রমজানের প্রথম ইফতারির অনুভূতি

in hive-129948 •  6 months ago 
আসসালামু আলাইকুম


IMG_20240312_181027_374.jpg



হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আমরা সকলেই জানি আমাদের মাঝে রমজান মাস চলমান। আজকে দুইটা রোজা অতিবাহিত করলাম। তবে প্রথম রোজার প্রথম ইফতারির অনুভূতি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশা করি এই থেকে বেশ অনেক কিছু জানতে পারবেন।


ফটোগ্রাফি সমূহ:


প্রথম দিন রোজায় থাকা শেষে জানতে পারলাম আমাদের উত্তরপাড়া জামে মসজিদে ইফতারের ব্যবস্থা রয়েছে। তবে ইফতারের জন্য যাবতীয় জিনিস প্রস্তুত করা হয়েছিল। যখন মসজিদে এত করে ডাকতে থাকলো মহল্লার সব মানুষ মসজিদে ইফতারি করবে আমরা কেন বাড়ি বসে থাকবো। তাই মাইকের কথা শুনতে পেরে মসজিদের দিকে ওযু করে রওনা দিলাম। মসজিদের গেটে প্রবেশ করতে দেখলাম সুন্দর ব্যবস্থা করা রয়েছে প্যাকেট হাতে দাঁড়িয়ে রয়েছে কয়েকজন ছেলে। প্যাকেটগুলো ছিল বিরিয়ানির প্যাকেট। অনেক মানুষ অলরেডি উপস্থিত হয়ে গেছে এবং মসজিদের মধ্যে লাইন ভাবে বসে পড়েছে।

IMG_20240312_181017_055.jpg

IMG_20240312_181024_704.jpg

সবার মাঝে আমিও তাদের হাত থেকে বিরিয়ানির প্যাকেট নিয়ে লাইনের মধ্যে বসে পড়লাম। লক্ষ্য করে দেখলাম এখানে আমার বাংলা ব্লগের বেশ কিছু ইউজার রয়েছে। সবার সাথে একত্রে ২০২৪ সালের রমজানের প্রথম ইফতারি গ্রহণ করলাম। আযান দেওয়ার আগ মুহূর্তে মসজিদের ইমাম সাহেব বললেন আজকের রোজার জন্য আমরা সবাই মোনাজাত করব, সবার রোজা যেন কবুল হয় সেই দোয়া করব। এরপর আযান দেওয়া শুরুতে আমরা ইফতারি শুরু করে দিব। আমি লক্ষ্য করে দেখলাম আমার পরে অনেক মানুষ উপস্থিত হলো আর এভাবেই মসজিদে মানুষে পরিপূর্ণ হয়ে গেল।

IMG_20240312_181233_449.jpg

IMG_20240312_181039_667.jpg

IMG_20240312_181235_379.jpg

এরপর মোনাজাত শেষে এক মিনিট আমরা দোয়া পড়তে থাকলাম। এরপর আযান শুরু হল আমরা খাবার পানি মুখে দেয়ার মধ্য দিয়ে ইফতারি শুরু করে দিলাম। খুব সুন্দর ইফতারের ব্যবস্থা করেছিলেন আমাদের এক প্রবাসী ভাই। সবার জন্য সুন্দর ইফতারির আয়োজন। এরপর ইফতারের শেষে নিজ নিজ দায়িত্বে খাবারের প্যাকেট পাশের পুকুরের ধারে ফেলে আসা হলো। এরপর সবাই ভালোভাবে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে মাগরিবের নামাজ আদায় করলাম। আমরা সবাই জানি অনেকদিন পর প্রথম রোজা করতে গেলে বেশ কষ্ট হয়। তবে প্রথম রোজার দিন আমি তেমন কোন কষ্ট বোধ করিনি। এখন গরমের দিন আসলে কেমন জানি রাত্রে ঠান্ডা পড়ছে। দিনটা বিভিন্ন ব্যস্ততার ফলে অতিক্রম করেছি তো তাই বুঝতে পারিনি। জয় হোক রমজানের প্রথম দিনটা খুব সুন্দর ভাবে অতিক্রম করেছিলাম। চেষ্টা করব ৩০ টা রোজা রাখার জন্য। এদিকে আমাদের মসজিদ এবার টাইলস লাগিয়ে বেশ সুন্দর হয়েছে। গ্রামের আর চারটা মসজিদের চেয়ে আমাদের পাড়ার মসজিদটা বেশি দেখার মত গড়ে তোলা হয়েছে। তবে মন থেকে দোয়া করব প্রত্যেকটা মানুষের মন যেন পাক পবিত্র ভাবে গড়ে ওঠে এই পবিত্র মাহে রমজানের মধ্য দিয়ে। আর সবাই যেন সুস্থ অবস্থায় রমজানের রোজা পালন করতে পারে শুধু আমার গ্রামবাসী বলে নয় সকল মুসলিম যেন রমজানের ফজিলত বুঝতে পারে সেই দোয়া ব্যক্ত করলাম।

IMG_20240312_181241_150.jpg

IMG_20240312_181645_801.jpg


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এক বছর পরে আবারো আমাদের মাঝে রমজান চলে আসলো। এক বছর পরে প্রথম ইফতারি করার মুহূর্তটা একেবারে যেন আলাদা৷ অনেক সময় পর যখন বিকেল বেলা ইফতারি করার জন্য সকলে বসে তখন অনেক ভালো লাগে৷ আপনি আজকে সেরকম একটি সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন৷ যে দেখে খুবই ভালো লাগলো৷ অসংখ্য ধন্যবাদ৷

হ্যাঁ ভাই একত্রে ইফতারি করতে ভালো লাগে

রমজান মাসের সব থেকে মজার বিষয়টি হলো সারাদিন রোজা থেকে ইফতারি করা। সারাদিন না খেয়ে থাকার পর আমরা যখন ইফতারের সামনে নিয়ে বসে তখন নিজের কাছে অন্যরকম অনুভূতি কাজ করে। অনেকদিন পর আবারো মসজিদে ইফতারি দেওয়া দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ ভাই অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

সবাই মিলে ইফতারি করার মজা আলাদা

হ্যাঁ ভাই ঠিকই বলেছেন সবাই মিলে ইফতারি করার মজাই আলাদা।

রমজান মাস আসলে বিভিন্ন জাগায় ইফতার পার্টির ধুম পড়ে। আর এটা খুবই আনন্দের একটি বিষয়। আপনি রমজানের প্রথম ইফতার পার্টিতে গিয়ে দারুন অনুভূতি শেয়ার করেছেন। সবাই মিলে এক সাথে ইফতার করার মজাই আলাদা। ধন্যবাদ।