স্কুলে ব্যস্তময় চক্ষু পরীক্ষার বিশেষ একটি দিন

in hive-129948 •  2 years ago 

আজ - বুধবার

২২ অগ্রহায়ণ, ১৪২৯ বঙ্গাব্দ
০৭ ডিসেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ


আসসালামু আলাইকুম



আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম



হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাই-বোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমাদের স্কুলের বিশেষ একটি অনুষ্ঠান এর বিশেষ বিশেষ অংশ উপস্থাপন করার জন্য। যেখানে থাকবে বিরিয়ানি রান্নার জন্য মসলা জাতীয় উপাদানের প্রস্তুত করুন, ছাত্র-ছাত্রীদের পিটি প্যারোড, চক্ষু পরীক্ষা ইত্যাদি নিয়ে সাজানো আজকের পোস্ট। আশা করি সঙ্গে থাকবেন।


'আমার বাংলা ব্লগ'
কোয়ালিটি সম্পন্ন পোস্ট


📸🦊📸



নিজে তোলা
ফটোগ্রাফি
স্থান
গাংনী, মেহেরপুর


ফটোগ্রাফি সমূহ:


প্রথম পর্যায়ের ফটোগ্রাফি

আমাদের স্কুলে বিশেষ একটি অনুষ্ঠান উপলক্ষে পিকনিকের আয়োজন করা হয়েছিল। মোবাইলের গ্যালারিতে থাকা হাজার হাজার ফটোগ্রাফির মধ্যে ফটোগুলো চোখে বাঁধলো তাই আপনাদের মাঝে তুলে ধরছি। এই অনুষ্ঠানে জেলা পর্যায়ের শিক্ষা অফিসাররা উপস্থিত ছিলেন আমাদের বিদ্যালয়। তাই পূর্ব দিন থেকেই আমাদের প্রস্তুতি ছিল বিভিন্ন বিষয়ে। তার মধ্যে গেস্ট এবং আমাদের নিজের খাওয়া দাওয়া বিশেষ আইটেম। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের সঠিকভাবে পিটি প্যারেড করার প্র্যাকটিস। তারই মধ্যে চলছিল প্রতিবন্ধী বাচ্চাদের তালিকা। যাইহোক, বিশেষ দিনের পূর্বে আমরা এক ক্লাস রুমের মধ্যে বিরিয়ানি রান্নার জন্য বিভিন্ন রান্নার আইটেমগুলো ঠিক ঠাক করছিলাম যেমন পেঁয়াজ রসুন কাঁটা-ছোলার কাজ। ম্যাডামদের পাশাপাশি আমিও সহায়তা করছিলাম সাথে বিভিন্ন বিষয়ের আনন্দধারা কথা আর হাসি আড্ডা চলছিল আর এভাবেই অনেকগুলো পেঁয়াজ রসুন রেডি করা হয়েছিল। পাশে আপনাদের প্রিয় মুস্তাফিজুর উপস্থিত ছিল আনন্দ উপভোগ করার জন্য।

IMG_20220808_134934_878.jpg

IMG_20220808_131639_058.jpg
Photography device: Infinix hot 11s
location

IMG_20220808_145237504_BURST0001_COVER.jpg

IMG_20220808_145213_252.jpg


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


দ্বিতীয় পর্যায়ের ফটোগ্রাফি

কাঙ্খিত দিনের সকাল দশটার সময় জেলা পর্যায়ের শিক্ষা অফিসারদের দেখানো হয়েছিল আমাদের ছাত্র-ছাত্রীদের পিটি প্যারেডের দক্ষতা। সকলের বড়ই প্রশংসা করেছিল এত সুন্দর পিটি প্যারেড দেখে। যেহেতু মিডিয়ার সামনে ফটো ভিডিও তুলে ধরতে হয় তাই আমিও প্রস্তুত ছিলাম বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফটোগ্রাফি ও ভিডিও করার জন্য। প্রথমে পবিত্র কুরআন তেলাওয়াত,এরপরে শপথ বাক্য, তারপর জাতীয় সংগীত। এরপর শুরু হলো পিটি প্যারেড। যেখানে ১০ রকমের পিটি করানো হয়।

IMG_20220809_092353_2.jpg

IMG_20220809_092152_8.jpg
Photography device: Infinix hot 11s
location


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


তৃতীয় পর্যায়ের ফটোগ্রাফি

দিনটা শুরু হয়েছিল সূর্যের আলো দিয়ে মনে হয়েছিল দিন খুব ভালো যাবে কিন্তু হঠাৎ আকাশে মেঘ জমে গেল। রান্নাবান্নার কাজ শুরু হয়েছিল স্কুলের দুতলার ছাদের উপরে। সেদিকেও আমাকে নজর রাখতে হয়েছিল যেহেতু পরিচালনার দায়িত্ব আমার আর মুস্তাফিজুরের ছিল। কোথায় কি ঠিকঠাক হচ্ছে না হচ্ছে তা দেখে বেড়াচ্ছিলাম। হঠাৎ আকাশে কালো মেঘ তাই রাধুনীকে বলেছিলাম খুব সাবধানে রান্নাবান্না করুন এবং যা রান্না হয়ে যাবে তা নিচে এসে একটি রুমের মধ্যে রাখুন। তখন ভেবেছিলাম কালকের দিনটা কত সুন্দর গিয়েছিল আর আজকে হঠাৎ মেঘ চলে আসলো এমন সুন্দর সূর্যের ঝলমলে রোদের দিনে। ফটোতে দেখতে পাচ্ছেন একটি কুল গাছ সেই গাছে অনেক কুল ছিল অর্থাৎ অসময়ের কুল। কাঙ্খিত দিনের পূর্বে একটি ছাত্রের বাড়িতে গিয়েছিলাম, সেখান থেকে ফটোটা উঠিয়েছিলাম। যাই হোক ছাদে দাঁড়িয়ে চিন্তা করলাম নিচে জার্মানি গাছে যদি ফুল থাকতো না জানি ছাদ থেকে দেখতে কত সুন্দর লাগতো তাই অপেক্ষায় ছিলাম পুকুরের ডোবায় জার্মানি ফুলের অপেক্ষায়।

IMG_20220808_151909_469.jpg

IMG_20220808_151900_836.jpg

IMG_20220808_142528_211.jpg
Photography device: Infinix hot 11s
location


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


চতুর্থ পর্যায়ের ফটোগ্রাফি

শরতের একটি দিনে স্কুল থেকে বাড়ি ফেরার সময় হঠাৎ করে লক্ষ্য করেছিলাম এমন সুন্দর জার্মানি ফুল। সেই মুহূর্তে আমার স্মরণ হয়ে গিয়েছিল ওই কাঙ্ক্ষিত অনুষ্ঠানের দিনে স্মরণ হওয়া এই ফুলের কথা। তাই সেই ভালো লাগাটা ধরে রাখার জন্য ফুলের ফটোগ্রাফি গুলো করেছিলাম।

IMG_20221101_140505_646.jpg

IMG_20221101_140509_196.jpg

IMG_20221101_140526_272.jpg
Photography device: Infinix hot 11s
location


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


পঞ্চম পর্যায়ের ফটোগ্রাফি

পিটি প্যারেড শেষে শুরু হয়েছিল চক্ষু পরীক্ষা। সমস্ত ছাত্র-ছাত্রী শিক্ষক মন্ডলী এবং অভিভাবকদের চক্ষু পরীক্ষা করা হয়েছিল। জেনে খুশি হবেন চক্ষু পরীক্ষা হয়েছিল ফ্রী টাকায়। যাতে কোন ব্যক্তিকে টাকা খরচ করা হয়নি। অনেক অভিভাবক তো মহা খুশি হয়েছিলেন বিনামূল্যে চক্ষু পরীক্ষা করতে পেরে। অবশ্য দায়িত্বে ছিলাম সমস্ত মানুষের ঠিকভাবে চক্ষু পরীক্ষা করানো হচ্ছে কিনা দেখভাল করার জন্য। ছোট ছোট অনেক ছাত্রছাত্রীরা এত ভয় পাচ্ছিল না জানি ডাক্তার কি করবে তাদের। তবে খুব সুন্দর সাহস দেয়ার মধ্য দিয়ে নিজে প্রস্তুত থেকে যোগ্য পরীক্ষা করে নিয়েছিলাম। আমি আর মোস্তাফিজুর উপস্থিত থাকায় তারা সাহস করে চক্ষু পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এভাবেই সবার চক্ষু পরীক্ষা করানো হয়েছিল। আলহামদুলিল্লাহ, আমার চোখ আল্লাহর ভালো রেখেছেন। ডাক্তার সাহেবের প্রশংসা করেছিলেন স্কুলের সকল শিক্ষক মন্ডলের মধ্যে বেশি ফ্রেশ,আমার চোখে কোন প্রকার প্রবলেম নেই। সকলে দোয়া করবেন যেন এভাবে সুস্থ থাকতে পারি।

IMG_20220809_094845_166.jpg

IMG_20220809_103850_357.jpg
Photography device: Infinix hot 11s
location


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


ষষ্ঠ পর্যায়ের ফটোগ্রাফি

সবশেষে যে সমস্ত গেস্ট এসেছিল সুন্দর নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে তাদের আপ্যায়ন করানো হলো। বিভিন্ন আলোচনা স্কুল উন্নয়ন বিষয়ে ভবিষ্যতে কেমন পর্যায়ের উন্নতি সাধন করতে হবে তার পূর্ব প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়েছিল। আর এভাবেই কেটে গিয়েছিল বিশ্বাস সেই দিনটা, যা আমার জীবনে সত্যিই স্মরণীয় হয়ে থাকবে। তবে আমার আফসোস হয়েছিল ওই দিন শেষে রাতে। আফসোসটা এজন্য ছিল যে আমি সারাদিনে অনেক ফটোগ্রাফি করেছি স্কুলের জন্য, অন্যের জন্য। কিন্তু ভুল করে আমার কোন ফটো ছিল না ওই বিষয় দিনের। আমি শুধু ফটোগ্রাফি করেছি কয়েকশ, কিন্তু সেই ফটোগ্রাফির মধ্যে নিজেকে রাখতে পারি নাই, তাই আফসোস। যাই হোক দিনটা ছিল বড়ই ক্লান্তিকর,পাশাপাশি আনন্দঘন একটি মুহূর্ত। যা স্মৃতি হয়ে থাকবে আজীবন।

IMG_20220809_105430_517.jpg

IMG_20220809_115708_248.jpg

IMG_20220809_124215_512.jpg

IMG_20220809_111313_821.jpg

IMG_20220809_134518_308.jpg

IMG_20220809_131404_417.jpg
Photography device: Infinix hot 11s
location


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png

R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oD...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png


আশা করি,আমার এই পোস্টটি পড়ে আপনি অনেক বিষয় সম্পর্কে জানতে বুঝতে ও শিখতে পেরেছেন, সেই সাথে নতুন জ্ঞান অর্জন করতে পেরেছেন। পোস্টটি উপস্থাপনা কেমন ছিল এবং এ বিষয়ে আপনার অনুভূতি কেমন, অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। আপনার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইলো।

💌আমার পরিচয়💌


আমি মোঃ নাজিদুল ইসলাম (সুমন)। বাংলা মাস্টার্স ফার্স্ট ক্লাস মেহেরপুর গভমেন্ট কলেজ। আমার বাসা গাংনী-মেহেরপুর। মড়কা বাজার, গাংনী,মেহেরপুর এ গ্রীনরেইন ল্যাবরেটরি স্কুল নামক প্রি-ক্যাডেট স্কুলের সহকারি শিক্ষক । ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি মেরামত ও সৌর প্যানেল নিয়ে রিসার্চ করতে পছন্দ করি। প্রাকৃতিক দৃশ্য ফটোগ্রাফি করা আমার সবচেয়ে বড় ভালোলাগা। দীর্ঘদিনের আমি পাঙ্গাস মাছ চাষী এবং বিরহের কবিতা লেখতে খুবই ভালোবাসি।




পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

@sumon09

💖💞💞💖


image.png

image.png

আমার পরিচিতিকিছু বিশেষ তথ্য
আমার নামsumon🇧🇩
ফটোগ্রাফি ডিভাইসমোবাইল
ব্লগিং মোবাইলInfinix hot 11s
ক্যামেরাcamera-50mp
আমার বাসামেহেরপুর
আমার বয়স২৬ বছর
আমার ইচ্ছেলাইফটাইম স্টিমিট এর 'আমার বাংলা ব্লগ' এ ব্লগিং করা

zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্ট, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

যদিও এই দিনটিতে প্রকৃতির অবস্থা খারাপ থাকার ফলে রান্না করতে একটু কষ্ট হয়েছিল তারপরেও দিনটি ভালোভাবে উপভোগ করা গিয়েছে। সব থেকে ভালো হয়েছে আমরা আমাদের স্কুলের প্রত্যেকটি ছাত্র-ছাত্রী এবং অভিভাবকের বিনামূল্যে চক্ষু চিকিৎসা দিতে পেরেছি। চিন্তার কিছু নাই ফটোগ্রাফারের এমনটা হতেই থাকে। অন্যের ছবি তুলতে তুলতে নিজের ছবি তোলার কথাই মনে থাকে না।

দিনটিকে দীর্ঘদিন স্মরণ রাখার জন্য স্টিমিটের পাতায় রেখে দিলাম আমার বাংলা ব্লগকে ভালোবেসে

বাহ? দেখে বোঝা যাচ্ছে খুব ভালো একটি সময় কাটিয়েছেন আপনারা স্কুলে, বিশেষ করে বাচ্চাদের চক্ষু পরীক্ষা এবং তাদের অভিভাবকদের সহ এ বিষয়টা অনেকটা ভালো একটি উদ্যোগ ছিল। সে সাথে খাওয়া-দাওয়া আনন্দ উল্লাস সবমিলিয়ে দুর্দান্ত সময় কাটিয়েছেন। আকাশের কালো মেঘ দেখে যদিও ভয় পেয়েছিলেন নিশ্চয়ই সেরকম কিছু হয়নি। যাই হোক ভালো লেগেছে আপনার পোস্টটি পড়ে অনেক কিছু জানতে পারলাম ভাইয়া। তবে এই পিকনিকটি আপনারা কবে করেছিলেন? যেহেতূ এখন শীতকাল আকাশে মেঘ করার তো কথা নয়।

আমাদের পরিচালক স্যারের বিশেষ কিছু গুণ আমার খুব ভালো লাগে। আশা করি ভিন্ন কিছু বিষয় নিয়ে উপস্থিত হব।