কখনো কোনো কিছু কেনাকাটার প্রয়োজন হলে আমরা নির্ধারিত দিন ফিস্ট করে রাখি এবং উপস্থিত হয়ে বামুন্দি বাজারে। অবশ্য আমাদের আশেপাশে অনেকগুলো বাজার রয়েছে, তবে কেন জানি আমরা তিন বন্ধু, আমি মারুফ আর পলাশ বেশি পছন্দ করে থাকি এই বামুন্দি বাজার। তাই রীতিমত পূর্ব দিনের মতোই উপস্থিত হয়ে গেলাম বামন্দি বাজারে। নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার উদ্দেশ্যে। প্রথমে পরিচিত একটি জায়গায় আমরা আমাদের দুইটা মোটরসাইকেল রেখে দিলাম। এরপর বাজারের দিকে প্রবেশ করলাম।
Photography device: Infinix hot 11s
Location
বামুন্দি বাজারে প্রবেশ করে প্রথমে আমার চিন্তা ছিল বিকাশে টাকা উঠাতে হবে। কারণ শুক্রবার আর সোমবার বামুন্দি বাজার আমারও চেষ্টা করে থাকি শুক্রবারে বামুন্দিবাজারে উপস্থিত হতে তবে। এই মুহূর্তে আমার যেন টাকা উঠানো হয়েছিল না, কাছে টাকা উত্তম ছিল। বন্ধুরা বাজারের মধ্যে প্রবেশ করল আর তার পূর্বে আমি বিকাশের দোকান থেকে টাকা উঠিয়ে ফেললাম।
Photography device: Infinix hot 11s
Location
বাজারে প্রবেশ করতে পথে রয়েছে চালের আড়ত পাশাপাশি নিত্য প্রয়োজনীয় জিনিসের আড়ত। যেখানে চাল ডাল সহ বিভিন্ন জিনিস পাওয়া যায়। আর আপনারা তো অনেকেই জানেন আমি সকালবেলায় বাসি পেটে ভেজা ছোলা খেতে বেশি পছন্দ করি। তাই এই দোকান থেকেই ছোলা কেনা হয় পাশাপাশি আরো অনেক কিছু। প্রথমত চেষ্টা করলাম কাঁচাবাজার সেরে নিতে তারপর এসে উপস্থিত হয়েছিলাম এখানে। এখন অবশ্য ছোলার দাম বেড়ে গেছে, ওই মুহূর্তে কিছু ৮০ টাকা ৯০ টাকা কেজি ছিল ছোলার দাম।
Photography device: Infinix hot 11s
Location
এদিকে আমি আর মারুফ উপস্থিত হলাম ঘানি ভাঙানো একটি তেলের দোকানে। যেখানে সরিষা ভাঙ্গে তেল আর খৈল উৎপাদন করা হয়। মূলত আমি তেল নেওয়ার জন্য উপস্থিত হলাম আর মারুফ তার পুকুরে মাছের খাওয়ানোর জন্য খৈল কিনলাম। আর এই প্রথম এই অফিসটার মধ্যে প্রবেশ করলাম আমি। এর পাশ দিয়ে দীর্ঘ ১০-১২ বছর ধরে চলাচল করছে কিন্তু ভেতরে কোনদিন প্রবেশ করা হয়েছিল না।
Photography device: Infinix hot 11s
location
একদম বাজার শেষে আমরা যখন বাসার দিকে রওনা দেই তার পূর্ব মুহূর্তে মোটরসাইকেলের পাশে এসে কিন্তু আমার একটা কাজ করে থাকি প্রতিনিয়তই। সেটা হচ্ছে কি কিনতে এসেছিলাম, আর কি কিনতে ভুলে গেছি সেগুলো স্মরণ করে থাকি কিছুটা সময়ের জন্য দাঁড়িয়ে। অবশ্য আমার সবকিছু কেনাকাটা হয়ে গেছিল দেখলাম মারুফ আর পলাশ দাঁড়িয়ে চিন্তা ভাবনা করছে, এই মুহূর্তে আমাদের পাশে থাকা এক কদবেল বিক্রেতার কাছ থেকে সুমিষ্ট কদবেল কিনলাম ৪ পিস। প্রতিদিন কদবেলের দাম 25 টাকা পিস বলতো কিন্তু ঐদিন ১৫ টাকা পিস করে পেয়ে গেছিলাম। তাই দেখলাম বছরের ফল খাওয়া উচিত। কেনাকাটা শেষে টাকাও রয়েছে বেশ। বাড়িতে বেশ তিন-চারটা বেলের গাছ রয়েছে কিন্তু কদবেল নাই। তাই এটার স্বাদ গ্রহণ করাটাও আমাদের প্রয়োজন। আর ঠিক এভাবেই কেনাকাটা করে এরপর তিন বন্ধু মিলে আবারো বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।
Photography device: Infinix hot 11s
location
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ। |
বন্ধুদের সাথে বাজারের ভিতরে এসে খুবই সুন্দর একটি মুহূর্ত উপভোগ করেছেন। বিশেষ করে বিকাশে টাকা উঠানোর পরে আপনারা সরিষা ভাঙার জন্য মিলের ভিতরে এসেছেন, আর সরিষা ভাঙ্গানোর এই ফটোগ্রাফি দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আসলে খাঁটি সরিষার তেল নেওয়ার এবং এই সরিষার তেলের উপকারিতা অপরিচিত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অবশ্যই ভাই দারুন মুহুর্ত কাটিয়েছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তিন বন্ধু দেখছি একই সাথে ভালই ঘোরাঘুরি এবং কেনাকাটা করেছেন। প্রতিনিয়তই আপনারা সন্ধ্যার দিকে শুক্রবারে এখানে যার বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগে। এই জায়গাটিতে অনেক কম দামে জিনিস পাওয়া যায় তাই আমিও মাঝে মাঝে সেখানে যাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চেষ্টা করি প্রায় এভাবে বাজার করতে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তিন বন্ধু মিলে বাম্বুন্দি বাজারে বেশ ভালই কেনাকাটা করেছেন। এক জায়গা দিয়ে প্রায় ১০-১২ বছর ৮০০০ করছেন কিন্তু তার ভেতরে কখনো যাননি বিষয়টা জেনে আমার কাছে খুবই অবাক লেগেছে। তারপরে যে বিষয়টা আমি লোকে করলাম সেখানে কদবেলের দাম খুবই কম। অন্যান্য জায়গায় আমি দেখেছি কদবেলের দাম প্রায় ৫০–৬০টাকা পিচ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
না কোনদিন প্রয়োজন হয়নি তবে মারুফের প্রয়োজনে আমার উপস্থিতি
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওহ আচ্ছা বুঝলাম ব্যাপারটা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit