হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। এখন শেয়ার করতে চলেছি এই মুহূর্তে পুকুর পাহারা অনুভূতি।
যেন আকাশের চাঁদকে সাক্ষী রেখে পুকুরের দিকে রওনা দিলাম কিছুক্ষণ আগে। দিনে প্রচন্ড গরম রাতে বেশ সুন্দর ঠান্ডা আবহাওয়া আকাশে উঠেছে চাঁদ অর্থাৎ চাঁদনী রাত। আর এমনও রাতে ঘরের পরে না থেকে বাইরের পরিবেশে বেড়াতে বেশ ভালো লাগে আমার। তবে পুকুর পাহারার সুবাদে উপস্থিত হতে হয় দূর মাঠের দিকে। যেন নীরব নিস্তব্ধ বাঁশ বাগানের নিচ দিয়ে চুপিচুপি আধার পেরিয়ে মাঠের দিকে অগ্রসর হওয়া। হয়তো গাছের ডাল থেকে পাখিরা আমাকে দেখে ফেলে একটু শব্দ করে উঠলো। আরো শব্দ করে উঠল দূর থেকে বেশ কয়েকটা কুকুর। আমি তাদের চোখ পানে লাইট মেরে সতর্ক করে দিলাম তারা থেমে গেল।
বেশ কিছুক্ষণ পর উপস্থিত হয়ে গেলাম পুকুর পাড়ের দিকে। প্রচন্ড রোদ গরমের জন্য পানির লেয়ার অনেক নিচে নেমে গেছে তাই রাতে পুকুরে মোটর চালিয়ে পানি দেওয়ার কার্যক্রম চলছে এখন। যে কোন মুহূর্তে লোডশেডিং হয়ে মোটর থেকে পানি নেমে যায়। ঠিক তেমনি কিছুক্ষণ আগে একই সমস্যার সম্মুখীন হলাম। ধাপা সিস্টেম থাকাই কারেন্ট আসার পরে আবারো পানি ওঠার কথা কিন্তু কোন সমস্যার কারণে পানি বন্ধ হয়ে ছিল। এক হাতে মোবাইল ধরে আর এক হাতে কাজ সম্পন্ন করে পানি ওঠার ব্যবস্থা করে দিলাম। পুকুরের পানি এতটাই কমে গেছে জেনো পুকুরের মধ্যে প্রটেকশন দেওয়া ডালপালা বের হয়ে গেছে।
এদিকে পুকুরের পাশে থাকা ধানক্ষেতের দৃশ্য যেন চোখে পড়ল। বেশ কয়েকটা ফটো ধারণ করে ফেললাম। আর অল্প কিছুদিন পরেই হয়তো ধানগুলো পেকে যাবে। এরপর সোনালী ফসল কৃষকের ঘরে উঠবে।
আমার মোবাইলের টর্চ জালানো দেখে ছুটে আসলো মাঠ থেকে একটি ছোট্ট ব্যাঙের বাচ্চা। মোবাইলের আলোয় দূর থেকে কয়েকটা পোকা এগিয়ে এসেছে, আর সে পোকা খাওয়ার আশায় ব্যাংটি এসেছে।
পুকুর পাড়ে বেশ কয়েকটি শিশু গাছ হয়েছিল। গাছগুলো নষ্ট করিনি এমন প্রচন্ড রোদ গরমের দিনে ছায়া পাবার আশায়। তবে দিন দিন লক্ষ্য করা যাচ্ছে গাছের পাতাগুলো যেন উধাও হয়ে যাচ্ছে। তবে এ রাতে এসে লক্ষ্য করে দেখি গাছ ভর্তি ছোট ছোট পোকা। তারা তাদের মনের আনন্দে গাছ থেকে পাতা খেয়ে চলছে।
এরপর কিছুটা সময় ধরে আমার তিনটা সবজি বাগানের মধ্যে প্রবেশ করলাম এবং দেখে আসলাম গাছগুলো। বাগানে তেমন সবজি নেই বললেই চলে। কয়েকটা ভুট্টা গাছ রয়েছে, ভুট্টা গুলো পেকে গেছে।
পুকুর পাড়ে রয়েছে বেশ কয়েকটা আকন্দ ফুল গাছ। আকন্দ ফুল বেশ ভালো লাগে দেখতে। অন্যান্য ফুল আমার মোবাইলের ক্যামেরায় ভালোভাবে ধারণ না হলেও এই ফুলটা খুব চমৎকার দেখায়। আর এভাবেই বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করলাম পুকুরে। এরপর কিছুটা সময়ের জন্য বাসায় আসলাম ব্লগ শেয়ার করলাম, এইতো আবারো বের হব পুকুরের দিকে।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
বিষয় | লাইফ স্টাইল |
লোকেশন | Location |
ফটোগ্রাফি ডিভাইস | Infinix hot 11s |
ফটোগ্রাফার | @sumon09 |
দেশ | বাংলাদেশ |
পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সকলে। আল্লাহ হাফেজ। |
রাতের আধারে পুকুর পারে থাকার মূহুর্ত টা সত্যি দারুন লাগলো ৷ তবে ভাই আপনি বড় মোটর দিয়ে পানি দিতে পারতেন ৷ ছোট মোটর দিয়ে সময় লাগবে ৷ যা হোক আপনার বিগত দিনেও এমন পুকুর পারে থাকার মূহুর্ত পোষ্ট পরেছিলাম৷ রাতের আধারে বেশ কিছু ফটোগ্রাফি দেখলাম ৷ ব্যাঙ ,ধান ,জঙ্গলী ফুলের ফটোগ্রাফি ভালো লাগলো ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাড়ির সাব লাইন থেকে মটর চালানো হয় বড় মটরের বেশি বিল উঠবে। আর বাড়ির মেয়েটার সর্বোচ্চ দেড়শ ইউনিট পর্যন্ত মাসের বিল করা যায়। সেই জায়গায় ৩০০ পার হয়ে যায়। ধরাবাঁধার বিষয় রয়েছে সেখানে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রাতে পুকুর পাহারা দেয়ার মুহূর্তটা কিন্তু অন্যরকম। বর্তমান সময়ে গরম পড়ছে আর এই গরমের সময়ে পুকুরের পাশে বসে থাকাটা অনেক ভালো লাগে। তবে রাতের বেলা এ সমস্ত জায়গায় থাকাটা বেশ বিপদজনক। সমস্ত জায়গায় থাকতে হলে অবশ্যই হাতে লাইট থাকতে হবে। কারণ বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের সাপ পোকামাকড় থাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাই এখানে সাপের সমস্যা বেশি
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জীবনের ঝুঁকি নিয়ে এমন রিক্সের কাজে পা বাড়ানো বেশ কঠিন। রাতের বেলায় ঘর থেকে বাইরের দিকে তাকাতে ভয় লাগে। আর আপনি মাঠের পুকুরে ঘুরে বেড়ান সত্যিই অবাক করা বিষয়। যদিও জানি আপনি এ বিষয়ে পারদর্শী তারপরে সাবধানে থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অবশ্যই ঠিক কথা
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এখন যে গরম পড়ছে রাতের বেলা পুকুরের পাড়ে বসে থাকা অনেক ভালো৷ সেখানে বসে বসে সেই মুহূর্তটা উপভোগ করার মজাই আলাদা। আজকে আপনি সেরকম একটি মুহুর্ত শেয়ার করেছেন৷ আসলে আপনার পুকুর রয়েছে তা আমার অনেক আগে জানা ছিল এবং মাছগুলো পাহারা দেওয়ার জন্য আপনি সবসময় পুকুর পাড়ে থাকেন৷ আজকে সেরকমই রাতের বেলার একটি মুহূর্ত শেয়ার করেছেন এবং খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফিও আপনি শেয়ার করেছেন৷ রাতের বেলা একা একা এরকম ফটোগ্রাফি দেখলে ফটোগ্রাফি গুলো করার সময় আপনার অনেকটাই ভালো লাগে এবং আমাদেরও অনেক ভালো লাগে ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইরে ভাই প্রচণ্ড মশার কামড় এখানে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মশা আপনাকে অতি আপ্যায়ন করছে৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit