বর্ষার দিনে খুঁজে পেলাম শরতের সাদা মেঘ

in hive-129948 •  2 years ago 

আজ - শনিবার

১০ আষাঢ়, ১৪৩০ বঙ্গাব্দ
২৪ জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ


আসসালামু আলাইকুম

IMG_20230624_165607_946.jpg





হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। বর্ষার দিনে আকাশের অপরূপ দৃশ্য দেখে নিজেকে ধরে রাখা কঠিন যেহেতু আমি শরতের দিনে আকাশের অপরূপ দৃশ্য গুলো ক্যামেরাবন্দি করে এই প্লাটফর্মে শেয়ার করে থাকি তবে বর্ষার দিনে শরতের আকাশের দৃশ্য খুঁজে পাওয়ার এই অনুভূতিটা থামিয়ে রাখা আমার কাছে বড়ই কঠিন হয়ে পড়েছিল, যার জন্য ফটোগ্রাফি করেছি গতকাল আর আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। তাই চলুন আর দেরি না করে বর্ষার দিনে আকাশের শরতের দৃশ্য খুঁজে পাওয়ার অনুভূতিটা আমার মধ্যে কতটুকু তা এক নজরে দেখে আসি।


ফটোগ্রাফি সমূহ:



গতকাল ২৩এ জুন সকাল থেকে আকাশের দিকে লক্ষ্য করে আমি অবাক হচ্ছি যে শরৎকাল না আসতেই এ প্রচণ্ড গরম আর বর্ষার দিনে হঠাৎ করে কেন আকাশের দৃশ্য এমন রূপ ধারণ করল। আমি এমনিতেই শরতের দিনগুলি বেশি পছন্দ করে থাকি। যখন আকাশের বুকে সাদা সাদা মেঘগুলো ভেসে যায় এবং আরো একটি বিষয় উপলব্ধি করে থাকি আমাদের এলাকায় অনেক বেশি পুকুর রয়েছে আর পুকুরপাড়ে অনেক কাশফুল জন্মায়। একদিকে সাদা সাদা কাশফুল আর একটু চোখ উপরের দিকে তুললেই সাদা সাদা মেঘ ভেসে যায়। থাকতে পারি না নিজেকে সামলিয়ে তাই হাত থেকে মোবাইলটা উপরের দিকে বা সামনের দিকে ধরে চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি করার জন্য। মনের মধ্যে দোলা দিয়ে আসে রঙিন সব অনুভূতি। তবে হঠাৎ করে কালকে যখন আমি আকাশের দিকে এমন সুন্দর দৃশ্য লক্ষ্য করলাম তখন মনে মনে ভাবলাম বর্ষার দিনে কেন আকাশের বুকে এমন সাদা সাদা মেঘ, ঘন নীল আকাশের বুকে ভেসে যাচ্ছে অজস্র সাদা মেঘ। আজ সারাদিন কেন শরতের দৃশ্য ফুটে উঠেছে আকাশের বুকে। তাইতো মোবাইলটা ধরে আপনাদের মাঝে উপস্থিত হলাম এই ফটোগ্রাফি গুলো শেয়ার করতে। এই পর্যায়ের ফটোগ্রাফি গুলো আমি আমাদের বাড়ির সামনে এবং সাইডের আকাশের দৃশ্য থেকে ক্যামেরাবন্দি করেছি তবে মেঘগুলো অতি দূরে ছিল যার জন্য মেঘগুলো একটু দূরে অবস্থান করছিল মনে হচ্ছিল।

IMG_20230623_145354_006.jpg

IMG_20230623_145526_986.jpg

IMG_20230623_160358_647.jpg

IMG_20230623_160406_640.jpg
Photography device: Infinix hot 11s
সোর্স


গতকালকের দিন আমি কিন্তু খুবই ব্যস্ত ছিলাম তবুও ব্যস্ততার মধ্য থেকে আকাশের এই অপরূপ দৃশ্য ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি। শুধু বাড়ি থেকে নয় বাড়ি থেকে বিকাল টাইমে যখন বামুন্দি বাজারে অবস্থান করছিলাম ঠিক তখনও আকাশের এই অপরূপ দৃশ্য দেখে আমি মুগ্ধ হয়েছি। সেখান থেকে আকাশের সৌন্দর্য ফটোগ্রাফি করার চেষ্টা করেছিলাম। শুধু বাড়ি থেকে বামুন্দি বাজার নয় বামুন্দি বাজারে যাওয়ার পথে আমি আকাশের দিকে খুঁজে পেয়েছি এমন অপরূপ দৃশ্য তখনো ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি আকাশের অপরূপ দৃশ্য গুলো। যেখানে একটু বেশি সুন্দর্য খুঁজে পেয়েছি বাইকে বসে চেষ্টা করেছি ফটোগ্রাফি করতে কারণ এতটাই ভালবাসি আমি শরতের আকাশ আর শরতের কাশফুল তা বলে কাউকে বোঝানো সম্ভব নয় কিন্তু হঠাৎ করে এই বর্ষার দিনে যে এত সুন্দর দৃশ্য খুঁজে পাবো তা আমি কল্পনাতে ভাবিনি। হয়তো বেশি ভালোবাসি তাই সৃষ্টি কর্তা এই অপরূপ দৃশ্য এডভান্স সামনে উপস্থিত করে দিয়েছে।

IMG_20230623_164352_835.jpg

IMG_20230623_163531_743.jpg

IMG_20230623_161621_280.jpg

IMG_20230623_160616_356.jpg
Photography device: Infinix hot 11s
[Location](https://w3w.co/dwelt.wetsuit.duet


বর্ষার দিনে আকাশের এই অপরূপ দৃশ্যটি আমাদের বাড়ি থেকে বের হয়ে রাস্তায় উঠতে আমাদের বাড়ির পাশের স্টিক লাইটে পাশ থেকে উঠানো হয়েছিল। সকালে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল ভেবেছিলাম সারাদিন হয়তো মেঘাচ্ছন্ন থাকবে। পুকুর পাড়ে কাজ করতে গিয়ে অনেক হিমশিম খেয়েছি বৃষ্টির কারণে। মাঝে মধ্যে হালকা রোদ ফুটে উঠেছিল আর তারই মাঝে এত সুন্দর দৃশ্য সৃষ্টি হয়েছিল আকাশের বুকে। কালকের দিনটা ছিল পবিত্র জুম্মার দিন শুক্রবার পবিত্র এই দিন থেকে যে এত সুন্দর দৃশ্য ফুটে উঠবে আকাশের বুকে তা অকল্পনীয়। এই সৌন্দর্য আমি ধরে রাখার জন্য ক্যামেরাবন্দি করে এই পোস্টে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম যা দীর্ঘদিন থেকে যাবে স্টিমিট প্লাটফর্মে। কিছুদিন আগে আমি শরতের অপরূপ দৃশ্য নিয়ে আপনাদের মাঝে একটি পোস্ট শেয়ার করেছিলাম তবে সেগুলো গতবছরের ফটোগ্রাফি যা ইস্কুল মাঠ থেকে অথবা স্কুল থেকে বাড়ি ফেরার পথে উঠিয়েছিলাম। হয়তো সোনালী দিনগুলো ক্যামেরাবন্দি করে স্মরণে রেখে দেওয়ার এই অন্যতম মাধ্যম এ প্লাটফর্ম। যাইহোক আজকে সারাদিনে মাঝেমধ্যে কমবেশি করে বৃষ্টি হয়েছে অনেকবার তার মাঝখান থেকেও আমি অনেকগুলো ফটোগ্রাফি করেছি যা আপনাদের মাঝে পরবর্তী কোন সময়ে তুলে ধরব তবে সেটা শরতের দিনে তুলে ধরার চেষ্টা করব শুধু এটুকুই মিল করব শরতের দিনের চেয়ে আজকের দিনের আকাশের ঐ দৃশ্যের কমতি আছে কি।

IMG_20230623_160511_625.jpg

IMG_20230623_160433_689.jpg
Photography device: Infinix hot 11s
সোর্স


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ফটোগ্রাফ গুলো অসাধারণ হয়েছে।আসলেই একদম শরৎ কালের আকাশের মতই। আমাদের এখানে কয়েকদিন থেকেই সূর্যের দেখা নেই। মেঘলা আকাশ দেখতে দেখতে হঠাৎ নীল আকাশ দেখে ভাল লাগল।ধন্যবাদ ভাইয়া নীল আকাশের ফটোগ্রাফ গুলো শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

বাংলাদেশ ষড়ঋতুর দেশ। কিন্তু বর্তমানে ঋতুর বিপুল পরিবর্তন হয়েছে। কোন সময় আবহাওয়া কোন অবস্থায় থাকছে এটা বোঝা বড় কঠিন। বর্ষার সময় খরা। আর খরার সময় বর্ষা। সবমিলিয়ে জানো একটা ভিন্ন ধরনের আবহার মধ্যে আমরা বসবাস করছি। আপনি বর্ষার দিনে খুঁজে পেলে পেলেন সাদা মেঘ। আসলে আবহাওয়াটা অনেকটা এমনই দেখা যাচ্ছে এখন।

Posted using SteemPro Mobile

অনেক ভালো লাগলো আপনার এই মন্তব্য দেখে।

বর্ষার দিনে শরতের আকাশের মতো সাদা মেঘ আসলে দৃশ্যটি দেখতে অসাধারণ লাগছে। আসলে এরকম আকাশের দৃশ্যগুলো দেখলে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। বর্ষাকালে কখনো বৃষ্টি কখনো আবার মেঘ। আবার কখনো সূর্যের দেখা মেলে। আকাশের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লাগে। এত সুন্দর আকাশের ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্যে ধন্যবাদ।

হ্যাঁ আপু আমার ভালো লাগে ফটোগ্রাফি করতে

শরতের আকাশে মেঘের খেলা দেখতে খুব চমৎকার লাগে। আমার কাছে অবশ্য সবসময়ই আকাশ ভালো লাগে। কারণ আকাশের এত সুন্দর রূপ বিভিন্ন সময় দেখা যায়। যা মুগ্ধ হয়ে তাকিয়ে দেখা যায়। আপনি আজকে বর্ষাকালে খুব চমৎকার কিছু আকাশে ফটোগ্রাফি করেছেন। বর্ষাকালে এরকম আকাশ সচরাচর দেখা যায় না। খুব ভালো লাগলো আকাশের ফটোগ্রাফি গুলো দেখে এবং আপনার লেখাগুলো পড়ে।

আমিও মাঝেমধ্যে উপভোগ করি এমন অপরূপ দৃশ্য

বাংলাদেশ ষড়ঋতুর দেশ। আসলে ভাইয়া শরতের আকাশ দেখতে অনেক সুন্দর। আর এই সময় এমনি হয় কখনো মেঘলা আকাশ আবার মূহুর্তে নীল রঙ ধারণ করে। আপনার ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। পাশাপাশি সুন্দর বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

ভালো লাগলো এই ফটোগ্রাফির প্রশংসা করা দেখে