আমি যেখান থেকে ফ্যানটা নিয়েছিলাম সেই দোকানের একটি মেমো আমার হাতে ধরিয়ে দেয়া হলো। এরপর এই ট্রান্সপোর্ট এর একটি ফর্মে আমাকে স্বাক্ষর করতে দিল। স্বাক্ষর করা শেষে ৫০ টাকা বকেয়া পাশাপাশি ১০ টাকা বকশিশ নিল। বকেয়া কেন হল সেটা আমার জানা ছিল না কারণ আমি তো টাকা পরিশোধ করে দিয়েছিলাম ফ্যানের দাম সাড়ে ১১০০ সহ মোট বারোশো টাকা দিয়েছিলাম।
Photography device: Infinix hot 11s
Location
ফ্যানটা মোটরসাইকেল এর সাথে সুন্দর করে বেঁধে আমি বাড়িতে চলে আসলাম। বাড়ীতে আসতে সন্ধ্যা লেগে গেল। মাগরিবের আজান হয়ে গেছিল।
Photography device: Infinix hot 11s
Location
এর পর প্যাকেটটি আনবক্সিং করে সম্পন্ন ফ্যানের খোলার সরঞ্জাম গুলো দেখলাম। প্যাকেটের মধ্যে খুব সুন্দর ভাবে সাজিয়ে রাখা ছিল ফ্যানের নিচের স্থান, জালিগুলা, বডি সহ আরো অনেক কিছু। ফ্যানের সবকিছু আমি প্যাকেটের মধ্যে থেকে বের করলাম এবং সানের উপর রেখে দেখে নিলাম কিভাবে সেট করতে হবে।
Photography device: Infinix hot 11s
এরপর ফ্যানের নিচের অংশ এবং বডির অংশের মাঝখানের দুটি তার একসাথে সুন্দর করে সংযুক্ত করে দিলাম। তারপর নিচের অংশ আর মাঝখানের বডির অংশ প্যাচের মাধ্যমে জয়েন করে দিয়ে নিচে একটি নাট থাকায় সে নাটটা লাগিয়ে দিলাম। এভাবে ফ্যানের নিচের আর বডির অংশ সংযুক্ত করা হয়ে গেল। এদিকে ফ্যানের দুইটা জালি থাকে, যার মধ্যে পাখা ঘুরে। জালির সামনের অংশে কোম্পানির নাম লেখা প্লাস্টিকের প্লেট খোলা ছিল,যেটা সুন্দর করে হাতের সাহায্যে চাপ দিয়ে সেট করে নিলাম।
Photography device: Infinix hot 11s
এবার ফ্যানের মোটরের সামনের দুই জালির প্রথমটা কানেক্টরের মাধ্যমে লাগিয়ে দিলাম। তারপর ফ্যানের পাখা সুন্দর করে কানেক্টরের মাধ্যমে এটে নিলাম। অবশেষে ফ্যানের দ্বিতীয় জালিটা ফ্যানের টাই এর মাধ্যমে আটকে দিলাম।
Photography device: Infinix hot 11s
সম্পূর্ণ ফ্যান সেটাপ করা হয়ে গেল। এরপর আমি আমার সৌর প্যানেলের লাইন এর সাথে এটা যুক্ত করে চালিয়ে দেখার চেষ্টা করলাম ঠিকঠাক ভাবে ফ্যানটা চলছে কিনা। আপনারা ফ্যানের নিচের সুইচ অংশে তাকালে দেখতে পারবেন সুন্দর একটি হলুদ বাতি জ্বলছে। ঠিকভাবে কানেকশন পেয়েছে এবং সজরে ফ্যানটা ঘুরতে থাকলো। শীতের এই দিনে শীতল হাওয়া গায়ে লাগতে থাকলো অনেক দিন পর। যেহেতু গরমের সময় ফ্যানগুলোর দাম অনেক বেশি হয়ে যায় তাই এডভান্স কিনে রাখার চেষ্টা করলাম সুযোগ সাপেক্ষে। আর এভাবেই অনলাইনের মাধ্যমে বেশ টুকিটাকি জিনিস কেনাকাটা করা হয় আমার।
Photography device: Infinix hot 11s
এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ। |
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনলাইনে কেনাকাটা করতে এখন খুবই ভয় লাগে ভাইয়া। যাইহোক আপনি অনলাইন থেকে কেনাকাটা করেছেন এবং ভালো জিনিসটা পেয়েছেন এবং অনুভূতি আমাদের মাঝে তুলে ধরেছেন এবং এই ফ্যানটা দেখে মনে হচ্ছে অনেক কোয়ালিটি সম্পূর্ণ অনেক ভালো মানের। আপনি সবসময় অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন পোস্ট করে থাকেন, ভীষণ ভালো লাগে আপনার জন্য শুভেচ্ছা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার অনেক দিনের অভ্যাস, তাই কেনাকাটা করে থাকি মাঝে মাঝে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit