সাতক্ষীরা লেকভিউ রেস্টুরেন্ট ভ্রমণ ও রাতের সৌন্দর্য উপভোগ

in hive-129948 •  4 days ago 


আসসালামু আলাইকুম




হাই বন্ধুরা!

কেমন আছেন সবাই? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাই-বোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। ভ্রমণ করতে কার না ভালো লাগে। তাই সুযোগ পেলে আমারও ভ্রমণ করতে যেতে ইচ্ছে জাগে দেশের যে কোন প্রান্তে। ঠিক তেমনি ভ্রমণ কাহিনী আজকে আপনাদের মাঝে উপস্থাপন করব। আজকের বিষয় থাকবে সন্ধ্যা রাতে সাতক্ষীরার লেক ভিউ ভ্রমণ ওহ সুন্দর্য উপভোগ।

IMG_20221118_183320_310.jpg

Photography device: Infinix hot 11s
Lake View Satkhira




ফটোগ্রাফি সমূহ:


কিছু কিছু পার্ক রয়েছে সন্ধ্যার পরে বন্ধ হয়ে যায়। আবার কিছু কিছু পার্ক রয়েছে সন্ধ্যার সময় থেকে সৌন্দর্য ফুটিয়ে তুলতে থাকে দর্শনার্থীদের জন্য। ঠিক তেমনি রেস্টুরেন্ট সংলগ্ন পার্ক গুলো একটু ব্যতিক্রম ভাবে মানুষকে দৃষ্টি আকর্ষণ করে থাকে। যেখানে কিছুটা সময়ের জন্য উপস্থিত হতে দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসে। তেমনি সন্ধান পেয়েছিলাম সাতক্ষীরা সদর থেকে কিছুটা ভেতরে এই লেক ভিউ পার্কের। পার্কে দিনের বেলায় যেমন ভ্রমণ করে গেছিলাম ঠিক তেমনি রাতের বেলাতেও ভ্রমণ করতে এসেছিলাম। আগে জেনেছিলাম এই পার্কটা বিকেল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত মানুষের জন্য বেশ উপযুক্ত একটি স্থান। বিশেষ করে সুন্দর রেস্টুরেন্ট ও খাওয়া-দাওয়ার সুব্যবস্থা থাকায়, মনোরম এই পরিবেশ মানুষের জন্য অনেক ভালো লাগে এনে দেয়। তাইতো সাতক্ষীরা সদরে অবস্থান করা মানুষ ছুটে আসে এই পার্কে।

IMG_20221118_173951_105.jpg

IMG_20221118_173130_597.jpg

IMG_20221118_173507_709.jpg

IMG_20221118_173429_734.jpg

IMG_20221118_173142_920.jpg

Photography device: Infinix hot 11s
Lake View Satkhira


আমরা তিন বন্ধু সিদ্ধান্ত নিয়েছিলাম সন্ধ্যার পরে সেখানে উপস্থিত হব এবং রেস্টুরেন্টে কফিশপে উপস্থিত হয়ে কফি খাওয়ার পাশাপাশি রেস্টুরেন্টের সৌন্দর্য উপভোগ করব ভেতরে এবং বাইরে থেকে। যেমন চিন্তাধারা ঠিক সেভাবেই উপস্থিত হয়ে প্রথমে বাইরে থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম আগে ভেতরের পরিবেশটা দেখব। ভেতরে মানুষের ভিড় হয়ে গেলে একটু বেশি সময় লেগে যাবে, আমরা বেশি সময় সেখানে অবস্থান করবো না। যেহেতু পরীক্ষা দিতে এসেছি, পড়ার বিষয়ে রয়েছে। তাই আমরা ফটো ধারণ করতে করতে পানির মধ্যে ঝুলন্ত ব্রিজ হয়ে চলে গেলাম রেস্টুরেন্টের দিকে। লক্ষ্য করে দেখলাম ঝুলন্ত এই ব্রিজটা অনেক সুন্দর ভাবে সাজিয়েছে বেশ কয়েকটা পশুপাখির ভাস্কর্য তৈরি করে। একটু আঁকাবাঁকা ভাবে তৈরি করেছে যেন ব্রিজটা তার ভারসাম্য ভালোভাবে ধরে রাখতে পারে এবং মানুষ চলাচলের কোন বিঘ্ন না ঘটে। সোজাসুজি ব্রিজগুলো অনেক সময় শব্দ হয় আর নড়ে। সেই থেকে ভালো রেজাল্ট পেতে ব্রিজটা একটু বাঁকা করেছে এবং অনেক সুন্দর ভাবে সাজিয়েছে। আমরা ব্রিজের সৌন্দর্য উপভোগ করতে করতে একদম চলে গেলাম রেস্টুরেন্টের নিচের তলায়।

IMG_20221118_183510_935.jpg

IMG_20221118_183359_924.jpg

IMG_20221118_183608.jpg

IMG_20221118_183540.jpg

Photography device: Infinix hot 11s
Lake View Satkhira


ভিতরে প্রবেশ করেই দেখলাম মানুষের উপস্থিতি মোটামুটি। তবে টেবিলগুলো প্রায় বুক হয়ে গেছে এমন। সাথে সাথে আমরা তিন বন্ধু একটা ফাঁকা আসন গ্রহণ করলাম। এরপর টেবিলে থাকা বইটা হাতে নিয়ে দেখতে থাকলাম কফি সহ কি খাওয়া যায়। বন্ধুরা বাছাই করল কফি আর নুডুলস জাতীয় খাবার খাওয়ার জন্য। তাদের কথায় আমিও রাজি হলাম। এরপর অর্ডার দেওয়া তারপর খাওয়া দাওয়া অতঃপর সেখান থেকে উঠে আবারো ভেতরের সৌন্দর্য উপভোগ করা। ভেতরে বেশ কিছু ফটো ধারণ করলাম আমরা সবাই। বন্ধুরাও তাদের ভালোলাগার মতো ফটো সেলফি তুলতে থাকে। এভাবেই কিছুটা মুহূর্ত রেস্টুরেন্টের উপরে নিচে সব জায়গায় ঘোরাঘুরি করে রেস্টুরেন্টটা ভালো করে দেখলাম। অনেক সুন্দর ভাবে রেস্টুরেন্ট সাজানো। রেস্টুরেন্টের সৌন্দর্যটা দিনের চেয়ে রাতে বেশি ফুটে ওঠে বিভিন্ন মিউজিক বাল্বের জন্য। তবে একটা বিষয় লক্ষ্য করেছি এখানে কোন গান বাজনার ব্যবস্থা করেনি। এটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে। কারণ এমন পরিবেশে গান-বাজনা এগুলো আমার কাছে মোটেও পছন্দ হয়ে ওঠেনা।

IMG_20221118_175418.jpg

IMG_20221118_183317_846.jpg

IMG_20221118_183307597_BURST0001_COVER.jpg

IMG_20221118_183157039_BURST0002.jpg

IMG_20221118_185335_858.jpg

Photography device: Infinix hot 11s
Lake View Satkhira


এরপর আমরাও বাইরের পরিবেশে চলে আসলাম। বাইরের পরিবেশটা ঘুরে ঘুরে দেখতে থাকলাম আর অনুভব করলাম রেস্টুরেন্টের সৌন্দর্য। বাইরে থেকে রেস্টুরেন্ট দেখতে কিন্তু আরো বেশি ভালো লাগে। শুধু যে রেস্টুরেন্ট টিকেই ভালো লাগে তা নয়, পুকুরের চারিপাশে আরো অনেক কিছু রয়েছে সেগুলো খুব সুন্দর ভাবে সাজানো মিউজিক বাল্ব দিয়ে। তবে সবকিছুর মধ্য থেকে রেস্টুরেন্টের সৌন্দর্যটা একটু বেশি ফুটে ওঠে। একদিকে মিউজিক বাল্ব তারা সৌন্দর্য তৈরি করা আরেক দিকে পুকুরের পানিতে যেন ঝলমলিয়ে ওঠে। যেহেতু রেস্টুরেন্টটা পুকুরের মাঝখানে। উত্তর পাশে লক্ষ্য করে দেখলাম ঝরনার ব্যবস্থা করে দিয়েছে পুকুরের মধ্যে। তাই পুকুরের পানি সব সময় দোল খেতে থাকে। এজন্য রেস্টুরেন্টের সৌন্দর্যটা আরেকটু বৃদ্ধি পায়। এদিকে জায়গায় বসার ব্যবস্থা, পুকুরের চারিপাশা নারিকেল ও আম গাছ। লাভ আকৃতি এই বসার জায়গাটা রাতে মানুষের জন্য আরও আকর্ষণীয় হয়ে ওঠে। লক্ষ্য করে দেখেছিলাম ফটো ধারণ করার জন্য এখানে সিরিয়াল দেওয়া লাগে। আমরাও সিরিয়াল এর সুযোগ পেয়ে বেশ কিছু ফটো ধারণ করছিলাম। আর এভাবেই রাতে লেক ভিউয়ার সৌন্দর্য উপভোগ করে গন্তব্যে ফিরেছিলাম।

IMG_20221118_185210_608.jpg

IMG_20221118_184601.jpg

IMG_20221118_184525_998.jpg

IMG_20221118_184314_741.jpg

Photography device: Infinix hot 11s
Lake View Satkhira



পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

পোস্ট বিবরণ


ব্লগারsumon09
ডিভাইসInfinix Hot 11s
What3words locationLake View Satkhira
ক্যামেরা50mp
দেশবাংলাদেশ


পুনরায় কথা হবে পরবর্তী কোন ভ্রমণ বিষয়ক পোস্টে, ততক্ষণ ভালো থাকবেন সবাই। সকলের জন্য শুভকামনা রইল,আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png



IMG-20241121-WA0015.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

07-01-25

Screenshot_20250107-191510.jpg

Screenshot_20250107-093014.jpg

Screenshot_20250107-092847.jpg

বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন আপনি। সাতক্ষীরা লেকভিউ রেস্টুরেন্ট ভ্রমণ ও রাতের সৌন্দর্য উপভোগ করেছেন দেখে খুব ভালো লাগলো। রেস্টুরেন্টের সৌন্দর্য সত্যি খুব দারুণ। খাওয়া-দাওয়ার মুহূর্তগুলো বেশ দারুন ভাবে কাটিয়েছেন। ধন্যবাদ আপনাকে ভাই।

হ্যাঁ ভাই, তিন বন্ধু মিলে অনেক আনন্দে ছিলাম।