হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হলাম,রাতে সবজি বাজার থেকে সবজি কেনাকাটার অনুভূতি নিয়ে। আশা করি আমার এই ব্লগের মাধ্যমে বেশ কিছু ধারনা পেয়ে যাবেন। চলুন তাহলে এখন নজরে দেখে আসি, রায়পুর সবজি বাজারে কেনাকাটার মুহূর্ত।
প্রায় সময় হাট-বাজার করার উদ্দেশ্যে বিভিন্ন বাজারে উপস্থিত হতে হয়। মোটামুটি আমার অনেক প্রকার শাকসবজি গাছ থেকে থাকে সারা বছর জুড়ে। যেগুলো থাকে সেগুলো বাদে প্রয়োজনীয় অন্যান্য শাকসবজি কেনার উদ্দেশ্যে বাজারে যেতে হয়। তবে এই দিন বাজারে শাকসবজি কেনার উদ্দেশ্যে নয়,সোজা গাংনীবাজারে ট্রান্সপোর্টে মাল আনার জন্য যাচ্ছিলাম। আর আমরা একসাথে বাংলা ব্লগারের তিন সদস্য উপস্থিত ছিলাম। আমি মোস্তাফিজুর আর মারুফ। অনলাইনে অর্ডার করেছিলাম একটি সৌর প্যানেলের মটর ফ্যান আর কন্ট্রোলার। তবে মারুফ হঠাৎ করে বলল আমার অনেক কিছু কেনাকাটা করতে হবে। তাই গাংনীতে যাওয়ার পথেই রায়পুর বাজার। ঐদিন ওখানে হাট বসেছিল। আমাদের ফিরতে একটু রাত হয়ে গেলে হাট ভেঙে যাবে। বাজারে লাল শাক মিষ্টি কুমড়া সহ আরো অনেক কিছু দেখলাম। তাই মারুফ বলল কিছু শাকসবজি কিনে নেই।
তবে বাজারটা বেশ অন্ধকার মনে হয়েছিল আমার কাছে। কারণ আমি প্রায় রাতে বামুন্দি বাজারে শাকসবজি কিনে থাকি,সেখানে চারিপাশে লাইটের আলো থাকে। তবে যাই হোক বেকার দাঁড়িয়ে থেকে কি হবে দেখলাম শসা বিক্রয় চলছে। আমিও সেখানে এগিয়ে গেলাম। দাম জানতে চাইলাম। বলল ৫০ টাকা কেজি বিক্রি করছিলাম আপনাকে ৪০ টাকা কেজি দেবো। কিছু করার নেই, লাস্টের শসা গুলো দেখতে একটু কেমন কেমন। এরপরেও কাঁচা খাওয়ার উদ্দেশ্যে এক কেজি কিনে নিলাম।
এদিকে মারুফ আমার দেখাদেখি শশা কিনলো। এরপর তার প্রয়োজনীয় ঝাল পেঁয়াজ কিনতে গেল কিন্তু বেশ দাম বলছিল তারা। তবে কি আর করার, প্রয়োজনে তো কিনতেই হবে। তবে আমি তাকে বললাম একটু দ্রুত কেনাকাটা করাটাই উত্তম। যেহেতু গাংনীতে ট্রান্সপোর্টে মাল আনতে দেরি হয়ে যাচ্ছে, তারা গোডাউন বন্ধ করে চলে যাবে। এরপর যাই হোক কেনাকাটা হলো অনেক।
এরপর দেখলাম মাত্র কুড়ি টাকা কেজি গাজর বিক্রয় করছে। গাজর আমার খুবই প্রিয়। তাই নেব না নেব না এমন অনুভূতির মধ্যেও ২ কেজি নিয়ে ফেললাম। কারণ কাঁচা খাওয়া জিনিস গুলো আমার খুবই প্রিয় ছিল। কিন্তু এরপর পরে রোজা চলে আসলো। খেয়াল করেছিলাম বাড়িতে আনার পর অনেক গাজর নষ্ট হয়েছিল।
এরপর দেখলাম শিম আর টমেটো। মারুফ টমেটো কিনার চিন্তা করছিল। আমি বললাম টমেটোর শিম কেনার কোন প্রয়োজন নেই। আমার পুকুর পাড়ের সবজি বাগানে এগুলা অনেক রয়েছে। দিনের বেলায় সুযোগ করে যখন তখন তুলে নিয়ে যাবি। আমার কথা শুনে সে আর কিনলো না এগুলা। কারন শিম আর টমেটো আমার অনেক নষ্ট হয়েছে এবার। যাইহোক এরপর মোটামুটি কেনাকাটা শেষ করে আমরা গাংনীর উদ্দেশ্যে রওনা দিলাম। আর এভাবেই রাতে রায়পুর বাজারে সবজি কেনাকাটার মুহূর্ত অতিবাহিত হল।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
সবজি বাজার | রায়পুর |
লোকেশন | Location |
ফটোগ্রাফি ডিভাইস | Infinix hot 11s |
ফটোগ্রাফার | @sumon09 |
পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ। |
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এক কাজ করতে গিয়ে আরেকটা কাজ করে আসলেন তার মানে এক ডিলে দুই পাখি মারলেন। যাইহোক রাত্রিকালীন বাজার করার সুন্দর একটি অনুভূতি আপনি মাঝে মাঝে শেয়ার করেছেন। আপনার অনূভুতি পড়ে খুবই ভালো লাগলো। শসা ৪০ টাকা কেজি হিসাবে দামটা অনেক বেশি হয়ে গিয়েছে। আর কেনার ইচ্ছা না থাকা পরও আপনি ২ কেজি গাজর কিনেছেন। রোজা থেকে এত গাজর খাওয়া কি সম্ভব ভাই। ধন্যবাদ ভাই অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অবশ্য ঠিক তেমন বিষয়। তবে আমরা যখন বাইরে যাই একটা কাজে উদ্দেশ্য হলেও অনেক কাজ সামনে চলে আসে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বি ভাই কাজ না থাকলেও কাজ চলে আসে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নিজেদের উৎপাদন এ বিভিন্ন সবজি খাওয়ার মজাই আলাদা। তবে সবকিছু তো আর নিজের উৎপাদন করা সম্ভব হয় না, তাই বাইরে থেকেও কিছু কিনতেই হয়। আপনারা অন্য উদ্দেশ্যে গিয়েও রাতের বেলা সল্প আলোতে বেশ কিছু সবজি বাজার করে ফেলেছেন দেখলাম!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ আপু একদম ঠিক বলেছেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি আজকে আমাদের মাঝে সবুজ সবজি কিনার কিছু মুহূর্ত শেয়ার করেছেন। তবে আগের থেকে সবজির দাম বর্তমান কিছু টা কমেছে।আশা করছি আরো কমে যাবে, এতে করে আমাদের জন্য অনেক ভালো হবে। আপনি রাতের বেলা বেশ অনেক গুলো সবজি কিনেছেন। আসলে দিনের থেকে রাতে বাজার করতে অনেক বেশি ভালো লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঈদের পর কিন্তু আবার বেড়ে যাবে বাজারে যে পরিস্থিতি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা সত্য কথা আমিও লক্ষ্য করে দেখেছি যে দিনের বেলায় সবজির দাম যেমন থাকে রাতের বেলায় যদি কিনতে যাওয়া যায় তাহলে তার দাম অনেক কমে যায়। আর এখন বর্তমান সময়ে জিনিসের দাম কেমন বৃদ্ধি পেতে শুরু করেছে তাদের রাতের বেলায় কেনাই মনে হচ্ছে ভালো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ বিক্রেতার চেষ্টা করে যা লাভ লস হয়েছে হয়েছে এখন কোনমতেই বিক্রয় করে চলে যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সবজি বাজার সাধারণত দিনের বেলায় করতে হয়।সকাল সকাল করতে পারলে আরও ভালো কারণ সকালের সবজি গুলো একদম টাটকা ও ফ্রেশ থাকে।যদিওবা আপনি অন্য কাজে গিয়ে সবজি বাজার করেছেন তাই খুব একটা ভালো না হলেও কিনতে হয়েছে।বর্তমান বাজারে সবকিছুই অনেক বেশি দাম তাই বাজার করতে গিয়ে বেশ ঝামেলায় পড়তে হয়।সবজি বাজারের মুহুর্ত গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে আমাদের উদ্দেশ্য তো ছিল ট্রান্সপোর্টে মাল নিয়ে আসার। তবে বন্ধুর সবজি কেনাকাটার প্রয়োজন ছিল তাই আমাদের নামতে হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit