গত বছরে শীতের সময় অ্যাসেম্বলি ক্লাস

in hive-129948 •  10 months ago 
আসসালামু আলাইকুম

IMG_20230116_091948_239.jpg





হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদের কে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। ফেলে আসা দিনগুলো পুনরাবৃত্তি করতে আবারো আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম এই পোস্টটা নিয়ে। যেখানে দেখতে পারবেন স্কুলের ছাত্রছাত্রীদের শীতের সকালে এসেম্বলি করার সুন্দর মুহূর্ত।


'আমার বাংলা ব্লগ'
কোয়ালিটি সম্পন্ন পোস্ট


ফটোগ্রাফি সমূহ:


শীতের সকালে ছাত্র-ছাত্রীদের সাথে নিয়ে পিটি প্যারোড অ্যাসেম্বলি ক্লাস করার মজাই আলাদা। কারণ প্রচন্ড হাড় কাঁপানো শীতে ছাত্র-ছাত্রীরা যখন লাইনবদ্ধ হয়ে দাঁড়ায় তখন শীতে কাঁপতে থাকে। কিন্তু এভাবে বিভিন্ন বিষয়ে হাত-পা নাড়তে যখন গা গরম হয়ে যায় তখন ছাত্র-ছাত্রীরা বুঝতে পারে সত্যিই কত আনন্দ আর কতটা শরীরের জন্য উপকার। তবে পিটি প্যারাড খুব সুন্দর ভাবে করানো হতো। তবে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত,জাতীয় সংগীত, শপথ বাক্য পাঠ প্রত্যেক দিনের নিয়ম মোতাবেক করানো হতো। পাশাপাশি ওয়ানডে ওয়ান ওয়ার্ড পড়ানো হতো। প্যারেড শেষের দিকে ওয়ানডে ওয়ান ওয়ার্ড পড়ার জন্য অনেকেই চেয়ে থাকতো বোর্ডের দিকে।

IMG_20230117_092557_345.jpg

IMG_20230117_092601_903.jpg

IMG_20230117_092715_856.jpg

IMG_20230117_092454_643.jpg
Photography device: Infinix hot 11s
সোর্স



বিদ্যালয়ের সুন্দর কার্যক্রম সোশ্যাল মিডিয়ায় তুলে ধরার জন্য আমি বেশিরভাগ সময় ফটোগ্রাফি করতাম আর তার মধ্য থেকে বেশ সুন্দর সুন্দর ফটোগুলো ফেসবুকে আপলোড করে মোবাইল থেকে ডিলিট করে দিতাম। স্কুলের কার্যক্রমটা যেন অন্যদের মাঝে খুব সহজে তুলে ধরা হয় আর এভাবেই যেন অন্যরা দেখে তাদের সন্তানদের এই বিদ্যালয়ে ভর্তি করায় এটাই মূলত আমাদের লক্ষ্য ছিল। আর অন্যরাও যেন দেখে মুগ্ধ হয় বিদ্যালয়টিতে সুন্দর কার্যক্রম করা হয় প্রতিনিয়ত।

IMG_20230117_092640_186.jpg

IMG_20230117_092644_772.jpg
Photography device: Infinix hot 11s
সোর্স



একটি বিদ্যালয়কে কিভাবে সুন্দর পরিবেশ দিতে হয় সে বিষয়ে বেশ ধারণা আমার ছিল। কেমন পরিবেশে তুললে স্কুলটার উন্নতি হবে ঠিক এমন চিন্তাই যেন সর্বদা মুগ্ধ থাকতাম। আমি এ প্লাটফর্মে বা কমিউনিটিতে যতটা না কাজ করতাম তার চেয়ে স্কুলের বিষয় নিয়ে বেশি মাথা ঘামিয়ে কাজ করতাম। মাঝেমধ্যে তো অনলাইনের কাজ বাদ রেখে দিতাম বেশি মাথা ঘামাতে গিয়ে। সব সময় মাথায় একটা বিষয় কাজ করতো ছোট্ট ছোট্ট বাচ্চারা সকালে খেয়ে না খেয়ে স্কুলে শিক্ষা গ্রহণ করতে এসেছে আর আমরা যদি সঠিকভাবে তাদের শিক্ষা না দেই তাহলে এটা সত্যি মহান সৃষ্টির কাছে দায়ী হয়ে যাব। দায়বদ্ধ হয়ে থাকবো সেই সমস্ত গার্জিয়ান সমাজের কাছে যে সঠিক শিক্ষা না দিয়ে ফাঁকি দিচ্ছে। তাই নিজের সাধ্যমত চেষ্টা করতাম প্রথমত তাদের সর্ব দিকটা মাথায় রেখে।

IMG_20230117_092956_670.jpg

IMG_20230102_092407_6.jpg
Photography device: Infinix hot 11s
সোর্স



দোয়া করি সমস্ত ছাত্রছাত্রীরা যেন ভালোভাবে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে পারে। হয়তো বছর ঘুরে আবারো এসেছে সেই শীতের সময় তারা তাদের মত করে শিক্ষকদের মাধ্যমে পিটি প্যারেড শিখছে। শুধু আমি আমার সেই অবস্থানে নেই, তারপরেও কোন আফসোস নেই। সেদিকে তাকানোর মত পরিবেশ আমার নাই। তবে মাঝেমধ্যে এটাই মন থেকে কামনা করি বিদ্যালয়টা যেন আরো উন্নতির দিকে এগিয়ে যায়। আর এভাবে এলাকাটা যেন বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে সমৃদ্ধশালী হয়ে ওঠে।

IMG_20230116_091952_337.jpg

IMG_20230116_092023_734.jpg
Photography device: Infinix hot 11s
সোর্স

আশা করি,আমার এই পোস্টটি পড়ে আপনি অনেক বিষয় সম্পর্কে জানতে বুঝতে ও শিখতে পেরেছেন, সেই সাথে নতুন জ্ঞান অর্জন করতে পেরেছেন। পোস্টটি উপস্থাপনা কেমন ছিল এবং এ বিষয়ে আপনার অনুভূতি কেমন, অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। আপনার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইলো।


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

💌আমার পরিচয়💌


আমি মোঃ নাজিদুল ইসলাম (সুমন)। বাংলা মাস্টার্স ফার্স্ট ক্লাস মেহেরপুর গভমেন্ট কলেজ। আমার বাসা গাংনী-মেহেরপুর। মড়কা বাজার, গাংনী,মেহেরপুর এ গ্রীনরেইন ল্যাবরেটরি স্কুল নামক প্রি-ক্যাডেট স্কুলের সহকারি শিক্ষক । ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি মেরামত ও সৌর প্যানেল নিয়ে রিসার্চ করতে পছন্দ করি। প্রাকৃতিক দৃশ্য ফটোগ্রাফি করা আমার সবচেয়ে বড় ভালোলাগা। দীর্ঘদিনের আমি পাঙ্গাস মাছ চাষী এবং বিরহের কবিতা লেখতে খুবই ভালোবাসি।

zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এটা ভালো একটা উদ্যোগ সুন্দর সুন্দর ছবিগুলো তুলে ফেসবুকে আপলোড করে দিলে মানুষজন দেখে এই স্কুলে ভর্তি করাতে পারবে বাচ্চাদেরকে । নিজের স্কুলের কার্যক্রমের প্রতি বেশি সময় দেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ । কারণ এটাই আপনার প্রথম কাজের জায়গা । ছবিগুলো ভালই লাগছে আর ছোট ছোট বাচ্চারা যা করে সেটা দেখতেই ভালো লাগে ।

হ্যাঁ একদম ঠিক বলেছেন আপু

একটি বছর আগে ধারণ করা ফটোগ্রাফি গুলো আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন এটা দেখে খুবই ভালো লাগলো। আমি লক্ষ্য করে দেখেছি অন্যান্য স্কুলে এই ধরনের কার্যক্রম গ্রহণ করা হয় না। এই কার্যক্রমটাই অন্যান্য স্কুল থেকে আমাদেরকে আলাদা করে দিয়েছে।

তবে এই কার্যক্রম গুলো অবশ্যই বিদ্যালয়ে এবং ছাত্র-ছাত্রীর উন্নয়নের জন্য বেশি ভূমিকা রাখবে