হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। যে পোষ্টের মাঝে দেখতে পারবেন বসন্তের শুরুতেই প্রথম বিকেলে বৃষ্টির কারণে প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্যময় দৃশ্য।
দেখতে দেখতে শীতকাল আমরা পার করে চলে এলাম। আজকে পহেলা ফাল্গুন বিশ্ব ভালোবাসা দিবস। আর আজকের এই দিনে আমরা আবহাওয়ার প্রতিবেশী নজর রাখার চেষ্টা করেছিলাম। বিশেষ করে আমার শাকসবজি কাছে আজকে পানি দেওয়ার কথা ছিল কিন্তু আকাশে মেঘলা দেখে পুকুরপাড়ে উপস্থিতি হলাম না। ঘুম থেকে উঠে বিকালে লক্ষ্য করলাম আকাশে মেঘ ছেয়ে এসেছে। আজকের এমন দিনে প্রিয় মানুষটার সাথে দেখা হলো না ইচ্ছে ছিল শ্বশুর বাড়িতে যাবার কিন্তু তারপরেও কেন জানি ইচ্ছে হলো না। মনে করলাম বিকাল দিকে বের হব হঠাৎ মেঘ এসে বৃষ্টি নামিয়ে পথঘাট কাদা করে থুয়ে গেল পাশাপাশি মনটাও যেন ভেঙে দিল। আরে বৃষ্টির দিনে বিকেল টাইমে ব্যস্ততার মাঝে মনে হল একটু বাইরের পরিবেশে হাঁটাচলা করে সময় পার করি। তখনও বৃষ্টি পড়ছে এই মুহূর্তে আরো ইচ্ছে হলো বৃষ্টির মুহূর্তে যদি কয়েকটা ফটো ধারণ করে আপনাদের মাঝে শেয়ার করে হয়তো স্মৃতি হয়ে থাকবে। তাই মোবাইলটা হাতে নিয়ে বের হতেই আমার কমলা লেবু গাছে নতুন ফুল এসেছে এমন দৃশ্য ক্যামেরাবন্দি করলাম। তবে মেঘাচ্ছন্ন থাকায় আমার ক্যামেরায় যেন ভালো ফটোগ্রাফি হতে ঝামেলা হল।
পুরা একটি বছর পর আমার বাদাম গাছে নতুন পাতা গজিয়েছে। যতটা জানি এটি খুবই সুমিষ্ট ও সুস্বাদু একটি বাদামের জাত। অনেকে আমরা জাম্বুরা বলে জেনে থাকি। বৃষ্টি ভেজা মুহূর্তের ফটোগ্রাফি করতেও যেন ভালো লাগলো।
এদিকে আমার রুমের জানালার পাশে ডালিম গাছের সাথে টাঙ্গানো রয়েছে বয়লার মুরগির খাবার দেওয়া প্লাস্টিকের পাত্র। বৃষ্টির পানিতে ভিজে যেন ফোঁটা ফোঁটা বৃষ্টি জমে রয়েছে প্লাস্টিকের এই পাত্রের গায়ে। পাশাপাশি ডালিমের পাতায় বৃষ্টি জমে রয়েছে। এ যেন বসন্তের এক অন্যরকম ভালোলাগার অনুভূতি জড়িয়ে রয়েছে গাছের পাতায় পাতায়।
বৃষ্টির দিন এই সমস্ত জিনিসগুলো চোখে বাজে না কিন্তু অসময়ে বৃষ্টি হয়েছে বলে লক্ষ্য করে দেখলাম কারেন্টের তার ওয়াইফাই লাইনে তারেও ফোঁটা ফোঁটা বৃষ্টি জমে রয়েছে নিচের দিকে।
গেট পার হয়ে রাস্তার দিকে বের হতেই যেন গেটের পাশে জমে গেছে অনেক পানি। তবে বৃষ্টি বেশীক্ষণ হয়নি খুব জোর ১০ মিনিট বৃষ্টি পড়েছিল। এরপর মেঘ কেটে গেছে। আমি চেয়েছিলাম বৃষ্টি যেহেতু এসেছে আরেকটু বেশি হলে আমার জন্য ভালো হতো কারণ পেঁয়াজে ক্ষেতে পানি দেয়ার কথা ছিল বিকেলে।
বৃষ্টি ভেজা লিছুর পাতা দেখতেও ভালো লাগলো। যেহেতু রুম থেকে বের হয়ে রাস্তার দিকে অগ্রসর হচ্ছিলাম তাই যেটাই ভালো লাগছিল সেটাই ফটো তুলছিলাম।
তখনো হালকা বৃষ্টি পড়ছিল ফোঁটা ফোটা। পুকুরপাড় তাকিয়ে দেখলাম বৃষ্টি ফোঁটা পুকুরে পড়ছে এমন সময় ফটোগ্রাফি করার চেষ্টা করলাম। এরপর রাস্তার উপর পা রাখতে দেখলাম বেশ বিপদজনক অবস্থা। হালকা বৃষ্টিতে রাস্তায় যে সমস্ত কাদা জমে রয়েছে তা যেন পাখা গজিয়েছে। প্রতিনিয়ত মাটিকাটা লরিগুলোতে করে মাটি বহন করা হয় এজন্য রাস্তার নাজে হাল অবস্থা। অনেকদিন পর এভাবেই বিকেলের মুহূর্তটা আমি একটু বাইরের দিকে ঘোরাফেরা করলাম। কারণ বেশ কিছুদিন ধরে বিকেল টাইম শুধু আমার ঘুমানো হয় আর ঘুম থেকে ওঠা হয় এশার আযানের আগে। আজকের ফাগুন হাওয়ায় প্রথম বিকেল যেন বেশ উপভোগ করলাম প্রিয়জন ছাড়া। হয়তো সারাদিন প্রিয়জন আমার সাথে কথা বলেনি তারপরেও মনের মধ্যে অগাধ ভালোবাসা তার জন্য। আমার অপরাধ এমন একটা দিনে তার সাথে দেখা করতে গেলাম না। তবুও ভালো লাগা নিয়ে আজকের আমার সুন্দর এই ব্লগ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ। |
আজকে বসন্তের প্রথম দিনে যখন প্রকৃতি তার রূপ লাবণ্য নিয়ে আমাদের নিকট হাজির হয়েছে ঠিক তখনই বৃষ্টি এসে প্রকৃতির সজীবতা আরো বেশি বৃদ্ধি করে দিয়েছে। যাহোক তোমার লেখাগুলো পড়ে আমার অনেক ভালো লেগেছে। বসন্তের প্রথম বিকেলে হালকা ঘোরাঘুরি করে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অবশ্য সন্ধ্যা রাতে ভূমিকম্প হয়ে গেছে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বৃষ্টিটা বেশ ইনজয় করেছি
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকের দিনটা স্পেশাল ছিলো ভাই। আপনার দরকার ছিলো ভাবির সাথে দেখাটা কারার। দেখে তো মনে হচ্ছে ভালোই বৃষ্টি হয়েছে ভাই। হালকা বৃষ্টির পর একটু ঘুরাঘুরি করতে বেশ ভালোই লাগে ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কেন যেন মন টানলো না
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সবাই বলে মন যেটা চাই সেটা করাই ভালো। আপনার যেহেতু যেতে মন চায়নি। না গিয়েই কাজটা ভালো করেছেন বলে মনে করছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে ভাই বাড়ি যেয়ে ঘুরতে যাওয়ার প্লানিং থাকলে যদি কোন বাধা আসে মনটা তো খারাপ হবে এটাই স্বাভাবিক। যাইহোক বসন্তের প্রথম দিনে বৃষ্টির পরে ঘোরাঘুরি করেছেন জেনে বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাই বৃষ্টির পরে একটু বের হয়েছিলাম
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাই গ্রামের মধ্যেই ঘুরেছিলাম
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকের এই স্পেশাল দিনে প্রিয় মানুষের সঙ্গে দেখা করতে গেলেন না কেন ভাইয়া? আজকের দিনটিতো স্পেশাল মানুষদের জন্য। তাছাড়া ঠিকই বলেছেন অসময়ে বৃষ্টি হলে অনেক কিছু খেয়াল করা হয়। বৃষ্টি হয়ে অবশ্য আপনার ভালই হয়েছে। গাছে পানি দিতে হয়নি। তাছাড়া ফটোগ্রাফি গুলো খুব সুন্দর লাগছে দেখতে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঐদিন দেখা না করে কিন্তু তারপরে আরো ভালোবাসা বেড়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit