হাই বন্ধুরা!
হাই
বন্ধুরা!আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। প্রথমে বলে রাখি,
মানুষ ভুলের উর্ধ্বে নয়, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আজকে আমি আপনাদের মাঝে সচেতনামূলক একটি পোস্ট নিয়ে উপস্থিত হয়েছি। আমি প্রায় লক্ষ্য করে থাকি অনেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে। ঠিক তেমনি আমিও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব তা হচ্ছে ইচ্ছে আগ্রহ ও প্রচেষ্টা। তাহলে চলুন শুরু করি।আলোচনার বিষয়: ইচ্ছে আগ্রহ ও প্রচেষ্টা |
---|
প্রথমে মহান সৃষ্টিকর্তার নাম মনে নিয়ে সুন্দর একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা শুরু করলাম। আমার পোস্টের টাইটেল দেখে বুঝে গেছেন কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আমরা জানি ইচ্ছে থাকলে উপায় হয়। ঠিক তেমনি কিছু কিছু বিষয়ে ইচ্ছে করলে, সেই বিষয়ে নিজের আগ্রহ ও প্রচেষ্টা থাকা লাগে। কোন একটা বিশেষ বিষয়ে আপনি যত আগ্রহী হবেন, আগ্রহতার সাথে সেই কাজ চালিয়ে যাবেন, অবশ্যই সেখানে সফলতা আসবে। সাফল্যতা না আসলেও অনেক কিছু জানতে ও শিখতে পারবেন। সাফল্যতার পথে চলতে পারবেন।
এই মনে করুন স্টিমেট প্ল্যাটফর্মের কথা। এটা ব্লগিং প্ল্যাটফর্ম। কিন্তু এই প্লাটফর্ম সম্পর্কে খুব কম মানুষ জানেন। এখানে কাজ করলে মানুষের ক্ষতি হয় না বরঞ্চ মানুষ লাভবান হয়, আর্থিক দিক থেকে লাভবান হতে পারে। তাই আমাদের উচিত আমাদের পরিবারের লোকজন আত্মীয়-স্বজন অসহায় বেকার এ সমস্ত মানুষগুলোকে এই পথ দেখানো ও সহযোগিতা দেওয়া। কারণ আজ দেশের লাখ লাখ মানুষ বেকার অবস্থায় অনলাইনে বিভিন্ন কাজ খোঁজার চেষ্টা করছে দুই পয়সা ইনকামের জন্য। আমাদের আশেপাশে যারা রয়েছে তাদেরকে অবশ্যই সহযোগিতা করা আমাদের মানবতার ধর্ম। সেখানে নিজের মনের উদারতার প্রকাশ পায়। যেমন আমাদের বড় দাদার ভেতরে আমি খুজে পেয়েছি। কারণ উনি না থাকলে তো এত সুন্দর ভাবে এবিবি স্কুল থেকে আমরা শিখতে পারতাম না। তিনি ভারত থেকে যদি বাংলাদেশের মানুষকে সহযোগিতা দিতে পারে। আপনি আমি কেন আমার পরিবার সমাজ এর মানুষদের সহযোগিতা দিতে পারব না। তাই চেষ্টা করতে হবে যারা আগ্রহী রয়েছেন তাদেরকে শিখিয়ে দেওয়ার। এমন উদার মন মানসিকতা নিয়ে আমাদের চলতে হবে। একবারে শিখাতে না পারলে ছয় মাসের ব্যবধান, আপনি মাঝেমধ্যে একটু করে শিখাতে থাকুন এবং রাস্তা চিনিয়ে দিন; সে নিজ থেকে শিখতে থাকুক। যারা আগ্রহী নয় তাদেরকে উৎসাহ দিন। কারণ অনেকেই রয়েছে অবহেলায় মূল্যবান সময় লস করে ফেসবুক ইউটিউব এর মত জায়গায় ভিডিও দেখে দেখে।
তবে এমন কোন ব্যক্তিকে আপনি সহায়তা দিতে যাইয়েন না। যার মধ্যে আগ্রহর সিটি ফোটা নেই। যার মধ্যে কোন প্রচেষ্টা নেই। শুধু এই বিষয় বলে নাই এখানে আমি তো স্টিমিটটাকে উদাহরণস্বরূপ নিচ্ছি।দেখা যাচ্ছে আপনি এমন একজনকে গুরুত্বপূর্ণ কোন কিছু শিখানোর চেষ্টা করছেন, সে শুধু আপনাকে একটু মান্য করে বা উপস্থিত শেখার ভান করছে। কিন্তু তার কোন গুরুত্ব বা আগ্রহ নেই। কোন প্রকার প্রচেষ্টা নেই। একটি মুহূর্ত যদি আপনি দেখেন আপনাকেই গুরুত্ব দিচ্ছে না। আপনার প্রতি তার কোন আগ্রহ নেই, তাহলে কাজের প্রতি আগ্রহ থাকে কিভাবে। এমন ব্যক্তিদের থেকে দূরে থাকবেন। কারণ এখানে আপনার মান সম্মান নষ্ট হওয়ার ভয় রয়েছে। তবে অসহায় অবহেলিত বেকার যারা রয়েছে,যারা রাত পোহালেই দুইটা টাকা ইনকামের জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ে তাদেরকে সহায়তা করুন আপনার সাধ্যমত। আপনি যে কাজগুলো জানেন যেখান থেকে ইনকাম করা যায় হালাল পথে সেগুলো শিখিয়ে দিন। যদি বাজারে ঝাল মুড়ি বিক্রি এর অভিজ্ঞতা আপনার থাকে, সেটা অন্যকে শিখিয়ে দিন কিভাবে বিক্রয় করলে দুই পয়সা লাভ করা যায়। এতে দেখবেন একজন থেকে আরো ১০ জন আগ্রহী হচ্ছে। ভালো কাজে প্রচেষ্টা চালিয়ে নিজের ভবিষ্যৎটাকে ভালো পর্যায়ে নিচ্ছে।
আমি এখানে লক্ষ্য করে দেখেছি পুরুষের পাশাপাশি পরিবারের মহিলারা কাজ করছেন। এটা কিন্তু একটা ভালো দিক। কিছুদিন আগে একটি দোকানে লক্ষ্য করে দেখলাম স্বামী দোকানে বেচা কেনা করছেন, দোকানে কাজের লোক নেই তাই স্ত্রীর সহযোগিতা করে বেচাকানায় আগিয়ে দিচ্ছেন। এগুলো ইচ্ছে আগ্রহ ও প্রচেষ্টা। কারণ উভয়ের মাধ্যমে তাদের পরিবারটা সচ্ছল পর্যায়ে যেতে পারে। আর এমন বিষয়গুলো নিজেদের মধ্যেই তৈরি করতে হয়। কারণ তখন আমি ভেবে দেখলাম যদি দোকান দার ব্যক্তি টা ১০ দিনের জন্য অসুস্থ হয় তাহলে অবশ্যই তার স্ত্রী যে কোন ভাবে দোকানটাকে সামলিয়ে নিতে পারবে। আর যদি তার অভিজ্ঞতা না থাকে তাহলে কিভাবে দোকানটা চলবে। দোকানটা দশ দিনের জন্য বন্ধ থাকবে। তাই সবার মধ্যে এমন চিন্তাধারা থাকতে হবে যে কোন ভাল কাজে নিজের আগ্রহ ও প্রচেষ্টা। কারণ ভালো কাজে আগ্রহ ও প্রচেষ্টার মধ্য দিয়ে একটা সুন্দর পরিবার ও সমাজ এমনকি জাতি গঠন করা যায়।
বিষয় | ইচ্ছে আগ্রহ ও প্রচেষ্টা |
---|---|
ফটোগ্রাফি ডিভাইস | Infinix Hot 11s |
Photo editing app | picsart app |
লোকেশন | গাংনী-মেহেরপুর |
ব্লগার | @sumon09 |
দেশ | বাংলাদেশ |
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ। |
---|
X-promotion
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
22-11-24
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনি আমাদের মাঝে আলোচনা করেছেন ভাইয়া। আসলে ইচ্ছে থাকলে উপায় হয় কথাটা সত্য। তবে কিছু কিছু ক্ষেত্রে নিজেদের আগ্রহ থাকতে হবে যাতে সাফল্যতা আসে। আমরা চেষ্টা করলে অনেক কিছু করতে পারি সেটা নিজের প্রচেষ্টার মধ্য দিয়ে আবার কারো সহায়তা মাধ্যমে। আর এভাবে যদি একে অপরকে সহযোগিতা করি তাহলে সুন্দর একটা সমাজ গড়া যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit