বিভিন্ন বিষয়ের রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম

in hive-129948 •  2 years ago 

আজ - বুধবার

৯ কার্তিক, ১৪২৯ বঙ্গাব্দ
২৬ অক্টোবর, ২০২২ খ্রিষ্টাব্দ


আসসালামু আলাইকুম



আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম



হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদের কে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ভালো লাগা কিছু বিভিন্ন বিষয়ের ফটোগ্রাফি নিয়ে। ফটোগ্রাফির পাশাপাশি ভালোলাগা মুহূর্তের বর্ণনা তুলে ধরব। আশা করি ফটোগ্রাফি গুলো এবং বর্ণনা করে আপনাদের অনেক ভালো লাগবে ফিরে পাবেন আপনাদের ভালো লাগা কিছু মুহূর্ত। তাই চলুন আর কথা না বাড়িয়ে এখনি মূল পর্বে চলে যাওয়া যাক।


'আমার বাংলা ব্লগ'
কোয়ালিটি সম্পন্ন পোস্ট


📸🦊📸



নিজে তোলা
বিভিন্ন প্রকার ফটোগ্রাফি
স্থান
গাংনী, মেহেরপুর


ফটোগ্রাফি সমূহ:


সাফল্যতা

শিক্ষক তখনই খুশি হন, নিজেকে সাকসেস মনে করেন, যখন তার ছাত্র শিক্ষকের কথা শুনে এবং সে অনুসারে অধ্যয়ন করে তার বাস্তব রূপটাকে দেখাতে পারে। কিছুদিন ধরে আমি প্র্যাকটিস করিয়েছিলাম পার্সোনাল প্রোনাউন্স উদাহরণসহ টেবিল আকারে শেখানোর। তবে ক্লাসের ছাত্ররা খুবই মনোযোগ সহকারে আমার ক্লাস গ্রহণ করেছে এবং সে আকারে চর্চা করেছে। আমি যেভাবে বুঝিয়েছি শিখিয়েছি এবং বোর্ডে চার্ট আকারে লিখে দিয়েছি ঠিক সেভাবেই আমার প্রিয় ছাত্র 'নয়ন' আজকে তা করে দেখাতে সক্ষম হয়েছে। আর এটা ভালো স্টুডেন্ট হওয়ার লক্ষণ। দোয়া করব যেন ভবিষ্যতে আরো ভালো কিছু খুব সহজে অধ্যায়ন করে ভালো রেজাল্ট করে ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে।

IMG_20221025_131908_168.jpg

IMG_20221025_131723_997.jpg
Photography device: Infinix hot 11s
location


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


লজ্জাবতী গাছ

ক্লাসে যখন ছোট বাচ্চাদের বলতাম এমন একটা গাছ রয়েছে যে গাছের পাতায় হাত লাগালে গাছের পাতা মিলে যায় বা নুয়ে যায়। আর এই গাছটির নাম লজ্জাবতী গাছ। এমন কথাগুলো শুনে ছাত্র-ছাত্রীরা খুবই অবাক হতো, দেখার খুবই আশা করত তারা। তাই স্কুল বাগান তৈরি করে যখন নার্সারিতে গিয়েছিলাম ফুলের গাছ কেনার উদ্দেশ্যে, নার্সারিতে দেখতে পেয়েছিলাম লজ্জাবতীর চারাও রয়েছে তাই আর দেরি না করে একটা লজ্জাবতীর ছোট্ট চারা কিনে এনেছিলাম। ছাত্র ছাত্রের মনের মধ্যে যে একটা লজ্জাবতী গাছ দেখার অনুভূতি ছিল এই গাছের মাধ্যমে তা সম্পন্ন হয়েছে এবং তারা মাঝেমধ্যে গাছটাতে এসে হাত লাগায় পাতাগুলো সেভাবে নুয়ে যায় আর তারা খুব আনন্দবোধ করে। আর অজানা একটা অবাক করা বিষয় সম্পর্কে খুব সহজেই অবগত হতে পেরেছে এই গাছটির মাধ্যমে। গাছটি আজ অনেক বড় হয়ে গেছে। ছোট ছেলে মেয়েরা প্রায় গাছের পাশে আসে বসে এবং তাদের পরীক্ষা করে থাকে।

IMG_20221016_141408_041.jpg

IMG_20221016_141412_692.jpg
Photography device: Infinix hot 11s
location


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


নয়ন তারা ফুলের ফটোগ্রাফি

বাগানে ফুটতে শুরু করেছে অসংখ্য নয়ন তারা বা বোতাম ফুল। সামান্য এক দেড় মাসের ব্যবধানে এত সুন্দর ফুল আমাদের সামনে ফুটবে তারা কখনো কল্পনাই করি নাই। অসংখ্য ছোট ছোট চারা আনা হয়েছিল,যা লাগানোর সময় অনেকেই অলসতা বোধ করেছিল। অনেকেই ভেবেছিল হয়তো গাছগুলো হবে না। একপ্রকার অবহেলার মধ্যে গাছগুলো হয়ে গেছে এবং দারুন ফুল ফুটছে যা দেখে মুগ্ধ স্কুলের শিক্ষক মন্ডলী এবং ছাত্র-ছাত্রীরা।

IMG_20221022_112101_760.jpg

IMG_20221022_112103_031.jpg

IMG_20221022_112125_050.jpg

IMG_20221022_112120_571.jpg

IMG_20221022_112106_693.jpg
Photography device: Infinix hot 11s
location


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


চিত্রাংকন প্রতিযোগিতা

১৯শে নভেম্বর আমাদের স্কুলে একটি জমজমাট অনুষ্ঠান হতে চলেছে। আর সেই অনুষ্ঠানে মূল আকর্ষণ থাকবে চিত্রাংকন প্রতিযোগিতা। কিছুদিন আগেও শেখ রাসেলের জন্ম দিন উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা হয়েছে আমাদের স্কুলে। আর এর প্রতিযোগিতার অংশ বিশেষ ফটোগ্রাফি এবং ভিডিওর মাধ্যমে প্রচার হয়েছে আমাদের স্কুলের ফেসবুক আইডিও ইউটিউব চ্যানেলে। যা দেখে আগ্রহী এলাকার অনেক ছোট ছোট শিক্ষার্থী। তারা ভেবেছিল গত শনিবার আমাদের স্কুলের চিত্রাংকন প্রতিযোগিতা হচ্ছে। অবশ্য শনিবার আমাদের স্কুল ছুটি ছিল এবং আমাদের একটা মিটিং ছিল স্কুলে। আমরা ওই মুহূর্তে স্কুলে অবস্থান করছিলাম শুধুমাত্র শিক্ষক মন্ডলীরা। সকাল ৯ টার আগ মুহূর্তে লক্ষ্য করলাম কিছু সংখ্যক ছাত্র-ছাত্রী গাড়ি থেকে নেমে স্কুলের দিকে এগিয়ে আসছে। তাদের প্রশ্ন করা হয়েছিল যেভাবে উত্তর দিয়েছিল স্যার আমরা চিত্র অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসেছি। সবচেয়ে বেশি অবাক লেগেছিল এতটুক ছোট বাচ্চারা এসেছে ৫-৭ কিলো মাইল দূর থেকে। হয়তো আমাদের ফেসবুক চ্যানেল দ্বারা খুব মনোযোগ সহকারে দেখে থাকে এবং কিছুটা হলেও সুনাম অর্জিত হয়েছে যার জন্যই এত উৎসাহ তাদের। খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া হলো ১৯ শে নভেম্বর প্রতিযোগিতা হবে এবং প্রত্যেক প্রাইমারি স্কুল থেকে প্রতি ক্লাসের ফার্স্ট এবং সেকেন্ড স্টুডেন্ট অংশগ্রহণ করতে পারবে। আর বিজয়ীদের জন্য রয়েছে বিশেষ পুরস্কারের ব্যবস্থা।

IMG_20221022_090147_654.jpg

IMG_20221022_090144_184.jpg
Photography device: Infinix hot 11s
location


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


সন্ধ্যা লগনে মাছের খাবার দেওয়া মুহূর্ত

সারাদিনের বিভিন্ন ব্যস্ততার ফলে মাছের খাবার দেয়ার টাইম প্রায় শেষ হয়ে গিয়েছিল। মাছের খাবার দেয়ার উদ্দেশ্যে মাঠের পুকুরে গিয়েছিলাম পড়ন্ত বিকেল টাইমে। পোছাতে না পোছাতেই হয়ে গেল মাগরিবের আজান। ধীরে ধীরে অন্ধকার নেমে আসতে থাকলো। এই মুহূর্তে মাছের খাবার দেওয়া শুরু করলাম। পাঙ্গাস মাছের ছোট্ট বাচ্চারা তখনও প্রস্তুত ছিল খাওয়ার জন্য। সেই খাবার দেওয়া মুহূর্তের অংশবিশেষ ক্যামেরাবন্দি করে রেখেছিলাম আপনাদের দেখানোর উদ্দেশ্যে।

IMG_20221025_174316_407.jpg

IMG_20221025_175050_141.jpg
Photography device: Infinix hot 11s
Location


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


বন্ধুত্বের বন্ধন

জীবনে বন্ধুরা মিলে অনেক কিছু করেছি কিন্তু তা স্মৃতি করে রাখতে পারে নাই কোন স্থানে যা পুনরায় দেখতে পারবো ঠিক এভাবে। হয়তো আজ আমার বাংলা ব্লগ ছিল বলেই এখানে সদস্য রূপে অংশগ্রহণ করেছি এবং জীবনের কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করে বর্ণনার সাথে তুলে ধরতে পারছি। যা স্মৃতি হয়ে থাকবে আজীবন। হয়তো এমন একটা দিন আসবে যখনও পুনরায় ফিরে পাব এই আনন্দঘন মুহূর্তটা ফটোগ্রাফি দেখার মধ্য দিয়ে। বন্ধুরা মিলে অনেক পিকনিকের আয়োজন করেছি কিন্তু এভাবে স্মৃতি করে রাখতে পারি নাই। সামান্য বড়া ভাজার আয়োজনটা যেন বারবার স্মরণ করিয়ে দিচ্ছে পূর্বের ফেলে আসা সেই আনন্দঘন মুহূর্তগুলো যা ক্যামেরাবন্দি করতে পারি নাই হয়তো ফিরে পাবোনা সেই দিন সেই ক্ষন তবে আজকের এই আয়োজনটা ক্যামেরা বন্দী হয়ে আছে তাই বারবার ফিরে পাচ্ছি ভালোলাগা মুহূর্তটাকে। আর দোয়া করব এভাবে টিকে থাক আমার বাংলা ব্লগের সকল সদস্যের বন্ধুর বন্ধন।

IMG_20221021_154119_146.jpg

IMG_20221021_154348_805.jpg

IMG_20221021_162724_986.jpg
Photography device: Infinix hot 11s
Location


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png

R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oD...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png


আশা করি,আমার এই পোস্টটি পড়ে আপনি অনেক বিষয় সম্পর্কে জানতে বুঝতে ও শিখতে পেরেছেন, সেই সাথে নতুন জ্ঞান অর্জন করতে পেরেছেন। পোস্টটি উপস্থাপনা কেমন ছিল এবং এ বিষয়ে আপনার অনুভূতি কেমন, অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। আপনার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইলো।

💌আমার পরিচয়💌


আমি মোঃ নাজিদুল ইসলাম (সুমন)। বাংলা মাস্টার্স ফার্স্ট ক্লাস মেহেরপুর গভমেন্ট কলেজ। আমার বাসা গাংনী-মেহেরপুর। মড়কা বাজার, গাংনী,মেহেরপুর এ গ্রীনরেইন ল্যাবরেটরি স্কুল নামক প্রি-ক্যাডেট স্কুলের সহকারি শিক্ষক । ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি মেরামত ও সৌর প্যানেল নিয়ে রিসার্চ করতে পছন্দ করি। প্রাকৃতিক দৃশ্য ফটোগ্রাফি করা আমার সবচেয়ে বড় ভালোলাগা। দীর্ঘদিনের আমি পাঙ্গাস মাছ চাষী এবং বিরহের কবিতা লেখতে খুবই ভালোবাসি।




পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

@sumon09

💖💞💞💖


image.png

image.png

আমার পরিচিতিকিছু বিশেষ তথ্য
আমার নাম@sumon09🇧🇩🇧🇩
ফটোগ্রাফি ডিভাইসমোবাইল
ব্লগিং মোবাইলInfinix hot 11s
ক্যামেরাcamera-50mp
আমার বাসামেহেরপুর
আমার বয়স২৬ বছর
আমার ইচ্ছেলাইফটাইম স্টিমিট এর 'আমার বাংলা ব্লগ' এ ব্লগিং করা

zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্ট, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগল ভাইয়া! আপনি যেভাবে একজন ছাত্র বা ছাত্রীকে পড়ান আমার মনে হয় না বুঝে উপায় নেই। আর সেই প্রতিদান যেন নয়ন রেখেছে। ফটোগ্রাফির সাথে চমৎকারভাবে অনুভূতিগুলো শেয়ার করেছেন। ১৯ শে নভেম্বর চিত্রাঙ্কন প্রতিযোগিতা হবে আশা করি সেই মুহূর্তটা আমাদের সাথে শেয়ার করবেন 🌼। আর বন্ধুত্বের স্মৃতিগুলো এভাবেই রয়ে যায় ডায়রীর ভাজে। ভালো ছিল ফটোগ্রাফি ও বর্ণনা 🌺

চেষ্টা করে থাকি ছাত্রছাত্রীদের জন্য ভালো শিক্ষা দেওয়ার। আর যেটা শেখাবো যেন ভালোভাবে শিখতে পারে যেন সারা জীবন কাজে লাগে।

খুব সুন্দর এবং ইউনিক একটি পোস্ট শেয়ার করেছেন আপনি ভাই।দারুন লাগলো আপনার পোস্টা এবং গুছিয়ে শেয়ার করেছেন শুভ কামনা রইল এগিয়ে যান।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইজান।

যখন একজন শিক্ষক ছাত্রদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারে তখন শিক্ষকের জীবনের সার্থকতা আসে। যাই হোক ভাইয়া বিভিন্ন সময়ের তোলা ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। নয়নতারা ফুল গুলো সত্যি অনেক সুন্দর লাগছে। এছাড়া মাছ গুলো খেলা করছে দেখে খুবই ভালো লাগলো। মাছেরা যখন খাবার খায় তখন এভাবে ছোটা ছুটি করে।

খুবই ভালো লাগলো আপু আপনার এত সুন্দর মন্তব্য পড়ে।

মামা আপনি তো দেখছি খুবই সুন্দর সুন্দর অ্যালবাম আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রথমেই দেখতে পেলাম আমার ছোট ভাইয়ের ছবি দিয়ে অ্যালবাম তৈরি করে শেয়ার করেছেন। মাছের খেতে দেয়া থেকে শুরু করে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার শেষ পর্যন্ত আপনি আমাদের সাথে শেয়ার করেছেন মামা। বিশেষ করে আপনার পোস্টে আমার কাছে দারুন লেগেছে।

হ্যাঁ নয়ন খুব ভালো বুঝতে পারে কিন্তু সহজে ক্লাস করতে চায় না। তবুও এই চাট তাদের শিখানো একান্ত প্রয়োজন, যে করে হোক চেষ্টা করে শিখিয়ে ফেলেছি।

আপনার বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো। বন্ধুদের সাথে খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। সত্যিই আপনাদের বন্ধুত্বের সম্পর্ক দেখে খুব ভালো লাগলো। মাছ চাষ করতে আমার খুব ইচ্ছে হয়। আপনার ফটোগ্রাফি গুলো দেখে মাছ চাষে আগ্রহ জাগ্রত হলো। এত চমৎকার পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

দোয়া করবেন যেন এই বন্ধন টিকে থাকে আজীবন।

সত্যি কিন্তু ভিন্ন ধরনের রেনডম ফটোগ্রাফি ব্যবহার হয়েছিল, কারণ এখানে ফটোগ্রাফির পাশাপাশি আপনার ছাত্রদের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে, শিক্ষক হিসেবে আপনি গর্ব বোধ করছেন, আমাদের খুব ভালো লাগছে আপনার ছাত্রদের এরকম পারফরম্যান্স দেখে। আপনার পোস্টে সব সময় আমরা ভিন্নতার স্বাদ পেয়ে থাকি।

চেষ্টা করি ভাই নতুন কিছু আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য আর আরও চেষ্টা করে থাকে শিক্ষণীয় বিষয় যেন যা থেকে নতুন কিছু জানার অর্জন করতে পারেন।

একজন শিক্ষক হলেন সমাজের কারিগর। আপনার প্রতিনিয়ত পোস্টে আপনার দায়বদ্ধতা ফুটে ওঠে। আর মাছ চাষ বিষয়টাও ভীষণ আকর্ষণীয়। তবে আমি বলব যেহেতু ফটোগ্রাফি পোস্ট করছেন তাই একটু অ্যাবস্ট্রাক্ট ফটো হলে আরো আকর্ষণীয় হত।শুভ কামনা রইলো।

চেষ্টা করব আপু আপনাদের মনের মত পোস্ট করার জন্য।

আমি আগেও আপনার পোস্ট পড়ে বুঝেছি, আপনি শিক্ষক হিসেবে অনেক ভাল একজন মানুষ। আর এর বাইরে ও আপনার প্রতিদিনের কাজ আমি দেখেছি, তাতে মনে হয়েছে আপনি একজন পরিশ্রমী মানুষ। আর পরিশ্রমী মানুষদের জয় হয়ই।সব মিলিয়ে ফটোগ্রাফি বেশ ভাল ছিল।এত মাছের বাচ্চা একসাথে?? 😍 অনেক ভাল লাগলো ভাইয়া। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

আমি সর্বদা পরিশ্রম করতে ভালোবাসি কারণ পরিশ্রম সৌভাগ্য চাবিকাঠি

চমৎকার লাগলো ভাই। আজকের আপনার রেনডেনম ফটোগ্রাফি গুলো। সবচেয়ে ভালো লাগলো আমার কাছে খুঁজে বাচ্চাগুলোর প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য স্কুলে আসা। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

সুন্দর কিছু নিয়ে উপস্থিত হবার যা দেখে মুগ্ধ হবেন।