আজ - সোমবার
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদের কে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি স্বরচিত কবিতা নিয়ে। |
---|
অনেকেই জানেন আমি বিরহের কবিতা লিখে থাকি। তবে আজকে আমি ভিন্ন পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। যখনই শীতের সুন্দর অনুভূতি গায়ে সাড়া দিচ্ছিল তখন ভেবেছিলাম শীত নিয়ে অথবা কুয়াশা নিয়ে একটা কবিতা আপনাদের উপহার দেবই। সেই কবে থেকে আশায় থাকার পর আজকে তা বাস্তবায়ন করতে চলেছি। আশা করি সকলে অন্য মাইন্ডে নিবেন না খুব মনোযোগ সহকারে আমার এই কবিতাটি পড়বেন এবং আনন্দ উপভোগ করবেন। লাস্টে একটি ড্যাশ রেখে দিলাম আপনাদের জন্য যেখানে একটি লাইন পাঁচটি ওয়ার্ড দিয়ে আপনারা পূরণ করে দেখাবেন কমেন্ট বক্সে। এই কবিতা নিয়ে বিশেষ কোন মন্তব্য আপনাদের মাঝে তুলে ধরবো না,আশা করি সমস্ত বিষয়টা বুঝে নিবেন। চলুন এখনই শুরু করা যাক। |
---|
কবিতা
যেন কুয়াশার বসবাস।
ধোঁয়াশা রূপে নেমে আসে
সর্বাঙ্গ করে রাস।
ঘিরে রাখে যেন চারিদিক
সাদা চাদরে মড়িয়া।
শীত এলেই বুঝি সময়টাকে
রাখতে চায় জড়িয়ে।
এ যেন এক প্রকৃতির নিয়ম
মেনে চলো সর্বদা।
ধোঁয়াসা রূপে কুয়াশা এসে
ভিজিয়ে দেয় গা।
অনেকেই বুঝি বিরক্ত হয়
এমন কুয়াশা দেখে।
অনেকে আবার কবিতা লেখে
মনের আবেগ মেখে।
শীতের সময় ঠান্ডার ভয়ে
যেতে চায়না মন বাহিরে।
কুয়াশায় এসে দেখে যেতে চাই
নাড়ির টানে ঘরে ফিরে।
কোত্থেকে আসে কিভাবে আসে?
সাদা জামা গায়ে দিয়ে।
ধোঁয়াশা রূপে বৃষ্টির ফোঁটা
কোথায় রাখে জমিয়ে?
কুয়াশা কি জাদু জানে
নাকি সে ভিলকী বাজ?
ধরতে পারলে খাচায় পুরে
রেখে দেবো তাকে আজ।
হঠাৎ মাথায় চিন্তা এলো
এমন ধোঁয়া কোত্থেকে এলো।
গ্রীষ্ম বর্ষায় ছিল নাকো
শীতকালের জগত রাঙ্গালো।
এটা আবার কিভাবে হয়?
মুখ দিয়েও দেখি ধোঁয়া বের হয়!
পশুপাখি নির্বিশেষে
ধোয়া বের করে কুয়াশা দেখে।
মাঝে মাঝে পাখির বেশে
দূর থেকে উড়ে কুয়াশা আসে।
আসে না সে মেঘ নামিয়ে
গরজে ওঠা বিজলি নিয়ে।
বৃষ্টির দিনে ঝর ঝরিয়ে
জল পড়ে পাতা কাঁপিয়ে।
শীতের সময় কুয়াশায় এসে
ভিজিয়ে দেয় এক নিমিষে।
মনে হয় কুয়াশায় এসে
বার্তা দিয়ে যায় কোকিল এসেছে।
শীত একটু কাপিয়ে তলে গা
গোসল করতে অনেক মজা।
গাছি ভাইদের সকালে খোজা
তার চেয়েও অনেক মজা।
খেতে মন চায় খাজুরের রস
___ ___ ___ ___ ____।
সমা প্ত |
---|
ভাই শীতের কুয়াচ্ছন্ন সকালের অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন ৷ আসলে ভাই কয়েকদিন ধরে ভালোই শীত লাগছে ৷
আপনার পোষ্ট গুলো অনেক ভালো লাগে ৷ তবে আমার একটি মন্তব্য সেটা আপনার প্রতিটি পোষ্টে মার্কডাউন একি ৷ আমি বলি কী !!
যদি জাষ্টিফাই মার্কডাউন দেন ৷ তাহলে লেখাটা আরও সুন্দর লাগবে ৷ যদিও এটা আমার ব্যাক্তিগত মতামত৷
তবে কবিতাটি সত্যি অনেক ভালো হয়েছে ৷ অনেক অনেক শুভকামনা রইল ভাই ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এত সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ। বেশি কিছু মার্কডাউন দিতে মন চায় না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ ভাই খুব চমৎকারভাবে শীতের কুয়াশাচ্ছন্ন সকলকে ঘিরে খুব চমৎকার একটি কবিতা লিখেছেন,যেটি অনেক মনমুগ্ধকর হয়েছে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে ভাগাভাগি করে নেয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাই শীত মানেই নতুন এক পরিবেশ যে পরিবেশ উপভোগ করতে হবে খুবই পছন্দ করি। কুয়াশা মোড়ানো চারিপাশের দৃশ্য চারিদিকে শুধু সাদা দৃশ্য পটভূমি দেখতে পাওয়া যায় । অনেক সুন্দর করে কুয়াশা মোড়ানো অনুভূতির বিষয়টি কবিতার মধ্যে প্রকাশ করেছেন ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবিতাটি পড়েছেন জেনে খুব ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কুয়াশাচ্ছন্ন শীতের সকাল নিয়ে স্বরচিত কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম ভাইয়া।আপনি খুবই সুন্দর করে সহজ সাবলীল ভাষায় কবিতার লাইনগুলো উপস্থাপন করেছেন।নিজের আবেগ কবিতার মাঝে ফুটিয়ে তুলেছেন।ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর কবিতা পোস্টটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবিতাটি পড়েছেন যেন ভালো লাগলো তবে নিশ্চয়ই একটি লাইন বাদ রেখেছিলাম আপনাদের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শীতের কুয়াশাচ্ছন্ন সকাল নিয়ে সুন্দর একটি কবিতা লিখেছেন ভাইয়া। সহজ ও সাবলীল ভাষায় কবিতাটি পড়তে বেশ ভাল লাগলো। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবিতাটি পড়েছেন যেন খুশি হলাম ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit