জেনারেল রাইটিং || প্রতারক হতে সাবধান

in hive-129948 •  2 months ago 


আসসালামু আলাইকুম


হাই
বন্ধুরা!

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। প্রথমে বলে রাখি,
মানুষ ভুলের উর্ধ্বে নয়, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আজকে আমি আপনাদের মাঝে প্রতারকদের প্রতারণার নিয়ে কিছু কথা শেয়ার করতে চলেছি। আশা করবো আমার এই পোস্ট সকলের জন্য সচেতন মূলক হবে।


Picsart_24-09-09_21-43-49-349.jpg


আলোচনার বিষয়:
প্রতারক হতে সাবধান


প্রতারক ব্যক্তি একটি জাতির জন্য অভিশাপ। কারণ একজনার প্রতারণার ফাঁদে পড়ে অনেক মানুষ সর্বস্বান্ত হয়ে যায়। সমাজে ঠিক এমনই প্রতারক চক্র থাকে আবার প্রতারক ব্যক্তি থাকে। যে সমস্ত প্রতারক মানুষের জন্য প্রতিনিয়ত সহজ সরল মানুষগুলো প্রতারিত হচ্ছে এবং সর্বস্বান্ত হয়ে যাচ্ছে। আমরা লক্ষ্য করলে দেখতে পারি আমাদের দেশে চাকরির ক্ষেত্রে বিদেশ যাবার ক্ষেত্রে যে কোন সমস্যা থেকে বাঁচার ক্ষেত্রে প্রতারক চক্রের হাতে প্রতারিত হচ্ছে। আর এই প্রতারক চক্র সব সময় সুযোগ বুঝেই মানুষকে ক্ষতি করে চলেছে। প্রতারক চক্র কখনো দয়ামায়া দেখায় না। ধনী গরিব কোন শ্রেণীর মানুষ নিয়ে তারা ভাবে না। তারা সুযোগ পেলেই প্রতারণার ফাঁদে ফেলে দেয় যে কোন মানুষকে। ঠিক এমনই দুর্নীতিবাজ প্রতারক মানুষের কার্যকলাপ বেড়েই চলেছে সমাজে।

আমিও এক প্রতারক চক্রের হাতে পড়ে গেছিলাম একদিন। তবে কপাল গুনে মহান সৃষ্টিকর্তা আমাকে বাঁচিয়ে তুলেছিলেন। সেটা হচ্ছে হসপিটালে। স্বাভাবিক ভাষায় আমরা দালাল বলে সম্বোধন করে থাকে এ সমস্ত প্রতারক মানুষদের। আমার আম্মু অসুস্থ হয়ে পড়েছিলেন। দীর্ঘ ২৪ ঘন্টা জ্ঞান ফিরছিলেন না। এমন অবস্থায় সিটি স্ক্যান করতে হবে। কোথায় করব কিভাবে কিছুই জানা ছিল না আবার। ডাক্তার আমাকে একটি পরামর্শ দিলেন এরপর হঠাৎ কোথা থেকে এক লোক আমাকে খুঁজে বের করে নিলেন। বুঝতে পারলাম না ডাক্তারের সাথে তার কোন সম্পর্ক আছে নাকি আমাকে যখন ডাক্তারে প্রেসক্রিপশন লিখে দিচ্ছিলেন পাশে অন্য মানুষ ছিল তারা প্রতারক চক্রের সদস্য অন্তর্ভুক্ত। হয়তো পাশে থাকা মানুষের মধ্যে প্রতারক চক্রের কেউ ছিল। যাই হোক এক প্রতারক হঠাত এসে আমার কাছে এসে উপস্থিত হলেন বললেন আপনার নাম অমুক। আমি বললাম যে। বলল আপনার আমাকে সিটি স্ক্যান করতে হবে আমার কাছে কাগজটা দিন এবং আমার সাথে চলুন। আমি তাকে প্রশ্ন করলাম কে আপনি কি আপনাকে পাঠিয়েছে। বল ডাক্তার আমাকে পাঠিয়েছে। আমি বললাম ডাক্তারের সাথে কথা বললাম মাত্র ডাক্তার তো বলল না যে কোন ব্যক্তি আপনাকে এসে রিসিভ করবে। বলল ডাক্তার সবসময় সবকিছু বলে না। এরপর আমার হাতের কাগজটা নিয়ে উনি দ্রুত চলতে থাকলেন এবং পেছন তাকে বলল আমার সাথে আসতে থাকেন। দীর্ঘ পথ আমাকে বের করে নিয়ে চলে গেল। এরপরে একটা স্থানে উপস্থিত হয়ে বলল এখানে কাজ করতে হবে। এরপর সেখানে কত কি খরচ হবে জানতে চাইলাম বলেছিলেন 6000 খরচ হবে। এরপর আমার খালাতো ভাই ডাক্তারের কাছে ফোন দিয়ে বিস্তারিত বললাম উনি বললেন উনি প্রতারক চক্র। ওনাদের কাছে কাজ করানো যাবে না আলাদা জায়গা ঠিকানা করে দিলেন। সেখানে ৫ হাজারের নিচে কাজ সম্পন্ন করতে পেরেছিলাম।

এভাবেই প্রতারক চক্র মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে টাকা বাগিয়ে নেয়। আপনি বিপদে পড়েছেন প্রতারক চক্র সেখানেই আপনার থেকে সুযোগ নেওয়ার চেষ্টা করবে। আপনি যখন বিপদের সম্মুখীন তখন হয়তো অনেকে আপনার সহায়তা প্রদান করার জন্য এগিয়ে আসবে তবে অবশ্যই বুঝতে চেষ্টা করবেন, যখনই আপনি খরচ করবেন তখনই আপনার জ্ঞান করতে হবে এমন দরদী মানুষ আপনাকে প্রতারণা করতে যাচ্ছে কিনা। কারণ আপনার খরচ হয়ে যাবে মাঝখান থেকে আরেকজন লাভবান হওয়ার চেষ্টা করবে। ঠিক গরু ছাগলের দালালের মত। আর এমনটা প্রত্যেক ক্ষেত্রে আমি লক্ষ্য করে আসছি আমার জীবন চলার পথে। মাছের খাবার তৈরি করতে গেলে, খাবারের উপাদান কিনতে হয় সেখানে প্রতারক চক্র খুঁজে পায়। মাছ বিক্রয় করতে গেলে সেখানে প্রতারক চক্রের অভাব নেই। হসপিটালে গেলে এমন প্রতারক চক্র। গরু ছাগল কেনার বিষয়ে এমন প্রতারক চক্র। পাড়া-প্রতিবেশীদের মুখেও শোনা যায় বিভিন্নজন বিভিন্ন প্রতারকের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তবে চাকরি বাকরির ক্ষেত্রে দালাল চক্র একটু বেশি হাঁ করে থাকে ঘোষের টাকা নেওয়ার জন্য। অনেকেই চাকরি পাওয়ার আশায় প্রতারক চক্রের হাতেই পড়ে যায় দীর্ঘদিন প্রতারিত হয়। আর এভাবেই প্রতিনিয়ত শত শত মানুষ প্রতারক চক্রের হাতে পড়ে নিঃস্ব হয়ে যাচ্ছে। তাই এই বিষয়ে আমাদের যথেষ্ট সোজাগ ও সচেতন থাকা প্রয়োজন।

পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZgB7TZjdex8Jfeum4QdvWrYyVKf1TVdkBn3Afz5h9WN46gBh4J5bjeVSUjgbCkhDF2MvcDktfM1Q.jpeg


পোস্ট বিবরণ


বিষয়প্রতারণা
ফটোগ্রাফি ডিভাইসInfinix Hot 11s
Photo editing apppicsart app
লোকেশনগাংনী-মেহেরপুর
ব্লগার@sumon09
দেশবাংলাদেশ


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

চাকরির ক্ষেত্রে কিংবা বিদেশে যাওয়ার ক্ষেত্রে অনেকেই প্রতারণার শিকার হয়। আবার অনেকে তো বিভিন্ন সেক্টরে গিয়েও প্রতারণার শিকার হয়। আসলে আমরা পদে পদে প্রতারিত হচ্ছি। সবাইকে সাবধান হতে হবে ভাইয়া।

হ্যাঁ আপনি ঠিক বলেছেন

অনেক ভালো লাগলো সুন্দর একটা বিষয় আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে। আসলে আমরা সবাই কোন না কোন ভাবে প্রতারিত ফসির প্রতিনিয়ত। আর তাই আমাদের এই বিষয়ে সুযোগ থাকা একান্ত প্রয়োজন ‌। যত বেশি সজাগ থাকা যাবে তত নিজেদের জন্যই ভালো।

এত সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি। আসলে এখন প্রতারণা যেন একটি আমাদের নিজেস্ব কাজের মতো হয়ে গিয়েছে৷ সব সময় আমরা বিভিন্ন জায়গায় প্রতারিত হচ্ছি৷ বিদেশ যাওয়ার ক্ষেত্রে অথবা চাকরি আমার ক্ষেত্রে এই প্রতারণা অনেক বেশিই দেখা যায়৷ অন্যান্য বিভিন্ন ক্ষেত্রেও এরকম প্রতারণা গুলো দেখা যায়৷ ধন্যবাদ এই সুন্দর পোস্ট শেয়ার করার জন্য৷