আসসালামু আলাইকুম
হাই! বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি পাঙ্গাস মাছের বাচ্চার খাবার দেওয়ার সুন্দর ভিডিও নিয়ে। আশা করবো আমার এই ভিডিওগুলো আপনাদের ভাল লাগবে।
Infinix Hot 11s
আপনারা অনেকেই জানেন আমার মাছ চাষ করে থাকি। ভাদ্র মাসের দিকে পাঙ্গাসের বাচ্চা পুকুরে মজুদ করা হয়। সে বাচ্চাগুলো খাইয়ে পরিয়ে বড় করতে হয় এরপর শীত শেষে ফাল্গুন অথবা চৈত্র মাসে চাষে ফেলতে হয় বিভিন্ন পুকুরে। তাই এই মুহূর্তে মাছগুলোকে ভালো খাবার খাবে অনেক যত্ন নিয়ে বড় করতে হয়। এর মত ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ভাসমান রেডি খাবার খাওয়ানো হচ্ছে। মাঝেমধ্যে ইচ্ছে করে ভিডিও ধারণ করে আপনাদের দেখায়, ভিডিও ধারণ করার মুহূর্তে বেশ দারুন ভিডিও হয়ে থাকে কিন্তু আপলোড করলে ভিডিও গুলো কেন যেন বসে যাই। আমি বেশ কিছুদিন ধরে আপনাদের মাঝে ভিডিও গুলো শেয়ার করব আশা করি মাঝেমধ্যে ভিডিও ধারণ করি কিন্তু শেয়ার করতে পারিনা নেটের কারণে বা কোন কারণে ভিডিওগুলো পরিষ্কার হয়ে যায় আপলোড করে। যাইহোক চেষ্টা করলাম সুন্দর ভিডিও ধারণ করে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। মাছের খাবার দেওয়ার মধ্যে অন্যরকম আনন্দ থেকে থাকে তা হচ্ছে মাছের খাবার যখন খেলা হয় সাথে সাথে ঝাঁক বেঁধে এসে খেতে থাকে তাড়াতাড়ি করে। তাদের এমন দ্রুত খাওয়ার অনুভূতি গুলো দেখতেও যেমন ভালো লাগে অন্যকে দেখাতেও খুব ভালো লাগে। এখানে আপনারা যা দেখতে পাচ্ছেন সবগুলো পাঙ্গাস মাছের ছোট বাচ্চা। বর্তমান কেজি ৩০ টা করে হবে। তবে শীত আসার আগ দিয়ে কেজিতে চার-পাঁচটা হবে এমন অবস্থায় নিয়ে যেতে হবে। তাই প্রত্যেকদিন তিন বেলা করে খাবার দেওয়া হয় মাছগুলোর।
Photography device: Infinix hot 11s
location
যখন পুকুরে পানি পরিপূর্ণ থাকে তখন মাছের খাবার দিতে বেশ ভালো লাগে। কারণ মাছ খাবার খায় এবং খুবই আনন্দ করে। আমরা যে সময় প্রথমকালে পাঙ্গাস মাছ চাষ শুরু করেছিলাম সে সময় মানুষের মাছের খাবার দেয়া দেখার জন্য ভিড়তা মতো। কারণ প্রথম অবস্থায় মানুষের অনেক ভালো লাগতো পাঙ্গাস মাছের বাচ্চার খাবার দেওয়া দেখতে। এখনো মানুষের দেখে তবে আগের মতো আনন্দ সহকারে বেশি মানুষ উপস্থিত হয় না। কিন্তু পাঙ্গাস মাছের বাচ্চারা সে আগের মতই আনন্দ সহকারে খায়। তাদের এই খাবার খাওয়ার মুহূর্তগুলো বেশ ভালো লাগে। পুকুরে পানি কম থাকলে একটা সমস্যা বেশি লক্ষ্য করে থাকি তা হচ্ছে অতিরিক্ত পাঙ্গাস মাছ এর মধ্যে অন্যান্য মাছ যদি খেতে আসে তাহলে কাটা লাগা সমস্যা থাকে। এছাড়াও সমস্যা হচ্ছে ধোড়া সাপে ছোবল মেরে পাঙ্গাসের বাচ্চা ধরে। এজন্য মাছগুলো সুন্দরভাবে গুছিয়ে খেতে পারে না। কিন্তু পানি পরিপূর্ণ থাকলে ভরা পুকুরে সাপে বেশি জালাতে পারে না।
Video device: Infinix hot 11s
location
এখানে সবচেয়ে বড় আশ্চর্যজনক বিষয় হচ্ছে পাঙ্গাস মাছের কিন্তু চিন্তা করে কাটা থাকে। একসাথে হাজার হাজার মাছ কাড়াকাড়ি করে খাবার খাচ্ছে তার পরেও তাদের কাটা নিজের মত ঠিক করে রাখে, যেন একজনের সাথে আরেকজনের গায়ে গেথে না যায়। তবে পাঙ্গাস মাছের বেশ অনেক ভয়। যতদিন যাবে বড় হবে আর ভীত হতে থাকবে। ছোট অবস্থায় যেভাবে খাওয়া-দাওয়া করছে বড় হয়ে গেলে ঠিক একই ভাবে খাওয়া-দাওয়া করবে কিন্তু মাঝেমধ্যে দৌড় মারে। মানুষের মুখের কথার শব্দ পেলে আশেপাশের রাস্তা দিয়ে গাড়ি-ঘোড়া চললে শব্দ পেলেই মারে দৌড়। আর দৌর মারলে বড়রা সহজে গুছিয়ে খেতে আসে না। তবে ছোটদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা নাই। তারা কোনো কারণে দৌড় দিলেও সাথে সাথে আবার গুছিয়ে খেতে আসে। এমনকি তারা খাচ্ছে এই মুহূর্তে পুকুরে নেমে নীরবে কোন কাজ করলে কাজ করা যায়। আর বড়রা হলে যদি টের পেয়ে যায় কে কোথায় লুকিয়ে পড়ে, কোলে কোলে বেড়ায় খেতে আসা তো দূরে থাক, ঐ দিন আর খাবার খেতে আসে না। তাই ছোট মাছ গুলোর খাবার দেওয়ার মধ্যে অন্যরকম আনন্দ থাকে। যেন খেতে খেতে হাতে চলে আসে। খুব সহজে ঝুড়ি দিয়ে ধরা যায়। মাঝে মাঝে ওজন মাপার জন্য ঝুড়ি দিয়ে ধরে থাকি খাবার দেয়ার সময়। তবে এই বিষয়ে একটা ভয় থাকে মনের মধ্যে, মাঠের পুকুরে মাছের বাচ্চাগুলো চোরে খাবার দিয়ে ধরে নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য বিভিন্ন প্রটেকশন ব্যবহার করতে হয়নি, এমন কি পাহারা দেওয়া লাগে।
Photography device: Infinix hot 11s
location
ভিডিও বিষয়ক | তথ্য |
---|---|
বিষয় | পাঙ্গাস মাছের বাচ্চা |
ভিডিও ডিভাইস | মোবাইল ফোন |
ভিডিও ম্যান | @sumon09 |
Editing app | PicsArt & inshot |
YouTube channel | সোর্স |
লোকেশন | গাংনী-মেহেরপুর |
আমার বাংলা ব্লগের সদস্য,সুমন। থানাঃ গাংনী, গাংনী-মেহেরপুর বাংলাদেশ। দৈনন্দিন জীবনে আমার পথ চলার প্রতিপাদ্য বিষয়: সততা সচেতনতা সাহসিকতা যার মধ্যে ন্যায় নীতি নিহিত।
পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পাঙ্গাস মাছ আমরা সবাই পছন্দ করি। তবে ছোট পাঙ্গাস মাছ কখনো দেখিনি। চমৎকার ভাবে আপনি ভিডিও করেছেন। অসাধারণ একটি ভিডিও উপস্থাপন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইনশাল্লাহ আমার চ্যানেলের দিকে চোখ রাখলে ভিডিওতে দেখতে পারবেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সব মাছের একসাথে খাবার খাওয়ার দৃশ্যটি বেশ ভালো লাগলো ভাই। সুন্দরভাবে ক্যাপচার করেছেন মোবাইলে। তবে এটি একটি খুব সুন্দর কৌশল। আপনার ব্যাখ্যাটিও ভীষণ সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে। এই কৌশলে মাছ ধরতে সত্যই সুবিধা হয়। আমি কিছুদিন আগে ঠিক এমনই একটি জোটবদ্ধ মাছের ভিডিও পোস্টে আপলোড করেছিলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ দাদা ঠিক বলেছেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পুকুরে খাবার দেওয়ার পর যখন মাছেরা খেলা করে তখন দেখতে সত্যি অনেক ভালো লাগে। এরকম দৃশ্যগুলো ছোটবেলায় অনেক দেখেছি। আমাদের পুকুরে যখন মাছ চাষ হতো তখন এই দৃশ্যগুলো অনেক দেখতাম ভাইয়া। তবে আমাদের এদিকে এই পাঙ্গাস মাছ একদমই চাষ করা হয় না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ কিছু জানতে পারলাম
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পাঙ্গাস মাছের বাচ্চার ভিডিও দেখে ভীষণ ভালো লেগেছে। একসঙ্গে মাছের বাচ্চাগুলোর খাবার খাওয়ার দৃশ্য দেখে আমি মুগ্ধ হলাম। এই ভাবে মাছ গুলোকে খাবার খাওয়াতেও খুবই ভালো লাগে। মাছের বাচ্চা গুলো খাবার খাচ্ছে এবং খেলা করছে। অসাধারণ লেগেছে ভাই আপনার ভিডিওগ্রাফি পোস্ট। ধন্যবাদ ভাই আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর মন্তব্য করেছেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার শেয়ার করা ভিডিওগ্রাফি টা দেখে খুবই ভালো লাগলো। যেহেতু গ্রাম অঞ্চলে বসবাস করে এবং মাছ চাষের সাথে খুবই ভালোভাবে সম্পর্কযুক্ত রয়েছে তাই এই ধরনের মুহূর্ত দেখার সুযোগ হয় সব সময়। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সুন্দর ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ ভালো লাগলো মন্তব্য দেখে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়াও ভাইয়া! পাঙ্গাস মাছের ঝাক কত সুন্দর। আমি এই প্রথম পাঙ্গাস মাছের ঝাক দেখলাম। মাছের ঝাঁক আমার সত্যিই অনেক ভালো লাগে। তবে একটা কথা ভেবে খারাপ লাগছে খাবার দিয়ে এগুলো মাছ অনেকে চুরি করে নিয়ে যায়। যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি ভিডিও আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মন্তব্য করে সাথে থাকার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার মাছ চাষের বিষয়ে আগেও পড়েছিলাম। এটা বেশ ভালো একটা ব্যাপার। পাঙ্গাস মাছের বাচ্চাগুলোর ভিডিও টা চমৎকার লাগছে। একসঙ্গে এতোগুলো মাছের এইরকম দৃশ্য খুব কমই দেখা যায়। বিশেষ করে আমরা তো পুকুরের ধারে যেতেই পারি না। ধন্যবাদ আমাদের সাথে ভিডিওগ্রাফি টা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের এখানে কমন বিষয়
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মামা আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে পাঙ্গাস মাছের বাচ্চার ভিডিও ধারণ করে শেয়ার করেছেন। সত্যি পাঙ্গাস মাছগুলো যখন পুকুরে খাবার দেওয়া হয় এক জায়গায় এসে অনেক মাছ খায় তখন দেখতে বেশ ভালো লাগে। আমিও প্রায় প্রতিনিয়ত বিকেল বেলায় মাছের পুকুরে যখন খাবার দিতে যাই মাছ গুলো দেখলে মন ভরে ওঠে। ধন্যবাদ মামা এত সুন্দর একটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ মামা মন ভালো থাকে কিন্তু
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি ছোট সময় আমাদের একটি পুকুর পাঙ্গাস মাছ চাষ করেছিল। তখন আমি মাছে বাচ্চা গুলো দেখেছিলাম। ছোট ছোট মাছ গুলো দেখে ভালোই লাগছে। ভিডিওটা অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আরো সুন্দর ভিডিও শেয়ার করার চেষ্টা করব ভাই পাশে থাকবেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit