চাঁদনী রাতের সৌন্দর্য উপভোগ

in hive-129948 •  6 days ago 


আসসালামু আলাইকুম




হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে চাঁদনী রাতের সৌন্দর্য শেয়ার করব। আশা করব এই পোস্ট আপনাদের সকলের মনের মত একটি পোষ্ট হবে।

IMG_20250112_195455.jpg


🌜চাঁদনী রাত🌛


সৌন্দর্য কোথায়? এই প্রশ্নের উত্তর অনেকে দিতে জানে না। সৌন্দর্য মানুষের মনে থাকে। মন থেকে সৌন্দর্য উপলব্ধি করতে জানতে হয়। সৌন্দর্যকে খুঁজে পেতে বেশি দূরে যাওয়া লাগে না। আপনি যেখানে অবস্থান করবেন আপনার নিকটেই সৌন্দর্য এসে ধরা দিবে। যদি সেটা উপলব্ধি করা শক্তি থাকে। যুগ যুগ ধরে অনেক কবি সাহিত্যিক চাঁদকে কেন্দ্র করে অনেক কথা লিখেছেন। অনেক কবি তার মনের মাধুর্য মিশিয়ে লিখেছেন কবিতা; ছোট গল্প; বড় গল্প; প্রবন্ধ; প্রেম কাহিনী ইত্যাদি। হয়তো তাদের সময়ে এমন মোবাইল বা ফটোগ্রাফি করার সুযোগ ছিল না। তবুও তারা মনের দৃষ্টি দিয়ে তাদের সৌন্দর্য উপলব্ধি করতে পেরেছে। ঘরের আঙিনা থেকে চাঁদ দেখতে ভালো না লাগলে একটু ফাঁকা পরিবেশে গেছেন। অথবা কোন গাছ তলায় বসে চাঁদকে নিয়ে ভেবেছেন।

IMG_20250112_195013.jpg

IMG_20250112_195033.jpg

IMG_20250112_194510.jpg

IMG_20250112_194552.jpg

IMG_20250112_194459.jpg

IMG_20250112_194809.jpg


কবি কবি ভাব মনের মধ্যে বিদ্যমান। এখন চাঁদনী ময় রাত রানিং। একটু মন ভালো রাখতে আর বাইরের পরিবেশে ঘুরতেই বের হলাম চাঁদনী ময় রাতে। এখন বেশ চাঁদনী রাত। শীতের কুয়াশা মেঘাচ্ছন্ন আকাশ ভেদ করে যেন জোৎস্না রাতের চাঁদ অনেক সুন্দর আলো দিচ্ছে। একটা সময়, আমি আর আমার বন্ধু মারুফ এমন সুন্দর রাতে পুকুরপাড়ের মাচায় বসে গল্প করে সময় কাটিয়ে দিতাম। এখন যে যার মত সাংসারিক কাজে ব্যস্ত। তাই কাউকে আর সাথে নেওয়া হয় না। কেউ সাথে থাকলে কবি কবি অনুভব কমে যায়। সন্ধ্যার মুহূর্তের ঘুম থেকে উঠে দেখলাম কি সুন্দর চাঁদ জেগে উঠেছে। একটু ফ্রেশ হয়ে সাড়ে সাতটার দিকে বের হয়ে পড়লাম রাস্তা থেকে কিছুটা ফাঁকা স্থানের দিকে। সেখান থেকে চাঁদের সৌন্দর্য উপভোগ করব, কবিতা লিখব আর ফটো ধারণ করবো এটাই লক্ষ্য নিয়ে অবস্থান করলাম।

IMG_20250112_194618.jpg

IMG_20250112_194606.jpg

IMG_20250112_194956.jpg

IMG_20250112_194904.jpg


দেখতে পারলাম আকাশের চাঁদ মামা কত সুন্দরভাবে আলো দিচ্ছে। মাঝেমধ্যে সাদা সাদা সুন্দর মেঘগুলো চাঁদকে ঢেকে ফেলছে আবার চাঁদকে অতিক্রম করে চলে যাচ্ছে। এই মুহূর্তে যেন শরৎকালের আকাশের সেই সাদা মেঘের কথা স্মরণ করলাম। মনে হচ্ছিল না এখন শীতের রাত। আশেপাশে অনেকগুলো খেজুর গাছ লক্ষ্য করে দেখলাম। রস সংরক্ষণ করার জন্য গাছগুলোকে তৈরি করে রাখা। এদিকে বিভিন্ন গাছের মাঝখান দিয়ে চাঁদমামা যেন উঁকি দিচ্ছেন। তাদের আলোয় আলোকিত রাস্তা। নিস্তব্ধ সন্ধ্যার রাত, গ্রামের মানুষগুলো যেন একদম নীরব হয়ে গেছেন এই মুহূর্তে। কোথাও জন মানুষ নেই। মানুষের কোন সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না। শুধু দূরে একটু তাকিয়ে দেখলাম মাঠের মাঝখানে তাবু গেড়েছে এক পাল হেরি চরাই করা মানুষে। যারা জীবননগর থানা থেকে আমাদের মেহেরপুরে অবস্থান করছেন। একটু এগিয়ে গেলাম চাঁদের ফটো উঠাতে উঠাতে। যতটা বুঝতে পারলাম উনারা রান্নাবাড়া করছেন মাঠের মাঝখানে তাঁবুর পাসে। সত্যিই মানুষের জীবন বৈচিত্রময়। আমরা কম্বল কাথার মধ্যে ঘরে কত সুন্দর করে ঘুমাবো। তারা অচেনা এক মাঠে তাঁবু গেড়ে রাত্রী যাপন করবে। সঙ্গে রয়েছে শত শত হেরি।

IMG_20250112_195108.jpg

IMG_20250112_194728.jpg

IMG_20250112_195137.jpg

IMG_20250112_194210.jpg

IMG_20250112_193424.jpg

IMG_20250112_194158.jpg

IMG_20250112_193453.jpg

IMG_20250112_193437.jpg

IMG_20250112_195227.jpg

IMG_20250112_195201.jpg


একলাই চাঁদের সৌন্দর্য উপভোগ করলাম ফটো ধারণ করার মধ্য দিয়ে। ভালো একটি ডিভাইস হাতে পেলে জোৎস্না রাত নিজের মতো করে উপভোগ করা যায়। ঠিক যেন এমনটাই অনুভব করলাম ফটো ধারণ করার মুহূর্তে। যার যার ভালো মোবাইল রয়েছে, তারাই এর সৌন্দর্য বেশি উপভোগ করতে পারে। আবার যাদের ভাল মোবাইল নেই তারা আমার মত ম্যানেজ করে কিছুটা সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করে। নিরিবিলি পরিবেশে কিছুটা সময় পার করলাম শুধু চাঁদ মামার সৌন্দর্য উপভোগ করার মধ্য দিয়ে। অন্ধকার রাতে এত সুন্দর ফটোগ্রাফি। আমি যেন বারবার মুগ্ধ হতে থাকলাম। শান্ত পরিবেশের মাঝে বেশ ভালোলাগা খুঁজে পেলাম চাঁদ মামার জন্য। এরপর ফটো ধারণ করতে করতে আবারো যেন বাড়িতে ফিরে আসে।

IMG_20250112_195422.jpg

IMG_20250112_195243.jpg

IMG_20250112_195317.jpg

IMG_20250112_195541.jpg

IMG_20250112_195616.jpg


পোস্ট বিবরণ


বিষয়চাঁদনী রাতে ফটোগ্রাফি
ফটোগ্রাফি ডিভাইসHuawei mobile phone
লোকেশনগাংনী-মেহেরপুর
ব্লগার@sumon09
দেশবাংলাদেশ


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png


PUSS_VILLA.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

16-01-25

Screenshot_20250116-204728.jpg

Screenshot_20250116-210450.jpg

Screenshot_20250116-210257.jpg

আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাইয়া। অনেক সুন্দরভাবে ফটো ধারণ করতে পারলে বেশ ভালো লাগে। আমার ইচ্ছে রয়েছে বাইরের পরিবেশ থেকে ধারণ করার। কিন্তু রাত করে তো সম্ভব হয়না। বাড়ি থেকে যতটুক পারি। দেখা করব আপনি আরো সুন্দর সুন্দর ফটো ধারণ করবেন চাঁদনী রাতের।

বেশ দারুন চাঁদনী রাতের সৌন্দর্য উপভোগ করেছেন দেখে বেশ ভালো লাগলো। আসলে চাঁদনি রাত দেখতে অনেক বেশি ভালো লাগে আমার। আপনি অনেক সুন্দর একটা সময় পার করেছেন এবং সেটা আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

চাঁদনী রাতের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর ক্যাপচার করেছেন দেখছি। চাঁদনী রাতগুলো খুবই উপভোগ্য হয়। চাঁদ কে নিয়ে ভাবতে অনেক বেশি ভালো লাগে। চাঁদনী রাতে খুব সুন্দর সময় উপভোগ করেছেন দেখছি। সুন্দর করে কথা বলে আমাদের সাথে গুছিয়ে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

আপনার কবি কবি অনুভব আমাকে মুগ্ধ করে। ঠিক তেমন আজকের অনুভব খুঁজে পেলাম চাঁদনী রাতের ফটোগ্রাফির মাঝে। ফটোগ্রাফিগুলো বেশ দুর্দান্ত ছিল। দেখে মনে হচ্ছে না রাত আবার গাছের ছায়া দেখে বোঝা যাচ্ছে হ্যাঁ চাঁদের রাত। এত সুন্দর পরিষ্কারভাবে ক্যামেরাবন্দি হয়েছে দেখে মুগ্ধ হয়েছি। বেস্ট একটি পোস্ট ছিল।