Selfie device: Infinix hot 11s
আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ও রহমতে অনেক অনেক ভাল রয়েছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। আবারো আমি আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম পূর্ব দিনের মতো বিরহ বেদনাময় একটি কবিরা নিয়ে। আশা করি আমার এই কবিতাটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তাই চলুন আর দেরি না করে এখনি কবিতাটি একাধিকবার আবৃত্তি করে ফেলি। |
---|
কবিতা
উড়তে দেখেছি হাওয়ায়।
ঘুরেছি আমি পাগলের মত
তোমার চলে যাওয়ায়।
জানিনা সে তুলার মাঝে
দুঃখ বেদনা কত
তোমায় ভালোবেসে হৃদয়ে আমার
দুঃখ হাজারো শত শত।
তুমি যখন কাছে এসে
বাড়িয়ে দিতে হাত
ভালোবাসার রঙিন অনুভবে
কাটতো সুদিন রাত।
আসেনা সেই শুভ লগন
চলতি এই দিনে
কেন হলে দূরের মানুষ
জানিনা কোন অভিমানে।
অভিমান কি শুধু তোমারই ছিল
আমার মধ্যে নাই
শত বেদনা ভুলের মাঝেও
তোমাকে শুধু চাই।
ভালোবাসার বহিঃপ্রকাশ
দেখাতে পারিনি আমি
বুকটা চিরে দেখে যাও প্রিয়া
এ মনের রাজরানী।
প্রেমের কাঙ্গাল বানিয়েছ তুমি
প্রেম নিবেদন করে।
ফাগুন বেলায় কেন বোকার মত
যাও দূরে সরে।
মন যখন প্রেমে উতোলা
চাই যে শুধু তোমায়
চলে গেছ আজ বহুদূরে
রেখে গেছো দূর সময়।
দক্ষিণা হাওয়া মনের মধ্যে
কেঁদে কেঁদে মরে
হৃদয় মাঝে প্রেম যেন আজ
শিমুলের তুলোর মতো উড়ে।
সমা প্ত |
---|
বিশেষ্য মন্তব্য