আসসালামু আলাইকুম
হাই! বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে সুন্দর একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। যেখানে পুকুরে মাছ ধরা এবং আড়তে বিক্রয় করার মুহূর্তের বিশেষ বিশেষ দৃশ্য এই ভিডিওর মধ্যে থাকবে। আশা করবো আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাছ বিক্রয় সম্পর্কে বেশ কিছু ধারণা দিতে পারব।
Infinix Hot 11s
আপনারা অনেকে জানেন আমরা মাছ চাষের সাথে সম্পৃক্ত। বেশ কিছু পুকুরে মাছ চাষ করা হয় এজন্য যেকোনো মুহূর্তে মাছ বিক্রয় মাছ ধরা মাছ কেনা এ সমস্ত কাজে লিপ্ত থাকতে হয়। আর এই সমস্ত কাজের মধ্য থেকে আমি চেষ্টা করে থাকি ফটো আর ভিডিও ধারণ করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। অন্যান্য ব্লগারাও মাছ বিষয় পোস্ট করে, এমনকি আমার পরিবার থেকেও পোস্ট করে থাকে দেখি। তবে জেলে ভাইদের সাথে ব্যস্ত থাকায় সব সময় তো ফটো ভিডিও ধারণ করা সম্ভব হয়ে ওঠেনা তার পরে ও চেষ্টা করে থাকি এ সমস্ত বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। যাইহোক একদিন আমাদের মাঠের পুকুরে মাছ বিক্রয় করলাম। তখন জেলে ভাইয়েরা অনেক জন এসেছিলেন। কারণ হাটবেলার মাছ ধরার জন্য বিভিন্ন গ্রাম থেকে জেলে এসে থাকেন। হালদার অর্থাৎ জালমালি জেলে ভাই সে সমস্ত জেলেদেরকে গুছিয়ে মাছ ধরে থাকেন। তবে একদিন জেলে ভাইদের সাথে কথা হল বাড়িতে পুকুর ছ্যাঁকা চলছে। আজকে মাঠের পুকুরে যেমন মাছ ধরল, আগামীতে যেন বাড়ির পুকুরে মাছগুলো ধরে দেয়। কিন্তু দেখা যায় জেলে ভাইয়েরা পরের দিন অন্য কোথাও বেশি মাছ পেয়েছে এই জন্য আসতে চাইনি। আর এমনটাই প্রায় হয়ে থাকে। তাই আমরা দুই ভাই বেশি রেডি ছিলাম নিজেরাই মাছগুলো ধরবো বলে।
Photography device: Infinix hot 11s
location
যখন দেখলাম জেলে ভাইয়েরা আর আসলো না, তখন আমরা নিজেরাই সক্কাল ভরে মাছগুলো ধরে ফেললাম পুকুর থেকে। কারণ বাড়ির পুকুর বেশি বড় না মাছ বেশি নয় দেড় থেকে দুই মণ হবে কি। তাই সে সমস্ত মাছগুলো ধরে পাড়া থেকে একটি ভ্যান গাড়ি রেডি করে নিলাম। পুকুর থেকে ধরলাম এবং বাড়ির মধ্যে হাড়ি লোড করলাম। এরপর সে সমস্ত মাছগুলো টিউবয়েলের মটর দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তিনটা হাড়ি লোড করলাম। এরপর মাছগুলো ভ্যান গাড়িতে করে ভাই নিয়ে চলে গেল গাংনী আড়তে, এদিকে আমিও রেডি হয়ে মোটরসাইকেল নিয়ে চলে গেলাম। কারণ মাছ বিক্রয়ের বিষয় বলে কথা সকাল বেলায় দুইজন উপস্থিত হলে নিজেদের জন্য সুবিধা। যাই হোক জেলেরা আসলো না কি আর করার নিজেরাই নিজেদের মতো দ্রুত ধরে আড়তে পৌঁছে গেলাম। আড়তে উপস্থিত হয়ে দেখছি দেড়শ টাকা কেজি পাঙ্গাস মাছ। আর এদিকে তেলাপিয়া মাছগুলো ১৭০ টাকা কেজি। আমাদের মাছগুলো অন্যান্য মানুষের মাছের সাথে দ্রুত বিক্রয় হয়ে গেল। লক্ষ্য করে দেখলাম বাজারে বিভিন্ন ব্যবসায়িকেরা বিভিন্ন রকমের মাছ নিয়ে উপস্থিত হচ্ছেন। তাদের এমন আগমন দেখে বেশ ভালো লাগছিল। যেন কেনা বেচার অন্যরকম আয়োজন শুরু হয়ে গেছে সকাল হতে না হতেই। কিছুটা সময়ের জন্য অপেক্ষা করলাম টাকা পাওয়ার আশায়। একদিকে মাছ বিক্রয় হয়ে গেল, আরেক দিকে কত কেজি মাছ কি রেট বিক্রয় হল হিসাব-নিকাশ করলেন একজন সাথে আমাদের হিসাব করতে বললেন। আমরাও আমাদের মত হিসাব করলাম মোবাইলে। উভয়ের হিসাব মিলে গেল। এরপর মাছের টাকা পরিশোধ করে দিলেন।
Video device: Infinix hot 11s
location
টাকা হাতে পাওয়ার পর আরো কিছুটা সময় আমরা সেখানে ছিলাম দেখলাম শেষ পর্যন্ত মাছের বাজার কেমন যায়। কারণ মাছের বাজার সম্পর্কে যথেষ্ট ধারণা নেওয়ার প্রয়োজন থাকে। পুকুর থেকে জেলেদের কাছে যখন মাছ বিক্রয় করা হয় তখন জেলেরা এসে নাকে কান্না করে। মাছের বাজার ভালো না,মানুষের মাছ খাচ্ছে না, মাছের দাম পড়ে গেছে, বিভিন্ন রকমের কথা বলে। একদিকে মন প্রতি পাশ থেকে ছয় কেজি ঢলাম চলে যায়। যে ব্যক্তি যত টাকা দামে কিনে নিয়ে যাবে ঠিক সেই রেটেও যদি বিক্রি করে দেন তারপরে সাত আটশ টাকা পর্যন্ত তাদের লাভ থেকে যায় ধলনের মাছ হিসাবে। যদি গাড়িতে বহন করে নিয়ে যায় আর জাল ভাড়া দেয় সে ক্ষেত্রেও দেখা যায় ৪০০ টাকা লাভ থাকে। কিন্তু এত কিছুর পরেও তারা উপরে বিভিন্ন সময়ে বিভিন্ন ছুতোয় খোঁজে মাছ ধরার পর। যাইহোক মাছের বাজার সম্পন্ন লক্ষ্য করলাম যতক্ষণ মাছ বেচাকিনা হল আমরা অবস্থান করলাম যে ভ্যান গাড়িটাতে মাছ এনেছিলাম সেই ভ্যান গাড়িটা বাড়িতে পাঠিয়ে দিলাম হাড়ি সহ। এরপর কিছুটা সময় অবস্থান করে চেনা পরিচিত অনেক মাছ ব্যবসায়ী দের সাথে বিভিন্ন বিষয়ে কথা হল। আর এভাবে একটা মুহূর্তে আমরা আবার বাড়িতে ফিরে আসলাম।
Photography device: Infinix hot 11s
location
ভিডিও বিষয়ক | তথ্য |
---|---|
বিষয় | মাছ বিক্রয় |
ভিডিও ডিভাইস | মোবাইল ফোন |
ভিডিও ম্যান | @sumon09 |
Editing app | PicsArt & inshot |
YouTube channel | সোর্স |
লোকেশন | গাংনী-মেহেরপুর |
আমার বাংলা ব্লগের সদস্য,সুমন। থানাঃ গাংনী, গাংনী-মেহেরপুর বাংলাদেশ। দৈনন্দিন জীবনে আমার পথ চলার প্রতিপাদ্য বিষয়: সততা সচেতনতা সাহসিকতা যার মধ্যে ন্যায় নীতি নিহিত।
পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মাছ বিক্রি করতে গেলে আড়তে খুবই সুন্দর সময় কাটানো যায়। আমিও বেশ কয়েকবার এখানে গিয়েছি তাই জানি এটা কতটা সুন্দর জায়গা। আপনি অনেক সুন্দর ভাবে ভিডিও ধারণ করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভালো লাগার মত স্থান
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর একটি ভিডিও প্রকাশ করেছেন। যেখানে মাছ বিক্রয়ের অনুভূতি প্রকাশ পেয়েছে দারুণভাবে। ভিডিওর পাশাপাশি আপনার ভয়েস কথাগুলো অনেক ভালো লেগেছে। যার মাধ্যমে অনেক কিছু জানার সুযোগ হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আড়তে মাছ বিক্রি করা এবং সেখানে গিয়ে নানা রকম মাছ দেখা সৌভাগ্য আমার হয়ে ওঠেনি। তবে আপনি মাঝে মধ্যেই আড়ত থেকে মাছ বিক্রি করা এবং আজকে আড়তে গিয়ে মাছ বিক্রি করার ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ভিডিওগ্রাফি দেখে খুবই ভালো লাগলো ধন্যবাদ এর সুন্দর ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit