এসেছে বৃষ্টি তবু নেই স্বস্তি

in hive-129948 •  3 months ago 


আসসালামু আলাইকুম




হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বৃষ্টি ভেজা কিছু ফটোগ্রাফির স্বস্তির অনুভূতি নিয়ে। আশা করি আমার এই পোস্ট আপনাদের অনেক অনেক ভালো লাগবে।



IMG_20240629_090539_884.jpg


ফটোগ্রাফি সমূহ:



বেশ কিছুদিন ধরে আকাশ মেঘাচ্ছন্ন। তবুও প্রচন্ড গরম যেন কমছে না। প্রচন্ড গরমের মুহূর্তে স্বস্তির জন্য আমরা যে যেখানেই পারি একটু শীতল বাতাসের আশায় অবস্থান করছি। তবে যখন আকাশে মেঘ জমতে দেখেছি তখন থেকে মনে হচ্ছিল আল্লাহ হয়তো খুব শীঘ্রই স্বস্তির বৃষ্টি দিবে এবং আমরা সেই বৃষ্টিতে শীতল বাতাস অনুভব করব এবং প্রচন্ড গরম থেকে রেহাই পাব। গতকাল ঘুম থেকে উঠে পুকুর পাড়ে যখন কাজ করার উদ্দেশ্যে উপস্থিত হলাম তখন আকাশের দিকে লক্ষ্য করলাম প্রচন্ড মেঘ ছেয়ে আসো। এরপর সজরে বৃষ্টি শুরু হয়ে গেল। আমিও প্রচন্ড সে বৃষ্টির মুহূর্তে ভিজার চেষ্টা করলাম কারণ অনেকদিন পর বৃষ্টিতে ভিজতে চলে। এর মধ্যে আমার কাছে মোবাইল ফোন না থাকায় কোন ভালো লাগার ফটো ধারণ করতে পারি নাই। এরপর আবারও বিকেল পুকুর পাড়ে যাব তার আগে আবার বৃষ্টি হয়ে গেল।


IMG_20240629_091548_969.jpg

IMG_20240629_091258_663.jpg

IMG_20240629_090942_620.jpg



এরপর রাত্রে দেখলাম বৃষ্টি হয়েছে। আকাশে বেশ মেঘ জমে রয়েছে চারিদিকে। তখনই অনুভব করলাম আবারও হয়তো বৃষ্টি হবে আজকের দিন। তাই মনে মনে ভেবেছিলাম আজকে পুকুরে গেলেই মোবাইলটা হাতে করে নিয়ে যাব। যদি স্বস্তির বৃষ্টি দেখা মেলে তখনই চেষ্টা করব কিছু ফটো ধারণ করার। তবে ঘুম থেকে উঠেই দেখি সজরে বৃষ্টি শুরু হয়ে গেছে। ফজরের আযানের মুহূর্তেও বৃষ্টি ছিল না। কিন্তু সকাল হওয়ার সাথে সাথেই বৃষ্টির দেখা। বেশ ভাল রকমের বৃষ্টি হয়েছে আজ। বলতে গেলে কাল থেকে মোটামুটি ভালই বৃষ্টি হয়ে গেল। তবে প্রচন্ড গরমের মাত্রা এখনো কমেনি। এদিকে একটু বৃষ্টি হলেই কারেন্ট অফ হয়ে যায়। ঠিক সেভাবেই লোডশেডিং অব্যাহত রয়েছে। তাই সকালে মাঠে যাওয়ার মুহূর্তে ভাবলাম মোবাইলটা নিয়ে যায় আর ভালোলাগার কিছু কথা ধারণ করব।


IMG_20240629_091208_915.jpg

IMG_20240629_091048_741.jpg

IMG_20240629_090806_646.jpg



পুকুরে উপস্থিত হয়ে লক্ষ্য করে দেখলাম বেশ কিছু জায়গায় জায়গায় বৃষ্টির পানির ফোঁটা ফোঁটা জমে রয়েছে যা দেখতে খুবই ভালো লাগবে। আবার এমন কিছু গাছপালা রয়েছে যেগুলো বৃষ্টির পানিতে ঢুকে পরিস্কার হয়ে গেছে। বৃষ্টি ভেজা মুহূর্ত দেখতে যেমন ভালো লাগে সেই মুহূর্তে ফটোগুলো বেশ সতেজ হয়ে থাকে। তাইপুকুরপাড় থেকে ভালো লাগার যা পেলাম তাই ফটো ধারণ করতে থাকলাম। বাড়িতে লিচু গাছের পাতায় কত সুন্দর ভাবে পানির ফোটা জমে রয়েছে দেখে যেন মন মুগ্ধ হয়ে গেল। বৃষ্টির পানিতে গাছের পাতা গুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পাতায় জায়গায় জায়গায় ফোটা ফোটা পানি জমে রয়েছে। এদিকে মাঠের কলা গাছের কলার ফোটা ফোটা পানি জমে রয়েছে। কলার পাতায় লক্ষ্য করে দেখলাম ঠিক সেভাবেই পানি জমে রয়েছে। ফসলের মাঠে ঘাস গুলো তেউ বিন্দু বিন্দু পানি জমে। মনে হচ্ছে এই বৃষ্টির ছোঁয়া পেয়ে প্রত্যেকটা পশু পাখি থেকে শুরু করে গাছপালা ও কীটপতঙ্গ বেশ প্রাণ খুলে হাসতে পেরেছে। আর পাতায় পাতায় জমে থাকা এই পানির ফোঁটা যেন তাদের প্রাণ ফিরে এনেছে। আর এমনই সুন্দর অনুভূতি নিয়ে আমিও বেশ কিছু পথ ফটো ধারণ করে চললাম কিছুটা সময় ধরে। আর সেই থেকে আজ সারাদিন যেন বৃষ্টি আমাদের এখানে। মেঘাচ্ছন্ন আকাশ যখন তখন বৃষ্টি এসে যাচ্ছে। তার মধ্যে একটা বিষয় লক্ষ্য করছি আবহাওয়া শীতল হয়নি এখনো, আগের মতই প্রচন্ড গরম বিরাজমান।


