গাংনী থেকে মেহেরপুর আড়তে মাছ বিক্রয় করতে যাওয়ার মুহূর্ত

in hive-129948 •  last year 
আসসালামু আলাইকুম

IMG_20230806_080756_012.jpg



হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদের কে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। কিছুদিন আগে আমি আপনাদের মাঝে তুলে ধরেছিলাম গাংনী বাজারে মাছ বিক্রয়ের অনুভূতি সেখান থেকে মেহেরপুরে গমন করেছিলাম মাছ বিক্রয় করতে। স্থান থেকে আরেক স্থানে মাছ বিক্রয় করতে গিয়েছিলাম তাই বলেছিলাম আগামীতে আপনাদের মাঝে আরেকটি পোস্ট তুলে ধরব মেহেরপুর যাওয়ার পথের। সেই পোস্ট নিয়ে আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছি। চলুন ভিডিও সহ উপভোগ করি বিভিন্ন তথ্য সহ আজকের পোস্ট।


'আমার বাংলা ব্লগ'
কোয়ালিটি সম্পন্ন পোস্ট



ফটোগ্রাফি সমূহ:



বন্ধুরা কতদিন আমি আপনাদের মাঝে তুলে ধরেছিলাম গাংনী আড়তে মাছ বিক্রয়ের অনুভূতি। গতদিন গাংনী আড়তে মাছের বাজার খুবই ডাউন ছিল যার জন্য গাংনী থেকে চলে যেতে হয়েছিল মেহেরপুর মাছের আড়তে। আর সেই গাংনী থেকে মেহেরপুর যাওয়ার পথে হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল, তাই ভিজতে ভিজতে চলতে হয়েছিল আমাদের। ঠিক সেই মুহূর্তে মোবাইলটা একটি সাদা চিকের মধ্যে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করছিলাম মাছের ডামের উপর বসে। মাছের গাড়িটা তখন রানিং ছিল তার নিজ গতিতে। দীর্ঘদিন পর মেহেরপুরে যাওয়া অর্থাৎ পাঁচ মাস পরে মেহেরপুরের দিকে আবার যাত্রা করেছি তাই পথে ঘাটে যে সমস্ত গাছ ছিল রাস্তার নতুন সংস্কার করার জন্য সব কেটে দিয়েছে বলে দেখতে যেন অচেনা এলাকা মনে হচ্ছিল আমার কিন্তু দীর্ঘ ১০ বছর ধরে সেখানে আমার চলাচল। মেহেরপুর গভমেন্ট কলেজে আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। একদম রাস্তার পাশে থাকা রাস্তার যে সমস্ত গাছগুলো ছিল সেগুলো কিন্তু কেটে ফেলেছে, পুরাতন বড় বড় গাছগুলো আর দেখা যায় না। হয়তো তেমন দৃশ্য সামনের পোস্টের ভিডিওগ্রাফিতে খুঁজে পাবেন। যাইহোক গাঙ্গুলী বাজার থেকে আমাদের মাছের গাড়িটা মেহেরপুরের দিকে রানিং করার পর আমি আমার মত চেষ্টা করলাম কিছু ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি করার জন্য। এই মুহূর্তে আকাশ প্রচন্ড মেঘলা ছিল আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, হঠাৎ স্মরণে এলো ২০১৬ সালের সেই কাহিনী, চুয়াডাঙ্গা পার হয়ে জীবননগর হাসাদহ বাজারে আমি এক মর্মান্তিক এক্সিডেন্ট করেছিলাম মাছ বিক্রি করতে যাওয়ার এমন মুহূর্তে। যাইহোক খুব সাবধানেই ডামের উপর বসে ছিলাম এবং রাস্তার ফটো ভিডিও ধারণ করছিলাম।

IMG_20230806_081454_4.jpg

IMG_20230806_081447_8.jpg

IMG_20230806_081304_5.jpg

IMG_20230806_081149_0.jpg

IMG_20230806_081147_1.jpg

IMG_20230806_081135_8.jpg
Photography device: Infinix hot 11s
Location



আগে যখন মেহেরপুরে আমি চলাচল করতাম তখন এই রাস্তার দৃশ্য অনেক সুন্দর ছিল কিন্তু এখন সে সুন্দর দৃশ্য কিন্তু আর নেই। রাস্তার পাশে থাকা অসাধারণ গাছগুলো রাস্তাটি অনেক মানিয়ে রাখত এবং বেশ ভালো লাগতো সেই অপরূপ দৃশ্যগুলো কোথায় হারিয়ে গেছে গাছ কাটার সাথে সাথে। যাইহোক গাংনী বাজার পার হয়ে 'বাঁশবাড়িয়া' নামক গ্রামে প্রবেশ করলাম, সেই গ্রামের সুন্দর দৃশ্য আর নেই। আমি আর মুস্তাফিজুর কফি সপে বসে কফি খেয়েছি কিন্তু সেই কফি শপের বৈচিত্র্যময় চিহ্ন টাওয়ার নেই। তিন রাস্তার মোড়ে চার-পাঁচটা বট গাছ ছিল যেখানে মানুষজন বসে থাকতো সেই সুন্দর দৃশ্যটা হারিয়ে গেছে। ইতোপূর্বে কোন এক ব্লগে আমি ওই সুন্দর দৃশ্য আপনাদের মাঝে পোস্ট করেছিলাম। এরপরে 'পোড়া পাড়া'গ্রামের তিন রাস্তার মোড় যেখানে বাস এসে থামতো এবং আমাদের কিছু বন্ধু বান্ধবী বাসে উঠে মেহেরপুরে একই কলেজে পড়তে আসতো। যাদের সাথে একত্রে আমরা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছিলাম। তবে একটি বিষয় ভালো হয়েছে, যেখানে স্থানীয় মন্ত্রী রয়েছে সেই এলাকা উন্নতি হয়। আমাদের এখানে বর্তমান স্থানীয় মন্ত্রী রয়েছেন ফরহাদ হোসেন দুদুর, তাই মেহেরপুর থেকে কুষ্টিয়া রাস্তা অনেক সুন্দর করার পরিকল্পনা নিয়েছেন এবং কার্যক্রম শুরু হয়েছে। তার জন্য রাস্তার নিকটে থাকা গাছগুলো সরিয়ে রাস্তার কার্যক্রম শুরু করেছে। হয়তো খুব শীঘ্রই সুন্দর একটি টাউনে পরিণত হবে আমাদের এই এলাকাগুলো। আর রাস্তা গুলো অনেক পরিসরের হয়ে যাবে আশা করা যায় এক্সিডেন্টের মাত্রা কমে যাবে।

IMG_20230806_081130_5.jpg

IMG_20230806_081107_8.jpg

IMG_20230806_081042_2.jpg

IMG_20230806_081748_9.jpg

IMG_20230806_081707_0.jpg
Photography device: Infinix hot 11s
Location



যাইহোক বৃষ্টির কারণে পথেঘাটে তেমন বেশি একটা গাড়ি ছিল না। মাঝে মাঝে মেহেরপুর থেকে কুষ্টিয়ার দিকে বালির ট্রাক চলছিল। যেত রাস্তার কার্যক্রম চলছে তাই এটার বালি বহন করার ট্রাক চলছিল অনেক। আগে যখন চলাচল করতাম তখন বিভিন্ন গাড়ি চলাচল করত কিন্তু বৃষ্টির কারণে হয়তো সেগুলো একটু বন্ধ ছিল যার জন্য বেশি একটা ভয় ভীতি কাজ করছিল না। মাঝেমধ্যে খেয়াল করে দেখলাম রাস্তায় নতুন নতুন কালভার্ট তৈরি হচ্ছে পানি বের করার জন্য। মেঘলা দিনে আশেপাশের দৃশ্য সেভাবে ক্যামেরা বন্দি করা সম্ভব হয়নি। যেহেতু মোবাইলটা ভিজে যাওয়ার ভয় ছিল আর মাঝে মধ্য থেকে ফটোগ্রাফি করা একটু ঝামেলায় মনে হয়েছিল। তাই ভিডিও ধারণ করে তার মধ্য থেকে ফটোগ্রাফি করার চেষ্টা করেছিলাম। হয়তো বেশি কিছু আপনাদের মাঝে তুলে ধরতে পারলাম না তবে পথের ঘাটে চলার এই সুন্দর দৃশ্যগুলো আর মেহেরপুরে যারা চলাচল করেনি তারা হয়তো এই স্থানটা সম্পর্কে অবগত ছিলেন না তাই কিছুটা হলেও দেখানোর চেষ্টা করলাম ফটো আর ভিডিওর মাধ্যমে। আর এভাবেই চলতে চলতে গাড়াডোব নামক গ্রামের বাজার পার হলাম। মেহেরপুরে যাওয়ার আরো সুন্দর কিছু দৃশ্য সামনে পোস্টের শেয়ার করব। ততক্ষণ ভালো থাকবেন সবাই।

IMG_20230806_081703_1.jpg

IMG_20230806_081649_3.jpg

IMG_20230806_081648_1.jpg

IMG_20230806_081629_2.jpg

IMG_20230806_081628_2.jpg

IMG_20230806_081539_4.jpg

IMG_20230806_081538_4.jpg

IMG_20230806_081749_8.jpg

IMG_20230806_081750_5.jpg

IMG_20230806_081754_9.jpg

IMG_20230806_081801_6.jpg

IMG_20230806_081504_7.jpg
Photography device: Infinix hot 11s
Location


এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oD...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমাদের এখানে বর্তমান স্থানীয় মন্ত্রী রয়েছেন ফরহাদ হোসেন দুদুর,

মামা আপনার শেয়ার করা গাংনী থেকে মেহেরপুর আড়তে মাছ বিক্রয় করতে যাওয়ার মুহূর্তের পোস্টটি পড়ে আমার বেশ ভালো লাগলো। আসলে আমি অনেকবার গিয়েছি মেহেরপুর মাছের আড়তে মাছ বিক্রি করার জন্য। আসলে মামা গাংনী থেকে মেহেরপুরের রাস্তার নতুন কাজ চলমান রয়েছে তাই কালভার্টের কাজগুলো নতুন ভাবে আবারো সংস্করণ করা হচ্ছে। আপনি একদম ঠিক বলেছেন মামা আমাদের জেলায় মন্ত্রী রয়েছে নাম ফরহাদ হোসেন দুদুল। তাই আগের থেকে আমাদের জেলা কিছুটা হলেও উন্নতির দিকে অগ্রসর হচ্ছে। মন্ত্রীর নামের শেষে হয়তো বানান কিছুটা মিসটেক হয়েছে আশা করি ঠিক করে নেবেন মামা। ধন্যবাদ মামা এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

ওকে মামা ঠিক আছে