কিছুটা সময়ের জন্য ধানের মাঠে আমার অবস্থান

in hive-129948 •  last year 
আসসালামু আলাইকুম

img_1700153614036.jpg





হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকের পোস্টটি আপনারা দেখতে পারবেন আমি কৃষকের ফসলের মাঠে কিছুটা সময়ের জন্য উপস্থিত হয়েছিলাম এবং সেখান থেকে বেশ কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছি। সেই সমস্ত ফটোগ্রাফি গুলা আপনাদের মাঝে তুলে ধরতে চলেছি এখন। তাই দেরি না করে চলুন দেখে আসি ফটোগুলো এবং পড়ে আসি তার বর্ণনা।


ফটোগ্রাফি সমূহ:


বাংলাদেশ কৃষি প্রধান একটি দেশ। এখানে সারা বছর ধরে মাঠের জমিগুলোতে বিভিন্ন প্রকার কৃষি ফসল হয়ে থাকে। আর এই কৃষি ফসল ফলানোর জন্য কৃষক ভাইয়েরা বেশ পরিশ্রম করে থাকে প্রতিনিয়ত। সামনে চলে আসছে শীতকাল আর শীতের আগেই আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কৃষকের পরিবারে নতুন ধানের আগমন ঘটে। আর এই ধান ফালানোর জন্য কৃষক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে থাকে। শুরুতেই ফসলের জমিগুলো খুব সুন্দর ভাবে চাষাবাদ করে দেয়। এরপরে ধানের চারা উৎপাদন করে। সে চারা রোপন করে। এরপর সার প্রয়োগ সেচ ব্যবস্থা বিভিন্ন প্রকার যত্ন নেওয়ার মধ্য দিয়ে বেড়ে উঠতে থাকে গাছগুলো। আর এভাবে একটি সময় ধানের কাজগুলোতে ধান জন্মায় এবং পেকে যায়। পরবর্তীতে কৃষকেরা সেই ধান মাঠ থেকে সংরক্ষণ করে বাড়িতে নিয়ে আসে। আজকে হঠাৎ কেমন জানি মনে হল ফসলের মাঠে তো আমার যাওয়া হয় না একটু নেমে দেখি ধানের জমিতে। তাই দুপুর মুহুর্তে চেষ্টা করলাম আপনাদের জন্য সুন্দর একটি পোস্ট শেয়ার করার উদ্দেশ্যে কিছু ফটোগ্রাফি করি। ধানগুলো প্রায় পেকে যাওয়ার উপক্রম হয়ে গেছে।

IMG_20231116_125010087_BURST0004.jpg

IMG_20231116_125014460_BURST0004.jpg

আমাদের ছোট চাচার ধানের জমিতে প্রবেশ করলাম। কিছুটা ধানের জমির মধ্যে প্রবেশ করে লক্ষ্য করে দেখলাম জায়গায় জায়গায় ধান গাছ কিছুটা সাটিয়ে গেছে। কিছুদিন আগে আমার কথা ছাড়া বলাবলি করছিল যে ধানের গাছের মাথায় অনেক ধান হয়েছে। আর সেই ধানের ভারিতে গাছ পুড়ে যাচ্ছে। অবশ্য ধান পড়ে যাওয়ার বিভিন্ন কারণ থাকে। ধান পাকার মুহূর্তে যদি জমিতে সেচ দেয়া হয় তাহলে গাছ দুর্বল হয়ে পড়ে যায়। হয়তো এমন কোন কারনে আমার সামনের এই ধানগুলো পড়ে গেছে। তাই আমি গভীর পর্যবেক্ষণ করে দেখে বোঝার চেষ্টা করলাম। যেহেতু এখনো তেমন কোন ঝড়ো হাওয়া হয়নি যার ফলে গাছ পড়ে যাবে।

IMG_20231116_125039_961.jpg

IMG_20231116_125040_704.jpg

IMG_20231116_125043_193.jpg

IMG_20231116_125043_955.jpg

এরপর কিছুটা এগিয়ে এগিয়ে ধানের শীষ হাতে নিয়ে লক্ষ্য করে দেখলাম অনেক ধানে ছত্রাক লেগে গেছে। শুনেছিলাম আবহাওয়া চেঞ্জ হওয়ার মুহূর্তে এই ছত্রাক লেগে থাকে। এতে ধানের ফলন কমে যায়। তাই এই সমস্ত বিষয়গুলোতে কৃষি অফিসারদের পরামর্শ গ্রহণ করাটা বেটার। আমি তাদের জমিতে আর একটু এগিয়ে গেলাম এবং বিভিন্ন দিকে নজর রেখে দেখলাম প্রায় জায়গায় ঠিক এভাবে ধান নষ্ট হয়ে গেছে। তবে এই মুহূর্তে এই রোগ থেকে ধানের রক্ষা করার বিশেষ কোনো কৌশল নেই যেহেতু এখন পাকার সময়। তবে এই সমস্ত ছত্রাক লাগার পূর্বে ই এর জন্য বিশেষ কিছু নিয়ম মেনে চলা উচিত। তাই আমি মনে করি সারা দেশে কৃষি গবেষণা দের ফিল্ডে পাঠানো উচিত আর কৃষকদের সঠিক জ্ঞান দেওয়া প্রয়োজন।

IMG_20231116_125048_959.jpg

IMG_20231116_125049_530.jpg

IMG_20231116_125052_591.jpg

IMG_20231116_125028_528.jpg

IMG_20231116_125028_854.jpg

ধানের জমিতে আরো কিছুটা ভেতরে প্রবেশ করে দেখলাম জায়গায় জায়গায় অনেকগুলো ধান গাছ পড়ে গেছে। লক্ষ্য করে দেখলাম ধানের ফলন এবার ভালো হবে তবে এভাবে ধান পুড়ে গেলে কিন্তু ধানের বিচুলি নষ্ট হয়ে যায়, ধানও নষ্ট হয় অনেক। বিশেষ করে যে সমস্ত জমিগুলো নিচু পানি কাদা লেগে থাকে সেই সমস্ত জমিগুলোতে ধান সংরক্ষণ করা বেশি কঠিন হয়ে যায় যদি এভাবে গাছ পড়ে যায়। কয়েকটা দিন ধরে আবহাওয়া নরম হঠাৎ বৃষ্টি আর পানি হলে না জানি আরও দুর্ভোগ পোহাতে হয়। আমি তাদের জমিতে গিয়ে যে সমস্ত ফটোগ্রাফি করেছি আর ধানের লক্ষণ যা দেখলাম এ সমস্ত বিষয়গুলো বাড়িতে এসে চাচার কাছে বলার চেষ্টা করলাম। অলরেডি আমার চাচা ধান কাটার কাজ শুরু করে দিয়েছে। উনি বললেন কি আর করা যাবে এই মুহূর্তে কোন ট্রিটমেন্টের ব্যবস্থা নেই তবে যত দ্রুত সম্ভব ধান কেটে বাড়ি আনতে পারলেই সবচেয়ে ভালো হবে। তবে সচেতন নাগরিক আর তাদের সদস্য হওয়ায় এটা আমার একান্ত দায়িত্ব ছিল এই জন্য আমি তাদেরকে অবগত করার চেষ্টা করলাম। আর এভাবেই আজকে কিছুটা সময় ফসলের জমিতে অবস্থান করছিলাম।

IMG_20231116_125039_104.jpg

IMG_20231116_125034_846.jpg

IMG_20231116_125034_303.jpg

IMG_20231116_125031_722.jpg


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাংলাদেশে কৃষি প্রধান দেশ এই দেশের অনেক মানুষ কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে। আর এদের প্রধান জীবিকা নির্বাহের ফসল হচ্ছে ধান এবং পাঠ। কিন্তু যখন ধান ঘরে তোলার সময় হয় ঠিক তখনই কোন না কোন প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষক অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। যেমন আপনি এখানে ধান পুড়ে যাওয়ার যে কথাগুলো বলেছেন ধান পুড়ে গেলে সত্যিই ফলন অনেকটা কমে যায় সেই সাথে কৃষক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আর বর্তমান যে আবহাওয়া বাতাস এবং বৃষ্টির কারণে ধান গাছ পড়ে গেলে ফলন অনেকটাই কমে যায়। কিছুটা সময় ধানের মাঠে গিয়ে অনেক বিষয় পর্যালোচনা করেছেন জেনে ভালো লাগলো। শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

খুবই ভালো লাগলো আপনার সুন্দর এই মন্তব্য পড়ে।

নতুন ধান আসা শুরু হয়ে গেছে। কেউবা অপেক্ষায় আছে নতুন ধান ঘরে আনার।ধানের জমির ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। ধানের জমির নানান রকম বর্ননা দিয়েছেন তা থেকে অনেক কিছু জানতে পারলাম ধানের রোগ সম্পর্কে। ধান পাকার সময় চলে এসেছে তাই হয়তে আর কোন চিকিৎসা নেই তাই যতো তারাতাড়ি সম্ভব বাড়িতে ধান কেটে আনাই ভালো।ধন্যবাদ

হ্যাঁ আপু অনেক জায়গায় ধান কাটার কার্যক্রম শুরু হয়ে গেছে।