আসসালামু আলাইকুম
হাই! বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপন করতে চলেছি আমার পুকুরপাড়ে সবজি বাগানে সবজি উৎপাদনের জন্য প্রাথমিক পর্যায়ের কার্যক্রমের ভিডিও। আশা করব এই ভিডিও আর বর্ণনার মাধ্যমে বেশ অনেক কিছু জানতে পারবেন।
Infinix Hot 11s
পুকুর পাড়ে আমার বেশ কয়েকটা সবজির বাগান রয়েছে। আর সে সবজি বাগানে সারা বছরে কম বেশি বিভিন্ন প্রকার শাকসবজি উৎপাদন করার চেষ্টা করে থাকি। ঠিক তেমনি শীতের পর সবজি উৎপাদন করেছিলাম আমাদের পুকুর পাড়ের ছোট্ট একটি বাগানে। সেখানে প্রথম এই বাগানটা তৈরি করা হয়। এছাড়াও আগে দুইটা বাগান ছিল এটা বলতে গেলে তিন নম্বর বাগানটা। এই বাগানটা এ বছর প্রথম প্রস্তুত করেছি চারিপাশের ঘেরা ঘেরি করে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে। আর প্রাথমিক পর্যায়ে সবজির বীজ লাগানোর জন্য জায়গায় জায়গায় থানা তৈরি করেছিলাম। এখানে মেন উদ্দেশ্য ছিল লাউ আর বরবটি গাছ এর বীজ লাগানো পরবর্তীতে অন্যান্য শাকসবজি উৎপাদন করব বিশেষ করে শীতের সময় পেঁয়াজ রসুন টমেটো সহ আরো অনেক কিছু। তাই শীতের সেই মুহূর্তে এভাবেই জায়গাটা প্রস্তুত করেছিলাম জায়গায় জায়গায় থানা করে, থানা গুলো খুব সুন্দর করে মাটির ঝুরঝুরি করে।
Photography device: Infinix hot 11s
location
প্রথমে কোদাল দিয়ে নির্দিষ্ট করে জায়গা কুপিয়ে নিয়েছিলাম থানা করার জন্য। উপরের শক্ত মাটি ফেলে দিয়ে নিজের মাটিতে আবার ঝুড়ি করে নেওয়া হয়েছিল। নিচে ঝড়ঝুড়ি করা মাটিতে কম্পোস্ট সার ব্যবহার করতে হয় তবে প্রথমত আমি কম্পোস্ট সার এবার ব্যবহার করছিলাম না। আশা ছিল সবজি গাছ বের হয়ে যাবে তারপর কম্পোস্ট সার ব্যবহার করব,কারণ পড়ে থাকা জমিগুলো এমনিতেই বেশ উর্বর হয়ে থাকে। তাই প্রথমে কোদাল দিয়ে থানাগুলো তৈরি করে নিয়ে উপরে মাঠে ফেলে দেওয়ার পর নিজের মাটি ঝুল করে এরপর কয়েকটা দিন শুকানো হয়েছিল। এরপর আবার কোদাল দিয়ে মাটি ঝুরঝুরি করে তারপর সাবমারসিবল পাম্প ও ব্যাটারির সহযোগিতায় জায়গাগুলোতে পানির ভরাট করেছিলাম। এরপর তার মধ্যে ইউরিয়া সার গুলিয়ে দিয়েছিলাম। কারণ উর্বর মাটিতে ইউরিয়া সার দিলে সেই মাটিটার আরো কার্যকরী ক্ষমতা বেড়ে যায়।
Video device: Infinix hot 11s
location
এরপর পানি দেওয়া শেষ হলে পরে ইউরিয়া সার গুলিয়ে দেওয়া, সার দেওয়া শেষ হলে কিছুটা সময়ের জন্য অপেক্ষা করছিলাম, তবে অপেক্ষা বেশিক্ষণ করতে হয়নি এই কারণে যে প্রত্যেকটা থানাতে থানাতে একইভাবে পানি দেওয়া মাটিগুলো সুন্দর করে নরম করে দেওয়া, তার সাথে ইউরিয়া সার গুলিয়ে দেওয়া কাজ করতে করতে দেখা গেছে প্রথম দিকের জায়গার পানি শুকিয়ে যাওয়া শুরু হয়ে গেছে। ঠিক সে সমস্ত থানা গুলোতে লাউ ও বরবটি বীজ লাগিয়ে দেওয়া হল। তবে শুধু যে থানা প্রস্তুত করে বীজ লাগানো তা কিন্তু নয় পাশাপাশি যে সমস্ত জায়গা গুলো ঘেরা সম্পন্ন হয়েছিল না সেগুলো ঘেরাও করেছিলাম বাঁশ কেটে কেটে। আর এভাবেই পুকুর পাড়ে তিন নম্বর সবজি বাগানটা শুরু করেছিলাম শীতের সময় অর্থাৎ ২০২৩ সালের শেষের দিকে।
Photography device: Infinix hot 11s
location
ভিডিও বিষয়ক | তথ্য |
---|---|
বিষয় | সবজি বাগান |
ভিডিও ডিভাইস | মোবাইল ফোন |
ভিডিও ম্যান | @sumon09 |
Editing app | PicsArt & inshot |
YouTube channel | সোর্স |
লোকেশন | গাংনী-মেহেরপুর |
আমার বাংলা ব্লগের সদস্য,সুমন। থানাঃ গাংনী, গাংনী-মেহেরপুর বাংলাদেশ। দৈনন্দিন জীবনে আমার পথ চলার প্রতিপাদ্য বিষয়: সততা সচেতনতা সাহসিকতা যার মধ্যে ন্যায় নীতি নিহিত।
পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।
আপনি অবশ্য এটা ভালো করছেন, পুকুর পাড়ের পরিত্যক্ত জায়গার মধ্যে সবজি চাষ করেছেন, এটা দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। আসলে বর্তমানে দ্রব্য মূল্য উধ্যগতির সময়ে নিজের জমিতেই বিভিন্ন ধরনের সবজি চাষ করা অনেক ভালো। যাইহোক, আপনি দেখছি খুবই সুন্দর করে সবজি চাষ করার চেষ্টা করছেন। আপনার উদ্যোগ টি দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাই এভাবে চেষ্টা করি
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মাঝে মাঝেই আপনার পোষ্ট থেকে পুকুর পাড়ের দৃশ্য চোখে পড়ে।এইসময় বরবটি ,শিম বীজ সহ অনেক বীজ লাগানো হয়ে থাকে।আমাদের বাড়িতেও লাগানো হয়েছে।আপনারা অনেক বীজ লাগিয়েছেন দেখে ভালো লাগলো ভাইয়া।তবে আপনারা যাকে থানা বলেন আমরা তাকে মাদাবলি।ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ আমরা থানা বলে থাকি
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কম্পোস্ট সার প্রয়োগ করে ফসল উৎপাদন করলে সেই ফসল অনেক ভালো হয়। আর সবজি গাছ উৎপাদন করলে ভালো সবজির ফলন হয়। ভাইয়া আপনার উপস্থাপন করা ভিডিওগ্রাফি দেখে খুবই ভালো লেগেছে। সবজির গাছ লাগানোর জন্য আপনি খুবই সুন্দর করে মাটি প্রস্তুত করেছেন দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভাইয়া ধাপে ধাপে সম্পূর্ণ পদ্ধতি তুলে ধরার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দারুন মন্তব্য করেছেন আপনি
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এভাবে সবজি চাষ করলে স্বাস্থ্যসম্মত সবজি খাওয়া যায়। বিষমুক্ত সবজি আমাদের শরীরের জন্য অনেক ভালো। এখন তো বাজারে বেশিরভাগ সবজি উৎপাদনে বিষ ব্যবহার করে। আপনি অল্প অল্প করে খনন করেছেন এখানে লাউ এবং বরবটি লাগাবেন বলে। তবে পরবর্তীতে শীতের মৌসুমে আরো অনেকগুলো সবজি চাষ করার ইচ্ছে আছে। ভিডিওগ্রাফি টা দেখেও বেশ ভালো লাগলো ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ভালো লাগলো মন্তব্য দেখে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার এই ভিডিওগ্রাফির মাধ্যমে বুঝতে পারলাম আপনাদের এলাকায় অনেকেই এরকম সবজি চাষ করে।আমাদের এলাকাতে খুব কম সংখ্যক লোকে করে সবাই বাজারের উপর নির্ভরশীল। নিজেরা যদি শাকসবজি করা যায় তখন অনেক দিক থেকেই লাভবান হওয়া যায়। যাইহোক আপনাদের সবজি চাষের প্রস্তুতি দেখে আমার খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ, এত সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি সরাসরি দেখেছি আপনার পুকুর পাড়ের এই সবজির বাগানটা। আজকে আবার ভিডিওগ্রাফির মাধ্যমে দেখতে পেলে খুবই ভালো লাগলো। আপনি পরিবারের সবজি চাহিদা পূরণ করার জন্য পুকুর পাড়ে যেভাবে সবজি উৎপাদন করছেন সেটা সত্যি প্রশংসার দাবি রাখে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ ভালো লাগলো জেনে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ ভালো একটি পরিকল্পনা আপনার। পুকুরপাড়ের খালি জায়গা গুলো পড়ে না থেকে সবজি বাগান করেন খুব ভালো লাগে দেখে। এর মাধ্যমে ঘরের সকল সদস্যদের জন্য প্রয়োজনীয় খাবার গুলো উৎপাদন হয়। তাছাড়া ও চেষ্টা করলে অতিরিক্ত সবজি বাজারে বিক্রি করতে পারেন। আপনি আবারো সবজি বাগানের কার্যক্রম শুরু করে দিলেন। প্রক্রিয়াটি দেখে খুবই ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু ঠিক বলেছেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে পুকুরের পাড়ে সবজি তৈরি করাটা বেশ ভালো একটা দিক। এখানে সবজি তৈরি করতে পারলে নিজেদের খাবারের সাথে সাথে বিক্রিও করা যায়। এবং সেখান থেকে ভালো অংকের টাকা লাভবান হওয়া যায়। আপনি বেশ চমৎকার উদ্যোগ নিয়েছেন আপনার উদ্যোগে স্বাগতম জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাই ঠিক বলেছেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করেছেন আপনার এই চিন্তাধারা আমার কাছে অনেক ভালো লেগেছে। পুকুর পাড়ে সবজি চাষ করলে অন্তত পরিবারের মানুষ ভালো মানের সবজি খেতে পারে। তাছারা নিজের সবজি তৈরি করতে পারলে সংসারের কিছু টাকা বেঁচেও যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit