মোটরসাইকেল কেনার উদ্দেশ্যে বামুন্দি 'উত্তরা মটরস' শোরুমে

in hive-129948 •  last year  (edited)
আসসালামু আলাইকুম

img_1701367822659.jpg




হাই! বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদের কে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজ আমি মোটরসাইকেল কেনার বিভিন্ন তথ্য তুলে ধরতে চলেছি এই পোষ্টের মধ্য দিয়ে। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে পর্ব আকারে শেয়ার করব মোটরসাইকেল কেনার অনুভূতি। আশা করি প্রথম পর্বটা আপনারা মনোযোগ সহকারে পড়বেন। চলুন ঘুরে আসি বামুন্দি বাজারের মোটরসাইকেলের শোরুম থেকে।


ফটোগ্রাফি সমূহ:


১ নং ফটোগ্রাফি

বেশ কিছুদিন ধরে একটি ভাল মোটরসাইকেল কিনব এমন এক কথা হচ্ছিল আমাদের পরিবারে। প্রথমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল সেকেন্ড হ্যান্ড মোবাইল নেওয়া হোক এক লাখ টাকা দিয়ে। শুনেছিলাম আমাদের নিকটস্থ আলমডাঙ্গা হাটে বিভিন্ন প্রকার সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল পাওয়া যায়। সেভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হলো আগামী শুক্রবারে আমরা ওই হাটে যাব ছয় মাস এক বছর ব্যবহার করা হয়েছে কাগজ পাতি রয়েছে এমন একটা গাড়ি কিনে নিয়ে আনবো। তবে বেশি আশা ছিল ডিসকভারি অথবা পালসার গাড়ির মধ্যে গাড়ি কেনা হবে। এরপর হঠাৎ বিভিন্ন জনার পরামর্শে মোড চেঞ্জ হলো আমাদের। উদ্দেশ্য হলো পুরাতন গাড়ি বলে কোন শব্দ মাথায় আনবো না সাধ্য যত আছে সেই টাকার মধ্যে নতুন গাড়ি কিনব। কারণ ২ লাখ ২৫০ লাখ টাকার গাড়ি যদি এক লাখ টাকায় কেনা হয় নষ্ট হতেই থাকে সারতে সারতে যন্ত্রণা পথেই জীবন যাবে।

IMG_20231130_153153_948.jpg
Photography device: Infinix hot 11s
Location


২ নং ফটোগ্রাফি

হঠাৎ করে বাড়ির মধ্যে আমাদের তিনজনার মতামত নির্দিষ্ট হল আমরা সত্যি নতুন গাড়ি কিনব এবং বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল গাড়ি কিনতে যাব ঠিক সেভাবেই আমরা বের হয়ে পড়ে বা মন্দির বাজারে উপস্থিত হলাম ৩০ শে নভেম্বর, বৃহস্পতিবারের সন্ধ্যায়। আমি আমার বড় ভাই আব্বা এবং আমাদের ভাগ্নে মিঠু একসাথে চলে গেলাম বামুন্দি বাজারে। এদিকে আমার বন্ধু মারুফ আর তার মেজ ভাই কিছুক্ষণ পরে আসলো। বামুন্দি বাজারে আমার নোয়াখালুর বাসা, মোবাইলে ওনাকেও ডেকে নেয়া হলো। এরপর আমাদের গন্তব্য ছিল উত্তরা মটরসে প্লাটুনা হান্ড্রেড টেন সিসির গাড়ি নেওয়া।

IMG_20231130_162332_731.jpg

IMG_20231130_162333_567.jpg
Photography device: Infinix hot 11s
Location


৩ নং ফটোগ্রাফি

আমরা শো রুমের মধ্যে প্রবেশ করলাম এবং বিভিন্ন গাড়িগুলো দেখার চেষ্টা করলাম। বেশ সুন্দর সুন্দর গাড়ি এখানে ছিল একদম ১ লাখ থেকে শুরু করে দুই লাখ আড়াই লাখ টাকা দামের বিভিন্ন মডেলের গাড়ি। আমরা বিভিন্ন গাড়ি দেখতে থাকলাম দাম জানতে থাকলাম কিন্তু আমাদের যে উদ্দেশ্য ছিল প্লাটুনা ১১০ সিসি গাড়ি কেনা সেটা তখন ছিল না ওখানে।

IMG_20231130_161235_217.jpg

IMG_20231130_161233_969.jpg

IMG_20231130_161239_039.jpg
Photography device: Infinix hot 11s
Location


৪ নং ফটোগ্রাফি

নিজেরা যেই বাইকের উদ্দেশ্যে উপস্থিত হয়েছিলাম সেটা না থাকায় আমাদের মন সত্যি অনেক খারাপ হচ্ছিল। তারপরেও আমরা ভালো ধারণা পাওয়ার উদ্দেশ্যে বিভিন্ন বাইক গুলো দেখতে থাকলাম আর দাম সম্পর্কেও অবগত হলাম। এভাবেই অনেকটা সময় আমাদের অতিবাহিত হল বামুন্দি বাজারের উত্তরা মটরস শোরুম এর মধ্যে। এদিকে পড়ন্ত বিকেলে আমাদের এখানে বেশি সময় থাকা ঠিক হবে না,যেহেতু কাঙ্খিত বাইক পাওয়ার জন্য আরো অন্য শোরুমে যেতে হবে।

IMG_20231130_161240_226.jpg

IMG_20231130_161301_110.jpg

IMG_20231130_161306_133.jpg

IMG_20231130_162426_912.jpg

IMG_20231130_162428_704.jpg

IMG_20231130_162441924_BURST0001_COVER.jpg
Photography device: Infinix hot 11s
location


৫ নং ফটোগ্রাফি

এরপর আমরা শোরুমের বাইরে এসে উপস্থিত হলাম। আমরা আমাদের মধ্যে কিছু সিদ্ধান্ত গ্রহণ করলাম কি করা যায়। আমরা যে বাইকটার উদ্দেশ্যে এসেছি সেটা দেবো নাকি আরো অন্য একটা দেখব। এদিকে বেশ কিছু জ্ঞান দেওয়া মানুষরা মোবাইলে জ্ঞান দিতে থাকলো তোমরা টিভিএস মেট্রো প্লাস হান্ড্রেড ট্রেন সিসি দেখতে পারো। ওদিকে আমার বন্ধু মারুফ এখনো এসে পৌঁছায়নি। তাই মারুফকে বলে দিলাম এই শোরুমে আসার আর দরকার নেই বাস স্ট্যান্ডের মোড়ে টিভিএস শোরুমে এসে দাঁড়াতে। আর এভাবে আমরা উত্তরা মটরস থেকে বিদায় গ্রহণ করলাম টিভিএস শোরুম এর উদ্দেশ্যে।

IMG_20231130_161147_506.jpg

IMG_20231130_161145_151.jpg

IMG_20231130_161144_379.jpg
Photography device: Infinix hot 11s
location

R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oD...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার আপুরাতন মোটরসাইকেলের পরিবর্তে নতুন মোটরসাইকেল কেনার সিদ্ধান্ত নিয়েছেন বিষয়টা জানতে পেরে খুবই ভালো লাগলো। আমি লক্ষ্য করে দেখেছি পুরাতন মোটরসাইকেল কিনলে সব সময় সেটা সার্ভিসিং করতে করতেই জীবন শেষ হয়ে যায়। আসলে প্লাটিনা মোটরসাইকেল এখন পাওয়াটা একটু কষ্টের তারপরও ভালোভাবে খুঁজতে হবে আশা করি আপনাদের পছন্দের মোটরসাইকেল পেয়ে যাবেন।

হ্যাঁ অবশেষে সিদ্ধান্ত হয়ে গেছিল মোটরসাইকেল নতুন নিতে হবে

পুরাতন মোটরসাইকেল কিনলে অনেক যন্ত্রনা। তার চেয়ে একটু বেশি টাকা হলে নতুন মোটরসাইকেল কিনা ভালো। আর মোটরসাইকেলের শোরুমে গেলে এমনিতে মাথা ঘুরে কোনটা রেখে কোনটা দেখবে। তবে এটি ঠিক কিছু কিনার সময় অনেক মানুষ জ্ঞান দিয়ে থাকে। যাই হোক অনেক সুন্দর করে পোস্টটি শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

এটা সত্যি কথা তাই নতুন মোটরসাইকেল কিনেছি ভাই

আসলে সেদিন মোটরসাইকেল কিনতে গিয়ে উত্তরা শোরুম এগিয়ে কোন লাভ হলো না। চেয়েছিলাম প্লাটিনা ১১০ সিসি গাড়িটি কিনতে। কিন্তু শোরুমে গিয়ে দেখলাম আমাদের পছন্দের গাড়িটি অলরেডি বিক্রয় হয়ে গেছে। তাই বাধ্য হয়ে সেখান থেকে টিভিএস শোরুমে যেতে হল।

যেটা কপালে আছে সেটাই পাওয়া যাবে