ভিডিওগ্রাফি: ওয়াজ মাহফিলের এরিয়া

in hive-129948 •  9 months ago 


আসসালামু আলাইকুম




হাই!
বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হলাম পার্শ্ববর্তি গ্রাম ১৬ টাকায় ওয়াজ মাহফিলের এরিয়ার এক সুন্দর ভিডিও নিয়ে। আশা করি আমার এই ভিডিওটা দেখার মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন ও শুনতে পারবেন।


ওয়াজ মাহফিলের এরিয়া ভ্রমণ:



আমাদের পার্শ্ববর্তী গ্রাম ১৬ টাকা। গ্রামটা মাছ চাষের জন্য বেশ উন্নত। গ্রামে শহরের মতো দালান কোটা গড়ে উঠেছে বেশ ১০-১৫ বছরের মধ্যে। তবে এই কৃতিত্ব মাছ চাষের উপর বেশি। যাইহোক এবার আমি লক্ষ্য করে দেখেছি এলাকার যে সমস্ত গ্রামগুলোতে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। সে সমস্ত ওয়াজ মাহফিলে যেমন চেষ্টা চলে নামিদামি ভাইরাল বক্তা ওয়াজ করতে নিয়ে আসার। তবে সব ক্ষেত্রে এগিয়ে থাকে ১৬ টাকা গ্রাম। তারা এবার এনেছিলেন আপনার আমার সুপরিচিত আল আমিন হুজুরকে। এই হুজুরকে দেখার দীর্ঘদিনের শখ ছিল আমার। শুনেছি আমাদের নিকটস্থ বড় বড় ওয়াজ মাহফিলে উনি এসে থাকেন। বক্তব্যের মাঝে উনি বলেছিলেন চুয়াডাঙ্গায় অনেক ওয়াজ মাহফিল করেছেন উনি। তবে চুয়াডাঙ্গা আমাদের থেকে অনেকটা দূরে আছে। যাইহোক ঐদিন উনি আসবেন এ কথাটা জানার পর আমি তো একান্ত রেডি হয়ে গেলাম তাকে দেখার জন্য। আর এমনিতে ওয়াজ মাহফিলের মেলা ভ্রমণ করার উদ্দেশ্যে প্রায় ওয়াজ মাহফিলে আমি যাওয়া আসা করার চেষ্টা করি। তবে এই দিন দুইটা কারণ সামনে রেখেই আমি আর আমার বন্ধু মারূফ ১৬ টাকা গ্রামে উপস্থিত হলাম। তবে সেই গ্রামে উপস্থিত হয়ে আমরা দুজন প্রথমে খোজা শুরু করলাম কোথায় মেলা বসেছে। গ্রামের প্রথম মোড় স্থানে কিছু খাবারের দোকান বসেছে।


Video device: Infinix hot 11s
location



এই মুহূর্তে আমরা খোঁজ করতে ছিলাম এত বড় একটি আয়োজনে মাত্র ৪-৫ জন খাবার বিক্রেতা, নাকি আরো অন্য জায়গায় মেলার আয়োজন হয়েছে। গ্রামটা দেখতে গোল। আমরা ওয়াজ মাহফিলের মাঠে না গিয়ে আশেপাশে খুঁজতে থাকলাম পরবর্তীতে ওয়াজ মাহফিলের কেন্দ্রে প্রবেশ করি। ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছিল প্রাইমারি স্কুল মাঠে। তবে এই জায়গাটায় প্রাইমারি স্কুল ঈদগাহ এবং মসজিদ একই সাথে। আর সেখান থেকেই ঠিক আমরা দেখতে পেয়েছিলাম বড় মেলার আয়োজন হয়েছে আরও সামনে এগিয়ে গোরস্থান এরিয়ার ওপারে। তাই আমরা ভাবলাম আগে ওয়াজ মাহফিলের প্যান্ডেল ঘুরে আসি। এই ভিডিওর মাঝে আপনারা ঠিক বিস্তারিত দেখতে পারবেন কত সুন্দর করে আয়োজন করা হয়েছিল সেই ওয়াজ মাহফিলের পেন্ডেল। যাই হোক এই ভিডিও ধারণ করার পর আমরা চলে গেলাম মেলার ওখানে। আশা করি পরবর্তী ভিডিওতে এবং ফটোর মাধ্যমে মেলা ভ্রমণ বিষয়গুলো আপনাদের দেখানোর চেষ্টা করব।


IMG-20240504-WA0000.jpg

Photography device: Infinix hot 11s
location


গুরুত্বপূর্ণ তথ্য


ভিডিও বিষয়কতথ্য
ভিডিও ডিভাইসমোবাইল ফোন
ভিডিও ম্যান@sumon09
Editing appPicsArt & inshot
YouTube channelসোর্স
বিষয়ভ্রমণ


আমার পরিচয়

আমার বাংলা ব্লগের সদস্য,সুমন। থানাঃ গাংনী, গাংনী-মেহেরপুর বাংলাদেশ। দৈনন্দিন জীবনে আমার পথ চলার প্রতিপাদ্য বিষয়: সততা সচেতনতা সাহসিকতা যার মধ্যে ন্যায় নীতি নিহিত।


ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

আপনি ওয়াজ মাহফিলের এরিয়া ভিডিওগ্রাফি করছেন। আপনি ষোল টাকা গ্রামে অনুষ্ঠাীত ওয়াজ মাহফিলে গিয়েছিলেন কারণ সেখানে একজন ভালো বক্তা এসেছিলেন। মাহফিল টি অনুষ্ঠিত হয়েছিল প্রাইমারি স্কুল মাঠে। আপনার পোস্টের মাধ্যমে এটাও জানতে পারলাম যে স্কুল মাঠ এবং গোরস্থান একসাথে অবস্থিত।

গ্ৰামের নামটি দেখে আমি মনে করেছিলাম, হয়তো ভুল করে লিখেছিলেন। কিন্তু পরবর্তীতে ভিডিও এর ভয়েস এর মাধ্যমে জানতে পারলাম, গ্ৰামের নাম টি ঠিক আছে।ওয়াজ মাহফিলের আয়োজন টি বেশ ভালো ছিল। আপনারা ওয়াজ মাহফিলের মেলা খোঁজাখুঁজি করতে বেশ হয়রানির শিকার হয়েছেন। অবশেষে আপনারা খুঁজে পেয়েছেন। যাইহোক, আপনার ধারণ করা ভিডিও টি আমার কাছে অনেক বেশি ভালো লাগলো।

ভাইয়া আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন ওয়াজ মাহফিলের খুবই সুন্দর একটি ভিডিওগ্ৰাফি পোস্ট। ভাইয়া আপনি আজকে আমাদের মাঝে যে মাহফিলের ভিডিওগ্ৰাফি পোস্ট শেয়ার করেছেন এটি হচ্ছে ষোলটাকাই অবস্থিত ভিডিওগ্ৰাফি পোস্ট। এই মাহফিলে অনেক মানুষ এসেছিল যা আপনার এই পোস্টের মাধ্যমে দেখতে পেলাম। মাহফিলে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যাওয়া হয়নি। ধন্যবাদ আপনাকে শেয়ার করে দেখার সুযোগ করে দেওয়ার জন্য।

ওয়াজ মাহফিলের এরিয়ার দুপাশে যত সুন্দরভাবে আলোকসজ্জা করে সেটা দেখতে বেশি ভালো লাগে। যাহোক আজকে তোমার শেয়ার করা ওয়াজ মাহফিলের সুন্দর পরিবেশের ভিডিওগ্রাফি দেখে অনেক ভালো লেগেছে আমার। আমি আশা করি তোমার কাছ থেকে আগামী দিনে আরো সুন্দর সুন্দর ভিডিওগ্রাফি আমরা দেখতে পারবো।