গাংনী থেকে মাইক্রোফোন কেনার অনুভূতি

in hive-129948 •  6 months ago 


আসসালামু আলাইকুম


হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদের কে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বয়া মাইক্রোফোন ও ট্রাইপড কেনার অনুভূতি নিয়ে। আশা করব এই পোস্ট করে আপনারা বেশ অনেক কিছু জানার সুযোগ পাবেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি।


'আমার বাংলা ব্লগ'
কোয়ালিটি সম্পন্ন পোস্ট


IMG_20240713_205228_158.jpg


ফটোগ্রাফি সমূহ:


মাঝে মাঝে গান রেকর্ড করার জন্য বা ভয়েজ রেকর্ড করার জন্য ভালো একটি মাইক্রোফোন বা ইয়ারফোনের প্রয়োজন হয়ে থাকে। তবে আমার কাছে ওয়্যারলে এয়ারফোন রয়েছে তা দিয়ে ভালো সাউন্ড রেকর্ড করা যায় না তাই মনে করেছিলাম একটি মাইক্রোফোন কিনব। ওয়ারলেস একটি মাইক্রোফোন কিনেছিলাম অলরেডি। তবে তাতে ভালো কাজ হয় না। তাই ভাবলাম একটি তার আলা মাইক্রোফোন কিনবো। এই উদ্দেশ্যে আমাদের নিকটস্থ গাংনী বাজারের দিকে উপস্থিত হলাম। এর সাথে আরো প্রয়োজন মনে করেছিলাম ভালো মানের একটি ট্রাইপড কিনব। কারণ ভিডিওর ক্ষেত্রে ভালো ট্রাইপড প্রয়োজন হয়। গাংনী উপস্থিত হয়ে লক্ষ্য করে দেখলাম রাস্তার কাজ চলছে। তাই গানের নামকরা নেট ফাস্টে যেতে মোটরসাইকেলটা একটি স্থানে রাখতে হলো। এরপর পায়ে হেঁটে নেট ফাস্ট মোবাইল এর ঘরে যেতে হল।

IMG_20240713_182101_395.jpg

IMG_20240713_182105_239.jpg

Photography device: Infinix hot 11s
Location


প্রথমে সেখানে উপস্থিত হয়ে ট্রাইপড দেখার চেষ্টা করলাম। তারা দুই রকমের বেশি ট্রাইপড বের করল না। একটার দাম ১১০০ বলল আরেকটি দাম ২৫০০ বলল। তবে ১১০০ টাকা দামের টা আমার পছন্দ হলো না। কারণ এটা ব্যবহার করতে গেলে যে কোন মুহূর্তে মোবাইল বসানো স্থানগুলো দ্রুত নষ্ট হয়ে যাবে কারণ নরমাল ছিল। তবে ২৫০০ টাকা বলেছিল সেটা কিন্তু ভালো মানের এবং এটা বেশি ব্যবহার করে সাংবাদিকরা ভালো মানের কনটেন্ট ক্রিয়েটর রা। এদিকে মাইক্রোফোন বয়া এম ওয়ান প্রো খুজছিলাম তাদের কাছে প্রো টা নাই। প্রো বাদে বয়া এম ওয়ান রয়েছে। তবে তার দাম হাজার 50 টাকা বলছিল। বলে দিলাম ভাই আমরা যেটা খুঁজি ওটা দেখি অন্য কোথাও পাই কিনা। তখন ট্রাইপড টা আমি ভালোভাবে দেখে নিলাম এরপর তার দাম যাচাই-বাছাই করার চেষ্টা করলাম। তাকে বললাম ভাই এটার দাম ১৩০০ টাকা রাখেন। তিনি ২৫০০ টাকা থেকে ২০০০ নেমে আসলেন। এরপর ভুল করে কিছুতেই আর নিচে নামলেন না। এরপর তাকে বললাম ভাই দেখুন কিছুটা কমাতে পারেন দেন, নিয়ে যায়।

IMG_20240713_181546_787.jpg

IMG_20240713_181601_495.jpg

Photography device: Infinix hot 11s
Location


দুই হাজারের নিচে কিছুতেই সেটা দিতে চাইলো না। সে বলল আপনারা নেটে সার্চ করে দেখুন এটার দাম ২০০০ টাকার উপরে। এরপর আমার বাইরে আসলাম নেটে সার্চ করে দেখলাম এর দাম সাড়ে ১৯০০ টাকা। নেটের রেট ছাড়া সব সময় যে কোন পণ্য একটা ছাড়ে বিক্রয় হয়। সেক্ষেত্রে ১-২০০ টাকা কম হয়। কিন্তু তা দুই হাজার টাকার এক পয়সা নিচে দিতে চাইলো না। গাংনীতে বেশ অনেকগুলো ঘর আছে সব ঘরে খোঁজ করলাম কিন্তু পেলাম না। বলতে গেলে ট্রাইপড বিক্রয় হয় না গাংনীতে,শুধু দু একটা ঘর ছাড়া। এজন্য তাদের এত দেমাক। বডি রেট নেট এর রেট ছাড়াও তারা দাম বেশি বলছে। তাই তারপর টা কেনা হলো না পরবর্তীতে কুষ্টিয়া অথবা মেহেরপুর থেকে নিয়ে বসে আশায় এই মডেলটা ফটো মেরে রাখলাম।

IMG_20240713_181551_170.jpg

Photography device: Infinix hot 11s
Location


এরপর চলে আসলাম মোবাইল গার্ডেন নামক আরেকটি মোবাইলের ঘরে। সে ঘরেও বয়া এম ওয়ান প্রো পেলাম না। তাই অতঃপর সিদ্ধান্ত নিলাম বয়া এম ওয়ান টা কিনব। সেখানে এর দাম বলল ১ হাজার টাকা। কিন্তু আমি এর আগে বামুন্দি বাজারে একদিন এইটার দাম জেনেছিলাম সাড়ে সাতশ টাকা। তবে এটাও জানি এটার ডুপ্লিকেট রয়েছে বাজারে। পরবর্তীতে ভাবলাম আরো কয়েকটা ঘর দেখি দাম কমে পাই কিনা। অন্য একটি ঘরে গেলাম সেই ঘরে ৫০০ টাকা বলল এই মডেলটা। তবে দেখলাম প্যাকেট খোলা এবং ব্যাটারি ফোলা তখন সেটা দেখে মনে হলো এটা ডুপ্লিকেট হতে পারে কারণ একটু অন্যরকম। ৫০০ টাকা দিয়ে সে টাকার নেয়ার আশা করলাম না কারণ নিলে ভালো জিনিসই নিতে হবে যদি ডুপ্লিকেট চলে আসে আবারো ভোগান্তি হতে হবে। অতঃপর নয়শো টাকা দিয়ে বয়া এম ওয়ান মাইক্রোফোনটা নিয়ে নিলাম মোবাইল গার্ডেন থেকে।

IMG_20240713_183830_532.jpg

IMG_20240713_182545_893.jpg

IMG_20240713_182539_229.jpg

Photography device: Infinix hot 11s
Location


এরপর তারা সেটা করে দিল, মোবাইলের সাথে চেক করে দিল। তবে আমি একটা বিষয় নিশ্চিত এরা দুই নম্বর বা খারাপ জিনিস দেবে না মোবাইল গার্ডেনের এই সুনাম রয়েছে। সেখানে যেমন চেক করলাম বাড়িতে এনেও চেক করে দেখলাম কাজ ভালো হচ্ছে। ওয়ারলেস গুলো চার্জিং। কিন্তু এই ওয়ারওয়ালা গুলো চার্জিং সিস্টেম না মাত্র ভেতরে একটা ঘড়ির ব্যাটারি রয়েছে। যেকোনো মুহূর্তে এ ব্যাটারি গুলো ডাউন হয়। তবে যাই হোক টাই পথ কিনা না হলেও মাইক্রোফোনটা কেনা হলো। পরবর্তীতে চেষ্টা করব সঠিক দামে সঠিক মডেলের ট্রাইপড কেনার।

IMG_20240713_205113_453.jpg
Photography device: Infinix hot 11s
Location



99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWY68oBe2d5MBQiiXJUc2pjsGrMz4xjWmvQsjsdJnMVeP8i6MwiRYrHdW8u9nnLtpmjP8p8fhZZKVziK8U1tQW2.png


এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oD...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

অবশেষে আপনি গান রেকর্ড করার জন্য মাইক্রোফোন কিনে নিলেন, দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। আসলে মাইক্রোফোনের মাধ্যমে খুবই সুন্দর গান রেকর্ড করা যায়। আপনার কেনা মাইক্রোফোন টি দেখে মনে হচ্ছে প্রিমিয়াম টাইপের। আশা করছি এখন থেকে আমরা আপনার মাধ্যমে খুবই সুন্দর সুন্দর গান শুনতে পারবো।

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ

অবশেষে মোবাইল গার্ডেন থেকে নিজের প্রয়োজনীয় মাইক্রোফোন কিনেছেন জেনে ভালো লাগলো ভাইয়া। যেহেতু এটা খুবই নামকরা প্রতিষ্ঠান তাই আশা করছি ভালো কিছুই দিয়েছে। ব্যবহার করে দেখেন আশা করছি ভালোই হবে।

হ্যাঁ দেখা যাক তো

আমি কয়েক বছর আগে বয়া এম ওয়ান মাইক্রোফোন নিয়েছিলাম এক হাজার টাকা দিয়ে। এখন অবশ্যই কিছুটা দাম কমেছে। তাহলে নয়শো টাকা হলে ঠিক আছে। ৫০০ টাকা যেটা বলছে,সেটাতে অবশ্যই ঝামেলা ছিল। সেটা না নিয়ে ভালো করেছেন। ধন্যবাদ।

হ্যাঁ ভাই সেজন্য ৫০০ টাকা টা নেয়া হয়নি

ট্রাইপড কিনতে না পারলেও অবশেষে আপনি ভালো মানের মাইক্রোফোন কিনতে সক্ষম হয়েছেন। আসলে ইলেকট্রনিক্স জিনিসগুলো কেনা একটু কঠিন কারণ এর গ্যারান্টি নিয়ে একটু চিন্তায় থাকতে হয়। অল্প দামের ভেতর সুন্দর একটা মাইক্রোফোন নির্বাচন করেছেন আশা করি মাইক্রোফোনটি ভালো হবে। ধন্যবাদ ভাই