ঈদ উপলক্ষে পরিবারের জন্য সামান্য কিছু উপহার

in hive-129948 •  2 years ago 
আসসালামু আলাইকুম

IMG_20230616_180637_452.jpg




হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদের কে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ঈদ উপলক্ষে পরিবারের জন্য সামান্য কিছু জিনিস কেনার অনুভূতি নিয়ে। আশা করি এই ঈদ উপলক্ষে আপনারা অনেক কিছু কেনাকাটা করেছেন এবং আমার এই কেনাকাটার মুহূর্ত জেনে খুশি হবেন।


ফটোগ্রাফি সমূহ:


১ নং ফটোগ্রাফি

পবিত্র ঈদ-উল আযহা সামনে। আসন্ন এই ঈদকে সামনে রেখে মনের মধ্যে অনেক ভালোলাগা ও ভালোবাসার অনুভূতি ঘুরপাক খেয়েছে কিছুদিন। ঠিক এমন মুহূর্তে যখন বাজারের দিকে চলছিলাম নিজের প্রয়োজনের জিনিস কেনাকাটার জন্য, ঠিক এই মুহূর্তে স্মরণ হয়েছিল নিজের বউকে সারপ্রাইজ দেওয়ার জন্য বেশ কিছু জিনিস যদি কিনতে পারতাম তাহলে আর কতটা নয় ভালো হয়। হয়তো ঈদের কেনাকাটা অগ্রিম ছেড়েছি আবার কিনতে যাব দুজনে একসাথে কিন্তু একা যদি কিছু দেই দোষ কি,কি কিনব হঠাৎ বুঝতে পারছিলাম না। তবুও কিছু কেনার প্রয়োজন। কিছু কিছু মেয়ে মানুষ রয়েছে স্বামী ভালবেসে নিজের হাতে কিছু কিনে নিয়ে গেলে সেটা পছন্দ হয় না, শুকরিয়া আদায় করে গ্রহণ করতে পারেনা। ঠিক এমনটাই মনের মধ্যে হচ্ছিল, নতুন বউ না জানি তার অনুভূতিটা কতটুকু হঠাৎ কোনো গিফট পেয়ে আনন্দিত হবে নাকি উল্টাপাল্টা কিছু বলবে। তাই কোন কিছু যেন বুঝে উঠতে পারছিলাম না এমন একটি মুহূর্তে আমার বন্ধুর সাকিবকে দেখলাম সে তার বউয়ের জন্য অনেক কিছু কসমেটিক্সের ঘর থেকে কেনাকাটা করছে। এমন মুহূর্তে আমি আর মারুফ সেখানে গিয়ে উপস্থিত হলাম মারুফ হঠাৎ বলে বসলো বউয়ের জন্য কিছু নেওয়া প্রয়োজন ছেলের জন্য কিছু নেওয়া প্রয়োজন,শাকিব চাচা একলাই কিনছে আর আমরা দুইজন না কিনলে কেমন হয়। অলরেডি এই মুহূর্তে আমার ২ হাজার টাকা খরচ করা হয়ে গেছে নিজের বিশেষ প্রয়োজনে। তখন ভাবলাম আমারও তো কিছু নেওয়ার প্রয়োজন। প্রয়োজন রয়েছে তবে কি নেব সেটাও তো ঠিক জানিনা। আবার সামনে ঈদ আসছে একসাথে কেনাকাটা করতে গিয়েছিলাম কিছুদিন আগে আবার যাব কিন্তু এই মুহূর্তে একা কী নেব তার জন্য। তবে তখন দেখলাম চোখের সামনে অনেক সুন্দর সুন্দর চুলের কাটা।

IMG_20230616_180640_540.jpg

IMG_20230616_180641_570.jpg

IMG_20230616_180936_079.jpg
Photography device: Infinix hot 11s
Location


২ নং ফটোগ্রাফি

আমি দোকানে প্রথমেই কিছু জিনিসের দাম জিজ্ঞেস করলাম তার মধ্য থেকে এই জিনিস গুলার দামও জানতে চাইলাম। প্রয়োজনীয় বিভিন্ন জিনিসের মধ্যে এই জিনিসগুলো যেন আমার বেশি আকর্ষণ করতে লাগলো কারণ শুনেছি বউকে ছোটখাটো জিনিস দিলে নাকি বেশি খুশি হয়। তাই ভাবলাম অন্যান্য জিনিস এমনিতেই তো কিনে থাকি বিশেষ প্রয়োজনে কিন্তু গিফট আকারে ছোট কিছুই দেওয়ার চেষ্টা করি। থেকে এই মুহূর্তে মনে আসলো একদিন আমাকে সে বলেছিল তোমার যদি ভালো লাগে অতি অল্প দামের ভালো লাগা জিনিস আমাকে গিফট দিতে পারো,যেটা দেখলে আমার ভালো লাগবে। তবে তার দাম কিন্তু হতে হবে খুব কম প্রাইজের মধ্যে। আমি ভেবেছিলাম কম মূল্যের মধ্যে আবার গিফট কি হয়ে থাকে। তখন কিন্তু এমন কোন কিছু ভেবে পাচ্ছিলাম না সে বলে বসে ছিল গিফট দিলে দুই টাকা জিনিসের সন্তুষ্টি তৈরি করা যায়।

IMG_20230616_180941_261.jpg

IMG_20230616_180939_234.jpg
Photography device: Infinix hot 11s
Location


৩ নং ফটোগ্রাফি

দোকানটিতে লক্ষ্য করে দেখলাম মেয়েদের পা থেকে মাথা পর্যন্ত বিভিন্ন প্রকার অলংকার সামগ্রী রয়েছে। তবে একটি বিষয় আমি আশ্চর্য বোধ করলাম এই বামুন্দি বাজারে আমি দীর্ঘদিন চলাচল করি এই পথ দিয়ে, কখনো স্বচক্ষে খেয়াল করে দেখা হয়নি, আর স্বচক্ষে খেয়াল করে দেখা হবে বা কেন পূর্বে তো আমার বউ ছিল না। যার জন্য এদিকে এত নজর পড়তো না। যাইহোক বিভিন্ন প্রকার জিনিস দেখলাম এবং তাদের কাছে জানলাম পাশাপাশি মারুফ শাকিব কিনতেও থাকলো। বউয়ের জন্য নিজের হাতে নিজে কিছু একটা কিনব এটা যেন অন্যরকম অনুভূতি লাগছিল। মারুফ আর সাকিবের বউয়ের জন্য কেনাকাটা করতে দেখে তখন মনে মনে ভাবছিলাম আমারও বউ রয়েছে আমিও কিনব তোরা কেন। ঠিক এমন মুহূর্তে ওরা যখন কেনাকাটা করছিল আমিও বিভিন্ন জিনিস দেখছিলাম। তবে বাড়িতে এনে বউকে সন্তুষ্টি করার পাশাপাশি রাগ করতেও দেখেছি কেন এত জিনিস কিনে টাকা নষ্ট করেছি? কিছুদিন আগে না শপিং করে আসলাম,আবার ঈদের আগে দিয়ে যেতে হবে। এই মুহূর্তে আমাকে না জানিয়ে এগুলো কেনার প্রয়োজন ছিল না। তখন মনে মনে ভাবলাম মনের ভালোলাগাটাও বোঝেনা। যাইহোক এভাবেই একটা সুন্দর মুহূর্ত অতিবাহিত করলাম কেনাকাটার মধ্য দিয়ে।

IMG_20230616_181012_847.jpg

IMG_20230616_181011_028.jpg
Photography device: Infinix hot 11s
Location


৪ নং ফটোগ্রাফি

এদিকে দেখলাম বিভিন্ন প্রকার শ্যাম্পু জাতীয় সামগ্রী রয়েছে। আমি আমার বউকে বলেছিলাম তোমার জন্য কোন শ্যাম্পু কিনে আনব, সে বলেছিল খরচ করতে হবে না। আমি সামান্য কাগজের গুলাই বেশি ব্যবহার করে থাকি। তখন দেখলাম বউ এর জন্য এই জাতীয় স্যাম্পু গুলো না নিলেই নয় তাই ডাব স্যাম্পু বেশি পছন্দ করে থাকি। আমি এটাই নেওয়ার চেষ্টা করলাম।

IMG_20230616_180927_904.jpg
Photography device: Infinix hot 11s
location


৫ নং ফটোগ্রাফি

মারুফ সাকিবের দেখাদেখি কেনাকাটা করতে করতে অনেক কিছুই কিনে ফেললাম বউয়ের জন্য। আর এভাবে পকেট থেকে আরো টাকা খসলো। দীর্ঘক্ষণ কেনাকাটার পরে লক্ষ্য করলাম মারুফ আরো কিছু জানো কেনার জন্য ভাবছে। আমি বললাম কোন কিছু নিতে কি ভুলে গেছিস? ও বলল বাড়ি থেকে মিলে আসলাম এত টাকা খরচ হবে এখন দেখছি পকেটের টাকা পকেটে রয়ে গেছে কি যেন নিতে ভুলে গেছি! এমনিতেই মারুফের সবকিছু মনে থাকে না। তারপর আমাকে বউয়ের জন্য এতগুলা জিনিস কেনাকাটা করতে দেখে ও কেনার জন্য অস্থির হয়ে পরল। যাই হোক তিনজন মিলে শ্যামপুর সাবান চুলের কাটা আয়না চিরনিসহ আরো অনেক কিছু কিনতে কিনতে একদম বিকেল গড়িয়ে গেল। এরপর আমরা কেনাকাটা শেষ করে বাড়ির দিকে রওনা দিলাম।

IMG_20230616_180945_132.jpg

IMG_20230616_181005_969.jpg

IMG_20230616_181007_968.jpg
Photography device: Infinix hot 11s
location

R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oD...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাই আপনাকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই ঈদ মোবারক। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে । পরিবার পরিজন সবাইকে নিয়ে চমৎকার মুহূর্ত উপভোগ করছেন নিশ্চয়। ঈদ উপলক্ষে পরিবারের জন্য উপহার ক্রয় করেছেন যেন সত্যি খুশি হলাম। উপহার পেয়ে আপনার প্রিয় মানুষ সত্যি অনেক খুশি হবে। এত চমৎকার পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

চেষ্টা করেছিলাম ভাই কিছুটা কেনার

ভাই গিফট তো গিফট ই। সেটা কখনো মূল্য দিয়ে বিচার করা ঠিক না। যাইহোক আপনি তো ভাবীর জন্য অনেক কিছুই কেনাকাটা করলেন। অনেক সময় মার্কেটে গিয়ে কেনাকাটা করার ইচ্ছে না থাকলেও হয়ে যায়। ভাবী কিন্তু গিফট পেয়ে মনে মনে খুব খুশি হয়েছে ভাই। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

হ্যাঁ একদম ঠিক কথা বলেছেন আপনি।