সাতক্ষীরা শহরে আবাসিক হোটেল খোঁজার ভোগান্তি

in hive-129948 •  2 years ago 

আজ - বৃহস্পতিবার

১৪ বৈশাখ, ১৪৩০ বঙ্গাব্দ
২৭ এপ্রিল, ২০২৩ খ্রিষ্টাব্দ


আসসালামু আলাইকুম

IMG_20230321_195013_092.jpg





হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। যেখানে আমি আপনাদের মাঝে তুলে ধরতে চলেছি আমাদের তিন বন্ধুর সাতক্ষীরা শহরে আবাসিক হোটেল খোঁজার হয়রানি মূলক একটি রাত এর বিস্তারিত বর্ণনা নিয়ে। আশা করি সম্পূর্ণ আপনারা পড়বেন এবং ধারণা লাভ করবেন।


ফটোগ্রাফি সমূহ:



চারুকলা বিভাগে পরীক্ষা দেওয়ার জন্য মেহেরপুর থেকে সাতক্ষীরা শহরে উপস্থিত হয়েছিলাম। আর এই মেহেরপুর থেকে সাতক্ষীরা শহরে যেতে আমাদের বাস ট্রেন মাইক্রো গাড়ি চেঞ্জ করা লেগেছে এক এক স্থানে। আর এই সাতক্ষীরা শহরে আমরা উপস্থিত হয়েছিলাম গত মার্চ মাসের ২১ তারিখে। দীর্ঘ জার্নি শেষে আমরা সাতক্ষীরা শহরে পৌঁছেছিলাম রাত আটটার সময়। চলতি পথে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল যার জন্য একটু সমস্যার সম্মুখীন হতে হয়েছিল পাশাপাশি আরেকটা সমস্যা হয়েছিল আমারা যেই মাইক্রো গাড়িতে ছিলাম অর্থাৎ যশোর থেকে সাতক্ষীরা পর্যন্ত একটি মাইক্রো গাড়িতে গিয়েছিলাম সে মাইক্রো গাড়িটা একটি মোটরসাইকেল এর সাথে ধাক্কা লেগেছিল। তাই পথের মধ্যে একটু গ্যাঞ্জাম সৃষ্টি হয়েছিল তার জন্য আরেকটু দেরী হয়ে রাত হয়ে গেছিল। যাইহোক আমাদের সেই পুরাতন টিম মোট ২৫ জন সাতক্ষীরা পরীক্ষা দিতে গিয়েছিলাম আমাদের বস হিসাবে রাজু ভাই থাকেন উনি এবারও ছিলেন আমাদের জন্য একটি হোটেল আগে থেকে ঠিক করে রেখেছিলেন আবাসিক হোটেলের নাম 'হোটেল আল বারাকা' এই হোটেলটি সাতক্ষীরা সদর থেকে কিছুটা নিউমার্কেটের দিকে যেতে অর্থাৎ কালিগঞ্জ শ্যামপুর যাওয়ার রোডের দিকে। আমরা হাপাতে হাঁপাতে যে সে হোটেলে উঠলাম অবশ্য আমাদের ২৫ জনের জন্য সিট ঠিক করা ছিল তাই আমরা সেখানে উপস্থিত হয়ে নির্দিষ্ট ভাবে একেক জনার জন্য রুম দেখানো হচ্ছিল এই মুহূর্তে রাজু ভাই এসে আমাদের তিন বন্ধুকে অর্থাৎ আমি মিলন আর জুলহাস এই তিন বন্ধুকে বলল তোমাদের এই হোটেলে থাকা হবেনা। আমার নিকট আত্মীয় তিন মহিলা আসছে রাত করে, তাদের এখানে জায়গা না দিলে থাকার সমস্যা হয়ে যাবে তোমরা চলে যাও গতবার পরীক্ষা দিতে আসা থেকেছিলে হোটেল হাসানে।

IMG_20230321_194842_429.jpg

IMG_20230321_195905_249.jpg

IMG_20230321_195849_808.jpg



সারাদিনের ক্লান্ত শরীর, তিন বন্ধুর মধ্যে খুব খোব সৃষ্টি হলো এবং মনে মনে রাগ জাগলো। এদিকে আমার বন্ধু জুলহাস একটু পায়ের সমস্যার সম্মুখীন। কারণ আজ থেকে দীর্ঘ ১৫ বছর আগে তার পায়ে কাঠের বল লেগে একটি রগ ছিড়ে গেছে তাই খুব কষ্টে তাকে চলতে হয়‌। আজ পর্যন্ত সঠিক অপারেশন হয়নি দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা হয়েও ঠিক করতে পারেনি। এমনকি ভারতে যাওয়ার জন্য বিভিন্ন কাগজ পাতি করেছে সে। এই মুহূর্তে সে ক্লান্ত শরীরে বসে থাকলো কিছুক্ষণের সময়ের জন্য। সে বলল বন্ধু আবারও যদি ফিরে আসতে হয় এই হোটেলে গ্যারান্টি নেই তাই একটি হোটেল কার্ড নিয়ে নাও এবং ফটোগ্রাফি করে রাখো কাজে লাগতে পারে। তার এই উপস্থিত বুদ্ধিজ্ঞানে আমি মুগ্ধ হয়ে ফটোগ্রাফি করে নিলাম। এমনিতে বিভিন্ন কিছু ফটোগ্রাফি করছিলাম কিন্তু এ বিষয়ে তেমন একটা ধারণাই ছিল না আমার। তাই বন্ধুর বুদ্ধি বিবেক আমার কাছে অতি প্রশংসনীয় মনে হল।

IMG_20230321_195554_891.jpg

IMG_20230321_194850_108.jpg

IMG_20230321_194902_576.jpg

IMG_20230321_194944_427.jpg



এরপর জন প্রতি ১০ টাকা করে ভাড়া দিয়ে চলে গেলাম হোটেল হাসানে। হোটেল হাসান সাতক্ষীরা সদর হাসপাতালের কিছুটা পশ্চিম। অর্থাৎ পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে ফিরে গেলাম কিন্তু কোন কাজ হলো না। হোটেল হাসানের ম্যানেজার বলল: 'একদিন নয় ছয় দিনের জন্য আমাদের হোটেলের রুমগুলো বুকিং হয়ে গেছে। আমি তো আপনাদের বড় ভাই কে বলেই দিয়েছি আমরা রুম দিতে পারব না তবু কেন আমাদের কাছে আপনাদের পাঠিয়েছে?' এমন একটা কথা শোনার পর আমাদের তিন বন্ধুর খুবই রাগ সৃষ্টি হয়েছিল কারণ দীর্ঘ পথ অতিক্রম করে জার্নি করে এসেছি এই মুহূর্তে আমাদের একান্ত থেমে থাকার প্রয়োজন বা ঘুম মারার প্রয়োজন যদি উনি আমাদের দায়িত্ব না নিতেন তাহলে আমরা পূর্বেই আবাসিক হোটেল দেখে নিতাম আর তার দায়িত্বে এসে কেন এমন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের যা মেনে নেওয়ার মতো নয়।

IMG_20230321_202552_312.jpg

IMG_20230321_203009_321.jpg



এরপর ১৫ টাকা জনপ্রতি খরচ করে চলে গেলাম পূর্ব সাইটের হোটেল টাইগার প্লাজায়। সেখানে শুনেছিলাম একটি রুম খালি রয়েছে। আমি বন্ধুদের বললাম খিদে পেটে হয়রানি ভাবে ছোটাছুটি করা ঠিক হবে না। আগে পাশের হোটেল থেকে খেয়ে যায় তারপরে অন্য চিন্তা, খিদে পেটে কষ্ট করা ঠিক নয়। নিকটস্থ একটি খাবারের হোটেল থেকে খেয়ে নিলাম। যাইহোক তখন আর কোন দিকে লক্ষ্য না রেখে আমরা সেদিকে ছুটে চললাম যেহেতু আমাদের হোটেল পাওয়া প্রয়োজন। এদিকে আরো দুই তিনটা হোটেলের সন্ধান পেয়েছিলাম কিন্তু ভালো মানের হবে কিনা সেই ভাবনায় আগে ভেবে দেখলাম হোটেল টাইগার প্লাজা দামি হোটেল সেখানে বেশি খরচ দিয়ে সব মানুষ সবসময় ওঠেনা। তাই ভাবলাম খরচ যাই হোক না কেন উঠতে হবে আমাদের যেন শান্তিতে একটু ঘুমাতে পারি। আমার দুই বন্ধু হোটেল টাইগার প্লাজায় এসে ম্যানেজারের সাথে কথা বলল এবং আমাদের একটি রুমের সন্ধান দিল তবে জনপ্রতি চারশো টাকা করে মোট বারোশো টাকা জমা দিতে হল আমার বন্ধু মিলন বারবার বলতে থাকলো এক রাতের জন্য ৪০০ টাকা তবু আমি বললাম চুপ থাকো এটা কোন বিষয় নয়। তবে আমরা পূর্বে যে হোটেল ঠিক করেছিলাম সেখানে প্রতি রাতে ৬০০ টাকা তিনজনার। এখানে তার ডবল খরচ। তবে হোটেলটা আমার খুব পছন্দ হয়েছিল তাই আমি আর অন্যদিকে হাত বাড়াতে দিলাম না বললাম এখানেই থেকে যেতে হবে আমাদের রাত তখন সাড়ে নটা এই মুহূর্তে পথে পথে ঘুরা ঠিক হবে না। যাইহোক শেষমেষ আমরা হোটেল টাইগার প্লাজায় থেকে গেলাম এবং ভিতরে প্রবেশ করে দেখলাম মনের মত একটি রুম মনে হল। যাইহোক প্রত্যেকটি হোটেলের মোবাইল নম্বর এই পোষ্টের মধ্যে শেয়ার করলাম আপনাদের সুবিধার্থে যেন পরবর্তীতে কোন কারনে আপনারা খুঁজে পেতে পারেন এবং আমারও কাজে আসতে পারে। আর এভাবেই সাতক্ষীরা শহরে অনেক ভোগান্তির পর ঐদিন রাতে তিন বন্ধু হোটেল বুকিং করেছিলাম। এবং তার পরের দিন সকালে পরীক্ষা দিতে গিয়েছি।

IMG_20230321_212024_760.jpg

IMG_20230321_213358561_BURST0003.jpg

IMG_20230322_085050_245.jpg


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাইয়া শেষ ভাল যার সব ভাল তার। অনেক জাগায় ঘুরাঘুরি করে অবশেষে হোটেল টাইগার+ এ এসে জায়গা হলো। আপনার মত আমার কাছেও হোটলটি অনেক ভাল লেগেছে। ৬০০ টাকা বেশি না। আমাদের দিকে ১০০০ টাকা করে। ধন্যবাদ ভাইয়া।