বামুন্দি সবজি বাজারে একদিন।

in hive-129948 •  20 hours ago 


আসসালামু আলাইকুম




হাই বন্ধুরা!

কেমন আছেন সবাই? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাই-বোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বামুন্দি সবজি বাজারের সুন্দর কিছু ফটোগ্রাফি নিয়ে। আশা করব আমার এই লাইফস্টাইল মূলক পোস্ট আপনাদের কাছে অনেক ভালো লাগবে।


IMG_20241122_172453_3.jpg

photography device:
Infinix Hot 11s

বামুন্দি বাজার


ফটোগ্রাফি সমূহ:


আমরা জানি সারা বছরে আমাদের দেশে প্রচুর পরিমাণ শাকসবজি উৎপাদন হয়ে থাকে। তবে সেই সমস্ত শাকসবজির মধ্যে শীতকালীন শাকসবজি আমার একটু বেশি লক্ষ্য করে থাকি। শীতকালীন শাকসবজি গুলো শীতকালে বেশি উৎপাদন হয়ে থাকে আমাদের দেশে। তবে তার মধ্যে কিছু কিছু শাকসবজি রয়েছে কৃষক ভাইয়েরা এডভান্স চাষ করার চেষ্টা করে শীতের আগেই। এবছর শাক সবজির ব্যাপক দাম গেছে বিভিন্ন কারণে। তবে শীতকালীন শাকসবজি বাজারে ওটাই অনেকটা দাম কমেছে এবং জনসাধারণের স্বস্তি ফিরেছে। ঠিক তেমনি শাকসবজির সুন্দর ফটোগ্রাফি আপনাদের মাঝে উপস্থাপন করলাম। বামুন্দি বাজারে কেনাকাটা করার উদ্দেশ্যে উপস্থিত হয়েছিলাম। প্রায় দিন আমরা বামুন্দিবাজারে উপস্থিত হই বিশেষ বিশেষ প্রয়োজনীয় জিনিসগুলো কেনার উদ্দেশ্যে। বেশ কিছুদিন আগে ঠিক সেভাবেই উপস্থিত হয়ে পড়েছিলাম বিকেল মুহূর্তে। এরপর দেখতে পারলাম সবজি বাজারের সুন্দর দৃশ্য। একদিকে কেনাকাটার যেমন ধূম পড়ে গেছে আরেকদিকে প্রচুর মানুষজন।

IMG_20241122_172057_9.jpg

IMG_20241122_172110_7.jpg

IMG_20241122_172141_3.jpg


সবজি বাজারে শুধু শাকসবজি বিক্রয় হচ্ছে তা কিন্তু নাই। এখানে ঝালের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া থেকে শুরু করে বিভিন্ন মসলা জাতীয় জিনিস এবং লেবু বিক্রয় হয়ে থাকে। তার পাশেই রয়েছে অস্ত্রপাতির দোকান অর্থাৎ সবজি কাটার জন্য যে সমস্ত জিনিস প্রয়োজন সেগুলো বিক্রয় হয়ে থাকে সবজি বাজারের পাশে। আর এখানে শীতকালীন শাকসবজি ফুলকপি বাঁধাকপি মুলা গাজর সিম মিষ্টি কুমড়ো বেগুন সহ যাবতীয় শাকসবজির দেখা মেলে। তবে আমি যখন ফটো ধারণ করেছিলাম তখন শাকসবজির দাম গুলো অনেক বেশি ছিল। সামান্য মুলা কিনতে গিয়ে ৬০ টাকার কেজি বলেছিলেন। তবে এখন কিন্তু পাঁচ দশ টাকা কেজি মুলা পাওয়া যায় বাজারে। আমি বাজারে উপস্থিত হয়ে একটা বিষয় সেদিন লক্ষ্য করে দেখেছিলাম। মানুষজন শাকসবজি কেনার উদ্দেশ্যে ঘুরছে ঠিকই কিন্তু সেভাবে কোন জিনিস কিনতে পারছে না দামের কারণে। এই দিনগুলো ব্যাপক দামের কারণে মানুষের হতাশার লক্ষ্য করেছিলাম বেশি।

IMG_20241122_172150_1.jpg

IMG_20241122_172020_758.jpg

IMG_20241122_172036_5.jpg


আমার সবজি বাগানে সবসময় অনেক অনেক শাকসবজি থাকে যার জন্য বেশি কিছু কিনতে প্রয়োজন হয়নি। সামান্য শসা সহ অন্যান্য জিনিস কিনে আমি শান্ত ছিলাম। কারণ আমার তো বেশি প্রয়োজন নেই। তবে বাজারে উপস্থিত হয়ে মানুষের হতাশ দৃশ্য উপলব্ধি করেছিলাম তখন। তখন একটি ফুলকপি কিনতে গেলে ৫০ টাকা লাগবে এখন অবশ্য ১০ টাকায় ফুলকপি পাওয়া যাচ্ছে আমাদের এখানে। শুধু সময় বলে দেয় কখন কোন জিনিসের দাম বৃদ্ধি পাবে আবার কমে যাবে। তবে আলহামদুলিল্লাহ মানুষের মধ্যে এক প্রকার স্বস্তি এসেছে সবজির দাম কমে। এই মুহূর্তে আলুর দাম ছিল ১০০ টাকা কেজি এখন আলুর দাম 50-55 টাকায় চলে এসেছে। এই বিষয়গুলো কিন্তু আমাদের জন্য বেশ ভালো একটা দিক। ওই দিনের স্মৃতিগুলো যেন আমার কাছে বেশসহ হতাশজন ও আশ্চর্যজনক মনে হচ্ছিল।

IMG_20241122_172314_8.jpg

IMG_20241122_172335_1.jpg

IMG_20241122_172414_6.jpg


তবে একটা জিনিস আমার কাছে বেশি ভালো লেগেছিল। শীতকালীন শাকসবজি গুলো খুব সুন্দর ভাবে ডালি ভর্তি করে সাজিয়ে রেখেছেন এই দেখে। ব্যাপক দাম থাকায় সেই দিন মানুষের কিনতে এসেও পিছপা হয়েছিল অনেকে। এইজন্য ডালা ভর্তি ভাবে শক সবজি গুলো দেখতে পাওয়া গেছিল। তবে কিছুটা সময়ের জন্য এই বাজারে উপস্থিত হয়ে আমি বেশ কিছু ফটো ধারণ করার সুযোগ পেয়েছিলাম। কারণ আমার সাথে আমার বন্ধু মারুফ উপস্থিত ছিল। সে বেশ কিছু কেনাকাটা করছিল বাজার থেকে। সেই সুযোগ ধারণ করা। মাঝেমধ্যে শাকসবজি বাজারে উপস্থিত হলে বাজার পরিস্থিতি গুলো জানতে পারা যায় খুব সহজে। আর এভাবেই ভবনলি বাজারে বিভিন্ন জিনিস কেনাকাটার মধ্য দিয়ে সময় অতিবাহিত হয়েছিল।

IMG_20241122_172430_9.jpg

IMG_20241122_172510_7.jpg

IMG_20241122_172524_5.jpg


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

পোস্ট বিবরণ


ব্লগারsumon09
ডিভাইসInfinix Hot 11s
লোকেশনবামুন্দি বাজার
ক্যামেরা50mp
দেশবাংলাদেশ


পুনরায় কথা হবে পরবর্তী কোন লাইফস্টাইল পোস্টে, ততক্ষণ ভালো থাকবেন সবাই। সকলের জন্য শুভকামনা রইল,আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png



6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzpQii6mQVp5A4gDGCDR68W9RxwfgYXDkuSdrT6M7Y7xaaSUX484gjnbdCNf4usUnqiHpgSG4y2v9nUyHY.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

27-12-24

Screenshot_20241227-150153.jpg

Screenshot_20241227-150045.jpg

Screenshot_20241227-150027.jpg

বামুন্দি সবজি বাজারে খুব সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছেন। শীতকাল হচ্ছে বিভিন্ন রকম শাকসবজির সিজন। এই সময়টাতে বাজারে যেন শাকসবজির অভাব থাকে না। শীতের সবগুলো সবজি আমার খুব পছন্দ। আপনার ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো। আলুর দাম এখন কিছুটা কমেছে জেনে ভালো লাগলো। মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।