হাই বন্ধুরা!
কেমন আছেন সবাই? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাই-বোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি দুই বন্ধু মিলে বামুনদি বাজারে বেশ কিছু কেনাকাটার অনুভূতি নিয়ে। আশা করবো আমার এই পোস্ট করে আপনারা অনেক কিছু জানতে পারবেন।
Infinix Hot 11s
বেশ কিছু জিনিস কেনাকাটার প্রয়োজনে দুই বন্ধুর বামুন্দিবাজারে উপস্থিত হলাম। আমাদের সকলের সুপরিচিত এবং অতি নিকটের বাজার বামুন্দি বাজার। এখানে নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে বিভিন্ন প্রকার সকল জিনিস কিনতে পাওয়া যায় প্রতিশোধ মূল্যে যা আমাদের গাংনী উপজেলাতেও পাওয়া যায় না বলে চলে। যেখানে অন্যান্য বাজারে কোন কিছু পাওয়ার প্রত্যাশা করলেও পাওয়া যায় কিনা কিন্তু এ বাজারে অবশ্যই সে জিনিসগুলো পাওয়া যায়। তাই প্রয়োজন মোতেই চলে যায় বামুন্দি বাজারে। ঠিক তেমনি দুই বন্ধু উপস্থিত হলাম। মারুফ তার প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করল। আমিও শুরু করলাম আমার প্রয়োজনীয় জিনিস কেনাকাটা। তবে অন্যান্য জিনিসের পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল টিউবওয়েল এর মটর লাইনের কিছু সেটআপ এছাড়া ঘরের দরজা জানালার রং করার জন্য প্রয়োজনীয় রং তুলি ইত্যাদি। বামুন্দি বাজারের বড় মসজিদের পাশেই বেশ অনেকগুলো হার্ডওয়ার্কের দোকান রয়েছে। যেখানে রং তুলি থেকে শুরু করে ঘরের যাবতীয় জিনিস পাওয়া যায়। তবে তার মধ্যে একটা ঘর আমার অতি পরিচিত। যেখান থেকে এই সমস্ত জিনিসগুলো সুলভ মূল্যে কিনতে পারা সম্ভব। তাই আমরা দুই বন্ধু অন্যান্য ঘরের দিকে না তাকিয়ে চলে গেলাম এই হার্ডওয়ার্কের ঘরে। ফাস্ট এর ফটোগ্রাফি গুলো লক্ষ্য করলেই বুঝতে পারছেন কত কিছু রয়েছে এই দোকানটাতে।
Infinix Hot 11s
দোকানে উপস্থিত হয়ে ফাস্টে আমি দোকানে থাকা একটি ছেলেকে বললাম মোটর এর এলবো, সকেট, নিপল, সহ বেশ কিছু জিনিস দিতে। এরপর ছেলেটা আমার কথা মোতাবেক সে সমস্ত জিনিসগুলো বের করে আনতে থাক। আমি বলে দিয়েছিলাম এক ইঞ্চি সাইজের গুলো দিতে। যেহেতু আমার মটর হাফ এবং লাইন এর পাইপগুলো এক ইঞ্চি। আমার কথা মতো সে সমস্ত জিনিসগুলো আমার কাছে একের পর এক আনতে থাকলো। কয়টা জিনিস লাগবে না লাগবে তা আমি সেখানেই নিজের হাতে ধরে সেটআপ করে অনুমান করে নিলাম। কারণ এই সমস্ত জিনিসগুলো আমি নিজের সম্পন্ন সেটা করতে জানি অনেক আগে থেকেই। তাই নিজের প্রয়োজনে কাজগুলো নিজেই খুব সহজেই সমাধান করতে পারি। এছাড়াও পাইপ লাগানোর জন্য যে পানি টেপ প্রয়োজন সেগুলো দিতে বললাম।
Infinix Hot 11s
এরপর আসলাম রঙের বিষয়ে। যেহেতু ঘরের দরজা জানালা রং করতে হবে। তাই প্রয়োজনীয় রং,থিনার, ব্রাশ সহজে সমস্ত জিনিসগুলো প্রয়োজন সে সমস্ত জিনিসগুলো দিতে বললাম। সাথে সাথে ছেলেটা বের করে দেয়া শুরু করে দিল। এদিকে পাশে রয়েছে আমার বন্ধু মারুফ। কি কি জিনিস প্রয়োজন কি কি জিনিস কোন কোম্পানির জিনিস নিলে ভালো হয় এ সমস্ত বিষয়গুলো সে খুব ভালো করে জানে তাই সে যা বলল আমিও ঠিক সেভাবেই নেওয়ার চেষ্টা করলাম। কারণ দীর্ঘদিন সে বিভিন্ন কোম্পানিতে চাকরি করেছে এই সমস্ত বিষয়ে অভিজ্ঞতা রয়েছে তার। আর এভাবেই কিছুটা সময় ধরে মোটর সেটআপ করার জন্য আর ঘরে দরজা জানালার রং করার জন্য যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন একের পর এক কিনে নিলাম।
Infinix Hot 11s
সম্পূর্ণ জিনিস গুলোর মূল্য কত হয় না হয় এটা দ্রুত হিসাব করতে বললাম। যেহেতু আরো অন্যান্য কাঁচা সবজি জাতীয় জিনিস কেনাকাটা ছাড়াও কিছু কেনাকাটা বাকি ছিল। এদিকে বিকেল হয়ে গেছে সন্ধ্যা লেগে আসার মত। তাই এক জায়গায় বেশিক্ষণ থাকতে গেলে আরো তো কেনাকাটা রয়েছে। এদিকে বন্ধু মারুফের কেনাকাটা বাকি রয়েছে অনেক। তাই সব কিছু জিনিস ঠিকভাবে হিসাব করে দিতে বললাম এবং মারুফ কেউ বললাম একটু বুঝে শুনে নিতে কারণ সে এসব জিনিসের দাম ভালো জানে। এছাড়া দোকানে যে সমস্ত জিনিস রয়েছে সেগুলোর কিছু ফটো ধারণ করার চেষ্টা করলাম, কারণ পরবর্তীতে যদি প্রয়োজন হয় ফটো দেখে বুঝে নিতে পারব এই দোকানে সে সমস্ত জিনিসগুলো আছে কিনা, আর পাশাপাশি ব্লগ সাজাতে পারব। আর এভাবেই জিনিসগুলোর ব্যাগ বুঝে নিয়ে টাকা পরিশোধ করে আমার এখান থেকে বিদায় হলাম।
Infinix Hot 11s
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
পোস্ট বিবরণ
ব্লগার | sumon09 |
---|---|
ডিভাইস | Infinix Hot 11s |
লোকেশন | বামুন্দি বাজার |
ক্যামেরা | 50mp |
দেশ | বাংলাদেশ |
পুনরায় কথা হবে পরবর্তী কোন ভ্রমণ বিষয়ক পোস্টে, ততক্ষণ ভালো থাকবেন সবাই। সকলের জন্য শুভকামনা রইল,আল্লাহ হাফেজ। |
---|
@tipu curate
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted 👌 (Mana: 2/6) Get profit votes with @tipU :)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বামুন্দি বাজারে মোটরের এই লাইনের জিনিসগুলো বেশ ভালো মানেরই পাওয়া যায়। আপনি বামুন্দী বাজার ঘুরে খুব সুন্দর সুন্দর কিছু জিনিস ক্রয় করলেন আসলে এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমাদের মোটরের জন্য জরুরী। ধন্যবাদ আপনার পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ, একদম ঠিক কথা
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit