আসসালামু আলাইকুম
হাই! বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি কুল বা বরই এর ভিডিও নিয়ে। আশা করবো আমার এই ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে।
Infinix Hot 11s
সারা বছর জুড়ে আমাদের দেশে বিভিন্ন প্রকার ফলের দেখা মেলে। গ্রাম থেকে শুরু করে শহরের অলিতে গলিতে বিভিন্ন ফলের গাছ এবং ফল বিক্রেতাদের দোকানগুলোতে ফলে ফলে পরিপূর্ণ দেখা যায়। তবে সমস্ত ফল গুলোর মধ্যে কুল অন্যতম। এই ফলটা শীতের পর আমাদের দেশের কুল গাছ ও বাজার গ্রাম গঞ্জের এরিয়াতে লক্ষ্য করা যায়। ঠিক তেমনি আমাদের বাড়ির আঙিনায় চারটা কুলের গাছ ছিল। তবে আমার ঘর নির্মাণ করার জন্য সেখান থেকে তিনটা গাছ কাটা পড়ে যায়। আরো একটি গাছ রয়েছে আমার ঘরের পিছনে। তবে আলহামদুলিল্লাহ পুকুর পাড়ে বেশ ৫-৬ টা ছোট ছোট কুলের গাছ রয়েছে। তারমধ্যে দুইটা কুলগাছে কুল ধরে থাকে। আর পুকুর পাড়ে কাজ করতে গেলে সেখান থেকে নিজের হাতে ছুড়িয়ে খাওয়া সম্ভব হয়। ঠিক এমনই একটা মুহূর্তে আমি এই ভিডিওটা ধারণ করেছিলাম। এই মুহূর্তে আপনারা যে কুলের ফটো দেখতে পাচ্ছেন এটা একটি গাছের, আর ভিডিওটা ধারণ করেছি সেটা আরেকটি গাছের। কারণ পূর্বে বলেছি একাধিক গাছ রয়েছে সেখানে। তবে বিদেশী জাতীয় কুল গুলোর খেতে যেমন আনন্দদায়ক দেশি কুলগুলো একটু টক হলেও তার মধ্যে রয়েছে অন্যরকম স্বাদ। এর মধ্যে ফটোতে আপনারা যেই কুলগুলো লক্ষ্য করছেন এটা আপেল কুলের জাত বিশেষ।
Photography device: Infinix hot 11s
location
এই ভিডিওটা ধারণ করেছিলাম আমাদের পুকুরপাড়ের দেশি কুল গাছের কুল সংরক্ষণ করার মুহূর্তে। এই কুলগুলো এতটাই টক, কোন মানুষ এদিকে ঘুরে তাকানোর চেষ্টা করে না। তবে খাটা রান্না করে খেতে বেশ ভালো লাগে। কিন্তু সেভাবে রান্না করা হয় না বলেই গাছেই পেকে নষ্ট হয়। দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে কুলগুলো ধরে রয়েছে। চারিপাশে পুকুরপাড় গুলো ঘিরা থাকায় ইচ্ছা করে কেউ এই কুলগুলো ছুড়ানোর জন্য আসে না। তবে এই কুল গাছটা ২০১২ সালের দিকে একজন আমাদের দিয়েছিলেন। বলেছিলেন কুল গাছটা আপেল কুলের জাত হবে। কিন্তু দুর্ভাগ্যক্রমে কুল গাছের সেই কলম করা অংশ নষ্ট হয়ে যায় এবং নিচের অংশ থেকে কুশি হয়ে গাছটা হয়। এরপর থেকে প্রত্যেক বছরে কম বেশি এভাবেই ফল ধরে। বেশ কিছুদিন ধরে গাছটার সাথে কারেন্টের লাইন এর খুঁটি বাধা ছিল। রাত্রে বেলায় যখন পুকুর পাহারার উদ্দেশ্যে উপস্থিত হতাম বেশ ভালো লাগতো লাইটের আলোয় কুল গুলো দেখতে। তবে যাই হোক এখন কিন্তু আর সেই লাইটের ব্যবস্থা নেই। তবে গাছটা এখনো বিদ্যমান রয়েছে। আশা করব সামনে মাস থেকেই আবার কুলের ফুল আসবে। গতবছরের মতো আবারো কুল ধরবে।
Video device: Infinix hot 11s
location
আমি কুল গাছে কলম বানতে জানি। তবে চারা গাছ হলে উন্নত মানের কুল এর ডাল কেটে জুড়ে দিলেই গাছ হয়ে যায়। এই গাছের একটি ডালে কলম বেধেছিলাম। সে ডালটা হয়েছিল। কিন্তু পরবর্তীতে সেটা কোন কারনে কাটা পড়ে যায়। তবে আগামীতে চেষ্টা করব এই গাছের কলম বেঁধে নতুন উন্নত জাত সৃষ্টি করার। যাই হোক আপনারা ভিডিওর মাধ্যমে এবং ফটোর মাধ্যমে দেখে বুঝতে পারছেন গাছে কত ফল ধরে থাকে। আসলে গ্রামে বসবাস করলে এ সমস্ত ফলের অভাব হয় না। নিজের না থাকলেও পাড়া প্রতিবেশী আত্মীয়-স্বজনের গাছ থেকে খাওয়া সম্ভব হয়। কিন্তু শহরে বসবাস করলে মোটেও সম্ভব নয়। শহর থেকে ঘুরতে এসেছিল আমার খালাতো ভাই। তারা কিন্তু এই সমস্ত ফল দেখে বেশ অবাক হয়েছিল। বলেছিল মাঠের প্রায় পুকুরে পুকুরে এমন গাছ রয়েছে। সত্যি আশ্চর্যজনক। তারা তাদের বাড়িতে একটি গাছ লাগিয়েছিল কিন্তু ফল ধরে নাই। অকালে গাছটা নষ্ট হয়ে গেছে। আবার অনেকেই বলে থাকে বাদুড়ে তাদের গাছের কুল খেয়ে যায়। সে ক্ষেত্রে আমি পরামর্শ দেব হাইব্রিড জাতের কুলগাছ হয়ে থাকলে সেখানে দেশি জাতের কুলের ডাল কলম বাঁধতে, কারণ দেশি জাতের কুলের ডালে কাটা হয়। তাই দেশি ও হাইব্রিড জাতের কুল একটি গাছে থাকলে পাখি অথবা ইদুর বাদূরে বেশি নষ্ট করতে পারেনা। আর আমাদের এই গাছ সম্পূর্ণ কাঁটাওয়ালা যার জন্য পাখিতে কম নষ্ট করে। আশা করি বেশ কিছু ধারনা পেলেন এই পোস্ট পড়ার মধ্য দিয়ে।
Photography device: Infinix hot 11s
location
ভিডিও বিষয়ক | তথ্য |
---|---|
বিষয় | কুলের ভিডিও |
ভিডিও ডিভাইস | মোবাইল ফোন |
ভিডিও ম্যান | @sumon09 |
Editing app | PicsArt & inshot |
YouTube channel | সোর্স |
লোকেশন | গাংনী-মেহেরপুর |
আমার বাংলা ব্লগের সদস্য,সুমন। থানাঃ গাংনী, গাংনী-মেহেরপুর বাংলাদেশ। দৈনন্দিন জীবনে আমার পথ চলার প্রতিপাদ্য বিষয়: সততা সচেতনতা সাহসিকতা যার মধ্যে ন্যায় নীতি নিহিত।
পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।
ভিন্ন ধরনের ভিডিওগ্রাফি গুলো দেখতে আমার অনেক ভালো লাগে। আজ আপনি খুবই চমৎকার একটা ভিডিও শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা কুল গাছের ভিডিওগ্রাফি টি দেখতে ভীষণ সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালো লেগেছে জেনে খুশি হলাম
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর একটি ভিডিও আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। হ্যাঁ আমাদের বাড়িতে এখনো একটি কুলের গাছ রয়েছে। আর পুকুর পাড়ের এই সমস্ত কুলগুলো রান্না করে খেতে খুব ভালো লাগে। আপনি যে এত সুন্দর একটা ভিডিও ধারণ করে রেখেছিলেন দেখে ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মন্তব্য করার জন্য ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি পোস্ট শেয়ার করেছেন। আসলে ভাইয়া আপনার এই পোস্টের মাধ্যমে বরই দেখতে পেয়ে এটা খেতে এখন মন চাচ্ছে। আসলেই ফলগুলো খুবই লোভনীয়। আপনি খুবই সুন্দর করে এটা ধারণ করেছেন দেখতে পেয়ে ভালো লাগলো। আপনার অসংখ্য ধন্যবাদ ভাই এটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভিডিও করার মুহূর্তে বেশ অনেকগুলো খেয়েছিলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভিডিও দেখে মনে হচ্ছে এখনই গাছ থেকে বড়ই পেরে খেয়ে ফেলি। বড়ই আমার খুবই পছন্দের। আর আপনি এত সুন্দর করে ভিডিওগ্রাফি করেছেন দেখে অনেক ভালো লাগলো। দেখতে খুবই লোভনীয় লাগছে ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কিন্তু এখন যে গাছে নাই
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit