হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ওয়াজ মাহফিলের মেলা ভ্রমণের সুন্দর একটি পোস্ট নিয়ে। আশা করি এই ভ্রমণের সুন্দর অনুভূতি আপনাদের অনেক ভালো লাগবে।
আমরা বেশ কয়েকজন বন্ধু মিলে চলে গেলাম পার্শ্ববর্তী বাদিয়াপাড়া নামক গ্রামের পীর দরবার শরীফ এর ওয়াজ মাহফিলে। সেখানে প্রথমে আমরা ওয়াজ মাহফিল কে কেন্দ্র করে যে মেলার আয়োজন হয়েছে সেই জায়গায় উপস্থিত হলাম। কারন আমার তিন বন্ধু তার বাচ্চাদের জন্য বিভিন্ন খেলনা জাতীয় জিনিস কেনার উদ্দেশ্যে করে আগে সেখানে উপস্থিত হল। কি আর করার আমারও তাদের সাথে সাথে সেখানে উপস্থিত হতে হয়েছিল। আরে প্রকার খেলনা জাতীয় জিনিস দেখে আমি তো অবাক হয়ে গেলাম যেই দোকানের দিকে তাকায় সেই দোকানেই যেন বিভিন্ন পর্যায়ের প্লাস্টিকের খেলনার সময় হোক। মাঝে মাঝে ভাবতে অবাক লাগে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করে কিভাবে আর দেশে কতই না খেলনা জাতীয় জিনিস তৈরি করার মেশিন তৈরি হয়ে গেছে। কত সুন্দর করে প্যাকেট করে সাজানো রয়েছে প্রত্যেকটা দোকানে। মনে হয়েছিল যেখানে তৈরি করে তারা যেমন কারিগর,তার চেয়ে বড় কারিগর এই বিক্রেতারা। তারা আকর্ষণীয় ভাবে টাঙিয়ে রেখেছে দোকানের সামনে পিছনে ভেতরে সব জায়গায়।
আমি যখন ফটোগ্রাফি করছিলাম ঠিক এই মুহূর্তে হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম আমাদের গ্রামের মেম্বার অর্থাৎ আমাদের বড় চাচা হঠাৎ করে এই মেলার মধ্যে উপস্থিত হয়ে দোকানে দোকানে কি জানি খুঁজে বেড়াচ্ছে। প্রশ্ন করলাম চাচা ওয়াজ শুনতে এসেছেন নাকি। তখন বলল হ্যাঁ বা ওয়াজ শুনতে তো আসলাম তবে তোমাদের মেয়ের জন্য একটা খেলনা নিয়ে যাওয়া প্রয়োজন। তাই ভাবলাম মেলার মধ্য থেকে একটা হেলিকপ্টার কিনে। তখন বললাম আচ্ছা আপনি দেখেন কিনতে থাকেন আমরা অনেকজন রয়েছি এখানে। এরপর চাচা তার নাতনির জন্য খেলনা দেখতে থাকলো আর আমিও পাশাপাশি ফটোগ্রাফি করতে থাকলাম। যদিও চাচা অন্যান্য খেলনা গুলো দেখছিল এবং দাম জানছিল তবে তার উদ্দেশ্য ছিল একটা হেলিকপ্টার কেনা। পাড়াই হেলিকপ্টার কিনে নিয়ে গেছে এই দেখে নাকি তার নাতনীয় কান্নার ব্যাগ তুলেছে হেলিকপ্টার পাওয়ার আশায়।
যাইহোক তিন দিনব্যাপী এই ওয়াজ মাহফিল এর আয়োজন হয়ে থাকে বাদিয়াপাড়া মহব্বতপুর এর এই স্থানে। তাই আমাদের গাংনী মেহেরপুরের বিভিন্ন স্থান থেকে এখানে মানুষ এসে উপস্থিত হয়। তাই মানুষের ভিড়ে যখন নিজেদের গ্রামের মানুষ দেখতে পাওয়া যায় বেশ ভালো লাগে ওই মুহূর্তে। যাইহোক কিছুক্ষণ পর আমার সেই চাচা একটি দোকানে তার পছন্দের হেলিকপ্টার দেখল এবং দামাদামি শুরু করল। আমিও তার পাশে অবস্থান করে ফটোগ্রাফি করতেই থাকলাম। প্রথমে বিক্রেতা ৫০০ টাকা বলে বসে থাকলো, কিছুতেই দাম কমিয়ে দিতে চাইছেন না। ফটোগ্রাফের একপর্যায়ে যখন বলে বসলাম ভাই আমরা প্রায় ওয়াজ মাহফিলে যাওয়া আসা করি মেলাগুলো ভ্রমণ করি এবং এই যে দেখতে পাচ্ছেন এভাবে ফটোগ্রাফি করি ভিডিও ধারণ করি। একেক জিনিসের দাম সম্পর্কে ধারণা বেশি আমাদের রয়েছে। আপনি আবোল তাবোল দাম বললে তো আর বিক্রয় হবে না। বরঞ্চ সঠিক দামে আসেন, আপনার জিনিস বিক্রয় হবে। এরপর আমি নিজেই দাম ঠিক করে দিলাম বললাম সাড়ে 300 উপরে কখনোই দেওয়া যাবে না এটার মূল্য। বিক্রেতা হার কথা না বাড়িয়ে কিছুক্ষণ পর দেখা গেল দিতে রাজি হয়ে গেলেন। বেশ ভালো লাগলো চাচা অনেক খুশি হল। পরবর্তীতে বলল কয়েকটা ঘরে লক্ষ্য করলাম দাম ৫০০ টাকা করে বলছিল। যাই হোক ঠিক এভাবেই চাচার সাথে একটি মুহূর্ত অতিবাহিত করেছিলাম।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ। |
আপনি বাদিয়াপাড়ায় অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে গিয়ে নিশ্চয়ই খুব সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছেন। আর হ্যাঁ এটা ঠিক বলেছেন আমাদের দেশে এই প্লাস্টিকের অনেক রকমের খেলনা পাওয়া যায়।যাই হোক ওয়াজ মাহফিলে মেলার মধ্যে ঘোরাঘুরি করতে করতে গ্রামের একজনের সাথে দেখা হয়ে গেল যেন ভালো লাগলো। ধন্যবাদ ভাই আপনাকে সব মিলিয়ে এই সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাই উনি আমাদের গ্রামের মেম্বার
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্তমান সময়ে ওয়াজ মাহফিল কে কেন্দ্র করে অনেক বড় মেলা বসতে দেখতে পাওয়া যায় আমাদের এলাকাতে। আপনারা বাদিয়াপাড়া ওয়াজ মাহফিল এর কাছে ভ্রমণ করতে গিয়েছিলেন এবং সেখানে অনেক ঘুরাঘুরি করেছেন এটা জানতে পেরে খুবই ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ওয়াজ মাহফিল কে কেন্দ্র করে খুবই সুন্দর মেলা বসেছিল ওখানে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্তমান সময়ে ওয়াজ মাহফিলের নামে মেলা চলে। দুটো মানুষ ওয়াজে থাকে তার থেকে বেশি মানুষ মেলায় থাকে। এটা কিন্তু খুবই দৃষ্টিকুঠোর একটা ব্যাপার। যাহোক আপনি বাদিয়াপাড়া মহাব্বতপুরে ওয়াজ শুনতে গিয়ে বেশ দারুন সময় কাটিয়েছেন। বিভিন্ন প্রকারের খেলনা এসেছে সেগুলো আমাদের মাঝে শেয়ার করেছেন। পাশাপাশি দেখতে পারছি আমাদের গ্রামের মেম্বার তিনিও গিয়েছিলেন। সব মিলিয়ে এত চমৎকার সময়টা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাই মেম্বার চাচা তার নাতনির জন্য খেলনা কিনেছিল
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়াজ মাহফিল উপলক্ষে যে মেলা অনুষ্ঠিত হয় সে মেলায় এ ধরনের অনেক সুন্দর সুন্দর জিনিসপত্রের স্টল বসে। আর একই জিনিস পত্রের অনেক ধরনের দাম হয় বিভিন্ন দোকানে। আর এ ধরনের মেলা থেকে বাড়ির বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর খেলনা ক্রয় করার সুবর্ণ সুযোগ হয়। যাহোক অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ বিভিন্ন প্রকার খেলনা দেখে বেশ ভালো লাগছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit