তিন বন্ধু মিলে সাতক্ষীরার লেক ভিউ পার্ক ভ্রমণ

in hive-129948 •  last year 
আসসালামু আলাইকুম



আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম



হাই! বন্ধুরা

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি ভ্রমণ বিষয়ক পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সুদূর সাতক্ষীরার লেক ভিউ ভ্রমন বিষয়ে ব্লগ নিয়ে। আজ থেকে এক বছর আগে এই পার্ক ভ্রমণ করেছিলাম। আশা করি আমার এই পোষ্টের মধ্য দিয়ে অজানা অনেক কিছু জানতে এবং দেখতে পারবেন,তাই চলুন আর দেরি না করে এখনই মূল পর্বে চলে যাওয়া যাক।


ফটোগ্রাফি সমূহ:

এটা সাতক্ষীরা লেখ ভিউ নামক স্থান, খুবই সুন্দর একটি দর্শনীয় জায়গা। দিনশেষে অনেক মানুষের ভিড় হয় বিকেল থেকে। সন্ধ্যাবেলা ভ্রমণ করতে আসে পাশাপাশি কফি হাউসের কফি খাওয়া থেকে শুরু করে বিভিন্ন প্রকার ভালোলাগার রেসিপি গুলো খাওয়া এবং প্যাকেট করে নিয়ে যাওয়ার উপক্রম দেখা যায় এখানে। যাইহোক ওই বিষয়ে পরবর্তীতে আপনাদের মাঝে কথা বলব চলুন দেখে আসি লোকেশন।

IMG_20221118_170344_6.jpg
Photography device: Infinix hot 11s
Lake-View

গেটে ঢোকার পরেই রয়েছে সুন্দর গাছের সারি। কিছুটা পথ অতিক্রম করে আরো ভিতরে প্রবেশ করলে রয়েছে আর একটা সুন্দর পুকুর আর তার মাঝখানে রয়েছে মূলত সেই রেস্তোরাঁটা। তার অপজিট পাশে রয়েছে শিশুদের জন্য সুন্দর একটি শিশু পার্ক। যেখানে কিছুটা সময়ের জন্য আমরা অবস্থান করেছিলাম হাওয়া বাতাস খাওয়ার জন্য পাশাপাশি ভিডিও ফটো ধারণ করতে। আর বেশি ভালো লেগেছিল এখানে অনেক মানুষের আনাগোনা,পাশাপাশি সবার আনন্দ মুখর উৎসব পরিবেশ। যেন মন খারাপ থাকলেও এখানে আসলে মানুষের মন ভালো হয়ে যাবে।


Videography device: Infinix hot 11s
Lake-View

প্রথমে আমরা তিন বন্ধু শিশু পার্কের মধ্যে অনেকক্ষণ অবস্থান করলাম।আর নিজের ইচ্ছে মতো ভিডিও ধারণ করলাম পাশাপাশি ছোট বাচ্চাদের খেলা দেখে মুগ্ধ হলাম। এখানে ছোট বাচ্চাদের আনন্দটা যেন সবচেয়ে বেশি আর তাদের কে ঘিরেই বড়দের আনন্দ। আমরা অবশ্য সেখানে একটু সকাল করে যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু আমাদের সাথে থাকা অন্যান্য বড় ভাইয়েরা বলেছিল বিকেল টাইমে যদি সেখানে যাওয়া হয় আনন্দ সবচেয়ে বেশি থাকবে তাই সাজেস্ট করেছিল বিকেল মুহূর্তে আসতে আমারা বিকেল মুহূর্তে এসে দেখলাম হ্যাঁ অনেকেই ফ্যামিলি বাচ্চাগুলো নিয়ে লোকজনের সাথে এই সময়টা বেশি আনন্দ প্রদান করে এ জায়গায়। আমরা তিন বন্ধু ফটোগ্রাফি করায় ব্যতিব্যস্ত হয়ে পড়লাম।

IMG_20221118_165002_5.jpg

IMG_20221118_165007_1.jpg

IMG_20221118_165040_687.jpg

IMG_20221118_165033_994.jpg
Photography device: Infinix hot 11s
Lake-View

আমি ফটো উঠেছিলাম ঠিক এমন একটি মুহূর্তে একটা বাচ্চা এসে লাভের মধ্যে বসে পড়ল। সে ফটো উঠাতে চাই তাই আর কি করার আমি সুন্দর সুন্দর কয়েকটা ফটো উঠালাম তারা। এরপর আবার মোবাইলে তার ফটো দেখতে পেরে খুবই আনন্দ পেয়েছিলাম। অবশ্য আমার পরে তার কোন এক আপনজন তার ফটো তুলছিলাম মোবাইলে। মেয়ে মানুষ হওয়ায় সে একটু দূরত্বে অবস্থান করেছিল।

IMG_20221118_170523_4.jpg

IMG_20221118_171452_556.jpg

IMG_20221118_170453_6.jpg
Photography device: Infinix hot 11s
Lake-View

আমার যা হোক একটি বিষয় বেশ ভালো লাগছিল মানুষ যেমন অনেক বেশি এখানে ঘুরতে এসেছে পাশাপাশি অনেক চড়ুই পাখি লক্ষ্য করেছিলাম কারেন্টের তারের উপর। তারা অবশ্য মানুষ দেখে ভয় পাচ্ছে না মাঝে মাঝে আম গাছের মধ্যে এসে বসছে আবার উড়ে উড়ে কারেন্টের তারে যাচ্ছে। তবে যাই হোক এভাবে অনেকক্ষণ ঘুরে ঘুরে আমরা অনেক ফটোগ্রাফি করেছিলাম আর ভালোলাগার অনেক কিছুই লক্ষ্য করেছিল সাতক্ষীরার এই সুন্দর লেক ভিউ পার্কের মধ্যে।

IMG_20221118_170634_7.jpg

IMG_20221118_161441_520.jpg

IMG_20221118_165806897_BURST0007.jpg
Photography device: Infinix hot 11s
Lake-View

R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oD...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png



পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

💌আমার পরিচয়💌


আমি মোঃ নাজিদুল ইসলাম (সুমন)। বাংলা মাস্টার্স ফার্স্ট ক্লাস মেহেরপুর গভমেন্ট কলেজ। আমার বাসা গাংনী-মেহেরপুর। ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি মেরামত ও সৌর প্যানেল নিয়ে রিসার্চ করতে পছন্দ করি। প্রাকৃতিক দৃশ্য ফটোগ্রাফি করা আমার সবচেয়ে বড় ভালোলাগা। দীর্ঘদিনের আমি পাঙ্গাস মাছ চাষী এবং বিরহের কবিতা লেখতে খুবই ভালোবাসি।

image.png

zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

লেক ভিউ পার্ক ভ্রমণ করতে গিয়ে বেশ সুন্দর সময় উপভোগ করেছেন। মাঝে মধ্যে এভাবে একটু একটু ঘুরতে গেলে ভীষণ ভালো লাগে। আপনাদের সুন্দর মুহূর্তের ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

হ্যাঁ ভাই আমাদের উচিত এভাবে মাঝেমধ্যে ঘুরতে যাওয়া।