লাইফস্টাইল: চার বন্ধু মিলে বামুন্দী বাজারে এক দিন

in hive-129948 •  2 years ago 
আসসালামু আলাইকুম

IMG_20230505_171904_758.jpg




হ্যালো বন্ধুরা,


আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদের কে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমরা চার বন্ধু মিলে বামুন্দী বাজারে বিভিন্ন প্রয়োজনীয় জিনিস কেনাকাটার বিশেষ মুহূর্ত টা তুলে ধরার জন্য। আশা করি আপনারা মনোযোগ সহকারে আমার এই পোস্ট পড়বেন এবং অনেক কিছু জানতে পারবেন। তাই চলুন আর দেরি না করে বিস্তারিত আলোচনা শুরু করা যাক।


ফটোগ্রাফি সমূহ:


১ নং ফটোগ্রাফি

চার বন্ধু, বামুন্দি বাজারে বাজার করতে গিয়েছিলাম পাঁচ এ মে বিকাল টাইমে। উদ্দেশ্য ছিল বাজার করার পাশাপাশি মিষ্টির দোকান থেকে মিষ্টি খাওয়া ও কিছুটা ঘোরাঘুরি। আর এই মুহূর্তে বাজারে নতুন লিছুর আগমন, তাই নতুন লিছু কিনতে হবে। এমনই উদ্দেশ্য নিয়ে আমি মারুফ,পলাশ সাকিব, চার বন্ধু দুইটা বাইকে চড়ে রওনা দিলাম বামুন্দি বাজারের উদ্দেশ্যে। অবশ্য বামুন্দি বাজারের উদ্দেশ্যে বের হওয়ার পূর্বে আমার অনেক লেট হয়েছিল তাই তারা তিনজন খুবই বিরক্ত বোধ করছিল আমার এই দেরি হওয়ার জন্য। বিভিন্ন ব্যস্ততার ফলে একটু দেরি হতে পারে এটাই স্বাভাবিক। তবে সময় মতো আমরা বামুন্দী বাজারে গিয়ে পৌঁছালাম। বাজারে যেয়ে দেখি সবজি বিক্রেতার জমজমাট আয়োজন আর ক্রেতাদের সেই রকম জনবহুল ভিড়। আমরা চারজন একটি স্থানে মোটরসাইকেল দুইটা রেখে সবজি কেনার উদ্দেশ্যে বাজারের মধ্যে প্রবেশ করলাম। দেখলাম এখানে হরেক প্রকার সবজির সমাহ যেমন ঝিঙ্গা; চিছিঙ্গা; টমেটো; বেগুন; লাউ; করল্লা; কুমড়া; ঢেঁড়স; পটল; আলু; পুঁই শাক সহ বিভিন্ন প্রকার সবজি। তাই বাজার ঘুরে নিজের প্রয়োজন মত সবজি কেনার চেষ্টা করলাম।

IMG_20230505_171906_643.jpg
Photography device: Infinix hot 11s
Location


২ নং ফটোগ্রাফি

আমি আর শাকিব মিলে যে মুহূর্তে সবজি ক্রয় করছিলাম ঠিক এই মুহূর্তে লক্ষ্য করলাম আমাদের পাশে একটি চিকিৎসক বিভিন্ন প্রকার গাছ গাছরা বিভিন্ন বয়মের মধ্যে রেখে মাইকে প্রচার করে বিক্রয় করছে। মাইকে ভিন্নভাবে কথা বলে মানুষকে আকৃষ্ট করছে এবং মানুষকে তার স্থানে সাড়া জাগানোর চেষ্টা করছে। বিভিন্ন রোগের কথা বলছে উনি যা এক নিমিষে সেরে দিতে পারবে তার কার্যকারী ঔষধের দ্বারা। সে বিভিন্ন প্রকার গাছ-গাছড়ার নাম বলছিল। সবজি কেনার সময় তার এইরকম মাইকের প্রচার যেন বিরক্ত করছিল। তারপরেও বোঝা যায় একজন মানুষ তার রুচি রোজগার ঠিক এভাবেই করে চলে বিভিন্ন সংগ্রামের মধ্য দিয়ে হয়তো তার মাঝে বিভিন্ন ঝড়ঝাপটা এসে যায়,তার সম্মুখীন হতে হয়।। তবে এই লোকের সু কৌশলী বুদ্ধি এবং কথাবার্তা বলার ধরনটা কিন্তু বেশ ছিল।
IMG_20230505_171856_106.jpg

IMG_20230505_171857_552.jpg
Photography device: Infinix hot 11s
Location


৩ নং ফটোগ্রাফি

প্রথমেই বলে রাখা ভালো আমার বন্ধু পলাশ মিষ্টি খেতে বেশ ভালোবাসে। আর তার নির্ধারিত একজন ব্যক্তি রয়েছে যার দোকানে এসে মিষ্টি না খেলে নয় বা বামুন্দী বাজারে গেলে পারে তার কাছে যেয়ে কিছুটা হলে সে মিষ্টি খেয়ে আসে। আর এমন গল্প এসে আমাদের মাঝে বলতে বলতে গিয়েছিল। আমার অবশ্য বাইরে গেলে কোন কিছু খেতে ইচ্ছে করে না। যাই হোক সবজি কেনার শেষে দেখলাম পলাশ আর মারুফ সেই দোকানে যেয়ে হাজির হয়ে গেছে। পলাশ আমাদের সকলের জন্য মিষ্টি অর্ডার করল কিন্তু আমি মিষ্টির যে অবস্থা দেখলাম এতে যেন অবাক হয়ে গেলাম।
IMG_20230505_175239_430.jpg

IMG_20230505_175241_487.jpg
Photography device: Infinix hot 11s
Location


৪ নং ফটোগ্রাফি

আমি কখনো এমন পরিবেশ থেকে মিষ্টি কিনে খাইনি এবং মিষ্টি ক্রয় করিনি। বন্ধুদের সাথে মিষ্টি খাওয়া তো দূরেই থাক। অবশ্য কোন বিষয়কে আমি ছোট দৃষ্টিতে দেখি না পূর্বে বলেছি যার যেভাবে রুজি রোজগার। তবে মিষ্টি বিক্রেতার এই দৃশ্যপট আমার কাছে একদম অরুচি সম্পন্ন লেগেছিল। যেহেতু এখন পথে ঘাটে প্রচুর পরিমাণ ধুলা একদম খোলা জায়গায় মিষ্টি এভাবে বিক্রয় করছেন আর সেখানে শত শত লোকজন চলাচল করছে আর স্বচক্ষে দেখা যাচ্ছে অনেক ধলা মিষ্টির গায়ে পড়ছে। এদিকে অনেক প্রকার মাছি বিনবিন করছে মিষ্টির হাঁড়ির গায়ে, মিষ্টি গায়ে। আমি পলাশকে বললাম কিছু মনে করিস না বন্ধু এটা আমার পক্ষে সম্ভব নয় কারণ এমন পরিবেশে আমরা কখনো মিষ্টি খাওয়া হয়নি। মিষ্টি বিক্রেতা একটু আর সুখে আমার দিকে চাইলেন তারপরে বললেন ভাইজান হয়তো এখানে নতুন। আমি তাকে বললাম না ভাইয়া আমি এদিকে প্রায় আসা যাওয়া করি কিন্তু কখনো আমার এভাবে মিষ্টি খাওয়া হয়নি আর কি। মিষ্টি বিক্রেতা কিছুক্ষণ পর হঠাৎ বলে উঠলো আপনাদের চারজনের মধ্যে কোন একজন মাস্টার রয়েছে। কেন এ কথা বলল নিজেও জানিনা। তারপরে মারুফ মিষ্টি বিক্রেতাকে জানিয়ে দিল আমার কথা। পলাশ প্রশ্ন করল আগে জানতেন নাকি? মিষ্টি বিক্রেতা বলল না তা জানতাম না। কেন জানি মনে হচ্ছিল আপনাদের মধ্যে কেউ মাস্টার আছে তাই বললাম। যাইহোক খুব সুন্দর ভাবে তারা মিষ্টি বিক্রেতার সাথে কিছুটা সময় অতিবাহিত করলো আমি পাশে চেয়ে থাকলাম আর বাজারের বিভিন্ন কিছু দেখার চেষ্টা করলাম। আর এভাবে মিষ্টির দোকানের পাশে কিছুটা সময় কেটে গেল।

IMG_20230505_175248_471.jpg

IMG_20230505_175306_594.jpg
Photography device: Infinix hot 11s
location


৫ নং ফটোগ্রাফি

বিশেষ প্রয়োজনে একটি কাটারি কেনার প্রয়োজন ছিল আমার যেহেতু পুকুর পাড়ে অনেক গাছ গাছালি হয়ে থাকে পুকুর পরিষ্কার করতে হয় তাই একটি কাটারি থাকা একান্ত প্রয়োজন বোধ করেছিলাম। যেমন একটি কাটার প্রয়োজন বোধ করেছিলাম তেমনটা এখানে পেলাম না। এমনিতেই সন্ধ্যা নেমে গিয়েছিল, যার জন্য অন্য দিনের আশায় দ্রুত বাজার ছাড়তে চাইলাম।

IMG_20230505_172315_659.jpg

Photography device: Infinix hot 11s
location


৬ নং ফটোগ্রাফি

বাজার ছেড়ে চলে আসব এমন একটা মুহূর্তে আমি আর মারুফ একসাথে রইলাম ওদিকে পলাশ আর শাকিব কেনাকাটা করতে যেয়ে কোন দিকে যে প্রবেশ করলো তার আর ঠিক নেই। বামুন্দি বাজারটা আমাদের গাংনী থানায় সবচেয়ে বড় একটি বাজার যেখানে সকল প্রকার জিনিস কিনতে পারা যায়। আর এই এত বড় বাজারে এদিক ওদিক হয়ে গেলে যেন খুঁজে পাওয়াই কঠিন। মোবাইল করে সঠিক জায়গায় উপস্থিত হতে হয়। যেহেতু আমাদের প্রয়োজনীয় কেনাকাটা সম্পূর্ণ হয়ে গেছিল তাই বাস স্ট্যান্ড বাজার থেকে একটি ঘড়ি কিনতে হবে তাই তাদেরকে বললাম আমরা বাস স্ট্যান্ডে চলে গেলাম বাজার ছেড়ে তোমরা চলে এসো। আর এভাবে সুন্দর একটি মুহূর্ত আমাদের অতিবাহিত হয়েছিল বামুন্দিবাজারে। আর এটা যেন দীর্ঘদিন পরে চার বন্ধু একসাথে কেনাকাটার জন্য বামুন্দ বাজারে গিয়েছিলাম। আর সুন্দর এই আনন্দঘন মুহূর্তে দিনটাকে স্মৃতির পাতায় ধরে রাখার জন্য আজকের এই পোস্ট।

IMG_20230505_173327_633.jpg

IMG_20230505_173332_221.jpg
Photography device: Infinix hot 11s
location

R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oD...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সবাই মিলে খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। আসলে চার বন্ধু মিলে চমৎকার সময় উপভোগ করছেন বলা যেতে পারে। বামুন্দী বাজারে কাটানো এত সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

আপনাকেও জানাই অসংখ্য ধন্যবাদ ভাইজান

আসলে বন্ধুরা মিলে যদি ঘোরাঘুরি করা যায় বেশ ভালো লাগে। আপনারা তো চার বন্ধু মিলে বামুন্দি বাজারে কিছুক্ষণ সময় অতিবাহিত করলেন এবং মুহূর্তটি পড়ে অনেক ভালো লাগলো। একজন চিকিৎসক ওষুধ বিক্রির জন্য প্রচার করতেছে তার ওষুধ গুলো নেওয়ার জন্য কিন্তু ওই হারবাল ওষুধ গুলো অনেক সময় ভালো হয়ে থাকে। আপনার ব্লগ টি পড়ে বেশ ভালো লাগলো।

একদম ঠিক বলেছেন আপু।

তাহলে চার বন্ধু মিলে বিকেলবেলা বাজারে গিয়ে ভালো সময় কাটিয়েছেন। যদিও দেরি হয় কিন্তু বাজারটি জমজমাট মিলেছে সে ওই সময় গিয়ে পৌঁছেছেন। যাক কিছু পছন্দের জিনিস কেনাকাটা করলেন এবং খেলেন। মনে হয় আপনারা মিষ্টি খেতে অনেক পছন্দ করে। সত্যি বলতে খুব সুন্দর করে ফটোগ্রাফি করলেন এবং অনেক সুন্দর করে আমাদের মাঝে পোস্ট করলেন। ধন্যবাদ আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো।

জি আপু একদম ঠিক কথা বলেছেন।

ভাইয়া চার বন্ধু মিলে বামুন্দী বাজারে গিয়ে মজার কিছু মুহূর্ত অতিবাহিত করেছেন। মিষ্টির দোকানদারকে দেখে বুঝা যাচ্ছে তিনি প্রতিদিন এভাবে খোলা অবস্থায় মিষ্টি বিক্রয় করে থাকে। যাদের রুচি হয় সেখানে থেকে খায় আর যাদের রুচি হয় না সেখান থেকে খায় না। সিম্পল বিষয়। ধন্যবাদ ভাইয়া।

এই মিষ্টি খাওয়া সম্ভব নয় ভাই আমার কাছে।

আমাদের গাংনী এলাকায় বামুন্দি বাজারটা অত্যন্ত জমজমাট একটি বাজার। বামুন্দি বাজারে চার বন্ধু মিলে কেনাকাটার চমৎকার একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে ঐদিন আমারও বামুন্দি বাজারে যাওয়ার কথা ছিল কিন্তু ব্যস্ততার কারণে যেতে পারিনি। বামুন্দি বাজারের সুন্দর সুন্দর ফটোগ্রাফি এবং বর্ণনাগুলো পড়ে আমার খুবই ভালো লেগেছে। চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।