IMG_20240629_090738_870.jpg

IMG_20240629_090626_603.jpg

IMG_20240629_090335_140.jpg


পোস্ট বিবরণ


বিষয়বৃষ্টির দিন
ফটোগ্রাফি ডিভাইসInfinix Hot 11s
লোকেশনগাংনী-মেহেরপুর
ব্লগার@sumon09
দেশবাংলাদেশ


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

আসলেই এখন কমবেশি সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে তবে গরম কমছে না। সত্যিই তাই বৃষ্টি হলেও স্বস্তি নেই। যাই হোক আপনি খুব সুন্দর কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। মুগ্ধ হলাম আপনার ফটোগ্রাফি গুলো দেখে। বৃষ্টির পরে সত্যিই আবহাওয়া সতেজ হয়ে ওঠে। যার কারণে প্রাকৃতিক সৌন্দর্য দেখতেও ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর এই মুহূর্তগুলো শেয়ার করার জন্য।

বৃষ্টি পরে পরিবেশটা দেখে খুবই ভালো লাগে

বৃষ্টি হওয়ার পর পরিবেশ শীতল হলেও গরম কিন্তু একদম কমছে না ভাইয়া। আমাদের এদিকেও একই অবস্থা। পরিবেশে ঠান্ডা মনে হলেও গরমের মাত্রা অনেকটাই বেশি। আমাদের এখানে এখনো বৃষ্টি হচ্ছে।

ঠিক বলেছেন ভাই

প্রচুর পরিমাণ‌ বৃষ্টির পরেও কমছে না গরম। ঠিক আমাদের এলাকার মধ্যে ও এমন টা ঘটেছে। তবে বৃষ্টি এসে গরমের তীব্রতা কিছুটা কমে গিয়েছে। আসলে বৃষ্টিপাত হচ্ছে সৃষ্টিকর্তার একটি বিশেষ নেয়ামত। আল্লাহ চাইলে যে কোন সময় এই নেয়ামতের পানি বর্ষণ করতে পারেন। যাইহোক সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগলো আমার কাছে আপনার ব্লগ টি।

হ্যাঁ ভাই গরম আগের মত রয়েছে।

আমাদের এখানে ও কয়েকদিন থেকে প্রচুর গরম গেলো। তবে রাতে বৃষ্টি হয়েছে আজকে সারাদিন আবহাওয়া অনেক সুন্দর ছিলো। তবে বৃষ্টি হলেও কেনো জানি তেমন গরম কমে না। বৃষ্টির পানি পেয়ে সব কিছু যেনো দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগতেছে। আপনার ফটোগ্রাফি গুলো দুর্দান্ত এসেছে ভাই। আপনার লেখা গুলো পড়ে ভীষণ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

এখন প্রতিদিন আমাদের এখানে বৃষ্টি হচ্ছে।

অনেকদিন পর এমন বৃষ্টি সত্যি একেবারে আনন্দ নিয়ে আসে। চারিদিকে একটা সুন্দর আবওহাওয়া বিরাজ করছে। পাশাপাশি সবমিলিয়ে দারুণ একটা আবওহাওয়া। গাছের ধুলোমাখা পাতা গুলো এখন একেবারে পরিষ্কার। এ যেন অন‍্যরকম এক অনূভুতি। ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার লাগছে ভাই। ধন্যবাদ মূহূর্তটা আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

এখন প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে ভাই

বৃষ্টিতে ভিজতে বেশ ভালো লাগে ভাইয়া কিন্তু বৃষ্টিতে ভিজলেই জ্বরের আশঙ্কায় ভেজা হয় না আমার। বৃষ্টি হওয়ার পর সত্যিই প্রকৃতি যেন হাসছে। আপনার ফটোগ্রাফি গুলোতে বিন্দু বিন্দু বৃষ্টির জল বেশ ভালো লাগছে দেখতে। খুব সুন্দর অনুভূতি হাত করে নিয়েছেন আপনি এবংবৃষ্টিস্নাত প্রাকৃতিক পরিবেশের সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে আমাদের সঙ্গে শেয়ার করেছেন। সব মিলিয়ে অসাধারণ সুন্দর একটি পোস্ট ভাইয়া ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য।

বৃষ্টিতে ভিজতে আমার ভালো লাগে, তবে সব সময় না।