আম্মাকে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে নেওয়ার অনুভূতি

in hive-129948 •  2 months ago 


আসসালামু আলাইকুম




হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আপনারা দীর্ঘদিন জানেন আমার বিভিন্ন অসুখে অসুস্থ। তাই আম্মার সুস্থতার জন্য ঢাকা থেকে অপারেশন করে নিয়ে এসেছি। এরপরেও আম্মার অসুস্থতা দূর হয় না বরঞ্চ আরো বেড়ে চলেছিল। তাই এলাপতি এর পাশাপাশি হোমিওপথির চিকিৎসা শুরু করা হয়েছে। আর সেই বিষয়ে আজকে আপনাদের মাঝে একটি পোস্ট উপস্থাপন করব।

IMG_20241027_182714_311.jpg


ফটোগ্রাফি সমূহ:


আমার পাকস্থলীতে পলিপ্স জমে ছিল। এইজন্যই ঢাকাতে অপারেশন করা হলো। কিন্তু অপারেশনের পর যেন আরও বিভিন্ন সমস্যা বাড়তে থাকলো। সব সময় বমি ওঠার মত উঠে যেতে থাকে। খাওয়া দাওয়ায় রুচি থাকে না। হাত পা দুর্বল হয়ে ৬৮ কেজি থেকে ৩৬ কেজিতে শরীরের ওজন চলে আসে। অপারেশনের পরেও যখন এমন অবস্থা। ঢাকার ডাক্তাররা বেশ কয়েকটা ওষুধ লিখে দেন। কিন্তু সে ঔষধে অবনতি হতে থাকে। ডাক্তারি বলেছিলেন তিন মাস পরে ঢাকা অথবা কুষ্টিয়াতে দেখানোর কথা। কারণ ঢাকাতে এবং কুষ্টিয়াতে একটি বিষয়ের একই ডাক্তার। কিন্তু বাড়িতে আনার পর যেন সেই তিন মাস আর যেতে চায়না। তাই এলাপতির পাশাপাশি আমাদের এক ফুফাতো ভাইয়ের মাধ্যমে হোমিওপ্যাথির ট্রিটমেন্ট শুরু করলাম। তিনি বলেছিলেন ডাক্তারের কি রিপোর্ট দিয়েছে। অপারেশনের পর বিস্তারিত রিপোর্ট তাকে জানানো হলো। আমার আম্মার শরীরের ডায়াবেটিস নেই ক্যান্সারের কোন জীবনও নেই। তখন সে ভাইয়া বললেন প্রেসার গ্যাস্ট্রিক এ জাতীয় সমস্যা গুলো ধীরে ধীরে আমি দূর করে দিতে পারব ইনশাল্লাহ। কারণ যত প্রকার সমস্যা লক্ষ্য করা যায় গ্যাস্ট্রিকের কারণ। তখন থেকে ভাইয়া তার মতো ট্রিটমেন্ট শুরু করল এলাপতির পাশাপাশি।

IMG_20241027_180936_031.jpg

IMG_20241027_180937_714.jpg

IMG_20241027_182709_013.jpg

IMG_20241027_182713_324.jpg


বেশ কয়েক মাস যাবত আমাদের সেই হোমিওপ্যাথি ডাক্তার আসাদ ভাইয়ের ঔষধ চলছে আম্মার জন্য। আলহামদুলিল্লাহ দুই ওষুধের পাশাপাশি আমার আম্মা যথেষ্ট সুস্থ হয়ে উঠেছেন। তবে এখন পর্যন্ত তার এই বমি উঠার সমস্যা যায়নি। তবে আগের তুলনায় খেতে পারেন চলতে পারেন এমনকি আমার বাবু কেউ কোলে করে ঘুরে বেড়াতে পারেন। এমন সময় গেছে আম্মাকে হাত ধরে নিয়ে বেড়াতে হয়েছে। সে কোন রকম চলতে পারতো না। মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে যা হোক যথেষ্ট সুস্থতা অর্জন করেছেন। তাই দুইটা ওষুধ বুঝে শুনে চলছে। আমরা আগে জানতাম এলাপতির পাশের হোমিওপ্যাথি খাওনা ঠিক নয়। কিন্তু উনি বলেছিলেন খাওয়ানোর যাবে। তবে সেগুলো বুঝে শুনে তার কথামতো চলতে হবে। যাই হোক তার কথামতো চলতে যথেষ্ট সুস্থ হয়ে আছেন। গত কাল সন্ধ্যার সময় ডাক্তারের কাছে নিয়ে গেলাম। উনি আমার শারীরিক অবস্থা জানতে চাইলেন, বর্তমান কেমন অবস্থা সেগুলো খুব সুন্দরভাবে আম্মা তাকে বললেন। এরপর উনি আম্মুর ডায়াবেটিস পরীক্ষা করলেন। আলহামদুলিল্লাহ আম্মার শরীরে ডায়াবেটিস নেই। ৬.৩ ডায়াবেটিস আসলো খাওয়ার পর। এতে বুঝতে পারছেন সুগারের পরিমাণ কম। এরপর তিনি বললেন ডায়াবেটিস না থাকলে আমার জন্য অনেক সুবিধা। কারণ ডায়াবেটিক থাকলে ট্রিটমেন্ট করা ও ওষুধ দেয়া কঠিন হয়ে যেত।

IMG_20241027_181741_402.jpg

IMG_20241027_181740_293.jpg

IMG_20241027_181800_345.jpg


এরপর আসাদ ভাইয়া আমার গ্যাসের প্রবলেমের জন্য বেশ কিছু ওষুধ দিলেন। রাতে ঘুম হয় না এজন্য ওষুধ দিলেন। বর্ষার কারণে হাত-পায়ে বেশ বিভিন্ন রকমের ঘা হয়েছে আম্মার এজন্য ওষুধ দিলেন। বোয়িং বন্ধ হওয়ার জন্য বা নিয়ন্ত্রণের জন্য ওষুধ দিলেন। আর এভাবেই তিনি বিভিন্ন ঔষধ গুলো আমার কাছে দিলেন এবং বুঝিয়ে দিলেন কখন কোন ওষুধ কিভাবে খাবেন। এছাড়াও ঔষধের গায়ে তিনি জেল বা মারকারি কলম দিয়ে লিখে দিলেন। তবে আলহামদুলিল্লাহ এমন এমন দিন গেছিল প্রত্যেকদিন গ্যাসের ইনজেকশন দেয়া লাগতো আম্মার জন্য, এখন যাই হোক সে সমস্যা মহান সৃষ্টিকর্তা দূর করেছেন। আপনারা দোয়া করবেন যেন এই ট্রিটমেন্টের মাধ্যমে আমার আম্মা যেন সুস্থ হয়ে ওঠে এবং আগের মত হাসিখুশি ভাবে চলতে পারেন। আর তার শারীরিক সমস্যা যেন দূর হয়ে যায়।

IMG_20241027_182725_969.jpg

IMG_20241027_182602_172.jpg

IMG_20241027_183325_277.jpg


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

পোস্ট বিবরণ


বিষয়মায়ের অসুস্থতা
লোকেশনLocation
ফটোগ্রাফি ডিভাইসInfinix hot 11s
ফটোগ্রাফার@sumon09
দেশবাংলাদেশ


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সকলে। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzpQii6mQVp5A4gDGCDR68W9RxwfgYXDkuSdrT6M7Y7xaaSUX484gjnbdCNf4usUnqiHpgSG4y2v9nUyHY.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

আলহামদুলিল্লাহ জেনে অনেক ভালো লাগলো আপনার আম্মা আগের থেকে অনেক ভালো আছে।হোমিও ঔষধ এ অনেক সময় ভালো কাজ করে। আন্টির জন্য অনেক দোয়া রইল উনি যেন তারাতাড়ি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেন।ধন্যবাদ আপনাকে।

আপনাদের সকলের দোয়া ইনশাল্লাহ কাজে আসবে

আপনার মায়ের দ্রুত আরোগ্য কামনা করি। মাত্র ৩৬ কেজি ওজন হয়ে যাওয়া মানে শরীরের সত্যিই আর কিছু থাকে না। সেক্ষেত্রে ওনার শরীর যে বেশ অসুস্থ হয়ে পড়েছিল তা বুঝতেই পারছি। তবে সেখান থেকে এখন একটু ভালো আছেন শুনে বেশ ভালো লাগলো। আশা করি তিনি খুব তাড়াতাড়ি একেবারে সুস্থ হয়ে উঠবেন এই হোমিওপ্যাথি চিকিৎসার বলে।

দোয়া করবেন দাদা।

বিষয়টা খুবই মারাত্মক কারণ ৬৮ কেজি থেকে ৩৬ কেজিতে চলে আসা মানে শরীরের আর কিছুই অবশিষ্ট থাকে না। আমি যতটুকু শুনেছি দুই ধরনের ঔষধ একসাথে খেলে তেমন কাজ করে না। তবে আসাদ ভাইয়ের ওষুধ খাওয়াতে আপনার মায়ের অনেক উপকার হয়েছে জেনে অনেক ভালো লাগলো। দোয়া করি আপনার মা যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন।

আল্লাহ ভরসা হয়তো আসাদ ভাইয়ের মাধ্যমে সুস্থতা লাভ করবেন

ইনশাআল্লাহ ভাই আল্লাহ যে কারো মাধ্যম দিয়ে সাফাহ দিতে পারেন।

অনেক সময় দেখা যায় কিছু কিছু রোগ হোমিওপ্যাথি তে সেরে যায় আবার এলোপ্যাথি যে ছাড়তে চায় না তাই সব রকম চিকিৎসা করাই ভালো। যাই হোক দোয়া করি আপনার আম্মু যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায় এবং আবার স্বাভাবিক জীবন যাপন করতে পারে।

হ্যাঁ একদম ঠিক কথা

ভাইয়া আপনার মায়ের অসুস্থতার কথা আমরা সকলেই জানি। অপারেশন করার পর উনার সমস্যাগুলো আরো বেড়ে গেছে এটা জেনে সত্যি খারাপ লাগছে। আসলে আমরা সুস্থ হওয়ার জন্য অনেক জায়গায় ছোটাছুটি করি। হোমিওপ্যাথি চিকিৎসা নিলে অনেক সময় রোগ মুক্ত হওয়া যায় ভাইয়া। আবার অনেক সময় ব্যতিক্রম কিছু দেখা যায়।

তবে ব্যতিক্রম কিছু নয়, ভালোটাই আশা করছি। দোয়া করবেন আপু