থেকে ১৫০ টাকা করেছিল। অবশ্য বর্তমানে এগুলো ২০০ বা ২২০ টাকায় চলে এসেছে। যাইহোক সাথে সাথে তিন প্যাকেট কমলা লেবু কিনে নিলাম যেহেতু বাড়িতে ভাইয়ের ছোট ছেলে রয়েছে এদিকে আমারও বেশ ভালো লাগে। তাই মাঝেমধ্যে হাতে টাকা থাকলে, বাজারে আসলেই যে কোন ফল কিনে খাওয়ার চেষ্টা করি। আর ঠিক এভাবেই দীর্ঘক্ষণ ফলের বাজারে কেনাকাটা করলাম পাশাপাশি ভালোলাগার লোকাল বিস্কুট এছাড়া বড় খাওয়ার ছোট ছোট দোকানগুলোর মধ্যে যে বড়া আর বেগুনি খেলাম। তারপর চলে গেলাম সোজা যেখানে বিভিন্ন শাক সবজির বীজ ভান্ডার।

IMG_20231201_173414463_BURST0001_COVER.jpg

IMG_20231201_173400_499.jpg

IMG_20231201_173403_124.jpg
Photography device: Infinix hot 11s
Location


৪ নং ফটোগ্রাফি

আসলে বামুন্দি বাজারটা অনেক বড় যে কোন জিনিসের দোকান এখানে রয়েছে আর রয়েছে একাধিক। তাইতো দূরের রাস্তা হলেও চেষ্টা করি এখানে যেতে। কারণ সবকিছু জিনিস আমরা এখান থেকে সুলভ মূল্যে কিনতে পারি। যাইহোক পরিচিত একটি বীজ ভান্ডারে এসে উপস্থিত হলাম যেখানে আজ থেকে পাঁচ সাত বছর আগে থেকে আমি বীজ কিনে থাকি। ইনারা বাপ বেটা দুইজন মিলে ব্যবসা করে, এদের বাসা মেহেরপুর সদরে। আমি অবশ্য মেহেরপুর কলেজে পড়তাম তাই সেই সুবাদে তাদের সাথে পরিচয় হয়েছে। সেই দীর্ঘদিন ধরে তাদের কাছ থেকে আমি বিভিন্ন শাক সবজির বীজ ক্রয় করে থাকি। তবে একটা জিনিস আমার বেশি ভালো লাগে তারা কখনো ভেজাল নষ্ট বীজ দেয় না যা কিনে নিয়ে যায় না কেন প্রত্যেকটার সঠিক মাত্রায় চারা জন্মায়। যাইহোক শীতকালীন মুলা গাজর পালন শাক লালশাক আর বরবটির বীজ ক্রয় করলাম। আর এভাবেই বামুন্দি বাজারের ফল আর বীজের ভান্ডার এলাকা কিছুটা সময় কেনাকাটার মধ্য দিয়ে অতিক্রম করলাম।

IMG_20231201_174355_745.jpg

IMG_20231201_174357_883.jpg

IMG_20231201_174415218_BURST0001_COVER.jpg
Photography device: Infinix hot 11s
location

R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oD...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বামুন্দি বাজার আমাদের অঞ্চলের মধ্যে সব থেকে বড় আর অনেক প্রসিদ্ধ পুরাতন একটি বাজার। এমন কিছু নাই যে এই হাতে পাওয়া যায় না। অন্যান্য হাটের থেকে এই হাটের দ্রব্যের দাম অনেকটাই কমে পাওয়া যায়। বীজ বিক্রেতার সাথে আপনাত সম্পর্ক অনেক ভালো জেনে ভালোই লাগলো ভাই।

Posted using SteemPro Mobile

হ্যাঁ আমাদের এলাকার মধ্যে সবচেয়ে বড় একটি বাজার বামুন্দী

হ্যা ভাই ঠিক বলেছেন।

বামন্দি বাজার থেকে তো আপনি দেখতেছেন বেশ কিছুই কিনেছেন। আপনাদের ওই বাজারটা বুঝলাম অনেক পুরনো। আমাদের এদিকে ও দাগনভূঞা বাজারে অথবা চৌধুরী হাট বাজারে এরকম সবকিছুই পাওয়া যায়। আমাদেরও এদিকের বাজার গুলো বেশ পুরনো। আমাদের এদিকেও ১৫০ টাকা থেকে ২০০ টাকার মধ্যে মাল্টার কেজি পাওয়া যায়। আমাদের এদিকের বাজারের তো অনেক দাম। যাই হোক আপনি আপনার সুন্দর একটি মুহূর্ত আমাদের সাথে শেয়ার করেছেন দেখে আরো ভালো লাগলো।

নতুন একটি বাজারের নাম জানতে পারলাম আপনার কমেন্টের মধ্য দিয়ে। আর মালটার দাম তো খুব কম দেখছি।