বিভিন্ন প্রকার বিস্কুটের ভিডিওগ্রাফি

in hive-129948 •  last year 

আসসালামু আলাইকুম





হাই! বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সুন্দর একটি ভিডিও নিয়ে। যেখানে আপনারা দেখতে পারবেন বিভিন্ন পর্যায়ের সুন্দর সুন্দর বিস্কুট ও ঝাল জাতীয় রেসিপি।


ফটো ও ভিডিওগ্রাফি:


IMG_20240209_180157_150.jpg

আপনারা যেই সুন্দর সুন্দর বিস্কুট গুলো দেখতে পারছেন প্যাকেটে। এগুলা আমি বামুন্দি বাজার থেকে ভিডিও ধারণ করেছিলাম। আমি জানি না এগুলা কতটা স্বাস্থ্যসম্মত পরিবেশে তৈরি বা ভালো প্রোডাক দিয়ে তৈরি করা হয়। তবে এগুলো খেতে বেশি ভালো লাগে। আমি এমনিতেই অনেক সজাগ দৃষ্টিতে সবকিছু গ্রহণ করি। আর সব বিষয়ের সচেতন থাকার চেষ্টা করি। তারপরেও কেন জানি প্যাকেটের বিস্কুটের পাশাপাশি এই জাতীয় বিস্কুট গুলো খুব পছন্দ করে থাকি। আর বিশেষ করে আমি খুবই বিস্কুট প্রিয় একজন মানুষ। সব সময় কমবেশি বিস্কুট খেতেই থাকি বলতে গেলে। তাই বামুন্দি বাজারে যখন বাজার করার উদ্দেশ্যে উপস্থিত হয় চেষ্টা করি মাঝে মধ্যে এই জাতীয় বিস্কুট কিছুটা কিনে নিয়ে আসার জন্য। আমি প্যাকেটের বিস্কুটের মধ্যে এনার্জি আর ফ্রুটফাঙ্গ বেশি খেয়ে থাকি। লেক্সাস বিস্কুট টা মাঝেমধ্যে খাওয়া হয় কিন্তু ওই সমস্ত বিস্কুট গুলো যতটা নেয়া হয় তার চেয়ে বেশি এই খোলা বাজারের বিস্কুট একটু বেশি নিয়ে থাকি। আমি যেখানে ভিডিও ধারণ করলাম এই জায়গায় আজ প্রথম দেখলাম বিস্কুট সাজানো রয়েছে। বামুন্দি বাজারের আরো দুইটি জায়গায় এই বিস্কুট বিক্রয় করতে দেখি। আমি সেই জায়গাগুলো থেকে নিয়ে কিন্তু এই জায়গাতে আমি বাজারে উপস্থিত হয়ে ছোলা কিনে থাকি। আজকে দেখতে পারলাম খুব সুন্দর করে সাজানো রয়েছে এসবি স্কুলগুলো। প্রশ্ন করলাম নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পাশাপাশি এইগুলোকে বিক্রয় করবেন আপনারা। তখন উত্তর পেলাম ফুটপাতের উপর এগুলো আমরা বিক্রয় করব আর অপজিটে দোকানের মধ্যে তাদের নিত্য প্রয়োজনীয় ঐ সমস্ত জিনিসগুলো থাকবে। সবে মাত্র এ মালগুলো তারা তুলেছে। তাই পাইকারি মূল্যে বিক্রি করছে আজ।


Video device: Infinix hot 11s
location



বেশ কিছুটা সময় ধরে আমরা সেখানে অপেক্ষা করছিলাম। আমার বড় ভাইয়ের জন্য। যেহেতু আমরা দুইটা ভাই আর আমার একটি বন্ধু দুইটা বাইক নিয়ে সেখানে গিয়েছিলাম। বড় ভাই আমার আম্মার জন্য ওষুধ কিনতে যেয়ে ফার্মেসিতে অনেকক্ষণ অপেক্ষা করেছিল তাই আমরা এই বাজারে ওই জায়গায় দাঁড়িয়ে এই দোকানদার ভাইদের সাথে অনেকক্ষণ গল্প করেছিলাম। হঠাৎ করে দোকানদার ভাই বলল আমাদের কাছে ভিডিও ধারণ করে যেন সমস্যায় ফেলেন না ভাই! আমরা ব্যবসা করে খায়। দুই তিন জায়গায় লাইসেন্স করতে হয় আমাদের। দোকানদার ভাইয়ের ছেলে হুট করে বলে বসলো উনি তো এর আগে কত ফটো তুলেছে আমাদের দোকানের। তখন আমি তাদের নিশ্চিত করে বলে দিলাম আমরা কোন সাংবাদিক নই। আমরা শুধুমাত্র ফটো বা ভিডিও ব্লগ করে অনলাইনে কাজ করে থাকি। এগুলা আমাদের লাইফ স্টাইল এর মধ্যে পড়ে,কখন কি করছি না করছি সে বিষয়ে ব্লগ তৈরি করি এ ছাড়া কিছুই নয়। এ বিষয়ে আপনারা নিশ্চিত থেকে, এখান থেকে আপনাদের কোন হয়রানের শিকার হতে হবে না। অবশ্য উনাদের সাথে আমাদের পূর্বে পরিচিত হওয়া সুন্দর মিল মহব্বত রয়েছে বলেই হাসিখুশি ভাবে আমাদের সাথে কথা বলল। তারপরেও সত্যিই মানুষের কত রকমের সমস্যার সম্মুখীন হতে হয় বর্তমান যুগে। তবে উনি আমাকে একটা পরামর্শ দিবেন আপনারা যখন কোন কিছু ভিডিও করবেন অবশ্যই অনুমতি নিবেন। তখন বললাম জি ভাইয়া আমরা এগুলা জানি, তবে তেমন কোন ভিডিও ধারণ করছি না,আবার কোন সমস্যার বিষয় নয়। যার জন্য জরুরী মনে করি নাই। যাই হোক হাসি খুশি ভাবে উনি আমাদের সাথে কথা বললেন আরো আধা ঘন্টা এক ঘন্টা বিভিন্ন বিষয়ে গল্প হল। যেহেতু কাল শুক্রবার বামুন্দি বাজারের দিন ছিল কিন্তু আমরা বাজারে পৌঁছাতে পৌঁছাতে মাগরিবের আজানের পরে পৌঁছেছিলাম। তাই উনাদের দোকানপাট বন্ধ করার আগ মুহূর্তে যথেষ্ট ফ্রি ছিল বেচাকেনা এইজন্যই অনেক গল্প করতে পেরেছিলাম। আর একটা কথা বলল আপনারা আমাদের পরিচিত এজন্য চেষ্টা করলাম কিছুটা কম ধরার, এমনিতেই খেয়াল করেছি আমাদের কাছে অনেক কিছুই তারা দাম একটু কম ধরার চেষ্টা করে,যেহেতু পূর্ব পরিচিত। তবে এই দোকানদার ভাইদের ব্যবহারটা খুবই ভালো,এতে যেন মন মুগ্ধ করে তোলে। আমি মনে করি প্রত্যেকটা ব্যবসিকের ব্যবহার আচার এবং ব্যবসা ক্ষেত্রে ব্যবহার ভালো হওয়া উচিত।

IMG_20240209_180406_0.jpg
Photography device: Infinix hot 11s
location


গুরুত্বপূর্ণ তথ্য
ভিডিও বিষয়কতথ্য
ভিডিও ডিভাইসমোবাইল ফোন
ভিডিও ম্যান@sumon09
Editing appinshot
স্থানসোর্স
বিষয়ভ্রমণ


আমার পরিচয়

আমার বাংলা ব্লগের সদস্য,সুমন। থানাঃ গাংনী, গাংনী-মেহেরপুর বাংলাদেশ। দৈনন্দিন জীবনে আমার পথ চলার প্রতিপাদ্য বিষয়: সততা সচেতনতা সাহসিকতা যার মধ্যে ন্যায় নীতি নিহিত।


ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাই আপনি তো আমার ছেলের মত, সর্বদা শুধু বিস্কিট চিবিয়ে থাকেন হাহাহা। আমার ছেলেও সারাদিন শুধু বিস্কিট খেতে চায়। যাইহোক ভাই বাজারে কেনা খোলা এসব বিস্কিট স্বাস্থ্যসম্মত না হওয়ারই কথা। কেননা একদম খোলামেলাভাবে বিস্কুট গুলো বিক্রি করছে। এমনিতেই বাজারের লোকজনের সমাগম বেশি তাই ধুলোবালিরও ছড়াছড়ি বেশি। তাই এই খোলা বিস্কিট গুলো না খাওয়াই উচিত বলে মনে হচ্ছে। যাইহোক ভাই ভিডিওগ্রাফির মাধ্যমে হরেক রকমের বিস্কিট গুলো দেখে কিন্তু ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ ভাই, ভিন্ন ভিন্ন ধরনের বিস্কিটের ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য।

আমি জানি ভাই স্বাস্থ্যসম্মত নয়,তারপরেও খেতে মন চায় এগুলা।

বাহ, আপনি তো দেখছি বিস্কুটের বাজার বসিয়ে দিয়েছেন। বাজারে গিয়ে অনেক সুন্দর ভাবে বিস্কুটের ভিডিওগ্রাফি ধারণ করেছেন। আমার কাছে এই বিস্কুট গুলা খেতে ভীষণ ভালো লাগে। আমাদের বাড়িতে সব সময় এই বিস্কুট গুলো থাকে। আপনার পোস্টে আজকে এই বিস্কুটের ভিডিও দেখে বেশ ভালো লাগলো ধন্যবাদ।।

হ্যাঁ গতকাল বাজারে গেছিলাম সেইখান থেকে ধারণ করেছি এই বিস্কুটের দৃশ্য।

এই বিস্কুট গুলো খেতে আমার খুবই ভালো লাগে। যদিও আমরা বিভিন্ন ধরনের বিস্কুট খেয়ে থাকি। প্যাকেট জাত বিস্কুট গুলো খেতে যেমন ভালো লাগে। তেমনি খোলা বিস্কুট গুলোর মধ্যেও আলাদা স্বাদ আছে। আপনি খুব সুন্দর একটি ভিডিওগ্রাফি শেয়ার করলেন বিভিন্ন প্রকার বিস্কুটের। আপনার শেয়ার করা ভিডিও টি আমার অনেক ভালো লেগেছে দেখে।

আমি প্যাকেট বিস্কুট গুলাও কার্টুন ধরে আনি, আবার এগুলো কিনে থাকি

আপনার শেয়ার করা ভিডিওগ্রাফির মাধ্যমে আজকে অনেক প্রকারের বিস্কুট দেখতে পেলাম। এই ধরনের বিস্কুট খেতে খুবই মজা লাগে। যদি এগুলা বেকারিতে তৈরি করা হয় তারপরে এগুলা খেতে বেশ ভালোই লাগে এবং অনেক মানসম্মত।

Posted using SteemPro Mobile

হ্যাঁ এই বিস্কুটগুলো আমার খুব ভালো লাগে

সবার কাছেই বেশ ভালো লাগে।