বিভিন্ন সময়ে ধারণ করা ধানক্ষেতের ফটোগ্রাফি

in hive-129948 •  11 months ago 
আসসালামু আলাইকুম

GridArt_20231229_94001018.jpg





হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি একান্ত নিজেকে নিয়ে চলে যাব ফসলের মাঠের সুন্দর দৃশ্যের মাঝে। অনুভব করবো মন থেকে একটু কৃষকের মুখের হাসি, এমনকি প্রাকৃতিক দুর্যোগে কৃষকের হৃদয়ের কষ্ট। চলুন ঘুরে আসি ধানের জমিগুলো থেকে।


ফটোগ্রাফি সমূহ:


বাংলাদেশ কৃষি প্রধান একটি দেশ। এখানে সারা বছর ধরে বিভিন্ন ফসল উৎপাদন করে থাকে কৃষকেরা। আমরা গ্রামে বড় হয়েছি তাই সারা বছর বিভিন্ন সময়ে অনেক ফসল দেখতে পাই কৃষি জমিগুলোতে। আর যখন এই কমিউনিটিতে কাজ শুরু করেছি তখন থেকে বিভিন্ন পর্যায়ের ফটোগ্রাফি ধারণ করার পাশাপাশি কৃষি জমির বিভিন্ন সৌন্দর্য ক্যামেরাবন্দি করে মোবাইলে রাখি। যেন একান্ত দেশের প্রতি স্বদেশপ্রেম জাগিয়ে তুলেছে আমার বাংলা ব্লগ কমিউনিটি। হয়তো এই কমিউনিটির সাথে যুক্ত না হলে এভাবে কখনো ফসলের মাঠের ফটোগ্রাফি করে মোবাইলে জমা করে রাখতাম না। যেখানেই যায় না কেন কিছুটা ভালোলাগা, কিছুটা সৌন্দর্য দৃশ্য দেখামাত্রই মোবাইলে ক্যামেরা বন্দি করি। ঠিক তেমনি আপনারা আমার এই সুন্দর পোস্ট দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার ফসলের সবুজ দৃশ্য। হয়তো ভালোলাগা থেকেই এই ফটোগ্রাফি ধারণ করা। তাই আজকে হঠাৎ মনে আসলো আপনাদের মাঝে ফসল জাতীয় কিছু শেয়ার করি। তাই অ্যালবাম খুঁজতে খুঁজতে যখন ধানের জমির এই ফটোগুলো দেখতে পারলাম তাই মনে করলাম আজকে আপনাদের মাঝে আমাদের বাঙালির প্রধান খাদ্যশস্য ধানের ফটো তুলে ধরি।

IMG_20230907_094435_863.jpg

IMG_20220921_181655_119.jpg

IMG_20220921_181650_898.jpg

IMG_20220921_181644_103.jpg

আমি যেহেতু গ্রামে বড় হয়েছি তাই একান্ত কৃষকের কাছে গিয়েছি। দেখেছি কৃষকের সোনার ফসল ঘরে ওঠার মুখে হাসি। নতুন ফসল হাতে পেয়ে পিঠাপুলি খাওয়ার উৎসব, পাশাপাশি ধান বিক্রয় করে বিভিন্ন কিছু কেনার আশা। যখন আমাদের গ্রামটা ধান আবাদ হতো বেশি তখন আমাদেরও অনেক ধান এর জমি ছিল। যখন নতুন ধান উঠতো পাড়া গায়ে নারী পুরুষ সবাই ধানের বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়তো এখন অবশ্য ধানের জমি কমে গেছে সারা মাঠ জুড়ে শুধু পুকুর আর পুকুর। সেই সুন্দর দৃশ্য আর চোখে পড়ে না একটু ভালোলাগা তৈরি করতে হলে এদিকে ওদিকে যেতে হয়। আর ঠিক এভাবেই ক্যামেরা বন্দি করতে হয়।

IMG_20231118_171758_807.jpg
IMG_20231116_125006469_BURST0002.jpg

IMG_20231121_075230_9.jpg

IMG_20231121_075342_6.jpg

তবে আমি ছোট থেকে একটা বিষয়ে বেশি লক্ষ্য করে আসছি। যখন পাকা ধান ঘরে তোলার সময় হয়ে আসে ঠিক সেই মুহূর্তে আবহাওয়া খারাপ হয়ে বৃষ্টিতে অনেক নিচু জমির ধান গুলো নষ্ট হয়ে যায়। বা সেগুলো সংরক্ষণ করতে কৃষকের অনেক কষ্ট করতে হয়। তবুও প্রতিবছর কৃষকেরা তাদের দুর্দশা কে অতিক্রম করে সোনার ফসল ফলানোর চেষ্টা করে।

IMG_20231121_072935_4.jpg

IMG_20231121_073946_9.jpg

IMG_20231121_074438_1.jpg

আমার একটি বিষয় সবচেয়ে বেশি ভালো লাগে আমাদের বাংলাদেশের মাটি এতটাই উর্বর একটি ফসল কাটার পরে আবার আরেকটি ফসল ফুলিয়ে ফেলা সম্ভব। আমিওতো দীর্ঘদিন পুকুরপাড়ে সবজি চাষ করে থাকি, দেখেছি শুধু সবজি গাছগুলো নয় বোন জঙ্গল হতেই থাকে। আগাছা সাফ করতে করতে আর নিজেরও ক্লান্ত হয়ে যেতে হয়। এমনটা তাহলে বোঝা যায় আমাদের দেশের মাটি কতটা উর্বর। আর তাইতো বৃষ্টির পানিতে ধানের মাঠগুলো জলবদ্ধ হয়ে যাওয়ার পরেও কৃষকেরা কষ্ট করে হলেও এভাবেই ধান ফলায়। কারণ তারা একটি বিষয় নিশ্চিত বৃষ্টির পানিতে যদি ধান ডুবে না যায় অবশ্যই এখানে ফসল ফলাবে, কারণ উর্বর ভূমি বাংলাদেশের মাটি।

IMG_20231121_074710_4.jpg

IMG_20231121_074702_2.jpg


গুরুত্বপূর্ণ তথ্য
ফটোগ্রাফিফসলের মাঠ
ফসলধান ক্ষেত
ফটোগ্রাফি ডিভাইসমোবাইল ফোন
ক্যামেরাInfinix Hot 11s-50mp
লোকেশনগাংনী-মেহেরপুর
ফটোগ্রাফারসুমন
দেশবাংলাদেশ


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাংলাদেশের জমি দেখছি আসলেই অনেক উর্বর ভাই। ছোটবেলা থেকেই সবুজ ধান ক্ষেতের মাঝে বড় হলেও আমার বাংলা ব্লগে যুক্ত হওয়ার পর থেকেই সেই ক্ষেত গুলির দৃশ্য আপনার মোবাইল ফোনে ক্যামেরাবন্দি করতে শুরু করেছেন জেনে ভালো লাগলো। আর তার ফলে আমরাও এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পাচ্ছি।

সম্পূর্ণটা বাংলা ব্লগের অবদান

গ্রামবাংলা আসলেই বিভিন্ন চরিত্রের চিত্র বহন করে থাকে। আর আমাদের দেশের মাটি সত্যিই অনেক উর্বর যে কারণে সোনার ফসল ফলিত হয়। আপনি এটা অবশ্য ঠিকই বলেছেন আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যুক্ত হওয়ার পর সবাই নতুন করে কিছু করতে শিখেছে। আপনি আজকে আমাদের মাঝে ধান ক্ষেতের কিছু ভিন্ন ভিন্ন সুন্দর ছবি শেয়ার করেছেন যেটা দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ জানাই আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য ধন্যবাদ

ঠিক বলেছেন ভাইয়া এই ব্লগে কাজ না করলে এরকম বিভিন্ন প্রাকৃতিক ছবির ফটোগ্রাফি কখনোই করার ইচ্ছা জাগতোনা। তাছাড়া ধানক্ষেতের সৌন্দর্য একেক সময় একেক রকম। আমার কাছে অবশ্য কচি ধান খেত বেশি ভালো লাগে। আবার পাকা ধান ক্ষেত ও খুব সুন্দর লাগে। আপনি আজকে ধান ক্ষেতের খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে।

আমার বাংলা ব্লগ মা মাটিকে নিয়ে ভাবাতে শিখিয়েছে আরও শিখিয়েছে দেশকে মন থেকে ভালবাসতে।

বিভিন্ন সময়ে ধানক্ষেতের দারুণ কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। ধান গাছ যখন সবুজ থাকে তখন সেই মুহূর্তটা অন্যরকম সেই মুহূর্তটা খুবই সুন্দর এবং মনমুগ্ধকর। কিন্তু যখন আবহাওয়ার বিরক্ত ভাবের কারণে ধানগাছ মাটিতে পড়ে যায় সেই দৃশ্যটা খুবই কষ্টকর। সুন্দর একটা ধানক্ষেতের ফটোগ্রাফিক পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

হ্যাঁ ভাই সব সময় চেষ্টা করতাম ফসলের মাঠ যখনই চোখের সামনে বেধেছে ক্যামেরা বন্দি করে রেখেছি