বামুন্দি বাজার থেকে কেনাকাটার অনুভূতি

in hive-129948 •  16 days ago 


আসসালামু আলাইকুম




হাই বন্ধুরা!

কেমন আছেন সবাই? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাই-বোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম বামুন্দির বাজারে দুই বন্ধু মিলে কেনাকাটার অনুভূতি প্রকাশ করতে। আশা করবো কেনাকাটার মুহূর্ত আপনাদের কাছে অনেক ভালো লাগে এবং অনেক কিছু জানতে পারবেন।


IMG_20241122_174339_673.jpg

photography device:
Infinix Hot 11s

বামুন্দি বাজার


ফটোগ্রাফি সমূহ:


বামুন্দি বাজার, বাড়ি থেকে ৮-১০ কিলো দূরে হলেও বেশ পরিচিত এবং ভালোলাগার একটি স্থান। বাড়ির আশেপাশের ছোটখাটো বাজারগুলো চেয়ে অনেক বেশি ভালো লাগার হয়ে উঠেছে আমার কাছে। তাই সুযোগ পেলে আমি আর আমার বন্ধু মারুফ এই বাজারে উপস্থিত হয়ে যায়। নিকটস্থ বাজারগুলোতে একবারে অনেক কিছু জিনিস পাওয়া যায় না। কিন্তু এ বাজারে আসলে আমরা নিশ্চিত থাকি প্রয়োজনীয় সকল জিনিস ছাড়াও আরো অনেক কিছু কিনতে পারব। তাই ভালো লাগাটা সৃষ্টি হয়েছে এখান থেকেই। সুযোগ পেলেই দুই বন্ধু উপস্থিত হয়ে যাই। এরপর নিজেদের প্রয়োজনীয় কেনাকাটা করতে থাকি। সবজি বাজার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস। কিছুদিন আগে আমরা দুই বন্ধু ঠিক তেমনি উপস্থিত হলাম এই বাজারে। প্রথমে মোটরসাইকেলটা নির্দিষ্ট একটি স্থানে রেখে চালপট্টির পাশ দিয়ে বাজারের ভেতরে প্রবেশ করলাম। সামনে দেখা গেল এক নারিকেল বিক্রেতা নারিকেল বিক্রয় করছেন। আমার বন্ধু বললো শীতের সময় এসেছে নারিকেল কেনা প্রয়োজন, পিঠা খাওয়ার জন্য। সে দাঁড়িয়ে গেল সাথে সাথে আমিও দাঁড়ালাম। দেখলাম নারিকেল ছোট বড় অনুপাতে দাম বলছেন। বন্ধু কিনতে থাকলো আমি সামনের দিকে এগিয়ে গেলাম।

IMG_20241122_170054_073.jpg

IMG_20241122_170151_010.jpg

IMG_20241122_170224_084.jpg

IMG_20241122_170402_677.jpg


আর কিছুটা পথ এগিয়ে রয়েছে বিশাল বড় স্যান্ডেলের বাজার। যেখানে বিভিন্ন রকমের স্যান্ডেল জুতা সব কিছুই পাওয়া যায়। বন্ধু বলল সে তার নিজের জন্য ছেলের জন্য বউয়ের জন্য স্যান্ডেল নিবেন। বিষয়টা আমার কাছে অবাক লাগলো। একবারে বাড়ির সবার জন্য স্যান্ডেল নিবে। দামাদামি করা জিনিস পছন্দ করা এখানেই তো অনেক সময় লাগবে দেখছি। সে আমাকে নিশ্চিত দিয়ে বলল আরে মেয়ে মানুষ নেই সাথে। নিজের মতো নিয়ে গেলে হল। কথাটা তখন দেখলাম ঠিকই বলছেন। মেয়ে মানুষের সাথে নিয়ে আসলে হয়তো পছন্দই হয়ে উঠত না। এখানে থেকে নিতে চাইতো না। মার্কেটে উঠত এবং এক ঘন্টা পার করে দিত। ১০ মিনিটের মধ্যে এসে তিনজনার তিন জোড়া কিনে ফেলল। স্যান্ডেলের দোকান থেকে আরও একটু সামনের দিকে এগিয়ে গেলাম। সেখানে দেখতে পারলাম বিভিন্ন রকমের টসলাইট বিক্রয় ও মেরামত করা হয়। আমি বেশ অনেকদিন ধরে আমার বিদেশি লাইট মেরামত করব ভাবছি কিন্তু তেমন লোক পাচ্ছি না। কিন্তু এখানে দেখলাম যে অভিজ্ঞ এক ব্যক্তি বিভিন্ন রকমের জিনিস নিয়ে উপস্থিত রয়েছেন মেরামত করার জন্য। বেশ ভালো লাগলো জায়গা জানতে পেরে। বেশ অনেক কিছু কথা হল মেকারের সাথে। পরবর্তীতে একদিন বিদেশী লাইট নিয়ে এসে মেরামত করে নিয়ে যাওয়া যাবে।

IMG_20241122_170451_224.jpg

IMG_20241122_170509033_BURST0001_COVER.jpg

IMG_20241122_170452_046.jpg

IMG_20241122_170506218_BURST0004.jpg

IMG_20241122_170454_605.jpg

IMG_20241122_171028_754.jpg

IMG_20241122_171031_660.jpg


এরপর সন্ধ্যা ঘনিয়ে আসতে থাকে, ফলের বাজারে পাকা কলা কিনলাম। তারপর দ্রুত সবজি বাজারে প্রবেশ করে সবজি কেনাকাটা শেষ করল বন্ধু। সেই ফাঁকে আমিও চলে গেলাম পোশাকের বাজারে। মোটামুটি কয়েকটা প্যান্ট নিয়েছিলাম বাবুর জন্য। এরপর সোজা চলে আসলাম মিষ্টির বাজারে। যেখানে রসগোল্লা জিলাপি থেকে শুরু করে বিভিন্ন রকমের মিষ্টি তৈরি ও বিক্রয় হতে থাকে। খোলামেলা দোকান থেকে মিষ্টি কিনে খেতে ইচ্ছে করে না। এই দিনটাই কেন জানি জিলাপির খাওয়ার ইচ্ছে হচ্ছিল। তাই প্রথমেই দুই বন্ধু গরম গরম হাফ কেজি জিলাপি অর্ডার করলাম। এরপর সেখানেই দাঁড়িয়ে থেকে খাওয়া। বসার জায়গা তেমন একটা না থাকাই দাঁড়িয়ে খেতে হয়েছিল। পাশেই পানি পান করার সুব্যবস্থা ছিল।

IMG_20241122_171507_434.jpg

IMG_20241122_174015_320.jpg

IMG_20241122_173925_377.jpg

IMG_20241122_173759_061.jpg

IMG_20241122_173912_791.jpg


একদম লাস্টের দিকে আবার চলে আসলাম আমাদের মোটরসাইকেল যেখানে রাখা হয়েছে অর্থাৎ চালপট্টিতে। এখানে বাড়ির নিত্য প্রয়োজনীয় সকল জিনিস কিনতে পাওয়া যায় সুলভ মূল্যে। আমি এখান থেকে ছোলা আর চিড়া কিনে থাকি। ২ কেজি চিড়া ৬০ টাকা কেজি, আর এক কেজি ছোলা ১১০ টাকা কেজি ধরে কিনে নিলাম। এছাড়া আমার বন্ধু কাঁচা বাদাম সহ অন্যান্য জিনিস কিনলেও। আমি লক্ষ্য করে দেখি এই বাজারটাতে চাল ডাল থেকে শুরু করে বিভিন্ন রকমের সবজির বীজ পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন রকমের তেলে ভাজা জাতীয় জিনিস পাওয়া যায়। যেমন ফুর্তি ভাজা, পাস্তা সহ নাম না জানা অনেক কিছু। তবে এই সমস্ত জিনিসগুলো শখের বসতে মাঝেমধ্যে কেনা হয়। তবে নিয়মিত প্রয়োজন ছিল চিড়া,বাদাম, কিসমিস আর ছোলা। আর এভাবেই সুন্দর একটা সন্ধ্যা মুহূর্তে বামুন্দি বাজার থেকে বেশ কিছু কেনাকাটা করলাম। এরপর সোজা বাড়ির দিকে রওনা দিলাম।

IMG_20241122_174349_066.jpg

IMG_20241122_174317_564.jpg

IMG_20241122_174329_173.jpg


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

পোস্ট বিবরণ


ব্লগারsumon09
ডিভাইসInfinix Hot 11s
লোকেশনবামুন্দি বাজার
ক্যামেরা50mp
দেশবাংলাদেশ


পুনরায় কথা হবে পরবর্তী কোন ভ্রমণ বিষয়ক পোস্টে, ততক্ষণ ভালো থাকবেন সবাই। সকলের জন্য শুভকামনা রইল,আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png



6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzpQii6mQVp5A4gDGCDR68W9RxwfgYXDkuSdrT6M7Y7xaaSUX484gjnbdCNf4usUnqiHpgSG4y2v9nUyHY.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

বাহ বেশ গুছিয়ে বাজার করেছেন তো, আপনি ও আপনার বন্ধুর দুজনেই ভীষণ সংসারি মানুষ দেখছি৷ সংসারের যাবতীয় নিত্য প্রয়োজনীয় জিনিস এভাবে গুছিয়ে বাজার করে নিয়ে গেলে বাড়ির গৃহিণী রাও খুশি হয়। তবে জানিনা কেন এই কথা সত্য মেয়েরা বাজারে এলে অনেকটা সময় ব্যয় করে এবং একটা দোকান দেখেছি জুতো কিনবে অন্য কোন জিনিস কিনবে তেমন যেন তাদের জিনের গঠনই নয়। আমার এই মন্তব্যটা যদি কোন মেয়ে পড়ে তাহলে হয়তো তেড়ে আসবেন। কিন্তু এটা সত্য। আমার ক্ষেত্রেও হয়। খুব শখ করে বেরিয়েছি কিছু কেনাকাটা করব বলে৷ সারা বিকেল সন্ধে ঘুরে কিছুই না কিনে চলে আসি। অবশ্য পছন্দ হয়না বলে কিনি না তেমন না। কিছু জিনিস দেখলে মনে হয় কি হবে কিনে, উমুকটা তো আছে। কাজ চলে যাবে৷ এই কারণে আমাকে আবার সকলেই কৃপণ তকমা দিয়ে দিয়েছে।

হ্যাঁ দুই বন্ধু একসাথে বাজার করে থাকে

16-01-25

Screenshot_20250116-210257.jpg

Screenshot_20250116-204728.jpg

Screenshot_20250116-210450.jpg

আপনারা দুই বন্ধু প্রায় মাঝেমধ্যে বামুন্দি বাজারে যেয়ে থাকেন সেটা আমি জানি। আমারও ভালো লাগে বামুন্দি বাজার থেকে কেনাকাটা করতে। আমি একদম ছোট থেকে এই বাজারে আব্বুর সাথে অথবা ভাইয়ার সাথে অথবা চাচাতো বোনদের সাথে কেনাকাটা করবে অভ্যস্ত। এখন আপনার ভাইয়ার সাথে মাঝে মধ্যে যাওয়া হয়। সত্যি অনেক কিছু পাওয়া যায় এখানে।

ও আচ্ছা আচ্ছা

বামুন্দী বাজার থেকে কেনাকাটা আবার মিষ্টি খাওয়ার মুহূর্ত আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করলেন। আমি ছোটবেলা থেকে অনেক বার এই বাজারে কেনাকাটা করেছি। কিন্তু এখন আর সেভাবে তো হয় না। তবে গ্রামের বাড়িতে অবস্থান করার মুহূর্তে অবশ্যই বামুন্দিবাজারে বাজার করে থাকি। বেশি ভালো লাগলো আপনাদের দুই বন্ধুর এখনো একসাথে পথ চলা দেখে।

ও আচ্ছা অনেক কিছু জানলাম