চারুকলা বিভাগের অষ্টম ব্যাচের সেলফি কর্ণার থেকে সেলফি ও ছবি তুলার অনুভূতি

in hive-129948 •  2 years ago  (edited)

আজ - রবিবার

০৫ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
১৯ মার্চ, ২০২৩ খ্রিষ্টাব্দ


আসসালামু আলাইকুম

IMG_20221119_123214.jpg
Photography device: Infinix hot 11s
লোকেশন





হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদের কে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সরকারি স্কুল ও টেকনিক্যাল কলেজ সাতক্ষীরা এ চারুকলা বিভাগের প্রথম সেমিস্টারে পরীক্ষা দেওয়া শেষের সেলফি কণ্যার থেকে সেলফি উঠার অনুভূতি নিয়ে। যে বিষয়টা ছিল আমার কাছে অতি অচেনা আর সে বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরতে এসেছে।


ফটোগ্রাফি সমূহ:

চারুকলা বিভাগ প্রথম সেমিস্টারের ফাইনাল পরীক্ষা দেওয়া শেষ করে হল রুম থেকে বের হয়ে এসে গেটের সম্মুখে হঠাৎ লক্ষ্য করলাম ছাত্রছাত্রীরা নির্দিষ্ট একটি স্থানে দাঁড়িয়ে শুধু বারবার ফটো ওঠাচ্ছে এবং সেলফি তুলছে। হয়তো পেছনের ব্যানারটা আমি লক্ষ্য করছিলাম বড় করে চারিপাশে চারুকলা বিভাগ অষ্টমাস লেখা রয়েছে। কিন্তু সবার উপরে প্রথমে যে সুন্দর করে লেখা রয়েছে সেলফি কর্নার তা আমি কোনভাবেই লক্ষ্য করি নাই। সেখানে কি লেখা রয়েছে শুধু বড় করে লেখা হয়েছে এটাই লক্ষ্য করছিলাম কিন্তু তার উপরে সুন্দরভাবে লেখা আছে এটা আমি যতক্ষণ অবস্থান করছিলাম মোটেও আমার চোখে বাধছিল না। আমি ভেবেছিলাম হয়তো আমরা অষ্ট ব্যাচের ছাত্র তাই এটা সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করে রেখেছে আর সেটা দেখেই ছাত্র-ছাত্রীরা ফটো উঠাচ্ছে বা সেলফি তুলছে। যেহেতু পরীক্ষা দিতে যাওয়ার সময় গেটের মধ্যে প্রবেশ করে আমাদের কারো কাছে মোবাইল রাখতে দিয়েছিল না। অনেকে মোবাইল জমা দিয়েছিল কিন্তু আমি সময় সুযোগ করে হোটেলে ব্যাক চলে গিয়েছিলাম এবং মোবাইল রেখে এসেছিলাম। তাই আমার কাছে মোবাইল ছিল না।

IMG_20221119_121252_659.jpg

IMG_20221119_121255_647.jpg

IMG_20221119_121258_079.jpg
Photography device: Infinix hot 11s
লোকেশন

কিছুটা সময় পর আমি শুনতে পেরেছিলাম আমাদের একটি শিক্ষক বলছে তোমাদের পরিচালক যেটা বলছে সেটা শুনলে ভালো হবে। কিন্তু পরিচালককে? আর উনি কি বোঝায় সেটাই তো জানতে পারলাম না মানুষের ভিড়ে। আমি আমার দুই বন্ধুকে পাশে ডেকে নিলাম এবং বললাম পরিচালককে আর উনি কি বলছেন সেটা শুনলে নাকি ভালো হবে কি বলছে কি শুনতে হবে সেটা একটু লক্ষ্য করে দেখাও। হঠাৎ এই মুহূর্তে একজন ছাত্র বলল আমাদের অষ্টম ব্যাচের ব্যানারের ওখানে ছবি আর সেলফি তুলতে হবে নিজ নিজ জেলা থেকে আসা ছাত্র-ছাত্রীরা মিলে আর সেগুলো আমাদের গ্রুপে পরিচালক সাহেবের কাছে পাঠিয়ে দিতে হবে। তখন আমি খুব চিন্তায় পড়ে গেলাম কারণ আমার কাছে তো এই মুহূর্তে মোবাইলে। আমার মোবাইলসহ বন্ধুদের মোবাইল চারটা পরীক্ষার আগে হোটেলে রেখে এসেছিলাম। এখন কে আবার হাপাতে হাপাতে হোটেলে মোবাইল আনতে যাবে আবার আসতে হবে। পরীক্ষা শুরু হওয়ার আগে দুইবার হয়রানি হতে হয়েছে আবার এখন যদি দুইবার হয়রানি হতে হয় রোদ গরমে তাহলে কতটা না শরীর ক্লান্ত হয়ে যায়। কি আর করার, যদি মোবাইল রাখার অপশন ভালো থাকতো তাহলে না হয় এখানেই প্রথমে রেখে দিয়ে দুইবার হয়রানি হত না। তবে যাই হোক আবারো মোবাইল আনতে বন্ধু মিলনকে পাঠিয়ে দিলাম যেহেতু সবাই একত্রে ছবি উঠার হলে কথা।

IMG_20221119_121138_296.jpg

IMG_20221119_121136_113.jpg

IMG_20221119_120921189_BURST0002.jpg

IMG_20221119_121323_811.jpg
Photography device: Infinix hot 11s
লোকেশন

মিলনকে পাঠিয়েছিলাম কিন্তু কেন জানি মিলন আসতে খুব দেরি করছিল। এদিকে পরীক্ষার পরে খিদে লেগে যাচ্ছিল, প্রচন্ড বিরক্ত বোধ করছিলাম। এমন একটি মুহূর্তে মোবাইল হাতে মিলন এসে পৌঁছালো তখন অনেক মানুষ ছবি আর সেলফি তোলা ব্যতিব্যস্ত ছিল তাই নির্দিষ্ট স্থানে নিজেদের জায়গা করে নেওয়া বড়ই কঠিন ছিল। দেখে যেন মনে হচ্ছিল একটি মেলা বসেছে শুধু ছবি আর সেলফি তোলার। যেহেতু অনেক ছাত্র-ছাত্রী ছিল তার মধ্যে থেকে ছবি তোলা যেমন কঠিন তেমনি ছবি সেলফি তোলার দৃশ্যটা ছিল জমজমাট। যাই হোক অতি আনন্দঘন একটি মুহূর্ত অতিবাহিত করছিলাম তখন ছবি তোলা আর সেলফি তোলা নিয়ে যেহেতু প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ। আর নিজ জেলা থেকে যারা একসাথে পরীক্ষা দিতে গিয়েছিলাম সবাই সবার চেনা পরিচিত নয়। আমরা মোট ২২জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলাম। তবে আমাদের সাথে আরো কয়েকজন ছিল। পরীক্ষা শেষে সবাই বাড়ির উদ্দেশ্যে রহনার জন্য প্রস্তুতি গ্রহণ করবে, তাই যত দ্রুত এখান থেকে চলে যাওয়া সম্ভব সেটাই ভালো।

IMG_20221119_121114.jpg
Photography device: Infinix hot 11s
লোকেশন

আমরা সবাই মিলে যে যার মত করে ফটো উঠানোর চেষ্টা করছিলাম। একদিকে আমরা তিন বন্ধু মিলে ফটো উঠানোর চেষ্টা করলাম আবার অন্য দিকে রাজু ভাইকে সাথে নিয়ে ফটো উঠানোর চেষ্টা করলাম। আবার যাদেরকে চিনতাম না একসাথে পরীক্ষা দিতে এসেছি তাদেরকে সাথে নিয়ে একত্রে উঠানোর চেষ্টা করলাম। তবে একদম লাস্টে আমি লক্ষ্য করেছিলাম কেন সবাই এত আনন্দ সরকারের ফটো ওঠাচ্ছে। লক্ষ্য করেছিল আমাদের মাথার উপরে লেখা আছে সেলফি কর্নার। আর এটার আয়োজন করেছে মূলত একটি কারণে, যে যেই জেলা থেকে একসাথে পরীক্ষা দিতে যাওয়া হয়েছে তারা যেন একসাথে ফটো উঠিয়ে গ্রুপে দিয়ে দেয়। আর এটাই পরিচালকের প্রধানত নির্দেশ ছিল। কারন সে ছবিগুলো পরিচালক স্মৃতি হিসেবে তাদের কম্পিউটার অথবা ডাইরিতে রেখে দেবে এমন একটা বিষয়। যাই হোক পরবর্তীতে লক্ষ্য করেছিলাম অন্য কেউ গ্রুপের ছবি পাঠিয়েছে। তবে সুন্দর একটা আনন্দঘন মুহূর্ত স্মৃতি প্রথম সেমিস্টারের অতিবাহিত করেছিলাম 'কাটিয়া নারিকেলতলা সাতক্ষীরা সদর, সাতক্ষীরার সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ সাতক্ষীরা' থেকে। সে আনন্দঘন মুহূর্তটা আগামী আপনাদের মাঝে প্রকাশ করলাম বর্ণনা ও ফটোগ্রাফির মাধ্যমে।

IMG_20221119_121050.jpg

IMG_20221119_121048.jpg

IMG_20221119_120955.jpg

IMG_20221119_121931.jpg
Photography device: Infinix hot 11s
লোকেশন


received_305654148004402.webp


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

চারুকলা বিভাগের অষ্টম ব্যাচের সেলফি কর্নার থেকে সেলফি তো বেশ ভালই তুলেছেন দেখছি। আপনারা মোট ২২ জন পরীক্ষার্থী ছিলেন আর সকলে মিলে গাদাগাদি করে সেলফি কর্নারে গিয়ে অনেক ফটোগ্রাফি করেছেন। যাইহোক পরিচালকের আইডিয়াটা দারুন হয়েছে, যার কারনে সেলফি কর্নারে গিয়ে সকলের সেলফি তুলে স্মৃতি হিসেবে কম্পিউটার কিংবা ডাইরিতে লিপিবদ্ধ করতে পারবে। অনেক অনেক ধন্যবাদ ভাই, সেলফি কর্নারে সেলফি ও ছবি তোলার সুন্দর মুহূর্তটুকু, সুন্দর বর্ণনার মাধ্যমে তুলে ধরার জন্য।

জ্বী ভাই বন্ধুরা মিলে সবাই চেষ্টা করেছিলাম

সকলের সাথে খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। চারু করা সেলফি কর্নারে। আর ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো দেখে বোঝা যাচ্ছে বেশ চমৎকার মুহূর্ত উপভোগ করেছেন। আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইলো। সেলফি কর্নারে কাটানো অনুভূতিগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে।

আবারো পরীক্ষা দিয়ে এলাম এবং আবার ফটো উপস্থাপন করব আপনাদের মাঝে

ভাইয়া আপনার চারুকলা বিভাগের অষ্টম ব্যাচের সেলফি কর্ণার থেকে সেলফি ও ছবি তুলার অনুভূতি পড়ে অনেক ভাল লাগলো। বন্ধুদের সাথে ধারুন সময় কাটিয়েছেন। ধন্যবাদ ভাইয়া।

আবারো তুলে ধরব এমন সুন্দর কিছু অনুভূতি