হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমাদের বাড়ির পুকুর থেকে মাঠের পুকুরে পাঙ্গাস মাছ উত্তোলন করে দেওয়ার মুহূর্ত নিয়ে। আশা করি জেলে ভাইদের এই সুন্দর কার্যক্রম আপনাদের দেখতে বেশ ভালো লাগবে। তাহলে চলুন এক নজরে দেখে ফেলি সুন্দর এই আনন্দঘন মুহূর্ত।
প্রথমে জেলেরা রেডি হয়ে পুকুরে নেমে পড়ল। পাঙ্গাস মাছ উত্তোলন করার জন্য। এদিকে তাদের জাল ঠিকভাবে কেড়িয়ে নিয়েছে। আর জালের জায়গায় জায়গায় উপরের অংশে একটি করে হাড়ি সাজালো। এরপর এভাবেই জাল টানতে থাকল পুকুরের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত। এটা আমাদের বাড়ির ছোট পুকুরটা। শীতের আগে এই জায়গা থেকে মাছ তুলে মাঠে দেওয়া হয়ে যায়। কারণ শীতের সময় প্রচন্ড ঠান্ডার কারণে এই জায়গাটা থেকে অনেক মাছ নষ্ট হয়ে যায়। কারণ এই পুকুরের আশেপাশে রয়েছে অনেক গাছ, শীতের সময় একদম ছায়া হয়ে থাকে। আর এই সমস্ত কারণে এই পুকুর থেকে মাছ উত্তোলন করে দেওয়া হচ্ছিল।
এখানে দেখতে পাচ্ছেন জেলেরা জাল দিয়ে পুকুরের চারিপাশে ঘেরাও করে মাছ টেনে এনেছে একটি পাশে। আর সেখান থেকে মাছগুলো ধরার চেষ্টা করছে। জেলেদের মাছধরা দেখতে বেশ ভালো লাগে। তবে জাল যদি ভালো হয় এবং ঠিকভাবে টানতে পারে পুকুরের বেশি অংশ মাছ জালের মধ্যে ধরা পড়ে। আর পাঙ্গাস মাছ এমন একটি মাছ সে মাছ কখনো উপর দিয়ে লাফ দেয় না। তবে সাইড দিয়ে দ্রুত দৌড়ে চলে যাওয়ার চেষ্টা করে। এইজন্য জাল খুব ভালোভাবে নিচ থেকে টানার চেষ্টা করে জেলেরা। যেহেতু আমাদের বাড়িতে দুইটা পুকুর রয়েছে দুইটা পুকুরে এভাবে মাছ ধরা হয়েছিল সেই দিন। দুইটা পুকুরের শীতের সময় এতটা ছায়া ও ঠান্ডা পানি হয়ে যায় পানিতে হাত লাগানো বেশ কঠিন। আর এজন্য শীতের সময় মাছ মরে কাদার মধ্যে হারিয়ে যায়। এইজন্য আগে থেকে জেলেদের ডেকে মাছ উত্তোলন করে মাঠের ভিতরে দেয়া হচ্ছিল।
এখানে আপনারা জেলে ভাইদের একটি কার্যক্রমের মুহূর্ত দেখছেন তা হচ্ছে, পাঙ্গাস মাছ উত্তোলনের শেষে তেলাপিয়া মাছগুলো কিনে নেওয়ার জন্য হাড়িতে রাখেন। এটা আমাদের প্রথম পুকুরের দৃশ্য ছিল। এরপর ছোট পুকুরটাতে মাছ ধরা হয়েছিল। দুই পুকুরের শুধু তেলাপিয়া আর পাঙ্গাস মাছ ছিল। আর অন্যান্য মাছগুলো এবার বর্ষায় বের হয়ে গেছিল এই পুকুরটা থেকে। কারণ আমাদের এই পুকুরটা এবার বর্ষার সময় ভাটিয়ে উপর দিয়ে পানি বের হয়েছিল। পাশের চাচাদের পুকুরের মাছ চলে গেছিল প্রায় ৫০০ পাঙ্গাস। তবে তার জন্য চাচারা কিছু টাকা দিয়েছিল আমাদের।
এখানে দেখতে পাচ্ছেন জেলেদের হাড়ি কাঁধে করে পুকুরের দিকে ফেরার মুহূর্ত। কারণ এই মুহূর্তে তারা বাড়ির পুকুর থেকে মাটির পুকুরে মাছ বহন করল মাথায় করে। হাড়ের মাধ্যমে মাছ বহন করে মাটির পুকুরে দেওয়ার পর আবারো মাছ নিতে যাচ্ছে বাড়ির পুকুরটাতে। আমিও তাদের সাথে সাথে ছিলাম কারণ হাঁড়ি নামিয়ে দিতে হয় জেলেদের মাথা হতে। সাথে না থাকলে অনেক সময় কিছু ছেলেরা রয়েছে উপর থেকে হাড়ি-পুকুরে আউড়া মারে। ঠিক ওই মুহূর্তে অনেক মাছের ক্ষতি হয়ে যায়। তাই দুই তিনটা কারণ মাথায় রেখে সাথে যেয়ে হাঁড়ি নামিয়ে দিতে হয়। এরপর একটু তাকিয়ে দেখতে হয় কোন মাছ মারা যাওয়ার জন্য ভেসে উঠেছে কিনা।
এই মুহূর্তটা ছিল দীর্ঘ পথ অতিক্রম করে মাছ নিয়ে এসে মাঠের পুকুরে আস্তে আস্তে হাঁড়ি ও মাছ নামিয়ে দেওয়া। কারণ যখন পাশে থাকা যায় তারা খুব যত্ন সহকারে মাছগুলো পুকুরে নামায় এবং ছাড়ে। তবে এনারা আমাদের গ্রামের জেলে। তারা বেশ যত্ন সহকারে সাবধানতার সাথে কাজ করে। কিন্তু অন্য পাড়ার বা ভিন গ্রামের মানুষ হলে তারা এত যত্ন সহকারে কাজ করে না। এজন্য অনেক মাছের ক্ষতি হতে পারে। তবে যাই হোক এ সমস্ত মুহূর্তগুলো এক অন্যরকম ভালোলাগার হয়ে থাকে। মাছ চাষের প্রতি যেন অন্যরকম আগ্রহ সৃষ্টি হয় একে অন্যের দেখাদেখি।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
বিষয় | কেনাকাটা |
লোকেশন | Location |
ফটোগ্রাফি ডিভাইস | Infinix hot 11s |
ফটোগ্রাফার | @sumon09 |
দেশ | বাংলাদেশ |
পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সকলে। আল্লাহ হাফেজ। |
ভাইজান আপনার পুকুর থেকে একদিন পাঙ্গাস মাছ উত্তোলনের মুহূর্ত, দেখে আমার অনেক বেশি ভালো লাগলো দেখতেছি সবই আমাদের গ্রামের জেলে আমার ছোট আব্বু রয়েছে। গ্রাম অঞ্চলের এই ধরনের দৃশ্যগুলো আসলে মনোমুগ্ধকর ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মাছ চাষ করার ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা অনেক রয়েছে তা আপনার পোস্টগুলো দেখলেই বুঝতে পারা যায়। আপনি প্রতিনিয়ত মাছ চাষের বিষয়গুলো আমাদের মাঝে শেয়ার করেন এটা দেখে আবার খুবই ভালো লাগে। কারণ আপনার পোস্টগুলো দেখে আমি মাছ চাষ সম্পর্কে খুবই ভালো ধারণা লাভ করতে পারি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর মন্তব্য করেছেন আপনি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনার তো ভালই দক্ষতা রয়েছে কখনো নিজের জায়গায় সবজি চাষ আবার কখনও নিজের পুকুরে মাছ চাষ জীবনে আর কি লাগে বলুন তো। আসলে মাছ চাষ আমার অনেক ভালো লাগে।বিশেষ করে পুকুরে তাজা তাজা মাছ নড়াচড়া করতে দেখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে ভাবি আমিও যদি গ্রামে থাকতাম তাহলে এভাবে পুকুরে মাছ চাষ করতাম। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার মন্তব্যটা বেশ দারুন ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এভাবে মাছ ধরা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। অনেকদিন হয়ে গেছে এভাবে মাছ ধরা দেখা হয়নি পোস্টের মাধ্যমে আজকে করো আমি জাল দিয়ে মাছ ধরা দেখতে পেলাম। শীতের আগে আমরাও মাছগুলো যেখানে চাষ করব সেখানে তুলে দিতাম। মাছের সাইজ খুবই সুন্দর ভালো খাবার পেলে খুব দ্রুত বড় হয়ে যাবে। ধন্যবাদ ভাই অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার মন্তব্য পড়ে খুশি হয়েছি আমি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি জানি যে আপনারা দুই ভাই মাছ চাষ করেন। আজকে দেখলাম পুকুর থেকে পাঙ্গাস উত্তলন করলেন। এটা খুবই আনন্দের বিষয়। আবার দেখলাম বাড়ির পুকুর থেকে মাছ নিয়ে মাঠের পুকুরে ছেড়েছে। আপনি সব কিছু খুবই সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ সম্পূর্ণটা তুলে ধরার চেষ্টা করেছি আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া এভাবে মাছ ধরা আমি কখনো দেখিনি তবে আমার অনেক ইচ্ছে করে মাছ ধরা দেখতে। তবে আপনার পোষ্টের মাধ্যমে আমি জাল দিয়ে মাছ ধরা দেখতে পেলাম। ভাইয়া আপনাদের পুকুরের মাছের সাইজ গুলো অনেক সুন্দর,ঠিকমত খাবার ফেলে অনেক দ্রুত বড় হয়ে যাবে। আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুযোগ করে গ্রামে এসে দেখবেন। যেহেতু নিজের পরিবার তো এমন ভাবে মাছ ধরা চলে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাইয়া এবার গ্রামে গিয়ে দেখার চেষ্টা করবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit