হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। টাইটেল পড়ে আনন্দ পেয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, এক বিকেল মুহূর্তের শ্বশুরের এলাকা ভ্রমণ নিয়ে সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য। আশা করবো আমার এই ভ্রমণ জাতীয় পোস্ট আপনাদের অনেক ভালো লাগবে।
Photography device: Infinix hot 11s
লোকেশন
আমরা বাঙালি। আর বাঙালিরা গ্রামকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। আমরা ঘোরাঘুরি করতে যেমন পছন্দ করি ঠিক তেমনি গ্রামীণ পরিবেশের মধ্যে চলতে বেশি ভালোবাসি। আর সেটা যদি হয় কোন অচেনা গ্রাম। তাহলে আরো বেশি ভালো লাগা মনের মধ্যে কাজ করে। তবে অনেক সময় আমারও চেষ্টা করে থাকি গ্রামীন পরিবেশের মধ্য থেকে কিছুটা থাকার পরিবেশে ঘোরাঘুরি করতে। ঠিক তেমনি কিছুদিন আগে আমি শশুরের এলাকার কিছুটা ফাঁকা পরিবেশের মধ্যে ঘোরাঘুরি করতে গিয়েছিলাম। যেখানে গ্রামীণ পরিবেশের ঘরবাড়ি অতিক্রম করে খোলামেলা ফসলের মাঠ আর সবুজে ঘেরা ফসলের মাঠ। সেখানে রয়েছে কৃষকের কৃষি জমি রাস্তার পাশে বিভিন্ন রকমের গাছ। পড়ন্ত বিকেলের সূর্যটা যেন বারবার চোখে এসে আলো দিতে থাকলো। তারি মধ্য দিয়ে লক্ষ্য করে দেখলাম বিভিন্ন গাছের বেশ বড় বড় ছায়া। আর এই সমস্ত অচেনা জায়গার সৌন্দর্য উপভোগ করতে থাকলাম।
Photography device: Infinix hot 11s
লোকেশন
অচেনা কোন গ্রামের মধ্যে ঘোরাঘুরি করতে যেতে ভালো লাগে, যদি থাকে পাশে কোন প্রিয় মানুষ অথবা নিজের মোটরসাইকেল। ঠিক তেমনি দুইটাই ছিল আমার পাশে। যার জন্য ভালোলাগাটা একটু বেশি মনের মধ্যে জাগ্রত ছিল। তাই ছুটে চলেছিলাম অচেনা রাস্তা ধরে ফসলের মাঠ দেখতে দেখতে। যেখানে লক্ষ্য করে দেখলাম একদিকে পাকা ধান আর একদিকে শীতকালীন বিভিন্ন ফসল ফলানোর জন্য কৃষকেরা তাদের কৃষি জমি কে নতুন করে প্রস্তুত করছেন। তবে বেশি আশ্রয় চলে গেছিল সেই জায়গাতে দেখেছিলাম অনেক বক পাখি পোকা খাওয়ার উদ্দেশ্যে এসে উপস্থিত হয়েছে।
Photography device: Infinix hot 11s
লোকেশন
যেদিকেই যাই যেখানেই যায় না কেন বারবার যেন বক পাখিগুলো চোখে বাদতে থাকলো। এছাড়াও উত্তর দিগন্তে লক্ষ্য করে দেখলাম কয়েকজন রাখালের গরু এবং ছাগল চড়াই করছেন মাঠের মাঝখানে। এমন গ্রামীন পরিবেশ যেন বারবার মুগ্ধ করতে থাকলো আমাদের। আর আমি দুই নয়ন ভরে বারবার দেখতে থাকলাম এই সুন্দর দৃশ্যগুলো। আর এভাবেই ফটো ধারণ করতে করতে কখন যেন একটি পেঁপে গাছের নিকটে উপস্থিত হয়ে পড়েছিলাম তা স্মরণ করতে পারি নাই। ফিরতে পথে হঠাৎ লক্ষ্য করে দেখলাম পেঁপে গাছের সৌন্দর্য।
Photography device: Infinix hot 11s
লোকেশন
এরপর উঠে আসলাম রাস্তার উপর আবারো কিছুটা পথ এগিয়ে গেলাম নতুন কোন স্থানের সন্ধানে এবং ভালোলাগার ফটো ধারণ করতে। লক্ষ্য করে দেখলাম তিন রাস্তার মাঝখানে রয়েছে একটি বটগাছ। না জানি কত দিনের কতকালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই গাছ। একই স্থানে দাঁড়িয়ে স্বচক্ষে কত কিছুই দেখেছে। রাস্তার এপারে ওপারে তাকিয়ে লক্ষ্য করে দেখলাম তুই পাশ দিয়ে বয়ে গেছে কাঁচা রাস্তা। এক কথায় আমরা যাকে বলে থাকি মেঠো পথ। অনেকদিন পর মেঠো পথে প্রিয়জনের হাত ধরে হাঁটার চেষ্টা করলাম কিছুটা সময়। আর এভাবেই যেন বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে থাকলো। আর আমাদের এই চলাচল যেন দেখে সাক্ষী হয়ে থাকলো সারিবদ্ধ কয়েকটা মেহগনি গাছ।
Photography device: Infinix hot 11s
লোকেশন
আমরা দুজন এগিয়ে গেলাম মেঠো রাস্তার দিকে। অনেকদিন পরে এমন গ্রামীন রাস্তায় হাটাহাটি করতে বেশ ভালো লেগেছিল। তবে সময় স্বল্পতা আর চারিপাশে বন জঙ্গল যার জন্য বেশিটা সময় সেখানে থাকা হলো না। তবুও চেষ্টা করলাম কিছুটা সময়ের জন্য অচেনা স্থানে অবস্থান করার। আর এভাবেই পড়ন্ত এক বিকেলে মোটরসাইকেল ভ্রমণ করেছিলাম আমরা। যেখানে গ্রামীণ পরিবেশের সৌন্দর্য খুঁজে পেয়েছিলাম পশুপাখি মানুষ বন জঙ্গল ফসলের মাঠ সবকিছুর মধ্যে। আর এমন পরিবেশের মাঝে ঘোরাঘুরি করতে কার না ভালো লাগে। তাই আবারো ফিরে আসবো এমন সুন্দর ব্লগ নিয়ে।
Photography device: Infinix hot 11s
লোকেশন
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
ভ্রমণ বিষয়ক | তথ্য |
---|---|
বিষয় | শশুরের এলাকা ভ্রমণ |
ফটোগ্রাফি ডিভাইস | মোবাইল ফোন |
ফটোগ্রাফার | @sumon09 |
লোকেশন | আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা |
পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ। |
---|
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকের পোষ্টের টাইটেলটা একটা দারুন টাইটেল হয়েছে। আসলে এই ধরনের টাইটেল পড়ে সবাই বুঝতে পারবে যে আপনি কতটা আনন্দে রয়েছেন। এছাড়া আপনি আপনার পোষ্টের মাধ্যমে আপনার দারুন দারুন কিছু ঘটনা আমাদের সাথে শেয়ার করলেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একটু আনন্দ প্রদানের জন্য এমন টাইটেল দিয়েছি দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শ্বশুর বাড়িতে গিয়ে গ্রামীণ পরিবেশে নিজের বউয়ের হাত ধরে অর্থাৎ আমাদের ভাবির হাত ধরে গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে হেঁটে খুব সুন্দর একটি সময় অতিবাহিত করেছেন।গ্রামীন এই সুন্দর পরিবেশে প্রিয় মানুষকে নিয়ে সময় কাটানোর অনুভূতি অন্যরকম।আপনাদের সুন্দর এই মুহূর্তের অনুভূতির সাথে গ্রামের খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো উপভোগ করলাম।সর্বোপরি আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মন্তব্য করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাইয়া প্রিয় মানুষ ও এবং মোটরসাইকেল থাকলে ঘুরতে এমনিতে বেশ ভালো লাগে। তবে আপনার দুটোই ছিল। আর প্রিয় মানুষের সাথে যে কোন জায়গা ভ্রমণ করলে এমনিতে ভালো লাগে। আর আপনি দেখতেছি শ্বশুর এলাকা সুন্দরভাবে ভ্রমণ করেছেন। আর এখনের পরিবেশ আবহাওয়া এমনিতে ভালো এ কারণে ভ্রমণ করতে ভালো লাগে। অনেক সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ আপু আবারো ভ্রমণ করতে যাব
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ বেশ রোমান্টিক ভ্রমণ করেছেন তো দুজনে। এমন সুন্দর ভাবে হাত ধরে ঘুরে বেড়াচ্ছেন, তাও আবার শ্বশুরের জায়গায়, বিষয়টা কিন্তু বেশ আকর্ষণীয় ভাই। তবে ছবিগুলো আপনি খুব সুন্দর তুলেছেন। এমন গ্রামীন দৃশ্য দেখতে আমার খুব ভালো লাগে। আপনাদের জীবন সুখ শান্তিতে ভরে উঠুক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের জন্য দোয়া করবেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি এখনো আপনার ট্রন এড্রেস লিংকআপ করেন নাই। এজন্য আপনার আজকের কিউরেশন ক্যানসেল হলো। দ্রুত ট্রন এড্রেস লিংকআপ করে নিন। নিচে টিউটোরিয়াল এর লিংক দেয়া হলো-
https://steemit.com/hive-129948/@moh.arif/tron-address-link-up
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি কিছুদিন আগে করেছি তো ভাইয়া। আচ্ছা আবারও এখন ট্রাই করে দেখছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া এখন আবার করলাম। হয়েছে কিনা দেখে একটু জানিয়ে দিবেন,প্লিজ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যা হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit