সকলেই জানেন, বিপদের মুহূর্তে পাশের যদি একজন মানুষ থাকে তাহলে মনের সাহস আসে। যেহেতু আমার পরিবারের এই অবস্থা। আমার বড় ভাই আমার সাথে রয়েছেন। আমার বড় ভাইকে দেখে আমার বউ বলতে থাকলো ও কি করতে এসেছে এরপর ইত্যাদি ইত্যাদি। যেখানে তার প্রয়োজন ছিল বড়দের দোয়া নেয়া। কথাগুলো শুনলাম, মনে হচ্ছিল যেন আমি ভাইকে নিয়ে বাড়ি চলে যায়। কিছু কিছু কথাবার্তা এতটা আঘাত দিয়েছিল আমাকে। তবুও নিরবে সহ্য করে পাশে ছিলাম। কারণ ক্ষতি হলে আমারই হবে। যাইহোক সিজার হলো। এ বিষয়ে আপনাদের ইতিপূর্বে জানিয়েছি। এরপর পরপর তিনটা রাত আমি আমার বউয়ের পাশে বারান্দায় কাটিয়েছি। জেগে থেকেছি রাত একটা দুইটা পর্যন্ত। দেখাশোনা করেছি সার্বিক দিক থেকে যতটা পেরেছি। তবে ওই মুহূর্তটা আমার জন্য বেশ কষ্টদায়ক ছিল। একদিকে আমার আম্মা বাড়িতে অসুস্থ পড়ে আছে। আমার আম্মা দিনে যখন তখন অসুস্থ হয়ে একদম মারা যায় যায় এমন অনুভব হয়। এদিকে আমার পরিবারের সেজার হওয়া এই অবস্থা। অনেক সময় সিজার হলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তাহলে মানসিক টেনশন কতটা বুঝতে পারছেন। শুধু বারান্দায় বসে থেকে চিন্তা করেছি, ব্লগের কাজ করতে গিয়ে কাজেও মনোনিবেশ করতে পারি নাই। বিবাহ না হতে এক বছরের মধ্যে বাবা হতে চলেছি বেকার অবস্থায় কতটা কঠিন মুহূর্ত আমার জন্য তা আপনাদের বোঝাতে পারবো না। তবে এই মুহূর্তে আমার পাশে প্রিয়জনরা যদি থাকে আর কেউ যদি সান্ত্বনা দিয়ে চলে তাহলে জানেন একটা অন্যরকম প্রশান্তি পাওয়া যায়। কিন্তু কিছু কিছু কথা আমাকে এতটা আঘাত দিয়েছে যেন সহ্য করার ছিল কঠিন, শুধু মুখ বুঝে হজম করেছে। একটা কথা আছে পর মানুষে যতই গীবত করুক আর দুর্নাম রটাক সেগুলা গায়ে লাগেনা, কিন্তু নিজের ঘরের মানুষ আপন মানুষ যখন দুর্নাম করে অথবা মিথ্যা বলে অথবা অপমান করে সেগুলো কিন্তু সহ্য করা বেশ কঠিন। ঠিক তেমন কিছু অনুভব করেছি আমার এই কঠিন মুহূর্তে। বেশ কিছু জানার পর আমার ভাই চলে গেল। আমার ভাই বেশি রাগী মানুষ কিন্তু আমার বাবুর বিষয়ে সে মাথা ঠাণ্ডা রাখল।
Photography device: Infinix hot 11s
Location Gangni
নিজেকে সান্ত্বনা দিতে, পরিবারে ভালো রাখতে দেখাশোনার পাশাপাশি শুধু রাস্তার দিকে দিন অথবা রাতে যখন উপস্থিত হয়েছি বারান্দায় বসে চেয়ে থেকেছি আর ভেবেছি আমার অতীত বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে। আমি চিরকাল মূর্খ ব্যবহার ঘৃণা করি,এখনো ঘৃণা করি, কারণ মূর্খ আচরণ মানুষকে আঘাত দিতে জানে। আর যারা মূর্খ ব্যবহারে লিপ্ত তারা কখনো বোঝেনা তার আচরণ অন্যজনকে কতটা আঘাত দেয়। আমার ভাইয়ের মধ্যে একটা নীতি রয়েছে, সে উপস্থিত হয়ে যেখানে মূর্খ আচরণ দেখে সে তখন থেকে তাদের সাথে মূর্খ আচরণ শুরু করে দেয়। তার মুখের একটা কথা শুনতে আমার ভালো লাগে। সে বলে খারাপের সাথে কখনো ভালো ব্যবহার করতে যাওয়া ঠিক নয়। কারণ কুকুর কখনো মানুষের ভালো ব্যবহার বুঝবে না। তাই মাঝেমধ্যে সে রিয়াকশন করে বেশ কিছু বিষয়ে, আমি নিরব থাকি আর আফসোস করি আমার লাইফ নিয়ে। এই মুহূর্তে সেগুলা সহ্য করতে হয়েছে,একদিকে মানসিক কষ্ট আরেকদিকে মানসিক আঘাত। তার মধ্য থেকে শুধু দোয়া করছি আল্লাহ আমার সন্তানকে ভালো রাখো, আমার পরিবারকে সুস্থ করে দাও। যাইহোক বিস্তারিত ভিডিওতে যা আলোচনা করেছি সেগুলো আর এখানে লিখলাম না। সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন, যেন ভবিষ্যতে সুন্দর সংসার করতে পারি।
Photography device: Infinix hot 11s
Location Gangni
ভিডিও বিষয়ক | তথ্য |
ভিডিও ডিভাইস | মোবাইল ফোন |
ভিডিও ম্যান | @sumon09 |
Editing app | PicsArt & inshot |
YouTube channel | সোর্স |
বিষয় | ভ্রমণ |
আমার বাংলা ব্লগের সদস্য,সুমন। থানাঃ গাংনী, গাংনী-মেহেরপুর বাংলাদেশ। দৈনন্দিন জীবনে আমার পথ চলার প্রতিপাদ্য বিষয়: সততা সচেতনতা সাহসিকতা যার মধ্যে ন্যায় নীতি নিহিত।
ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ। |
আসলে পরিবারের কেউ অসুস্থ থাকলে মন থেকে একদম ভালো লাগে না, আপনার আম্মার দ্রুত সুস্থতা কামনা করছি।তারপর এমন একটা গুরুত্বপূর্ণ সময়ে ডাক্তারদের গাফিলতি বেশ বিরক্তিকর পরিস্থিতির সৃষ্টি করে।যাইহোক আপনার ভাই ঠিকই বলেন।ভাইয়া, আপনাকে অভিনন্দন যে অনেক কিউট একটি মেয়ের বাবা হয়েছেন।অনেক আদর ও শুভকামনা রইলো আপনার মেয়ের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ আপু আমার আম্মুর জন্য দোয়া করবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit