ঈদ মোবারক
হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাই-বোন বন্ধুদের কে আমার পক্ষ থেকে জানাই ঈদের শুভেচ্ছা,অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সুদূর লন্ডন থেকে তানজিরা ম্যামের ঈদ সালামি দেওয়ার মুহূর্তে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজ ঈদের রাত। রাত পোহালেই সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই-বোনেরা ঈদের আনন্দে মেতে উঠবে। হয়তো অনেকেই অনেকের কাছ থেকে ঈদ উপলক্ষে কোন কিছু পাওয়ার প্রত্যাশা করবে। কেউ পাবে, কেউ পাবে না। আর এরই মধ্য দিয়ে সুন্দর একটি ঈদের দিন অতিবাহিত হবে। আর ঠিক সেই পাওয়া পাওয়ির বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি সুমন। স্কুল থেকে বেতনের পাশাপাশি ঈদের সালামি পেয়ে বড় আনন্দ বোধ করতেছিলাম, তাই আপনাদের মাঝে আনন্দটা ভাগাভাগি করে নেওয়ার জন্য উপস্থিত হয়েছি।
গত বৃহস্পতিবারে স্কুল ছুটি হয়ে গেছে। তবে শুক্রবারে উপদেষ্টা স্যারের উপস্থিতিতে স্কুলের বিভিন্ন নিয়ম শৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ক একটি মিটিং ছিল যা মাসিক সমন্বয় মিটিং। তাই আমাদের সকল শিক্ষক মন্ডলীদের সকাল আটটার আগেই স্কুলে যাওয়ার হয়েছিল।
মিটিং চলাকালীন সময়ে কিছু ফটো ওঠানোর চেষ্টা করে ছিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তবে মন আনচান করছিল কখন মিটিং শেষ হবে। কখন বেতন ও সালামি পাব। মিটিং চলতে চলতে প্রায় দুই ঘণ্টা পার হয়ে গেল। তবে সেটাও কম,আমরা জানতাম তিন ঘন্টা মিটিং হবে। তবে তিন ঘন্টার মধ্যে সকল বিষয়গুলো শেষ হয়ে বাড়ি পৌঁছাতে পেরেছিলাম।
অনেকটা সময় অতিবাহিত হওয়ার পরে আমাদের সেই কাঙ্ক্ষিত সময় এলো। দিনটা যেহেতু ছিল শুক্রবার তাই সকলের চেষ্টা করছিল দ্রুত কাজ সমাপ্ত করার জন্য। তবে আপনাদের একটি কথা বলে রাখা ভালো স্কুলের সকল শিক্ষক মন্ডলীদের বিশেষ বিশেষ কিছু দায়িত্ব রয়েছে সকলে তাদের নিজ নিজ দায়িত্ব পালন করে থাকে। তেমনি আপনাদের অতি পরিচিত এবং প্রিয়@mostafezur001 স্যার এর দায়িত্ব স্কুলের বিভিন্ন বিষয় পরিচালনা করা। হেড স্যার,রুখসানা মেম এবং তিনি অফিস পরিচালনা, স্কুলের পরীক্ষা পরিচালনা সহ বিভিন্ন বিষয়ের পরিচালনা কাজ করে থাকেন। তাই তারা তিনজনে মিলে বেতন এবং ঈদের সালামি বিতরণ করছিলেন স্বাক্ষরতার মাধ্যম দিয়ে।
মুস্তাফিজুর স্যার সবাইকে টাকা দেখিয়ে বুঝিয়ে দিলেন এখানে সকলের টাকা রয়েছে। একটু ধীরে সুস্থে বিতরণ হবে, আপনারা আর একটু সবুর করুন। কারণ শুক্রবারের দিন মিটিংয়ে অনেক টাইম চলে গেছে। আরেকটু সময় হলে কাজ সমাপ্ত হয়ে যাবে এবং আপনারা সবাই বাড়িতে চলে যেতে পারবেন যে যার মত।
অনেক প্রতীক্ষার পর আমার পালা চলে এলো, খুব আনন্দের সাথে গ্রহণ করলাম। অতি আনন্দমুখর পরিবেশে সকলেই গ্রহণ করেছিলাম ঈদের সালামি। আর এ সময়ের অনুভূতিটা ছিল অনেক আনন্দদায়ক যা বলে বোঝানো সম্ভব নয়। তবে আমার এই সময়টা সবচেয়ে বেশি ভালো লেগেছিল এজন্য যে ঈদের সালামি দেওয়ার কথা বলে সময় লস করায়নি, যখন যে সময় ঠিক সেই সময়ের কাজ সময়মতো করেছে,হতে হয়নি কোন হয়রানি। সবাই অনুমান করেছিলাম মিটিং হতে অনেক টাইম লাগবে কারণ অনেক বিষয় সম্পর্কে আলোচনা হওয়ার কথা ছিল। তবে তা সংক্ষেপে হয়েছে। সালামির এমাউন্টটা না হয় নাই বললাম দেখে বুঝে নিবেন। আরো সুন্দর একটি দাওয়াতের ব্যবস্থা রয়েছে শিক্ষক মন্ডলীর জন্য ঈদের পর।
আমার পরেও আরও অনেকেই ছিল তারাও অতি সম্মানের সাথে গ্রহণ করল ঈদের সালামি। মনে হল যেন আমাদের অফিসে অন্যরকম একটি ঈদ উদযাপন শুরু হয়েছে। সকলের মুখে আনন্দের হাসি। আর এই আনন্দের হাসি খুশির মধ্য দিয়ে আমাদের বেতন ও ঈদের সালামি দেওয়ার প্রোগ্রামটি শেষ হল। সর্বশেষ আনন্দমুখ নিয়ে বিভিন্ন প্রকার ঈদের গল্প করতে করতে অফিস থেকে বের হয়ে চলে এলো। খুবই অন্ধ ঘন একটি সময় ছিল শুক্রবারের দিন।
|
---|
আমার পরিচিতি | কিছু বিশেষ তথ্য |
---|---|
আমার নাম | @sumon09🇧🇩🇧🇩 |
ফটোগ্রাফি ডিভাইস | মোবাইল |
ব্লগিং মোবাইল | Infinix hot 11s |
ক্যামেরা | camera-50mp |
আমার বাসা | মেহেরপুর |
আমার বয়স | ২৫ বছর |
আমার ইচ্ছে | লাইফটাইম স্টিমিট এর 'আমার বাংলা ব্লগ' এ ব্লগিং করা |
পুনরায় কথা হবে পরবর্তী কোন পোষ্টে,ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আবারো সকলকে জানাই ঈদের শুভেচ্ছা,ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। |
---|
ঈদের আগেই সবাইকে ঈদের সালামি দিতে পারলাম এটা সত্যি আমার জন্য অনেক খুশির একটা ব্যাপার ছিল। আমি চেয়েছিলাম স্কুলের প্রতিটি শিক্ষক আমাদের সাথে ঈদ উদযাপন করতে পারে তাই সালামের টাকাটা আগে ভেবেই রেখে দিয়েছিলাম। যাইহোক সেই বিষয়গুলো আপনি খুবই সুন্দর ভাবে পুনরায় আমাদের মাঝে শেয়ার করলেন এটা দেখে খুবই ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মনমুগ্ধ করা একটি কমেন্ট করেছেন আমার এই পোস্টে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সবাই পাওয়ার আশা করবে কিন্তু কেউ পাবে কেউ পাবে না এবং এরই মধ্যে দিয়ে শেষ হবে দিনটা কথাটা সত্যি দারুণ লাগল আমার কাছে। সত্যি ঈদের আগে বেতন এবং তার সঙ্গে সালামি পেলে খারাপ হয় না। সবমিলিয়ে বেশ আনন্দদায়ক মূহুর্ত। বেশ ভালো লাগল আপনার অনূভুতি টা জানতে পেরে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই খুশি হলাম আপনার এত সুন্দর মন্তব্য দেখেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার স্কুলের কাঠামোটি দেখতে বেশ সুন্দর। চমৎকার অনুভূতি শেয়ার করলেন জানতে পারলাম ঈদের সালামি পাবার আনন্দঘন মুহূর্ত। ধন্যবাদ ভালো থাকবেন। পাশাপাশি মোস্তাফিজুর রহমান সাহেবকে ধন্যবাদ সবাইকে নির্দিষ্ট সময় আগে ঈদের সালামি দেয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এত সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে ভাই এই ঈদে আমরা অনেকেই অনেক কিছু পেয়ে থাকি। আবার অনেকেই অনেক কিছু না পেয়ে থাকি। তবে এই সব কিছুরই পূর্ণতা পায় যখন আমাদের চাওয়া পাওয়ার সাথে মিলে যায়। মিটিং চলাকালীন সময় থেকেই অপেক্ষা করছিলেন কখন আপনাদের বেতন দিবে এবং সেই সাথে সালাম দিবে। সব মিলিয়ে কি সুন্দর কিছু ফটোগ্রাফি উপহার দিয়েছেন। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য কোন অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit